নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্মশান ঠাকুর

শ্মশান ঠাকুর

nothing to say

শ্মশান ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

জাতীয় গণগ্রন্থগারের অবৈধ্য হল বরাদ্দ বাতিলের কারণে `হাহাকারের হাসি\' প্রকাশনা উৎসবটি বাতিল করা হয়েছে

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪

দীর্ঘদিন পর কবিতার বই প্রকাশ। প্রায় ছয় বছর আগে দ্বিতীয় কাব্য চটিটি প্রকাশ হয়েছিলো। জীবনের বাস্তবতা এবং রাষ্ট্রের জটিলতায় গদ্যময় প্রকাশই স্বাভাবিক; তারপরও কাব্যগ্রন্থ এক জীবনের পরম চাওয়া। আকাঙ্খা। প্রিয় মানুষগুলোকে জড়ো করে তাই প্রকাশনী উৎসবটি করবার জন্য আগস্টের প্রথমেই সাত হাজার ছয় শত টাকা( তিন হাজার ছয় শত হল ভাড়া + চার হাজার টাকা ফেরতযোগ্য) দিয়ে নিচতলা সেমিনার কক্ষটি ভাড়া নেই আজ ১৮ই আগস্ট ২০১৭ইং; শুক্রবার, বিকাল পাঁচ ঘটিকায় । সামান্য মিষ্টির আয়োজনসহ ভালবাসার মানুষগুলোকে বারবার অনুরোধ করে এই আয়োজন।
বেলা ১২ টায় সেমিনার কক্ষ আমরা উপস্থিত হলে, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা তা ভাড়া নিয়েছেন বলে জানান। কর্তৃপক্ষের সাথে যোগগোগের চেষ্টা করা হলেও বেলা দুইটার আগে ফোনে তাদের কাউকে পাওয়া যায় না; বেলা ২টায় তারা জানায়, ছাত্রলীগের অনুষ্ঠানের কারণে তারা আমাদের উক্ত কক্ষটি দিতে পারবে না।
হতাশার বেলা বেড়ে হাহাকারের হাসি তখন বেলা পাঁচটায় উৎসবটি বাতিল ঘোষণা ছাড়া উপায় থাকে না। বন্ধু, সহযোদ্ধা, শ্রদ্ধার, স্নেহের মানুষগুলো প্রকৃত হাহাকারের হাসি শুনতে পেলেন।
এ রাষ্ট্র কবিতার প্রকাশকে মোকাবেলা করতে ভয় পায়।

চেনা ভালবাসার মানুষে কাছ থেকে বিদায় নিয়ে, বাতিল হওয়া উৎসবের বই কাঁধে নিয়ন্ত্রণহীন একটা রাষ্ট্রের ভিতর চলছি।
আর সর্বত্র শুনতে থাকি হাহাকারের হাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.