নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্মশান ঠাকুর

শ্মশান ঠাকুর

nothing to say

শ্মশান ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

বিশ্বায়ন

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪২

পৃথিবীর সবচেয়ে সুন্দর শিশুটি হাসছে
প্রজাপতি ছুয়ে দিতেই রঙ লেগে যাচ্ছে হাতে
সাদা জুতায় তার ঘাসের গন্ধ।
ইভের জননী হতে পারে এই শিশু।

বিক্রি হবে! বিক্রি হবে!
এই শিশুটি বিক্রি হবে
পৃথিবী এখন একটি বাজার যেখানে.
সবকিছু শুধুমাত্র বিক্রি হয়

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৮

জেন রসি বলেছেন: পৃথিবী এখন একটি বাজার যেখানে.
সবকিছু শুধুমাত্র বিক্রি হয়

সবকিছু আজ বাণিজ্য।

কবিতা ভালো লেগেছে।

++

১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৮

শ্মশান ঠাকুর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৩৫

সুস্মিতা শ্যামা বলেছেন: আপনার লেখা প্রায়ই পড়ি। বেশ মন দিয়েই পড়ার চেষ্টা করি। পড়ার কারণটা হল- লিখতে লিখতে আপনি ঠিক জায়গায় থামতে জানেন। ঠিক যেমন এই লেখাটা। নিষ্ঠুর একটা বিষয়। কিন্তু প্রকাশটা সংক্ষিপ্ত এবং নিয়ন্ত্রিত। ভাল লাগা রেখে গেলাম।

১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০১

শ্মশান ঠাকুর বলেছেন: চেষ্টার সবটুকু করতে চাই। পড়েন বলেই শত ব্যর্থতার পরও লিখতে চাই। অবশ্য এছাড়া আমার আর কোন যোগ্যতাও নেই। অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৯ শে মে, ২০১৫ দুপুর ২:০৫

সুস্মিতা শ্যামা বলেছেন: 'ব্যর্থতা'-এর অর্থ এক একজনের কাছে এক একরকম। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কিছু ব্যর্থতা লেখকের জীবনে থাকা জরুরী- ওই নির্দিষ্ট ব্যর্থতগুলোর কারণেই তার জীবনবোধ অন্যদের চাইতে বেশি হয়, প্রকাশভঙ্গিটা অনন্য হয়।
কিছু কিছু না পাওয়া আমাদের জীবনের গতিপথ বদলে দেয়। কিছু কিছু অপ্রাপ্তি বা অযোগ্যতার কারণে একজন মানুষ হয়তো ফুটবলার না হয়ে লেখক হয়; এন্টারটেইনার না হয়ে সায়েন্টিস্ট হয়। আর সেটাই হয়তো হবার ছিল।
শুভেচ্ছা রইল।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৬

শ্মশান ঠাকুর বলেছেন: আপনি ঠিকই বলেছেন। হয়তো আমিই বহনে ক্লান্ত হয়ে গিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.