নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্মশান ঠাকুর

শ্মশান ঠাকুর

nothing to say

শ্মশান ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

লেখক হত্যা বৈধ্যতা পাচ্ছে মেলায় :::: বয়কট একুশে বই মেলা

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১


বাংলাদেশের জাতীয় জাদুঘর এর প্রাচীন মূর্তি বিদেশে পাচারকারী বর্তমান বাংলা একাডেমি'র মহাপরিচালক শামসুজ্জামান খান, বাঙলীর জাতীয় শক্তি ভিতর থেকে ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসাবে কাজ করছেন। অতীতের বইমেলায় লেখক হত্যার দায় রাষ্ট্র না নিয়ে বরং প্রকাশনী সংস্থার উপর চাপ প্রয়োগ করেছে। অপশক্তি বরারবই সৃষ্টিশীল সত্যবাদী লেখককে হত্যা করতে চায়। রাষ্ট্রের প্রতিনিধি এই শাখান লেখকদের উসকানি মূলক লেখা প্রকাশ থেকে বিরত থাকবে বলে, রাষ্ট্রের কোন শ্রেণীকে উসকাতে ভয় পাচ্ছে বা পেতে বলছে তা স্পষ্ট করছে না।
ক) লেখকদের হত্যা করছে ধর্মীয় জঙ্গি বা অপশক্তি
খ) উসকে যাচ্ছে ক্ষমতাশীল দল বা লীগ
গ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, পয়লা বৈশাখী উসকে ফসকে যাওয়া উদাহরণ।
একজন লেখক উসকে দেয় জাতির বিবেক, বোধ, ব্যক্তির চরিত্র, সৃষ্টি, সভ্যতা, অগ্রগতি, প্রবাহ, ধারা, গতিকে। কপিপেস্ট সম্পাদক শাখান ভাষা বিজ্ঞানে অদক্ষ তবে অপশক্তিতে দক্ষ; তাই লেখকরা এই বইমেলায় নিরাপদ নয়, তা প্রকাশ করেছেন। বইমেলাকে বড় ধরনের হত্যা কেন্দ্র করার পরিকল্পনা কি গোপনে রয়েছে এই কথার ভিতর;
ক) প্রাথমিকভাবে সন্ধ্যার পর বইমেলা বন্ধ করার চিন্তা এবং পরবর্তীতে তার পরিবর্তন।
খ) বইমেলার স্টল নকশা সন্দেহজনক এবং অবিচ্ছিন
গ) আশে-পাশে বিশাল জনবহুল এলাকাকে আগেই জনশুণ্য করা হয়েছে।
ঘ) বইমেলায় অসুস্থ এবং অযোগ্য পুলিশ বাহিনীর ডিউটি( সূত্র: পূর্বেবর্তী হত্যার কোন সূত্রই তারা পাই নাই)
লেখক হত্যার বিরুদ্ধে বাংলাদেশের কোন রাজনৈতিক দল প্রকাশ্য শক্ত ভূমিকা রাখে না। আমি এমন শূণ্য বইমেলাকে বয়কট করতে পারি কিন্তু নতুন লেখকদের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা রইল; তাদের নিরাপদ নিয়েও আমরা চিন্তিত। তারপরও প্রকাশিত বই এর লেখকরা কোন রকম বিপদ অনুমান করলে ``মৌলিক বাংলা'' এর পেইজে বা যেকোন সদস্যকে জানানোর জন্য অনুরোধ করছি। আমরা আপনার পাশে থাকবো। অতীত, বর্তমান, ভবিষ্যত: তিন কাল মিলে বর্তমান।
প্রতিটি লেখকের রক্ত একটি নতুন শহীদ মিনার তৈরির দাবি রাখে।
হুশিয়ার!!!
তোমার পরবর্তী প্রজন্ম যেন
আমাদের রক্তের প্রতি শ্রদ্ধ দেখাতে গিয়ে
সমগ্র বাংলাদেশকে শহীদ মিনার বানিয়ে না ফেলে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ সর্তক করার জন্য তাই বলে আমাদের লেখা বন্ধ হবে না। আমরা মেলাতেও যাবো তবে সর্তকতার সাথে কারন আমাদেরকে বেঁচে থাকতে হবে আরো আরো আরো সত্য সুন্দর লেখা লেখবার জন্য ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭

শ্মশান ঠাকুর বলেছেন: ঠিক তাই লেখা বন্ধ হবে না। তবে লেখকদের সংঘবন্ধ আর সাবধান হতে হবে।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

বিজন রয় বলেছেন: হয়তোবা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.