নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীকে জানাই বিনম্র শ্রদ্ধা। ছবি ব্লগ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫



বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর ঢাকা।





রায়ের বাজার বধ্যভূমি



১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর লোকেরা পাকিস্তান সেনাবাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।



শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এটি ঢাকার মীরপুরে অবস্থিত। স্মৃতিসৌধটির স্থপতি মোস্তফা হালি কুদ্দুস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও আল-বদর বাহিনীর সহায়তায় বাংলাদেশের বহুসংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করে তাদেরকে মিরপুর এলাকায় ফেলে রাখে। সেই সকল বুদ্ধিজীবীদের স্মরণে সেই স্থানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। এ সকল বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে নাম জানা ও না জানা বুদ্ধিজীবীদের সম্মানে নির্মাণ করা হয়েছে ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’। স্থপতি মো. জামী-আল সাফী ও ফরিদউদ্দিন আহমেদের নকশায় নির্মিত এ স্মৃতিসৌধ ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশ ডাকবিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ বের করেছে।



১৯৭২ সালে জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সঙ্কলন, পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন ‘নিউজ উইক’-এর সাংবাদিক নিকোলাস টমালিনের লেখা থেকে জানা যায়, শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট ১ হাজার ৭০ জন।



আসুন আজ এই মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে দেখে নেই কিছু শহীদ বুদ্ধিজীবীর ছবি।



০১. মোফাজ্জল হায়দার চৌধুরী



(২২শে জুলাই, ১৯২৬ - ১৪ই ডিসেম্বর, ১৯৭১)



০২. আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী



(২৭শে নভেম্বর, ১৯২৫ - ১৪ই ডিসেম্বর, ১৯৭১)



০৩. গোবিন্দচন্দ দেবপুরকায়স্থ



(১লা ফেব্রুয়ারি, ১৯০৭- ২৬শে মার্চ, ১৯৭১)



০৪. সেলিনা পারভীন



( ৩১শে মার্চ, ১৯৩১ - ১৪ই ডিসেম্বর, ১৯৭১)



০৫. ডাঃ মোহাম্মদ ফজলে রাব্বী



(২২শে সেপ্টেম্বর, ১৯৩২ - ১৫ই ডিসেম্বর, ১৯৭১)



০৬. আনোয়ার পাশা



(১৫ই এপ্রিল, ১৯২৮-১৪ই ডিসেম্বর, ১৯৭১)



০৭. শহীদুল্লাহ কায়সার



(১৬ই ফেব্রুয়ারি, ১৯২৭ - ১৪ই ডিসেম্বর, ১৯৭১)



০৮. সিরাজুদ্দীন হোসেন



(মার্চ, ১৯২৯ - ১০ই ডিসেম্বর, ১৯৭১)



০৯. জ্যোতির্ময় গুহঠাকুরতা



(১০ই জুলাই, ১৯২০ - ২৭শে মার্চ, ১৯৭১)



১০. ধীরেন্দ্রনাথ দত্ত



(২রা নভেম্বর, ১৮৮৬, - ২১শে মার্চ, ১৯৭১)



১১. ডাঃ আব্দুল আলিম চৌধুরী



(১৯২৮ - ১৪ই ডিসেম্বর, ১৯৭১)



১২. রাশীদুল হাসান



(১লা নভেম্বর, ১৯৩২ - ১৪ই ডিসেম্বর, ১৯৭১)



১৩. শহীদ সাবের



(১৮ই ডিসেম্বর, ১৯৩০ - ৩১শে মার্চ, ১৯৭১)



১৪. আলতাফ মাহমুদ



(২৩শে ডিসেম্বর, ১৯৩৩ - অন্তর্ধান: ১৯৭১)



১৫. ডাঃ খরশেদ আলী সরকার



(তথ্য অজানা)





আমি ইন্টারনেটে বিভিন্ন সাইট ঘুরে ঘুরে উপরে প্রদর্শিত বুদ্ধিজীবীদের ছবি সংগ্রহ বা শনাক্ত করতে পেরেছি। বাকিদের ছবি খুঁজে পেলাম না। কারো কাছে যদি অন্য কোন বুদ্ধিজীবীর ছবি থাকে, তাহলে মন্তব্যে আপলোড করে দিবেন। আমি পোস্টে এ্যাড করে দিব।





সর্বশেষে আবার, আজ এই শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীকে জানাই বিনম্র শ্রদ্ধা।



আরো জানতে:

View this link

View this link

মন্তব্য ৫৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

হাসান মাহবুব বলেছেন: আমরা তোমাদের ভুলবো না...

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

সুমন কর বলেছেন: বাংলাদেশের প্রতিটি সত্যিকারের দেশপ্রেমিকের হৃদয়ে উনারা বেঁচে থাকবেন আজীবন।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

নিয়েল হিমু বলেছেন: অসাধারণ

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

সুমন কর বলেছেন: জয় বাংলা।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪

বেঈমান আমি. বলেছেন: ছাগুদের কাছে প্রশ্ন এদেরকে মারছে কে?

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

সুমন কর বলেছেন: উত্তরটা হয়তো উনারাই ভাল জানে! X(( X((

কমেন্টে ধন্যবাদ।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: তখন কোথায় ছিল মানবতা ??
মানবতার খাতিরে মুক্তি দেয়া !!
সবার আত্নার মাগফিরাত কামনা করি !

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

সুমন কর বলেছেন: যারা বলে ঐ কথা!!! তারা মানুষ নামের পশু।

জয় বাংলা। ভালো থেকো।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
স্বপ্নবাজ অভি বলেছেন: তখন কোথায় ছিল মানবতা ??
মানবতার খাতিরে মুক্তি দেয়া !!
সেটাই।
গ্রেট পোস্ট, ধন্যবাদ ||

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। জয় বাংলা।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৮

ঢাকাবাসী বলেছেন: ভাল পোষ্ট।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। জয় বাংলা।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১২

জগ বলেছেন: বুদ্ধিজীবি হত্যার পিছনে নাকি ইন্ডিয়ার হাত ছিল। যেই বুদ্ধিজীবিরা নয় মাস ধইরা পাক আর্মির প্রোটেকশনে রাজধানিতে বইসা চাকরি বাকরি করল শেষ কালে আইসা পাক আর্মি তাগো মাইরা ফালাইবো- এইডা কিরাম কতা?

এই বুদ্ধিজীবিরা বাঁইচা গেলে আজকের বাংলাদেশের চেহারা অন্যরকম হইত। বাংলাদেশরে ইন্টেলেকচুয়ালি দেউলিয়া বানানো হইছিল, যার সুফল ইন্ডিয়া ভোগ করছে, এবং ভবিষ্যতেও করবে।

ডিয়ার হা্ম্বাস, ওপেন ইওর আইস। চেতনার বোতলে দুদু খাইয়া আর কতকাল অবুঝ শাহবাগি থাকবেন?

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

মামুন রশিদ বলেছেন: তোমাদের বিনম্র শ্রদ্ধা । আমরা তোমাদের ভুলব না ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। জয় বাংলা।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

মোঃ ইসহাক খান বলেছেন: ছবিগুলোর জন্য কৃতজ্ঞতা।

শহীদদের প্রতি অশেষ শ্রদ্ধা।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

সুমন কর বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভালো থাকবেন। জয় বাংলা।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

ধূর্ত উঁই বলেছেন: শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী।

বাংলাদেশকে মেধাশূণ্য করে দেয়ার এক ঘৃণ্য কর্মসূচী বান্তবায়ত হয় এই দিনে। পরাজয় নিশ্চিত জেনে এমন বর্বর হত্যাকান্ড।বাংলাদেশের মানুষ কোন দিন ভুলবে না।

চমৎকার পোস্ট ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

সুমন কর বলেছেন: শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীকে জানাই বিনম্র শ্রদ্ধা।
জয় বাংলা।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) বলেছেন: প্রশংসনীয় পোষ্ট.......

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

সুমন কর বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভালো থাকবেন। জয় বাংলা।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

এম মশিউর বলেছেন: শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

প্রশংসনীয় পোস্ট।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

সুমন কর বলেছেন: ভালো থাকবেন। জয় বাংলা।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আজ এই শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীকে জানাই বিনম্র শ্রদ্ধা। পোষ্টের জন্য ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

সুমন কর বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভালো থাকবেন। জয় বাংলা।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

শুঁটকি মাছ বলেছেন: দারুন কাজ করেছেন সুমন দা।পোস্টে প্লাস

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। জয় বাংলা। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগল। !:#P মাঝে কিছুদিন দেখি নাই। ভালো থাকবেন।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭

এহসান সাবির বলেছেন: শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীকে জানাই বিনম্র শ্রদ্ধা।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

সুমন কর বলেছেন: ভালো থাকবেন। জয় বাংলা।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: শ্রদ্ধা তাদের জন্য।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

সুমন কর বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভালো থাকবেন। জয় বাংলা।

১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কিছু ক্ষতি কোনোদিন পূরণ হওয়ার নয়!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

সুমন কর বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।

১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

মশিকুর বলেছেন:
শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

সুমন কর বলেছেন: কমেন্টে ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা।

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওরা যখন দেখলো হাইরা যাইতাছে, তখন শয়তানী খেইলটা খেললো! দেশের মাথাদের ধরেধরে নিয়া মাইর‌্যা ফালাইলো। পাকিদের মাথায় হয়ত ছিল জিত্তে পারি নাই তো কি হইছে, দেশ যাতে এগিয়ে যেতে না পারে সেই ব্যবস্হা তো করতে পারবো!

এইটা ছিল পাকিদের সবচেয়ে ডারটি গেইম!

শহীদদের প্রতি শ্রদ্ধা !

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

সুমন কর বলেছেন: সত্য কথাটা বলেছেন। ভালো থাকবেন।

২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:



শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

সুমন কর বলেছেন: কমেন্টে ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা।

২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই সংক্রান্ত যে কয়টি পোষ্ট দেখেছি, তার মধ্যে আপনার এই পোষ্টটি নিঃসন্দেহে অন্যতম সেরা! শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। এবার আমরা অল্প হলেও কিছুটা মাথা উচু করে তাদের সামনে গিয়েছি।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

সুমন কর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আমিও চেয়েছিলাম, একটু ভিন্ন রকম পোস্ট তৈরি করি! আর হ্যাঁ, আমরা কিছুটা মাথা উচুঁ করেছি। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা চলছে, তাতে আমরা সবাই চিন্তিত!

২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, তাতে কোন সন্দেহই নেই। এই ধরনের কঠিন পরিস্থিতি আমাদের গর্বকেই ক্রমাগত ক্ষুন্ন করবে।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

সুমন কর বলেছেন: ঠিক বলেছেন। এখন আগামী দিনই বলে দেবে দেশের ভবিষ্যৎ!!

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

অদৃশ্য বলেছেন:






___ বিনম্র শ্রদ্ধা ___



শুভকামনা...

১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

সুমন কর বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভালো থাকবেন। জয় বাংলা।

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

সায়েম মুন বলেছেন: শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী।

পোস্টে অনেক ভাললাগা রইলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

সুমন কর বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভালো থাকবেন।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

জুন বলেছেন: শ্রদ্ধা তাদের জন্য যারা এই দেশটিকে ভালোবেসে দিয়ে গেছে প্রান।
অসাধারন একটি পোষ্ট সুমন কর ।
+

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

সুমন কর বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভালো থাকবেন। জয় বাংলা।

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: শ্রদ্ধা রেখে গেলাম ।
আর আপনাকে - অনেক অনেক শুভেচ্ছা ।

ভাল থাকুন প্রিয় সুমন ভাই ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১

সুমন কর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সকল শহীদদের প্রতি শ্রদ্ধা।
তাদের ঋণ জাতি কোনদিন ভুলবে না।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: আসলেই উনাদের ঋণ কোনদিন শোধ হবে না। অনেক ধন্যবাদ। জয় বাংলা।

২৮| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: সকল শহীদ বুদ্ধিজীবীদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা। তাঁদেরকে এতটা শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য আপনাকেও জানাই অনেক শুভেচ্ছা।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.