নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

মা, আমার মা।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:১২





‘মা’ এক শব্দের একটি বিশাল আকাশ! যে আকাশ আমাদের মাথার উপর সব সময় থাকে। সে আকাশ অসীম, শেষ নেই। আমরা বুক ভরে শ্বাস নিতে পারি। যতই কঠিন আর দুর্গম পথ হোক না কেন, মা আমাদের আর্শিবাদ দিয়ে থাকে। এ যেন এক অদৃশ্য মায়াজাল! কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একদিন সে অদৃশ্য মায়াজাল ছিন্ন করে মা, আমাদের সবাইকে ছেড়ে হয়তো ঐ দূর আকাশে চলে যায় এবং একইভাবে আমাদের পাশে থাকে!



আমি ঠিক জানি না, মৃত্যুর পর মানুষরা কোথায় যায়!! ধর্ম বলে, তাঁরা হয়তো স্বর্গ বা নরকে যায়! কি জানি! আমিতো কখনো যাই নি, তাই বলতে পারছি না। তবে ছোটবেলা থেকেই অনেকের মুখে শুনে আসছি, মৃত্যুর পর নাকি মানুষ আকাশের তারা হয়ে জ্বলে! এখন আমি এই বিশ্বাসটাই বুকে আঁকড়ে ধরে থাকতে চাই। তারার মত জ্বলজ্বল করে, মা থাকুক আমার পাশে।



মা আছে, সারা ঘর জুড়ে। স্নেহ আর মমতা ছড়িয়ে রয়েছে এখানে-ওখানে। প্রতিটি জিনিসের স্পর্শে খুঁজে পাই মায়ের স্মৃতি। আদর মাখা ভাজে ভাজে। যেখানেই চোখ রাখি না কেন, ভেসে ওঠে মায়ের মুখখানি। কি যেন বলছে আমায়!



মা’কে হারাবার কষ্টটা এখন আমার কাছে স্পষ্ট। এতদিন কবিতা, গান, গল্প, উপন্যাসে পড়ে কিংবা পরিচিত কারো মা’কে হারাবার কষ্টে সমবেদনা দিয়েই বুঝতে পারতাম, বুকের মধ্যে একটা শূন্য বাতাস বয়ে যেত। আর এই মুহূর্তে, সেই ঝড়ো বাতাস আমার বুকের মধ্যে ঝড় তুলে যাচ্ছে। আমি বারবার ভেঙ্গে ভেঙ্গে আচঁড়ে পড়ছি। এলোমেলো লাগছে। একলা লাগছে। খুঁজে ফিরি আমার মা’কে।



পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। কেউ আগে কেউ পরে। তাই বলে, আমার মা এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি! বড্ড অসময়ে চলে গেল আমার মা। কথা ছিল, ইচ্ছে ছিল আরো কয়েকটা দিন থাকবে আমাদের পাশে। হল না! মৃত্যু নীরবে এসে তোমাকে, আমাদের কাছ থেকে দূরে নিয়ে গেল। বন্ধ হলো তোমার জীবন ঘড়ি!



৩০শে অক্টোবর, আনুমানিক ভোর ৫.৩০মিনিটের দিকে মা, আমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে যায় অচিনপুরে। যেখান থেকে মানুষ আর কখনো ফিরে আসে না। উত্তর দেয় না, হাজার হাজার বার মা করে ডাক দিলেও! মা যেমন ভাবে সব সময় ঘুমিয়ে থাকে, ঠিক তেমন ভাবেই ঘুমিয়ে ছিল মৃত্যর সময়। বিশ্বাস করতে পারছিলাম না, মা আমাদের ছেড়ে চলে গেছে। মনে হচ্ছিল, মা ঘুমিয়ে আছে। এক্ষুনি বুঝি, উঠে যাবে! হয়তো রাগ করে উঠছে না! শেষ মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম, মা বুঝি ঘুম থেকে উঠে আমাদের ডাকবে! আমি মাকে চিতার কাঠে শুয়িয়ে দিয়েও, মার হাত ধরে মনে মনে ডাক দিয়েছিলাম উঠার জন্য! না, মা ঘুম থেকে আর উঠে নেই। আবার সমস্ত বিশ্বাসকে স্তরে স্তরে পুড়িয়ে মা ছাই হয়ে গেছে!





এখন কেউ আর আদর করে আমার মাথা ও পিঠে হাত বুলিয়ে দেবে না। দুপুর কিংবা রাতে খাবার সময় আসলে অস্থির হয়ে কেউ আর আমাকে ফোন দিবে না; অপেক্ষা করবে না। বৃষ্টির জল আমার মোটেও সহ্য হতো না। তাই বৃষ্টি হলে আমি কিভাবে বাইরে যাব এবং ফিরে আসব, সে চিন্তায় আমার মা ব্যকূল হযে যেত। আমার মাথার জল মুছার জন্য অস্থির হয়ে যেত। আমিও আমার রাগ-অভিমান আর কারো উপর প্রকাশ করতে পারব না। একমাত্র ছেলে হওয়াতে মায়ের আদরের বেশী ভাগটাই আমি পেতাম।



খুব চুপচাপ আর একা প্রকৃতির মানুষ ছিল আমার মা। হৈ চৈ এবং জন সমাগম বেশী পছন্দ করত না। তাই বলে সামাজিক দায়বন্ধন থেকে নিজেকে দূরে রাখত না। বরং বাড়ির সবার বড় বৌ হিসাবে ছিলেন অগ্রগামী। এক হাতে সব কাজ নিপূণভাবে সম্পন্ন করতে পারতেন।



অনেক ভাল রান্না করতে পারত আমার মা। জীবনে একবার অন্তত যারা মার রান্না খেয়েছে, তারা এক বাক্যে বলেছে - অসাধারণ। আমার ভার্সিটির বন্ধুরা একবার বাসায় খেতে এসে বলেছিল, আমি নাকি এই রান্নার কারণেই হলে গিয়ে থাকি না। আসলেই মার রান্না ছাড়া আর কারো রান্না আমার পেঁটে বেশী দিন সহ্য হতো না। জানি সব সন্তানের কাছে তার মায়ের রান্না অমৃত। তবুও কোন এক অজানা কারণে ছোটবেলা থেকেই আমার পেঁটে সমস্যা ছিল। তাই খাবার ব্যাপারে আমি সবসময় একটু খুঁতখুঁতে ছিলাম। মা খুব যত্ন করে সাবধানে আমার জন্য রান্না করত। এখন আমাকে কে ঐভাবে রান্না করে দিবে!



জীবনে কোন দিন কারো সাথে ঝগড়া করতে দেখিনি মা’কে। নিজের দোষ না হওয়া স্বত্তে ও নিরবে সব সহ্য করে যেত। আমি কখনো মাকে উচ্চ গলায় কারো সাথে কথা বলতে দেখিনি। অন্যরা মার সাথে খারাপ ব্যবহার করার পরও, মা পরে সব ভুলে তাদের ক্ষমা করে দিত।



বাঁচার খুব ইচ্ছে ছিল মা’র। বেশী নয়, মাত্র কয়েকটা বছর! অনেক সাধ ছিল পূরণ করার! নিজের গড়া নতুন ঘরে একটু শান্তিতে দিন কাঁটানো! নতুন কোন মুখ দেখার! একটু বড় করে দেয়া; গুছিয়ে দেয়া!



কিছুই শেষ পর্যন্ত করে যেতে পারল না! দেখে যেত পারল না অনেক কিছু! আমিও এখন থেকে মাতৃহারা এক সন্তান। আমি এমনিতেই বাসায় সারাক্ষণ, মা মা করে; একা একা ডাকতাম। এটা আমার অভ্যাস, সবাই জানে। এখন আর আগের মত ঘন ঘন ডাকতে পারি না, বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগে! গলা ভেঙ্গে শুকিয়ে যায়। আর পারছি না.......



আগামী ১৪ই নভেম্বর, মার শ্রাদ্ধানুষ্ঠান। আপনারা সবাই, আমার মার জন্য আর্শিবাদ ও দোয়া করবেন। যাতে উনার আত্মা শান্তি লাভ করতে পারে। সবাই ভাল থাকবেন।





মন্তব্য ৫৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

বোকামন বলেছেন:



প্রিয় সুমন কর,

আপনার হৃদয় নিংড়ানো প্রতিটি শব্দ বলে যাচ্ছিলো একটিই ডাক মা
মাকে নিয়ে লেখা পৃথিবীর অন্যতম কঠিন কাজ । আমি মনে করি ।

মায়ের প্রতি ভালোবাসা ভাষায় প্রকাশযোগ্য নয় । তাই মন্তব্যে আমিও চুপটি রয়ে গেলাম । অশ্রুজলো মনে আপনার জন্য অনেক শুভকামনা রইলো ।

তিনি শান্তিতে থাকুন -এই কামনা করি ।

আপনার প্রতিটি ভালো কাজ এবং প্রার্থনায় তৃপ্ত হোক আপনার মা-জননীর আত্মা ।।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: আসলেই তাই! আমিও কিছু লিখতে পারছিলাম না। কারণ সব, সব মনে পড়ে যাচ্ছিল।
পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

টুম্পা মনি বলেছেন: মাকে নিয়ে লেখাগুলো সব সময়ই ছুঁয়ে যায়। আপনার মায়ের জন্য দোয়া রইল।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

উনার আত্মা শান্তি লাভ করুক এই কামনা রইলো।
ভাল থাকুন ও শান্তিতে থাকুন। মা যেখানেই থাকুক না কেন দেখবেন সবসময় আপনার পাশেই আছেন। উনার ভাল লাগা বিষয়গুলো করতে থাকুন। উনি আপনাকে যেরকম দেখতে বা গড়তে চেয়েছেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। উনার জন্যই তো আজ এই আমি ! চেষ্টা করছি, সে রকমই থাকার!
ভালো থাকবেন।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

মামুন রশিদ বলেছেন: ব্লগে মা নিয়ে মাতামাতি করছি মাস খানেক ধরে । মা কে নিয়ে কত পোস্ট কত শ্রদ্ধা কত ভালোবাসা । কিন্তু মা কে হারাবার কোন পোস্ট পড়তে চাই নি ।

আপনার মায়ের জন্য শ্রদ্ধাঞ্জলী । ওপারে তিনি শান্তিতে থাকুন । আপনাদের জন্য আশীর্বাদের ফুল ছিটাবেন তিনি অনাদি কাল ধরে ।

ঈশ্বর আপনাকে এবং আপনাদের শোক বইবার শক্তি দান করুন ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: অভি যখন ঐ পোস্টটা দিয়েছিল, সেদিন আমি আমার মা’কে গুরুতর অবস্থায় হাসপাতালে রেখে আসি। এরপর থেকেই আস্তে আস্তে আরো খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত আর.............

মা'কে হারাবার কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না, শুধু নিজের সাথে কথা বলা!

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

এহসান সাবির বলেছেন: দাদা কিছু বলবার নাই.... মায়ের জন্য অনেক দোয়া রইলো....

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: খুব চুপচাপ আর একা প্রকৃতির মানুষ ছিল আমার মা। হৈ চৈ এবং জন সমাগম বেশী পছন্দ করত না। তাই বলে সামাজিক দায়বন্ধন থেকে নিজেকে দূরে রাখত না। বরং বাড়ির সবার বড় বৌ হিসাবে ছিলেন অগ্রগামী। এক হাতে সব কাজ নিপূণভাবে সম্পন্ন করতে পারতেন।

চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। মাকে নিয়ে সুন্দর স্মৃতি চারণ।মায়ের তুল্য কেউ পৃথিবীতে নেই। পেস্টে ৫ম প্লাস।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

সুমন কর বলেছেন: ভালো লাগছে না, তাই নিজের সাথে কথা বলা, হালকা হওয়া !
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

নানাভাই বলেছেন: "মা" এক কঠিন শব্দ!

আপনার মায়ের জন্য শ্রদ্ধাঞ্জলী । ওপারে তিনি শান্তিতে থাকুন । আপনাদের জন্য আশীর্বাদের ফুল ছিটাবেন তিনি অনাদি কাল ধরে ।

ঈশ্বর আপনাকে এবং আপনাদের শোক বইবার শক্তি দান করুন ।
কিছু কুলাংগার মায়ের অবমাননা করছে তাই নিয়ে আমার লিখা পড়ুন।

"আমি একজন মা। আমার দুধের দাবী ছাড়বো না। রোজ হাশরের ময়দানে তুই আমার দুধের দাম শোধ করবি।তোকে আমি মাফ করবো না!"

Click This Link

মা-বাবার খোঁজে ৩৫ বছর পর দেশে হল্যান্ডের নাগরিক ইমাম, আর মাকে শাস্তি দিতে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আরেক সন্তান

Click This Link

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

সুমন কর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আর আপনার পোস্টগুলো একটু পরে পড়ে আসব।
ভালো থাকবেন।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

খেয়া ঘাট বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:

উনার আত্মা শান্তি লাভ করুক এই কামনা রইলো।
ভাল থাকুন ও শান্তিতে থাকুন। মা যেখানেই থাকুক না কেন দেখবেন সবসময় আপনার পাশেই আছেন। উনার ভাল লাগা বিষয়গুলো করতে থাকুন। উনি আপনাকে যেরকম দেখতে বা গড়তে চেয়েছেন।

মামুন রশিদ বলেছেন: ব্লগে মা নিয়ে মাতামাতি করছি মাস খানেক ধরে । মা কে নিয়ে কত পোস্ট কত শ্রদ্ধা কত ভালোবাসা । কিন্তু মা কে হারাবার কোন পোস্ট পড়তে চাই নি ।

আপনার মায়ের জন্য শ্রদ্ধাঞ্জলী । ওপারে তিনি শান্তিতে থাকুন । আপনাদের জন্য আশীর্বাদের ফুল ছিটাবেন তিনি অনাদি কাল ধরে ।

ঈশ্বর আপনাকে এবং আপনাদের শোক বইবার শক্তি দান করুন ।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

সুমন কর বলেছেন: ঈশ্বর আমাকে এবং আমাদের শোক বইবার শক্তি দান করুন ।
ভালো থাকবেন।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা সুমন দা !
ঈশ্বর আপনাকে শক্তি দিক আর আপনার মায়ের জন্য দোয়া করছি , উনি ভালো থাকুক !

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

সুমন কর বলেছেন: আমিও কি করব, বুঝতে পারছি না!! আমাদের তো আবার অনেক নিয়ম এবং একমাত্র ছেলে হওয়াতে আমাকেই করতে হবে। বাসায় এখন অনেক লোক আছে, তাই ঘরগুলো কিছুটা পূর্ণ! কিন্তু সবাই যখন চলে যাবে তখন ফাঁকা বাড়িতে আমি কিভাবে থাকব, সেটা ভাবতেই আমার কষ্ট বেশী লাগে। চারিদিকে শুধু মা আর মা.........

ভালো থেকো।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা পড়ে মন খারাপ হল।

উনার আত্মা শান্তি কামনা করছি
আপনার মা যেখানে থাকবেন ভাল থাকবেন!

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

সুমন কর বলেছেন: পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩১

কুম্ভ রাশি বলেছেন: ঈশ্বর আপনার মাকে শান্তি দান করুন.।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

সুমন কর বলেছেন: আমিও তা চাই।
ভালো থাকবেন।

১২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৭

শান্তির দেবদূত বলেছেন: এই ধরনে লেখাগুলোতে কি বলতে হয় জানি না! গলা ধরে আসে, পৃথিবীর সব মায়ের সেই একই রূপ, আপনার মা ভাল থাকুন। দোয়া রইল।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

সুমন কর বলেছেন: পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: যেখানে আর যেভাবেই থাকুন আপনার মায়ের আত্মা যেন শান্তিতে থাকে।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

সুমন কর বলেছেন: আপনাদেরকে পাশে পেয়ে ভাল লাগছে।

ভালো থাকবেন।

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল।


একটা সময় ছিল যখন বাড়ি ফিরতে দেরী হলে মা বারান্দায় এসে দাড়িয়ে থাকতেন। তারপর আমি খাওয়ার পর তিনি খেতেন।

এখন খুব মিস করি সেই দিনগুলি। তবে এখনও যখন মায়ের কাছে যাই, মায়ের চোখে সেই মমতার কমতি দেখিনা। মায়ের অভাব বোধ অথবা মা কি ? আসলে লিখে ব্যাখ্যা করা সম্ভব নয়।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

সুমন কর বলেছেন: আসলেই কিছু অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাওয়া যায় না!! যা একান্তই নিজের।

জানতে পারলাম, আপনার ছেলের একটি দুর্ঘটনা হয়েছে। প্রার্থণা করি, সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে।

পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: মা ভালো থাকুন।

সব মায়েরা ভালো থাকুন।
সবজায়গায় আসলে কথা বলা যায় না, কথা আসেও না।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

সুমন কর বলেছেন: আপনাদেরকে পাশে পেয়ে ভাল লাগছে।

ভালো থাকবেন।

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

মোঃ নাহিদ শামস্‌ বলেছেন: আপনার মমতাময়ী মা ওপারের অজানা মহাবিশ্বে ভালো থাকুক, সুস্থ থাকুক- এই কামনা করি। উনার জন্য দোয়া রইলো।
আর পৃথিবীর প্রত্যেক মায়ের জন্যই রইলো শুভকামনা।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

সুমন কর বলেছেন: আপনাদের শুভকামনা পেয়ে ভাল লাগছে।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

নেক্সাস বলেছেন: উনার আত্মা শান্তিতে থাকুক

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

সুমন কর বলেছেন: আপনাদেরকে পাশে পেয়ে ভাল লাগছে।

ভালো থাকবেন।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: হয়তো আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছিনা! মাতৃহারা সন্তানকে বলার মত ভাষা আমাদের জানাও নেই হয়ত। মা না থাকলেই বোঝা যায় মা কী ছিলেন!

মায়ের জন্য ভালোবাসা! মা চলে যান, কিন্তু তাঁর ভালবাসা থেকে যায়! আপনি সেই ভালোবাসা নিয়ে ভালো থাকুন, এগিয়ে চলুন, মা উপর থেকে খুশী হবেন!

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

সুমন কর বলেছেন: আসলেই কিছু বলার নেই! যার নেই, শুধু সেই বোঝে আসল কষ্টটা।
ধন্যবাদ। ভালো থাকবেন।

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

গোর্কি বলেছেন:
মায়ের স্থান কখনই পূরণ হবার নয়। মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ওনার বিদেহী আত্মা শান্তি পাক।

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

সুমন কর বলেছেন: মায়ের স্থান কখনই পূরণ হবার নয়।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২০| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

মাহতাব সমুদ্র বলেছেন: মায়ের জন্য অনেক দোয়া। তিনি ভালো থাকবেন।

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

সুমন কর বলেছেন: আপনাদেরকে পাশে পেয়ে ভাল লাগছে।

ভালো থাকবেন।

২১| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

একজন আরমান বলেছেন:
আগে জেনেছিলাম আন্টি অসুস্থ, কিন্তু কাল রাতে যখন জানতে পারলাম যে আন্টি পরপারে চলে গেছেন তখন নির্বাক ছিলাম কিছুক্ষন। পরপারে তিনি ভালো থাকুন এই দোয়া করি।

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: আরমান, কোন কিছুই ভাল লাগে না। সব ফাঁকা ফাঁকা, ফাঁপর! তাই চুপচাপ বসে থাকি, র্নিজীব হয়ে। এই কয়েকদিন পর গ্রামের বাড়ি চলে যাব, মার শেষ কাজ করতে। মার জন্য দোয়া করো।

ভালো থেকো।

২২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

একজন আরমান বলেছেন:
দোয়া অবশ্যই থাকবে দাদা।

আসলে মায়ের অভাবটা পূরণ হবার নয়। আর সান্ত্বনা দেবার মতোও এখানে কিছু নেই। সবাইকেই একদিন চলে যেতে হবে। মন খারাপ হবে, তবে মানিয়ে নিন।

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

সুমন কর বলেছেন: আসলে মায়ের অভাবটা পূরণ হবার নয়। আর সান্ত্বনা দেবার মতোও এখানে কিছু নেই।

আমিও তাই চেষ্টা করছি। ভালো থেকো।

২৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মা স্বর্গবাসিনী হোন- এই প্রার্থনা করি। আপনার মনের শান্তি কামনা করছি।

আমারও মা নেই- গত ৩৩ বছর ধরে। মা যতদিন বেঁচে ছিলেন, শত অভাবেও কোনো অভাব বোধ হয় নি। মাকে হারানোর পর মনে হয়েছে ‘মায়ের মতো আপন কেহ নাইরে, মা-জননী নাইরে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাইরে’।

আপনার মায়ের জন্য শ্রদ্ধাঞ্জলি।

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

সুমন কর বলেছেন: মায়ের মতো আপন কেহ নাইরে, মা-জননী নাইরে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাইরে’।

আপনাদেরকে পাশে পেয়ে ভাল লাগছে।

ভালো থাকবেন।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মনটা অনেক খারাপ হলো। আসলে মা শব্দটি সার্বজনীন। একজন মা এর প্রস্থান চিরকাল অকাল প্রস্থানের বেদনা দেয় আর একজন সন্তান হিসেবে আমাকেও এই দুঃখ গ্রাস করে।

মা এর প্রতি রইল অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি নিশ্চিত, মা রা যেখানেই থাকবেন না কেন, যত আড়ালেই থাকবেন না কেন, তারা ভালো থাকবেন। সৃষ্টিকর্তার কাছে এটাই আমাদের অনুরোধ এবং হৃদয়ের দাবি।

এই অসীম কষ্ট এবং প্রিয়জন হারানোর বেদনা সইবার ক্ষমতা আপনাকে সৃষ্টিকর্তা দান করুন। এটাই প্রার্থনা করি।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

সুমন কর বলেছেন: খুব সুন্দর আপনার কথাগুলো। ভালো লাগল। আপনার প্রার্থনা যেন সত্য হয়, এই আশা করি।

ভালো থাকবেন।

২৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ডট কম ০০৯ বলেছেন: মা এর তুলনা মা ই অন্য কেউ নয়।

আপনার মায়ের বিদেহী আত্নার শান্তি কামনা করছি।

আসলে এই সকল ক্ষেত্রে স্বান্তনা দেবার মত ভাষা আমার জানা নেই।
ভাল থাকুন।মার জন্য দোয়া করুন।

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আসলেই কোন ভাষা খুঁজে পাওয়া যায় না !!!!

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার মায়ের জন্য শ্রদ্ধাঞ্জলি।

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

মশিকুর বলেছেন:
ভাই কোন ভাবে মিস করে গেছি আগে। এখন পড়ে চোখের পানি আটকাতে পারলাম না :( :( :( কিছুই বলার নাই!!!

আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইলো।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: তবুও পাশে আছেন, এতেই খুশি। অনেক ধন্যবাদ।

২৮| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: আপনার এই লেখাটা, সেই সাথে প্রথম মন্তব্যটা (বোকামন এর) পড়ে চোখ দুটো ঝাপসা হয়ে উঠলো। তিনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন, এই কামনায়...

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২

সুমন কর বলেছেন: এ পোস্ট দেখলে, আমারও চোখে জল আসে।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.