নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ১০টি মাউস।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮





মাউস কম্পিউটার পরিচালনায় ব্যবহৃত একটি হার্ডওয়্যার। ১৯৬০ এর দশকের শেষ ভাগে স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটের ডুগ এঙ্গেলবার্ট সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। কিন্তু সত্তরের দশকে এটি কেবল জেরক্সের কম্পিউটার ছাড়া অন্যত্র জনপ্রিয়তা পায় নাই। ১৯৮০ এর দশকে আ্যাপল কম্পিউটার তাদের ম্যাকিন্টশ সিরিজে প্রথম এটি উপস্থাপন করে, এর আকৃতি ইঁদুরের মত তাই এর নাম mouse দেয়া হয়েছিল। মাউসের সঙ্গে ইঁদুরের লেজের মতো তার যুক্ত থাকায় এর নাম ‘মাউস’ রাখেস এঙ্গেলবার্ট। তাঁর দেওয়া নামটিই জনপ্রিয় হয়।



এটি একটি ইনপুট ডিভাইস, এর মাধ্যমে মনিটরের বা প্রোগ্রামের যে কোন স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব। আমরা কম্পিউটারের পর্দায় মাউসের কার্সরটিকে নড়াচড়া করতে দেখি। মাউস সামনে পেছনে ডানে বামে ঘুরিয়ে কম্পিউটারে নেভিগেশন সিগনাল দেওয়া যায়। অর্থাৎ মাউস যেভাবে নাড়ানো হয়, কম্পিউটারে কার্সর সেভাবে ঘুরে। ফলে অল্প সময়ে খুব দ্রুত মনিটরের যেকোন যায়গায় তাক বা পয়েন্ট করা যায়। এর কল্যানে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস বা GUI সম্বলিত আপারেটিং সিসটেম এত দ্রুত প্রসার পায়।



ল্যাপটপের যুগে মাউস অনেকটাই তার প্রয়োজনীয়তা হারাচ্ছে। ল্যাপটপ যদিও মাউস ছাড়া ব্যবহার করা যায় কিন্তু ডেক্সটপ কম্পিউটার সম্ভব নয়। বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত হল অপটিক্যাল মাউস। হুইল মাউস এখন ব্যাবহার হয় না বললেই চলে। ১৯৯৯ সালের শেষে বাজারে আসে অপটিক্যাল মাউস।





আসুন দেখা যাক, বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ১০টি মাউস।



1. Logitech Air 3D Laser Mouse in Gold Case





Logitech কোম্পানীর তৈরি করেছে এই মাউসটি। যার মূল্য ২৪,১৮০ মার্কিন ডলার। মাউসটি স্বর্ণের আবরণ দ্বারা আবৃত। মাউসটির আরো একটি বৈশিষ্ট্য হলো, এতে রয়েছে একটি মূল্যবান রত্নের micro flash drive এবং একটি হীরার রিং। নিঃসন্দেহে Logitech Air 3D laser mouse in the gold case বিশ্বের অন্যতম একটি ব্যয়বহুল মাউস।



2. USB Mouse Covered with White Gold





মাউসটির মূল্য ২৬,৭৩০ মার্কিন ডলার এবং ১৮ ক্যারেট সাদা স্বর্ণ দ্বারা আবৃত। এতে নিখুঁতভাবে ৫৯টি হীরা কেঁটে বসানো হয়েছে। Rhodonisation কারণে এর বৈশিষ্ট্যময় রংটি হয়ে থাকে। এছাড়া palladium (Pd) সংকর ধাতুর সাথে স্বর্ণ যোগ করা হয়ে থাকে। হীরাগুলো ছড়ান এবং ফুলের মতো-এই দুই ডিজাইনের পাওয়া যায়।



3. MJ Blue Sapphire Mouse





MJ Blue Sapphire Mouse বিশ্বের অন্যতম একটি ব্যয়বহুল মাউস। যার মূল্য ২৭,৯৪০ মার্কিন ডলার। এটি স্বর্ণের কাঠামো দ্বারা আবৃত এবং ডিজাইনে নরম, মসৃণ এবং চকচকে। এটি সম্পূর্ণভাবে নীলকান্তমনি দ্বারা সজ্জিত করা হয়। MJ Blue Sapphire Mouse-টি নিশ্চিতভাবে তার প্রতিটি মূল্যের গুরুত্ব বোঝে।



4. Black Diamond Logitech Mouse





Black Diamond Logitech Mouse হচ্ছে Logitech কোম্পানীর আরো একটি সৃজনশীল এবং দামী মাউস। নামের স্ব ব্যাখ্যামূলক হিসাবে, এটি খাঁটি কাল হীরা দ্বারা অলঙ্কৃত। মাউসটির মূল্য রাখা হয়েছে ৩১,৮৪০ মার্কিন ডলার। নিশ্চিতভাবে এটি সংগ্রাহকগণ খোঁজ করেন এমন দুষ্প্রাপ্য বস্তুর মধ্যে একটি, যারা একই সাথে গহনা এবং প্রযুক্তির ব্যাপারে কৌতূহলী।



5. MJ- Luxury VIP Mouse





এই মাউসটি তৈরি করা হয়েছে সাদা অস্ট্রিয়ান স্ট্রাসের সাথে সুন্দরভাবে হীরা একদিক থেকে অন্যদিকে অলঙ্কৃত করে। মাউসটির মূল্য রাখা হয়েছে ৩৪,৪৮০ মার্কিন ডলার।



6. The Gold Bullion Wireless Mouse





মাউসটির নাম ইঙ্গিত দিচ্ছে যে, মাউসটি দেখতে প্রায় স্বর্ণের বাট বা স্বর্ণের ইটের মতো। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামী মাউস এবং যার মূল্য ৩৬,৮৩৫ মার্কিন ডলার। মাউসটিতে রয়েছে ডান-বাম বাটন সেই সাথে একটি স্ক্রল চাকা। এটি পিসি এবং ম্যাক উভয়ের সাথে ব্যবহারযোগ্য।



7. Gold Metal Sun Mouse





মাউসটির মূল্য ১৯,৭২০ মার্কিন ডলার। এটি খাঁটি স্বর্ণ দ্বারা বৃত্তাকার ডিস্কের মতো রুপায়িত।



8. Python Leather Mouse





এটি gold finger plates এবং আসল পাইথনের চামড়া দিয়ে তৈরি। মাউসটির মূল্য ১৭,৮৪০ মার্কিন ডলার।



9. Gigabyte bling-bling GM-M7800S Wireless Mouse





এটি মাউসটি প্রিমিয়াম চামড়ায় আবদ্ধ দামী ক্রিস্টাল দিয়ে সজ্জিত। মাউসটির মূল্য ১৮,৫১০ মার্কিন ডলার।



10. Crocodile skin Gold Mouse Ferrari





মাউসটি ১৮ ক্যারেট স্বর্ণ এবং নীল রঙের হীরা দ্বারা তৈরি করা হয়। মাউসটির মূল্য ১৭,২৫৮ মার্কিন ডলার।





.............................*******.....................





উৎস: সকল ছবি এবং তথ্য ইন্টারনেট থেকে সংগৃহীত।



আরো জানতে ঘুরে আসতে পারেন নিচের সাইটগুলোতে।



View this link



View this link



View this link



View this link







আমার কথা: আসলে আমার কস্পিউটারের কোন ডিভাইস খারাপ হোক না হোক, মাউস এবং কি-বোর্ড প্রায়ই নতুন থাকা অবস্থায় ঐ মাউসের (ইঁদুর!!) জ্বালায় রাখতে পারি না। মানে তারগুলো কেঁটে ফেলে! X( X(( আমার বাসায় আবার ছোট ছোট ইঁদুরের বসবাস। ঔষধ দিলে কিছুদিনের জন্য কমে, আবার বাড়ে। ইদানিং আবার বেড়েছে।



আমি মাউস এবং কি-বোর্ডের অধিকাংশ জায়গায় স্ক্রচ ট্যাপ দিয়ে রেখেছি। কি-বোর্ডটি যায় যায় অবস্থা! X( X( X( তার কেঁটে শেষ। আমি যেদিন নতুন মাউস বা কি-বোর্ড কিনে আনি, তার দু-তিন দিনের মধ্যে নতুন তারের গন্ধে ইঁদুর তার কাজটি করে ফেলে! X(( X(( তাই ইঁদুরের কারণে হঠাৎ এই ধরণের একটি পোস্ট দেবার ইচ্ছে হল। আগামী পর্বে কি-বোর্ড নিয়ে পোস্ট দেবার চেষ্টা করব।



মন্তব্য ৮৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫০

শায়লা িসিদ্দক বলেছেন: "আমার কথা..... " :P :v

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: বুঝছি, বুঝছি... :(( :((

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫

বেকার সব ০০৭ বলেছেন: এত টেকা দিয়া মাউস কিনাবার পারুম না , আমার ২৫০ টাকার মাউস নিয়ে ভাল আছি তয় ২ নাম্বারটা পাইন লাগচে
পোস্টে++++++++++++
আর ++++++++++আর +++++++++

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: আমিও কিনতে পারতাম না। আমার মাউসের দাম আপনেরটার চেয়েও কম।মাত্র ১৮০টাকা। কিন্তু ইঁদুরের জ্বালায় ফেলে দিতে হয়।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১১

মামুন রশিদ বলেছেন: খুব নীতিবাক্য আওরাই, বিলাসিতা ভালো না অপচয় ভালো না হ্যানতেন আরো কত কি!

কিন্তু মনে মনে বলি, আহা.. এইরকম একটা জিনিস যদি আমার থাকত..

সুন্দর পোস্ট ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: আমিও যদি পাইতাম......... =p~

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১২

আমাবর্ষার চাঁদ বলেছেন:
ভাই, গ্লু-টুথ (ব্লু) কি-বোর্ড, মাউস কিন্না লন..........
ইন্দুর গ্লু-টুথ দিয়া দাত মাজে না...

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

সুমন কর বলেছেন: আপনে জানলেন কেমনে............ :D

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

খেয়া ঘাট বলেছেন: মামুন রশিদ বলেছেন: খুব নীতিবাক্য আওরাই, বিলাসিতা ভালো না অপচয় ভালো না হ্যানতেন আরো কত কি!

কিন্তু মনে মনে বলি, আহা.. এইরকম একটা জিনিস যদি আমার থাকত..

সুন্দর পোস্ট ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: ভাই যদি একটা গিফট করতেন............ =p~

৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩

বশর সিদ্দিকী বলেছেন: ++

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

সায়েম মুন বলেছেন: আমার একটা কম্পুর মাউস একটা ক্লিক দিলে ডাবল হয়ে যাচ্ছে। যার দরুন কাজে কর্মে প্রায়ই ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই ভাবছি একটা কেনা দরকার। কিন্তু লোভনীয় সব মাউস দেখে সাধারণ মাউস আর নাড়তেই ইচ্ছে করছে না। #:-S

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

সুমন কর বলেছেন: দেখেশুনে ইঁদুরের নাম লইয়া, কিন্ন্যা ফালান....... !:#P

৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

সাদা আকাশ বলেছেন: ধুর মিয়া!
রাইত্তের বেলায় কি পুষ্ট দিলেন? এখন তো খালি রাত ভর এইগুলান স্বপ্নে দেখুম ;) :P


চমৎকার পোষ্ট আর ভিন্ন ধরনের উপস্থাপনা। অনেক ভাল জিনিষ শেয়ার করেছেন। আর ১, ৮ এবং ৯ নম্বরটা পছন্দ হইছে। আইজ রাতটা মনে হয় তাদের উপরেই কাটবে B-)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

সুমন কর বলেছেন: ভাই স্বপ্ন দেখেন আর আমারে ধন্যবাদ দিয়েন! :P
এইতো, আপনাদের জন্যই শেয়ার করলাম। ভাল লেগেছে জেনে খুশি হলাম।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১

মহামহোপাধ্যায় বলেছেন: এত দামী দামী মাউস দেখে টাশকি খেলাম ভাই।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: কি কন ভাইজান!! তাড়াতাড়ি মাথায় পানি ঢালেন।
ভাল থাকবেন।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: শৌখিন পোস্ট। চোখ জুড়িয়ে গেলো ইদুরের রূপ দেখে। ইদুরপোস্ট ;) ভাল লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ, সেলিম ভাই।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

মশিকুর বলেছেন:
ভাই আপনার দরকার wireless মাউস। আমারটার দাম মাত্র ১০০ টাকা। কাম চালানোর জন্য কিনছিলাম, এখন দেখি আর নষ্ট হয় নাঃ(

পোস্টে + না কিনি মাঝে মাঝে মাউস গুলা দেখতে আসবো।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১

সুমন কর বলেছেন: আমার মাউস নষ্ট হবার সময় পায় না, তার আগেই ইঁদুর কেঁটে ফেলে।
ধন্যবাদ।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:

আমি ভাই ১৮০ টাকা দামের মাউস ব্যাবহার করি!

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

সুমন কর বলেছেন: আমারটার মতো! ভালো থাকবেন।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: বাপরে বাপ এত দাম।

অনেকদিন মাউস ব্যবহার করা হয় না!

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

সুমন কর বলেছেন: হ ভাই, এত্ত দাম!! আমিও পোস্ট দিতে গিয়ে জানলাম। ভালো থাকবেন।

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৫

বেলা শেষে বলেছেন: ৮. ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩ ০

সাদা আকাশ বলেছেন: ধুর মিয়া!
রাইত্তের বেলায় কি পুষ্ট দিলেন? এখন তো খালি রাত ভর এইগুলান স্বপ্নে দেখুম ;) :P


চমৎকার পোষ্ট আর ভিন্ন ধরনের উপস্থাপনা। অনেক ভাল জিনিষ শেয়ার করেছেন। আর ১, ৮ এবং ৯ নম্বরটা পছন্দ হইছে। আইজ রাতটা মনে হয় তাদের উপরেই কাটবে B-)


it is a very good Artical, good editing, good modarating, & good photoshop transfaring. Sir write more on" High-tech".

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার ইচ্ছে রাখার চেষ্টা করব। ভালো থাকবেন।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৪

ঢাকাবাসী বলেছেন: দুর্দান্ত পোষ্ট, দারুণ লাগল। জানলুম মাউস কাকে বলে! এর একখান দিয়ে একটা মার্সিডিজ কেনা যায়!

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আমিও তা কই!! এত দাম মাউসের!
ভালো থাকবেন।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২

এহসান সাবির বলেছেন: কয়েক দিন আগে মাউস নষ্ট হয়ে গেছিল... পুরানো আরেকটা ভাংগাচুরা মাউস ছিল.. তো দুইটা মিলে এর কেসিং ওর চাকা এর তার ওর....... এখন চলছে খারাপ না।

দারুন পোস্ট।

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

সুমন কর বলেছেন: আপনি তো ভাল বুদ্ধি বের করেছেন! চালিয়ে যান, যতদিন চলে। অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: পোস্টটা বেশ লাগলো , মাউস কিনতে পারি না পারি চেহারা তো দেখা যাবে , প্রিয়তে নিলাম B-)

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০

সুমন কর বলেছেন: প্রিয়তে নেবার জন্য অনেক ধন্যবাদ। আমিও মাঝে মাঝে, যাতে ঐ গুলোর চেহারা দেখতে পারি, তাই সবার জন্যই পোস্টটি তৈরি করলাম।
ভালো থাকবেন।

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইন্টারেস্টিং পোষ্ট! মাউসের এত দাম হতে পারে, জানতামই না!!!

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আমারও জানা ছিল না, পোস্ট দিতে গিয়ে জানলাম!!!

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ছাইড়া দে মা কাইন্দা বাঁচি !

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
আমিও তা কই.......

২০| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

রাখালছেলে বলেছেন: এত দাম দিয়ে কি মাউস কিনব নাকি অন্য কিছু কিনব । এত থেকে গেমিং মাউস ই ভাল। তাতে আর বেশী বাটনের সুবিধাসহ আর অন্য কিছু পাওয়া যাবে । মাইনাস ।

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

মাইনাস দিলে উনাদের দেন, যারা ঐ গুলো তৈরি আর ব্যবহার করে। আমারে না!!

২১| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার মাউসের দাম ২৫০ টাকা , এখন পর্যন্ত এর পারফরমেন্সে আমি যথেষ্ট খুশি !
মাঝে একটা ব্লুটুথ মাউস ইউজ করেছিলাম দাম হাজারের উপর হবেনা , পোষ্ট ভালো লেগেছে সুমন দা !

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
আমিও ২০০-২২০এর মধ্যে মাউস কিনি। কারণ আমার মাউসতো আবার মাউসের পছন্দ। X(

২২| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

একজন আরমান বলেছেন:
দারুণ পোষ্ট সুমন দা! নতুন জিনিস দেখলাম।

এই ধরনের আজগুবি জিনিস দেখলেই মনে হয় কি আজিব পৃথিবী ! কেউ পাগলামি করে ডলার উড়িয়ে আর কেউ না খেয়ে মরে !

কম্পিউটার ব্যাবহার করছি ১০ বছর হল। এই কয় বছরে ২৫০ টাকার উপরে কোন মাউস ব্যাবহার করেছি বলে মনে পড়ছে না ! /:)

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
গুড, আমিও ২০০-২২০এর মধ্যে মাউস কিনি। কারণ আমার মাউসতো আবার মাউসের পছন্দ। পোস্ট ভাল লেগেছে, জেনে খুশি হলাম।

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ড. জেকিল বলেছেন: সবচেয়ে কমদামী মাউসের লিস্ট দিলে একটা কাজে আসতো :)

এইগুলা কিনে কি ব্যাবহার করে নাকি সাজায়ে রাখে ? :-* :-*

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: কম দামীরটা পাই নাই, খুঁজতে হইবো।
ভালো থাকবেন।

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: একটা লাগতো সুমন ভাই

আমার মাউস কাজ করতেছে না :( :(

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সুমন কর বলেছেন: আমি যদি একটা পাই, তবে অবশ্যই আপনাকে দিয়ে দিবো। কথা দিলাম!
ভালো থাকবেন।

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

শুঁটকি মাছ বলেছেন: সোনা আর হীরা ছাড়া কি কিছুই দামী হইতে পারেনা?সেদিন দামী দামী খাবারের ভিতরেও দেখলাম খাদ্যযোগ্য সোনা দিয়ে রাখছে। প্রযুক্তির দিক থেকে উন্নত হলে দাম মানা যায়।মাউসে খাবারে,গাড়িতে সোনা রূপা হীরা জহরত যে কেন লাগায়?
তবে হ্যা,আপনার পোস্ট ভাল লেগেছে সুমন দা!!!!!ভাল থাকবেন।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সুমন কর বলেছেন: আমিও ঠিক বুঝি না! তবে হীরা সবচেয়ে দামী বস্তু বলে, সবখানেই থাকে। পোস্ট ভাল লেগেছে, জেনে খুশি হলাম।
ভালো থাকবেন।

২৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নতুন এই জিনিশের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

আমার প্রথম মাউস ছিল ৬০ টাকা দামের আর কিবোর্ডটা ১০০ টাকা!!! অবিশ্বাস্য হলেও সত্য দীর্ঘ পাঁচ বছর ব্যাবহার করেছি মাউসটি আর কিবোর্ড সাত বছর।

উপরের কুনূটা যদি আমার পরথম মাউসের মত সার্ভিস দেয় তয় কিনতাম। সুইসব্যাংক থিকা ইন্সটলমেণ্ট লোণ নিয়া... :P

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০

সুমন কর বলেছেন: ভাই মনের দুঃখেই এই পোস্ট দিছি। আমার মাউস ও কি-বোর্ড মনে হয় কোনদিনই নষ্ট হতো না, যদি ইঁদুর না কাঁটতো। ভালো থাকবেন।

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

জুন বলেছেন: যাদের পয়সা রাখার জায়গা নেই তারাই এসব কিনবে বলে ধারণা। আমার ছেলে বল্লো 'আম্মু তোমার জন্য একটা তার ছাড়া মাউস আনি' ?
বললাম খবরদার কোন দরকার নাই এসবের।আমার ঐ পুরানা স্টাইলই ভালো'
মানুষের যত আজগুবী চিন্তা ভাবনা ।
সেদিন দেখলাম গোল্ডের টয়লেট পেপার #:-S
তবে পাইথনের চামড়ারটা দেখতে সুন্দর এটা বলতেই হবে।
+

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

সুমন কর বলেছেন: প্লাস দেবার জন্য ধন্যবাদ। আর আমার ব্লগে আপনাকে পেয়ে আমি খুশি। মাঝে মাঝে এসে অনুপ্রেরণা দিলে ভাল লাগবে। আর আপনি যা বলেছেন, যাদের অনেক পয়সা খরচ করতে হবে, তারাই ঐগুলো কিনবে। না হলে, তৈরি বা হচ্ছে কেন? X((
ভালো থাকবেন।

২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: এতদিন শুনেছি বিড়ালে ইঁদুর খায় , আর এখন ইদঁুরে মাউস খায় =p~

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

সুমন কর বলেছেন: দারুণ বলেছেন। B-) ভালো থাকবেন।

২৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:




এইগুলা দিয়ে কি কম্পিউটারে ব্যবহার করা হয় নাকি শোকেসে শুধু সাজিয়েই রাখা হয় B:-) B:-) B:-)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬

সুমন কর বলেছেন: ভাইজান, আমি বা আমার পরিচিত কেউ কেনে নাই, তাই বলতে পারুম না, ঐগুলো দিয়ে কি করা হয়!!!
ভালো থাকবেন।

৩০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

রুরালমারকেিটং বলেছেন: এই সব কে কিনে??

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

সুমন কর বলেছেন: আপনি একটা কিনে ফেলেন। পরে ভাল না লাগলে আমারে গ্রিফট করে দিয়েন!!
ভালো থাকবেন।

৩১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

মোঃ ইসহাক খান বলেছেন: পোস্ট দেখে নিজের মাউসটিকে একটা করুণ হাসি উপহার দিলাম!

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

সুমন কর বলেছেন: আমিও আমার নষ্ট না হওয়া মাউসগুলোকে ফেলা দেবার সময়, ঐ ইঁদুরগুলোকে মনে মনে এক চোট..... X( X(( ....দেই।

৩২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

শরৎ চৌধুরী বলেছেন: পুরাই ইন্দুর হয়ে গেলাম।+।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: প্লাস দেবার জন্য অনেক ধন্যবাদ।

৩৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: Logitech Air 3D Laser Mouse in Gold Case এটা আর সাত নাম্বারটা সুন্দর বেশি।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

সুমন কর বলেছেন: টাকা জমিয়ে কিনে ফেলুন, পরে আমাকে গিফট করে দিয়েন!! =p~ !:#P
ব্লগে আসার জন্য ধন্যবাদ।

৩৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

শ্যামল জাহির বলেছেন: ইঁদুর কাহিনী আর বর্তমান বিশ্বের সবচেয়ে দামী ১০টি মাউস-এর পোস্টে ভাল লাগা। কি-বোর্ড পোস্ট-এর অপেক্ষায়...

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। পরবর্তী পোস্ট, দেখি কবে দিতে পারি!!! পাশে থাকবেন, আশা করি।

৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

আমিনুর রহমান বলেছেন:




একটাও ভালো না (আঙ্গুর ফল টক)।

পোষ্টে +++

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ। অনেক দিন পর দেখলাম। কেমন আছেন?

৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

তাহমিদুর রহমান বলেছেন: View this link ব্লগে আমন্ত্রণ

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

সুমন কর বলেছেন: ঐ ব্লগটি আগে দেখে আসলাম। ভালো। আপনি আছেন নাকি?

৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ইন্টারেস্টিং পোস্ট সুমন, ভাল্লাগসে ||

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

সুমন কর বলেছেন: ধন্যবাদ মুন।

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

তাসজিদ বলেছেন: কারা এসব ব্যাবহার করে?

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

সুমন কর বলেছেন: আমি না! |-) যাদের টাকা খরচ করার অন্য কোন উপায় নাই!

৩৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

ইখতামিন বলেছেন:
ইঁদুর পোস্টে প্লাস :)

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

৪০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ১৫০ টাকার মাউস ব্যবহার করতাম, আমার এই পোস্টে কমেন্ট করা উচিত না :)

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

সুমন কর বলেছেন: আমার মাউসের দাম কিন্তু ১৮০ টাকা। =p~ তারপরেও আমি পোস্ট দিলাম।
ব্লগে আসার জন্য ধন্যবাদ।

৪১| ১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১১

আমি নিন্দুক বলেছেন: মাউসের দাম!!!!
উরিবাবা!!!

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২১

সুমন কর বলেছেন: আমিও তাই বলি, ..উরিবাবা!!!

অনেক ধন্যবাদ।

৪২| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: অবাক হয়ে গেলাম, এত টাকা দামেরও মাউস হয় জেনে। আমি বরাবরই ২০০-২৫০ টাকা দামের মাউস ব্যবহার করে এসেছি।
ধন্যবাদ এসব চমৎকার তথ্য দেয়ার জন্য।

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: আমিও ২০০-৩০০ টাকা দামের মাউস ব্যবহার করি।
দেখার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.