নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

কবিতা: পুড়ছে মানুষ!!

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১





আমি আর কি বলব, কি লিখব!!

সবতো তোমরাই করছ, আমি দেখছি - বোকা হচ্ছি

আর, দাঁতে দাঁত চেপে চুপ করে আছি।



পুড়ছো টায়ার, কাঁটছো রেলপথ

এই বুঝি মারলে ককটেল আমার পথে

বাতাসে ভেসে ওঠে প্রচণ্ড চিৎকার

আগুনে জ্বলছে জীবন্ত কয়েকটি পরিবার।



হাওয়া আর বঙ্গভবনে চলছে

শোক বার্তা তৈরির দুম

ওদিকে বার্ণ ইউনিটে অর্ধ-পোড়া,

মানুষগুলোর চোখে নেই ঘুম।



এ কি গণতন্ত্র

নাকি মানুষ মারার ষড়যন্ত্র !



আমি নীরব কবি

পত্রিকা মাঝে-মধ্যে পড়ি

সংশয়ে থাকি এই ঝুঝি ছাপলো

আমার পোড়া ছবি।

মন্তব্য ৭২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

মামুন রশিদ বলেছেন: সংশয়ে থাকি এই ঝুঝি ছাপলো
আমার পোড়া ছবি।

এই উৎকন্ঠার এই বর্বরতার অবসান হোক ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আমরা এইসব কিছুর অবসান চাই।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন:
এ কি গণতন্ত্র
নাকি মানুষ মারার ষড়যন্ত্র !

????????????

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ অভি। ঐ সব প্রশ্নের উত্তর আমাদের কারো জানা নাই। X(

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

একজন আরমান বলেছেন:
অনেক দিন পর দুর্দান্ত একটা কিছু পেলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

সুমন কর বলেছেন: বেশী হয়ে গেল! :P একটু লেখার চেষ্টা করলাম। তোমার ভাল লেগেছে, জেনে ভাল লাগল।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

কয়েস সামী বলেছেন: amar desher jonno amader shadharonkei pothe namte hobe. kono rajnoitik banner charai.

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

সুমন কর বলেছেন: আমাদেরকেই এগিয়ে যেতে হবে।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: বর্বরতার অবসান চাই

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: যতশীঘ্র সম্ভব এইসব বর্বরতার অবসান হোক।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭

বেলা শেষে বলেছেন: আমি আর কি বলব, কি লিখব!!
সবতো তোমরাই করছ, আমি দেখছি - বোকা হচ্ছি
আর, দাঁতে দাঁত চেপে চুপ করে আছি।

--কষট পাচছি।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

সুমন কর বলেছেন: সবাই পাচ্ছি!!!

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গত দুইদিন সারাদিন অফিসে কোন কাজ কড়তে পারিনি। মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছি। অনেক কান্না বুকের ভেতর, একটু কাঁদতে চাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১

সুমন কর বলেছেন: এ অসহ্য সময়টাকে কাঁদতে দেয়।......গানের লাইন এটি।

অফিসে যাওয়া হচ্ছে না। তবুও কিছু জমে থাকা কাজের জন্য এই অবরোধের মধ্যেও বের হতে হয়। বাসে আসি-যাই। ভয় পাই অস্থির সময়কে।।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

আদর্শ আহেমদ বলেছেন: এতো কস্ট পাচ্ছি তা কিভাবে প্রকাশ করব ভাষা খুঁজে পাইনা।
এতো যন্ত্রনা কোথায় রাখব জায়গা খুঁজে পাইনা।
এতো হা-হা-কার আত্ম-চিত'কার আর সহ্য হয় না।
এতো কান্নার রোল এই দুটি চোখ দেখেনি কখনো
এতো লাশের মিছিল-জালাও পোড়াও ভাংচুর
হৃদয় ভেঙ্গে করেছে চুরমার।
হৃদয় ভাঙ্গে হৃদয় পুড়ে
চোখের জলে সিক্ত করে।
আর কত লাশ?
আর কত আহাজারি?
আর কত সন্তান হারা মা-বাবার কান্না?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: দারুণ বলেছেন। কঠিন বাস্তবতা।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

তামিম ইবনে আমান বলেছেন: একটা কোশ্চেন। আপনিই কি জৈনিক গন্ডমুর্খ?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

সুমন কর বলেছেন: প্রশ্নটা ঠিক বুঝলাম না!

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: পুড়াপুড়ির রাজনীতি বন্ধ হউক

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

সুমন কর বলেছেন: আমরা সবাই সেটা চাই।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৭

উদাস কিশোর বলেছেন: আমি চিৎকার করে গালি দিতে চাহিয়া,
দিতে পারি নাই গালি।
বুকের ব্যাথা বুকেতে চাপিয়া
দিয়েছি হাত তালি :-(

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

সুমন কর বলেছেন: আপনিও দারুণ বলেছেন।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আন্দোলনার নামে সহিংসতা বন্ধ হোক,রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ হোক।
নির্বিচারে মানুষ মারা বন্ধ হোক।

কবিতায় ভালো লাগা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। সকল সহিংসতার অবসান হোক।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১০

বৃতি বলেছেন: কবিতায় ভাল লাগা । এইসব নির্মম সন্ত্রাসবাজি বন্ধ হোক, সুস্থতা ফিরে আসুক দেশে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

সুমন কর বলেছেন: সকল নির্মম সন্ত্রাসবাজি বন্ধ হোক..

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩২

মেঘ মেয়ে বলেছেন: সহজ প্রতিচ্ছবি এই দু্ঃসময়ের। ভালো লাগা রইল কবিতার জন্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

সুমন কর বলেছেন: কবিতায় কিছু প্রতিবাদ প্রকাশ করা......

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: এক বীভৎস আতংকে দিন কাটাচ্ছি আমরা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: আপনাদেরকে সাথে পেয়ে ভাল লাগছে। আসলেই প্রতিটা দিন ভীষণ আতংকে কাঁটে।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

মোঃ ইসহাক খান বলেছেন: উদ্বেগের অবসান ঘটুক।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। সকল সহিংসতা আর সন্ত্রাসবাজির অবসান হোক।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন:
আমি নীরব কবি
পত্রিকা মাঝে-মধ্যে পড়ি
সংশয়ে থাকি এই ঝুঝি ছাপলো
আমার পোড়া ছবি।


সহিংসতা চাই না! সরকারী-বেসরকারী সকল সন্ত্রাসের অবসান চাই। লুটপাট কর, দুর্নিতি কর, চুরি কর, তোমাদের চরিত্র মোতাবেক সবই কর, শুধু আমাদের একটু মাফ কর, আমাদের কে একটু শান্তিতে বাঁচতে দাও!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

সুমন কর বলেছেন: সুন্দর বলেছেন। আমরা সবাই শান্তিতে থাকতে চাই।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

মশিকুর বলেছেন:
"এ কি গণতন্ত্র
নাকি মানুষ মারার ষড়যন্ত্র!"


দুর্দান্ত! +++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। সকল সহিংসতার অবসান হোক।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

বোকামন বলেছেন:





আমি নীরব কবি
পত্রিকা মাঝে-মধ্যে পড়ি
সংশয়ে থাকি এই ঝুঝি ছাপলো
আমার পোড়া ছবি।


আমি সংশয়ে না বলে, বলবো প্রতিদিন ছাপা হয় আমারই পোড়া ছবি ...।।
প্লাস বা ভালোলাগা জানাতে পারলুম না, পুড়তে কার ভালো লাগে কবি !
বলেন..।

শুভকামনা ।।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সুমন কর বলেছেন: পরের বার প্লাস পাবার চেষ্টা করব। আপনার মতো কবির মন্তব্য পেয়ে ভাল লাগছে। মনে মনে আপনাকে খুঁছছিলাম। ভালো থাকবেন।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমি নীরব কবি
পত্রিকা মাঝে-মধ্যে পড়ি
সংশয়ে থাকি এই ঝুঝি ছাপলো
আমার পোড়া ছবি

সামনে পোড়া ছবিটাও পাওয়া যাবে না ! আরও কঠোর কর্মসূচি আসছে ! :( X(

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: এরপরের বার অজ্ঞাত লাশ হয়েই থাকব।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এরই নাম গণতন্ত্র!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

অপর্ণা মম্ময় বলেছেন: এক ভয়াবহ অবস্থার মুখোমুখি আজ আমরা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২

সুমন কর বলেছেন: ঠিক বলেছেন। জানি না আগামী দিনগুলোতে কি হবে!!!

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

সায়েম মুন বলেছেন: বাস্তবচিত্র!
ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জীবন চলছে। কখন না জানি ভাজাপোড়া হয়ে বার্ণ ইউনিটে যাই।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

সুমন কর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। আসলেই আমরা এক অস্থির সময়ে দিন কাঁটাচ্ছি!!

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

অনিকেত রহমান বলেছেন: সংশয়ে থাকি এই ঝুঝি ছাপলো
আমার পোড়া ছবি। ++++

শুধু একটাই চাওয়া ফিরে আসুক শান্তি...

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

সুমন কর বলেছেন: আমরাও চাই শান্তি ফিরে আসুক, ঘরে ঘরে।

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

আমিনুর রহমান বলেছেন:



এ কি গণতন্ত্র
নাকি মানুষ মারার ষড়যন্ত্র !

ফিরে আসবে শান্তি এই আশায় বসে আছি



তামিম এর প্রশ্নের উওর - না

সুমন জনৈক গন্ডমুর্খ নামে একজন ব্লগার ছিলো যার নাম ছিলো সুমন।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

সুমন কর বলেছেন: আমরাও চাই শান্তি আসুক তাড়াতাড়ি।

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

ঢাকাবাসী বলেছেন: তাতে কার কি লাভ অমিতা সেনের....---শান্তির মা মারা গেছে!

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: লাভ কিছু হবে না, তারপরেও বোকা মনের প্রলাপ!

২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:






শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। সকল সহিংসতার অবসান হোক।

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আদর্শ আহেমদ বলেছেন: এতো কস্ট পাচ্ছি তা কিভাবে প্রকাশ করব ভাষা খুঁজে পাইনা।
এতো যন্ত্রনা কোথায় রাখব জায়গা খুঁজে পাইনা।
এতো হা-হা-কার আত্ম-চিত'কার আর সহ্য হয় না।
এতো কান্নার রোল এই দুটি চোখ দেখেনি কখনো
এতো লাশের মিছিল-জালাও পোড়াও ভাংচুর
হৃদয় ভেঙ্গে করেছে চুরমার।
হৃদয় ভাঙ্গে হৃদয় পুড়ে
চোখের জলে সিক্ত করে।
আর কত লাশ?
আর কত আহাজারি?
আর কত সন্তান হারা মা-বাবার কান্না?

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

শওকত জামিল বলেছেন: সবাই সহিংসতার অবসান হোক, বলছেন । আমরা যদি বাঁধা না দেই, নিজেদের অবস্থান ষ্পষ্ট না করি তবে কি তারা এ হত্যাযজ্ঞ থামাবে ?


সমঝোতা , নির্বাচনতো অনেক হলো । আমরা সাধারণরা কি পেলাম ?

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন। আসলে আমাদের কাউকে না কাউকে এগিয়ে আসার কাজটি শুরু করতে হবে।

৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

ধূর্ত উঁই বলেছেন: সময়োপ যোগী কবিতা । ভাল হয়েছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

৩১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

বৃশ্চিক রাজ বলেছেন:
কবিতার ভাষা হোক দ্রোহের।

ব্রাদার কর দারুণ লিখেছেন।

অবশ্যই লাইক থাকবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

সুমন কর বলেছেন: আমি-তো লাইক পাইলাম না!! |-) ফান।
পড়া এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

৩২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

মাহমুদ০০৭ বলেছেন: কবিতা হিসেবে বেশি ভাল হয়েছে বলা যাবে না ।

বোকা হচ্ছি
আর, দাঁতে দাঁত চেপে চুপ করে আছি
এখানে আছি র জায়গায়
দেখছি দিলে কেমন হয় ? অন্তমিল প্লাস ব্যঞ্জনাটাও বাড়ে ।
বিবেচনা করে দেখবেন ।
দুম শব্দটি ঠিক করতে হবে ।
আমি নীরব কবি
পত্রিকা মাঝে-মধ্যে পড়ি
এই দুই লাইন ভাল লাগে নি । অন্যভাবে লিখা গেলে ভাল হত । ভাল থাকুন সুমন ভাই । আশা করি সমালোচনায় রাগ করবেন না । :) । ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

সুমন কর বলেছেন: গঠনমূলক সমালোচনায় খুশি এবং আমিও অন্যদের পোস্টে তাই করি। দেখছি-তো আছে, আগের শব্দে। আমি দেখছি - বোকা হচ্ছি
আর শেষ ৪লাইন মিল রাখার চেষ্টা করেছি। মনে হয়, খারাপ হয়নি। পরেরবার না হয়, আরো যত্ন করে লিখব। আশা করি, পাশে পাব সবসময় এইভাবে। !:#P !:#P
ভাল থাকবেন।

৩৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

তাসজিদ বলেছেন: আমি আর কি বলব, কি লিখব!!
সবতো তোমরাই করছ, আমি দেখছি - বোকা হচ্ছি
আর, দাঁতে দাঁত চেপে চুপ করে আছি

++++++++++++++++++++++++

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

অরুদ্ধ সকাল বলেছেন:

আমি নীরব কবি
পত্রিকা মাঝে-মধ্যে পড়ি
সংশয়ে থাকি এই ঝুঝি ছাপলো
আমার পোড়া ছবি।


অন্তমিল কবিতায় +

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল। অনেক ধন্যবাদ।

৩৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৫

প্রথমকথা বলেছেন: আমি নীরব কবি
পত্রিকা মাঝে-মধ্যে পড়ি
সংশয়ে থাকি এই ঝুঝি ছাপলো
আমার পোড়া ছবি।

খুব ভাল লেগেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১

সুমন কর বলেছেন: পুরনো লেখায় মন্তব্য পেয়ে ভালো লাগল।

ধন্যবাদ।

৩৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

প্রথমকথা বলেছেন: আমিতো সবার ব্লগে যাই দেখে আসি।শুভ কামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

সুমন কর বলেছেন: শুনে ভালো লাগল। শুভ বিকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.