নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্মশান ঠাকুর

শ্মশান ঠাকুর

nothing to say

শ্মশান ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

জুম্মা মোবারক

০৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৪

ছনের মসজিদ ছিলো- সবাই নামায় পড়তাম।
হঠাৎ,
পাপের টাকায় ধনী হয়ে উঠে গম্বুজ,
চকচকে মিনার,দামী পাথর-চুন,
যেন সম্পদে বাড়বে খোদার গুন,
যেন দামী বেশ্যার মতো শো-কেস
নামায়ের পর তালা লাগায়
শয়তান- টুপি পরা মানুষের বেশ।

আর আমরা প্রার্থনা করি না-
ভিক্ষা করি। যৌবনা মসজিদ,
বাজার অথবা পতিতালয়।






মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০২

কামাল৮০ বলেছেন: সমাজের বাস্তব চিত্র।এমন কবিতা লিখতে সাহস লাগে।

২| ০৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুর্দান্ত কবিতা। বাস্তব চিত্র। দুর্নীতির টাকায় দানবীর হয়ে যাওয়া এখন ফ্যাশন হয়ে গেছে।

৩| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৪

বিটপি বলেছেন: মসজিদে যখন দান সদকার জন্য আহবান করা হয়, তখন বলে দেয়া হয় যে আপনার হালাল কামাই থেকে মসজিদে দান করুন। কাজেই মসজিদ যখন উন্নত হয়, ধরে নেয়া হয় যে দানের টাকা হালাল উপায়েই অর্জিত, যেহেতু যাচাই করার সুযোগ নেই।

এখন আমায় বলুনঃ
- কোন মসজিদ দেখেছেন পাপের টাকায় উঁচু হতে, সেটা যে পাপের টাকায়ই হয়েছে, নিশ্চিত হলেন কি করে?
- সম্পদে খোদার (আমি ধরে নিচ্ছি আল্লাহ, ইসলামে খোদা বলে কিছু নেই) গূণ বাড়ে - এই ধারণা আপনাকে দিল কে? মসজিদ চকচকে করা হয়, যেন মানুষ এখানে নামাজ পড়ে তৃপ্তি অনুভব করে।
- নামাযের পর তালা না লাগিয়ে করবেটা কি? খোলা রাখবে?
- যারা ভিক্ষা করতে মসজিদে যায়, তারা কি নামাজ পড়ে?
- বাজার বা পতিতালয়ের সাথে মসজিদের সম্পর্ক কি?

১ নং মন্তব্যকারীর মতে আপনার অনেক সাহস। এখন দেখি বুদ্ধিতে কতটা পরিণত হয়েছে। বুদ্ধি প্রতিবন্ধী না হয়ে থাকলে আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.