নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

♪♪♪ ঈদ-উল-ফিতর এবং সামুর ব্লগারদের শৈশবের ঈদ স্মৃতি নিয়ে পোস্টসমূহের ঈদ সংকলন ♪♪♪

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৯





সামহোয়্যার ইন ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ-উল-ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা।



আপডেটঃ ১৬



কবিতা ছাড়া সংকলনটি বড্ড বেমানান। যদিও ঈদে আসা পোস্টগুলোর মধ্যে কয়েকটি কবিতা আছে। পরবর্তীতে সংযুক্ত করা হয়েছে গল্প এবং সংকলনটির গুরুত্ব বাড়িয়েছে কিছু বিশেষ পোস্ট। তবে কবিতা কেন থাকবে না? এ চিন্তা থেকেই কবিতা সংযুক্তির আবশ্যকতা অনুভব করলাম। তাই এবারের আপডেটে থাকছে যথারীতি পোস্টগুলোর সাথে ঈদ সময়কালীন ব্লগে আসা কিছু চমৎকার কবিতা।



ঈদকে সামনে রেখে আমি আমার সহ ব্লগারদের কিছু লেখা উপহার দেবার অনুরোধ করেছিলাম। যাতে সংকলনটি আরো সমৃদ্ধ এবং সুন্দর হয়। তারা আমার কথা রেখেছেন বলে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি, আরো কিছু লেখা আমরা পাবো। এদের মধ্যে বেশীর ভাগ ছিল গল্পকার আর কিছু কবি। তাই তারা মজাদার কিছু কাহিনী বা গল্প উপহার দিয়ে আমাদের আনন্দকে আরো বাড়িয়ে তুলেছেন।



সামহোয়্যার ইন ব্লগের সাথে নীরবে চলা দীর্ঘ দিনের সাথী এবং সবচেয়ে জনপ্রিয় ব্লগার হাসান মাহবুব ভাইয়ের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে আমাদেরকে দেওয়া বিশেষ উপহার:



♣♣♣ অবাক হাস্যদৃশ্য - হাসান মাহবুব



আমি ঈদের দিন থেকে শুরু করে সাত দিন অর্থাৎ ২৯.০৭.২০১৪ তারিখ থেকে ০৪.০৮.২০১৪ তারিখ পর্যন্ত আসা গল্পগুলোও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। সংকলনের আগের কাজ যথারীতি চলবে।











♦♦ ঈদ উপলক্ষ্যে ব্লগে আসা মজাদার কিছু গল্প:



♫♫ অনুবাদ গল্পঃ হ্যারিসন বার্জেরন (কার্ট ভনেগাৎ) - প্রোফেসর শঙ্কু



♫♫ গল্পঃ দ্বিতীয় পিতা - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম



♫♫ সাই ফাইঃ টুলু - রিয়াদ( শেষ রাতের আঁধার )



♫♫ শেষবার কখন - জুলিয়ান সিদ্দিকী



♫♫ বিক্ষিপ্ত স্থিরচিত্র গুলো গল্প হবে বলে... - স্বপ্নবাজ অভি



♫♫ এক মিনিটের গল্পঃ দাঁত - খেয়া ঘাট



♫♫ “হুজুর কাহিনী” - একটি ছোট গল্প - মঞ্জুর চৌধুরী - মঞ্জুর চৌধুরী



♫♫ গল্পঃ ভোরের শিউলি ফুল। - পার্থ তালুকদার



♫♫ নতুন অধ্যায় - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই



♫♫ বিষাদগল্পঃ স্মৃতি! - মাগুর



♫♫ গল্প : হৃদপিন্ড - নাসীমুল বারী



♫♫ গল্প- নিজামুদ্দিনের বিপদ - সাজিদ উল হক আবির



♫♫ মুক্তগদ্য ঃ স্বপ্নের বীজ বোনার অপেক্ষায় - শাশ্বত স্বপন



♫♫ অপেক্ষার অসুখে - ডি মুন



♫♫ ইভিনিং ইন প্যারিস - রিজাল কবির



♫♫



ঈদ সময়কালীন ব্লগে ঈদ সম্পর্কিত পোস্ট, শৈশব স্মৃতি, কবিতা, গল্প, রম্য রচনা ইত্যাদি পাশাপাশি আরো কিছু চমৎকার এবং গুরুত্বপূর্ণ পোস্ট এসেছে। যার প্রতিটি ছিল বেশ তথ্যবহুল। যেহেতু এটি একটি ঈদ সংকলন, তাই ঐ পোস্টসমূহও সংকলনে সংযুক্ত হবার দাবীদার। তাই এবার দেখে নেই ঈদ উপলক্ষ্যে ব্লগে আসা এরূপ কতিপয় পোস্ট।









♣♣ ঈদ সময়কালীন ব্লগে আসা কতিপয় চমৎকার এবং গুরুত্বপূর্ণ পোস্টসমূহ:



♠♠ বাংলাদেশের চলচ্চিত্রে নারী ও নারীত্বের স্বরূপ বিশ্লেষণে মনুষ্যমূর্তিরূপ ধারণকৃত সাপের বিচিত্ররূপ - কান্ডারি অথর্ব



♠♠ রজার ক্রফোর্ড: অনেক কিছুই পারি না আমি - রাজিব



♠♠ রাসেল কার্সনের সাইলেন্ট স্প্রিং-পরিবেশ আন্দোলনের যুগপ্রবর্তন কারী বই - সেলিম আনোয়ার



♠♠ শেখ ইশতিয়াকঃ দ্য মেলোডি কিং - কালো কুয়াশা



♠♠ 666-number of the beast (Part 01) - নাভিদ কায়সার রায়ান



♠♠ নুডলস খাচ্ছেন ? এ জিনিস কতটুকু নিরাপদ ! (ভিডিও আর নিউজসোর্স সহ) :( :-P - আকাশ_পাগলা



♠♠ প্রবন্ধঃ ভালো মানুষ! - মোঃ ইসহাক খান



♠♠ দেশের সম্ভাবনাময় মেরিন সেক্টর ধ্বংসের মুখে - মৃদুল শ্রাবন



♠♠ 666-number of the beast (Part 02) - নাভিদ কায়সার রায়ান



♠♠





♫♫ ঈদ সময়কালীন ব্লগে আসা কিছু চমৎকার কবিতা:



♥♥ তোমার প্রশ্ন ছিলঃ 'আমার সুখে থাকাকে কি তুমি হিংসে করো!' - সোনালী ডানার চিল



♥♥ ধর্মান্ধতা - কুহক'



♥♥ প্যালেস্টাইন - জুলিয়ান সিদ্দিকী



♥♥ ।।একটি শহর - বৃতি



♥♥ শেষ পৃষ্ঠায় তুমি - চখরটড়াজ



♥♥ কর্কট জলজ সমকাল এবং ... - জাহাঙ্গীর আলম৫২



♥♥ ।। আমিও ফিলিস্তিনী ।। - পোয়েট ট্রি



♥♥ পিছনে ফিরতে শব্দের ভুল -স্বদেশ হাসনাইন



♥♥ অবশেষে চিতা জ্বলবে - রমিত



♥♥ বয়সী বটের ছায়ায় - টুম্পা মনি



♥♥ নির্জনতার নদী এবং বুকপকেটের তুমি - সোনালী ডানার চিল



♥♥ এক জীবনে - ইনকগনিটো



♥♥ ♠ সেই কবে, শৈশবে; বুঝেছিলাম ব্যবধান এক বড় আয়না, পৃথিবী সেরা! - অরুদ্ধ সকাল



♥♥



দৃষ্টি আকর্ষণ: পরবর্তী আপডেটে পাওয়া যাবে ঈদ উপলক্ষ্যে আসা আরো কিছু গল্প, কবিতা এবং বিশেষ পোস্ট।



এবারের ঈদে প্রতিটি শিশুর মুখে হাসি ফুঁটিয়ে তোলার জন্য আমিনুর রহমান ভাই একটি চমৎকার উদ্যোগ নিয়েছিল। সুবিধা বঞ্চিত শিশু ও অসহায় মানুষগুলোর সাহায্যার্থে এমন আরো কিছু মহতী উদ্যোগ নিয়েছিল আমাদের কিছু ব্লগার ও তাদের সংগঠন। আমিনুর ভাইয়ের পোস্টে এরূপ সকল পোস্টসমূহ থাকায় আমি আর আলাদা করে কোন লিংক দেই। আমিনুর ভাইকে অসংখ্য ধন্যবাদ এমনটি একটি উদ্যোগ এবং সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় শিশুদের মুখে কিঞ্চিৎ হলেও হাসি ফুঁটিয়ে তোলার জন্য।



♫♫ এবারের ঈদে প্রতিটি শিশুর মুখে হাসি ফুটে উঠুক ... - আমিনুর রহমান



পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দকে ব্লগে ছড়িয়ে দিতে এক অভিনব প্রস্তাবনা-পোষ্ট দেন ব্লগার সুফিয়া আপু। উনি বলেছিলেন, “আমরা যারা এই ব্লগে নিয়মিত লেখালেখি করি তারা ইচ্ছে করলেই যার যার ছোটবেলাকার ঈদের মধুর স্মৃতিচারণ নিয়ে লিখতে পারি ঈদকে সামনে রেখে।” উনি এই ব্লগেরই অন্য একজনকে, ঈদকে সামনে রেখে ছোটবেলাকার ঈদ নিয়ে একটি সংকলন করার উদ্যোগ নিতে বলেছিলেন।



শৈশবের ঈদ নামে সংকলনটি বের করার একটি প্রস্তাবও করেছিলেন। পরবর্তীতে ব্লগার জাফরুল মবীন ভাই “সামুর ব্লগারদের শৈশবের ঈদ” সংকলনে আপনার গল্প পাঠান প্লিজ নামে একটি পোস্ট দেন এবং যার পরিপেক্ষিতে অনেক ব্লগার মবীন ভাইয়ের কাছে তাঁদের শৈশবের ঈদ স্মৃতি নিয়ে লেখা পাঠান। যার ফলশ্রুতিতে মবীন ভাই “সামুর ব্লগারদের শৈশবের ঈদ”-প্রথম পর্ব এবং “সামুর ব্লগারদের শৈশবের ঈদ”-দ্বিতীয় পর্ব আকারে দুইটি পোস্ট দেন। আমরা যারা সামুতে ব্লগিং করি তাদের জন্য এ এক বাড়তি ঈদ আনন্দ। এ প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন প্রিয় ব্লগারের শৈশবের ঈদ স্মৃতিগুলো জানতে পেরেছি। যার কিছু ছিল মজার আর কিছু ছিল হৃদয়কে স্পর্শ করার মতো। সুফিয়া আপু এবং মবীন ভাইকে এর জন্য জানাই আন্তরিক ধন্যবাদ।



সামুতে আসা বিভিন্ন ব্লগারের ঈদের শৈশব স্মৃতির পোস্টগুলো নিয়ে তৈরি করেছি আমার এই সংকলনটি। যাতে খুব সহজেই আমরা সকল ব্লগারের স্মৃতিগুলো পড়তে ও জানতে পারি। কারণ কিছু ব্লগার মবীন ভাইয়ের কাছে লেখা পাঠায়নি। কিন্তু ব্লগে পোস্ট করেছেন। তাই এই সংকলনের আয়োজন।



এখানে একটি বিষয় উল্লেখ করে নিচ্ছি, আমি শুধু সে সকল পোস্ট নির্বাচন করেছি যেখানে কিছুটা হলেও শৈশবের ঈদের স্মৃতি কিংবা কিছু কথা আছে।



যদিও পোস্টের শুরুতে বর্ণনার কারণে মবীন ভাইয়ের পোস্ট দুইটি লিংক দিয়েছি। তবুও এই দুইটি লিংক দিয়েই শুরু হবে আমার সংকলন।



♦♦ “সামুর ব্লগারদের শৈশবের ঈদ”-প্রথম পর্ব - জাফরুল মবীন



♦♦ “সামুর ব্লগারদের শৈশবের ঈদ”-দ্বিতীয় পর্ব - জাফরুল মবীন











♣♣ এবার দেখে নেই ব্লগে আসা ক্রমানুসারে অনুরূপ পোস্টসমূহ:



♦♦ রমজান মাস এলেই মনে পড়ে যায় শৈশব কৈশোরের সেই অসাধারণ সময়গুলোর কথা…। - ইছামতির তী্রে



♦♦ যেদিনে আমি কখনও বড় হতে চাইনা!:) - শুঁটকি মাছ



♦♦ শৈশবের ঈদ আনন্দ - সরল মেয়ে



♦♦ ==== স্মরণীয় ঈদ==== - স্বপ্নছোঁয়া



♦♦ স্মৃতিময় রমজান - এফ রহমান



♦♦ ঈদ নিয়ে পুরোনো কিছু স্মৃতি। - সুমন কর



♦♦ ফিরবে না মোর সেই ঈদের দিনগুলো - বোকা মানুষ বলতে চায়



♦♦ ঈদ উৎসব : ধর্মে ও কাব্যে - এ এম এম িনজাম



♦♦ শৈশবের ঈদ। - আমি ইহতিব



♦♦ শৈশবের ব্যাতিক্রমী ঈদ - শাহ আজিজ



♦♦ শৈশবের ঈদ - মুরশীদ



♦♦ ঈদের বাড়ী - ৭১৫০



♦♦ আমার শৈশবের ঈদ -- পিছু ডাকা সময়ের বিলোল আনন্দ সুখ। (লেখাটা ব্লগার বন্ধু জাফরুল মবীন এর ব্লগে সংকলন আকারে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তবু আমি নিজের ব্লগে লেখাটা রাখতে চাচ্ছি।) - সুফিয়া



♦♦ শৈশবের ঈদ- অপ্সরীয়া ঈদসংখ্যা- ঈদুল ফিতর- ২০১৪ - অপ্‌সরা



♦♦ বদলে গেছে আমার প্রিয় ঈদ - বোকা মানুষ বলতে চায়



♦♦ @আমার ঈদ- ফরিদাবাদের ঈদ@ - মোঃ সাইফুল ইসলাম সজীব



♦♦ সেকাল আর একাল ! - শুভহাবিব



♦♦ ঈদ-জেনারেশন গ্যাপ - রুদ্রাক্ষী



♦♦ শৈশবের একটি সাদামাটা ঈদের গল্প - মৃদুল শ্রাবন



♦♦ ছোটবেলার দুরন্ত ঈদ! - জয় পাঠক



♦♦ প্রবাসীর ঈদ - মঞ্জুর চৌধুরী





................................☼☼☼☼☼..........................





সামুর সকল ব্লগারকে অনুরোধ করবো, তারা যাতে তাঁদের শৈশবের ঈদ স্মৃতি নিয়ে পোস্ট দেন। যাতে এই ঈদটি সামুর সকল ব্লগারের কাছে আরো আনন্দময় হয়ে উঠে। আমি যত শীঘ্রই পারি পোস্টগুলোকে সংকলনে যোগ করে নেবো।









যে গানটি দিয়ে ঈদ-উল-ফিতরের আনন্দ শুরু হয়, সেটি ছাড়া এ সংকলনটি বড়ো বেমানান দেখায়। সামুতে যে ব্লগার নীরবে প্রতিনিয়ত বিভিন্ন গানের কথা শেয়ার করে সামুর ভান্ডারকে করে তুলছে অসাধারণ, ঈদ উপলক্ষ্যে উনার দেয়া সেই বিখ্যাত গানের কথাটি সংযুক্ত করলাম। আরো বিভিন্ন ব্লগার সে গানটি শেয়ার করেছেন। আশা করি, আমি শুধু উনার পোস্টটি দেওয়াতে, বাকি ব্লগাররা আমাকে ভুল বুঝবেন না। আসুন, আমরা ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেই।



♫♫ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ - এই গান ছাড়া ঈদ হয়!! - লিরিকস





আরো একটি কথা, প্রথমে শুধু শৈশবের স্মৃতি নিয়ে এ সংকলনটি ছিল। কিন্তু পরে ভেবে দেখলাম, গত বছর সামু ঈদ এবং পূঁজো উপলক্ষ্যে কান্ডারি অথর্ব ভাইয়ের একটি পোস্ট স্টিকি করেছিল এবং ব্লগে ঈদের আমেজ ছড়িয়ে দিতে ঐ পোস্টটি দারুণ সহায়ক হয়েছিল। সকল ব্লগার স্বতঃর্স্ফূতভাবে অনেক মজাদার পোস্ট দিয়ে ব্লগে একটি পূর্ণ ঈদের আয়োজন করেছিল। এবার এ ধরনের কোন পোস্ট না থাকাতে ব্লগে তেমন মজাদার পোস্ট পাওয়া যাচ্ছে না। তাই সামুতে ঈদের খুশি ছড়িয়ে দেবার জন্য এই ধরনের একটি আয়োজন করতে চাচ্ছি।











♣♣ ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আসা পোস্টসমূহ:



♠♠ গল্পঃ আমাদের ঈদ। - প্রবাসী পাঠক



♠♠ ঈদ কুইজের উত্তর দিন,ঈদ সেলামী জিতে নিন - জাফরুল মবীন



♠♠ সবার জন্য ঈদের দিনের কিছু ভাল খাবার চাই, মিষ্ঠান্ন! - সাহাদাত



♠♠ বাংলা সিনেমার ডায়লগ গুলো যদি ঈদের শপিং নিয়ে হতো (রম্য) - এক্স রে



♠♠ ঈদ মোবারক (সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার ঈদ) - মোঃ রেজাউল ইসলাম



♠♠ ত্যাগের ও মিলনের মহিমায় ঈদ-উল-ফিতর - সেলিম আনোয়ার



♠♠ আমাদের ঈদ এখন আমার ঈদ - মানবতার ভাই



♠♠ আমার ঈদ - সুখী মানুষ



♠♠ ঈদের হৃদয় মম শুভেচ্ছা । - পরিবেশ বন্ধু



♠♠ বিবেকের অক্টোপাসে আক্রান্ত ঈদের শুভেচ্ছা - সুমন নিনাদ



♠♠ চাঁদ রাতের গল্প - হান্টার১



♠♠ ঈদের নতুন জামা - গোবর গণেশ



♠♠ পুরাই চাঁন রাইত!!! - বোকা মানুষ বলতে চায়



♠♠ ঈদ মোবারক!!! আসুন জানি-হাদিসের আলোকে ঈদ এবং ঈদের পালনীয় বিধান গুলি৷ - শরিফুল ইসলাম (শরীফ)



♠♠ ঈদ এলো রে, খুশীর ঈদ এলো রে। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। - সুফিয়া



♠♠ মুসলমানদের মাঝে সবচেয়ে আনন্দের উত্‍সব ঈদ - কলা পাতা



♠♠ প্রবাসে ঈদ যেন সুখে থাকার অভিনয়! - মাহমুদুল হাসান কায়রো



♠♠ ঈদ স্পেশাল : ব্লগারদের অংশগ্রহণে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ম্যাচ! - স্বপ্নবাজ অভি



♠♠ ঈদ স্পেশাল কৌতুক , হা হা হি হি - পরিবেশ বন্ধু



♠♠ এলো খুশির ঈদ! কিন্তু............ - অবচেতনমন



♠♠ ২৪,২৫ বছরের নিজস্ব কোন ঈদ নেই - ভাঙ্গা কলমের আঁচড়



♠♠ পুরানো সে সব ঈদ স্মৃতি বায়স্কোপের পর্দায় ভেসে উঠে - মাসুম আহমদ ১৪



♠♠ ঈদ মোবারক।।আসুন ঝাল মুখ করি।।নাস্তা-পানির সাখে আড্ডা মারি।।সেই সাথে পান করি পৃথিবীর বিষ্ময়কর ম্যাজিক ড্রিংকস! - জাফরুল মবীন



♠♠ হতভাগা প্রবাসীর X( চিঠি...... তার প্রিয়তমা স্ত্রীর কাছে :-& :-& - কথার_খই



♠♠ প্রবাস জীবনে রোজার ঈদ উদযাপন ও ৩ টা অপ্রাপ্তি - মোস্তফা কামাল পলাশ



♠♠ ঈদ বকওয়াজ - ঈদুল ফিতর ২০১৪ , প্রধানমন্ত্রীর ফোন আর ইনবক্সীয় আলোচনা - না পারভীন



♠♠ নতুন টাকার সেলামিটা, ছিলো পাশাপাশি - সুমাইয়া বরকতউল্লাহ



♠♠ হালকা ঈদ ভ্রমণ........(১) - কাজী ফাতেমা



♠♠ ঈদ সমাচার -২ ( চট্টগ্রাম শহর ) ইমোশনাল ইভেন্ট। - রায়হানা তনয় দা ফাইটার



♠♠ ঈদের পরদিন শিশুমেলায় - পলাশ১



♠♠ জাহাজে ঈদ (ছবিব্লগঃ জাহাজী জীবন-৩) - মৃদুল শ্রাবন



♠♠ কিভাবে বানাবেন ঈদের হিট নাটক? - লোহিত বামন



♠♠ হালকা ঈদ ভ্রমণ........(২) - কাজী ফাতেমা



♠♠ রহস্য ঘেরা লঙ্কাউই ঈগল পয়েন্টের সন্ধানে আর আন্দামান সাগরে জুতা দ্বীপের খোঁজে, মালয়েশিয়া - সেলিম আনোয়ার



♠♠



♠♠



♣♣ ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কিছু সচেতনামূলক পোস্ট:



♠♠ ঈদের খুশী আসলে কার? - মন্ত্রী জি



♠♠ প্রান্তিক সমাজের ঈদ - এক নিরুদ্দেশ পথিক



♠♠ ঈদ বস্র বিতরণ : বিজ্ঞাপণের নতুন ধারা - ওয়েলকামজুয়েল



♠♠ ঈদ এবং আমার প্রার্থনা - sraboni



♠♠ নৈতিক অবক্ষয়ের প্রভাব ঈদের আনন্দেও - নূরুল্লাহ তারীফ





আপডেট চলছে ....





সময় স্বল্পতা কিংবা পাঠ সীমাবদ্ধতার কারণে এ ধরনের কোন পোস্ট বাদ পড়ে গেলে এবং ঈদ উপলক্ষ্যে আপনাদের পোস্টসমূহ মন্তব্যের ঘরে লিংক দিয়ে যাবার জন্য সকল ব্লগারকে অনুরোধ করছি। আমি দেখে পোস্টে আপডেট করে দেবো।





সবাইকে ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।









সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ২০৯ টি রেটিং +২৬/-০

মন্তব্য (২০৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২২

ঢাকাবাসী বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: মাত্র পোস্টটি তৈরি করলাম তাই এখনো ঈদুল-উল-ফিতর উপলক্ষ্যে আসা পোস্টসমূহ যোগ করতে পারিনি। আপনারা লিংক দিয়ে সাহায্য করুন।

৩| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪২

জাফরুল মবীন বলেছেন: গ্রেট জব সুমন কর :)

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

সুমন কর বলেছেন: হঠাৎ করেই শেষের অংশটুকু সিদ্ধান্ত নিলাম। মবীন ভাই, লিংক দিয়ে সাহায্য করুন।
সাথে থাকা চাই। B-)

৪| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪

অপ্‌সরা বলেছেন: গুড জব ভাইয়া!!!


অনেক অনেক শুভকামনা!!!:)

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৭

পার্থ তালুকদার বলেছেন: কষ্টের কাজ। এগিয়ে এসেছেন তাই ভাল লাগল।ধন্যবাদ....

২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: সামুর ঈদকে আরো আনন্দময় করে তুলতে কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। আমি চেষ্টা করলাম। ঈদের শুভেচ্ছা রইলো।

৬| ২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

ইমিনা বলেছেন: ভালো উদ্যোগ। ঈদ নিয়ে লেখা পড়তে যখনই মন চাইবে তখনই হুট করে আপনার এই পোস্টে চলে আসবো :) :)
ঈদ মোবারক ..

২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

সুমন কর বলেছেন: আপনার পোস্টটি সকালেই বুক মার্ক করে রেখে দিয়েছি, সময় করে পড়ে নিবো। ;)

আসলে ভাবলাম, কাজটি করি। তাই করলাম। আপনার যখন ইচ্ছে হবে তখনই চলে আসবেন। আবারো ঈদের শুভেচ্ছা রইলো। !:#P !:#P !:#P

৭| ২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার একটি কাজ সুমন ভাই। এক পোস্ট থেকেই ঈদের স্মৃতিচারণ এবং মজার মজার পোস্টগুলো পাওয়া যাবে আপনার কল্যাণে।


যোগ চিহ্ন সহকারে পোস্ট প্রিয়তে।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আরো সমৃদ্ধ করতে চাই।
প্রিয়তে নেওয়া এবং লাইক দেবার জন্য কৃতজ্ঞাসহিত ধন্যবাদ জানবেন।

৮| ২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

প্রবাসী পাঠক বলেছেন: চাঁদ রাতের গল্প - হান্টার১

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩১

সুমন কর বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ......
এধরনের সহযোগি ব্লগার পেলে, কাজ করতে অনেক ভাল লাগে। আরো লিংক দেবার অনুরোধ রইলো। অবশ্যই এ্যাড হবে।

পরে আপডেট করে দিচ্ছি।

৯| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ কাজ।

ধন্যবাদ প্রিয় সুমন।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৪

সুমন কর বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

১০| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর কাজে শুভকামনা । ঈদের মজার পোস্টগুলো যোগ করে দিলে আরো সুন্দর হবে ।

ঈদের শুভেচ্ছা সুমন :)

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৫

সুমন কর বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ। মামুন ভাই, মজাদার কিছু পোস্টের লিংক দেবার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইলো।

ঈদ মোবারক।

১১| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: Click This Link

তুলমামুলক একটি লেখা, গত ঈদে লিখেছিলাম। "বদলে গেছে আমার প্রিয় ঈদ"

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৫

সুমন কর বলেছেন: পোস্টটি দেখে আসলাম। অসাধারণ। বোকা মানুষ ভাই, আমি আশা করি আপনি যুক্তিগত ভাবে আমাকে ভুল বুঝবেন না। আমি শুধু এ বছরের পোস্টগুলো নিয়ে সংকলনটি আয়োজন করতে চাচ্ছিলাম। পরে কখনো যদি সামুর ঈদ পোস্টসমুহের সংকলন করি তাতে অবশ্যই এটি যাবে।

পাশে থাকার জন্য ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

১২| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: Click This Link

তুলমামুলক একটি লেখা, গত ঈদে লিখেছিলাম। "বদলে গেছে আমার প্রিয় ঈদ"

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:০০

সুমন কর বলেছেন: একটু তাড়াহুড়া করায়, আমার মনে হয় ভুল হয়ে গিয়েছিল। :(( বোকা মানুষ ভাই দুঃখিত। ঈদের দিনে ছোট ভাই হিসাবে মাফ করে দিয়েন। :P

আপনার ঐ পোস্টটি অবশ্যই শৈশবের স্মৃতি পোস্টসমূহে যোগ হবে। কারণ, ওখানে আমাদের সকল ব্লগারের শৈশবের ঈদ নিয়ে পোস্ট যোগ হবে। কোন বছরের ধরা-বাঁধা নিয়ম নেই।

আর ২য় অংশে, মানে ঈদ-উল-ফিতরের পোস্টসমূহে শুধু এ বছরের পোস্টগুলো যাবে।

কাল আপডেট করার সময় যোগ হয়ে যাবে।
শুভ রাত্রি।

১৩| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর আয়োজন সুমন দা! ঈদ নিয়ে একটা রম্য মাথায় ঘুরছে সময় সুযোগ হলে দিয়ে দিবো! ঈদের পর অন্তত চারদিন সবাই মিলে আনন্দে থাকা যায়!

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৫২

সুমন কর বলেছেন: শুনে খুব ভাল লাগল। বরাবরের মতো সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠুক সামুর এবারের ঈদটি। জলদি লিখে দাও, আমি এ্যাড করে নেবো।

তোমার মতো আমারও অবস্থা। ঈদের ছুটি উপলক্ষ্যে সাতটা দিন শান্তিতে ব্লগিং করা এবং রেস্ট নেওয়া যায়।

ঈদের শুভেচ্ছা রইলো।

১৪| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার আয়োজন ।ভাল লাগলো ।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৯

সুমন কর বলেছেন: আমার এই ক্ষুদ্র আয়োজনে আপনাদের অংশগ্রহণ দেখে, খুব ভাল লাগছে।
সেলিম ভাই, যদি পারেন কিছু লিংক দেবার চেষ্টা করবেন।

ঈদ মোবারক। !:#P

১৫| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩১

IN THE NAME OF INNOCENCE বলেছেন:


ঈদ মোবারাক, ঈদ মোবারাক, ঈদ মোবারাক

!:#P !:#P !:#P

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩৪

সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো। ঈদের শুভেচ্ছা রইলো। ঈদের শুভেচ্ছা রইলো।

ঈদ মোবারক। B-) ;) B-) ;)

১৬| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

পোস্ট নিয়ে পরে কথা হবে।

২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: অপেক্ষায় থাকলাম। পোস্ট নিয়ে আর কি বলবেন, আমি তো আর সিনিয়র ব্লগার না......হলে কিছু একটা হতো !!!!
যা হোক, ব্লগিং করি আপনাদের জন্য, নিজের জন্য।

ঈদের শুভেচ্ছা রইলো।

১৭| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:২০

কথার_খই বলেছেন: আপনাকে ধন্যবাদ,
আপনার কষ্ট বা ব্লগার ভিজিটরদের দুঃখ সামু কৃতপক্ষ বুজতে চেষ্টা করেননি!!!

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৫

সুমন কর বলেছেন: যা হোক, সামুর ঈদ আনন্দকে আরো আনন্দময় করে তোলার জন্য অবশেষে সামুর কর্তৃপক্ষ এগিয়ে এসেছে।

ঈদ মোবারক।

১৮| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৩

কথার_খই বলেছেন: আমার একটি ঈদ চিঠি ছিল যোগ হয়নি, মনে হয়. লেখাটি মানসম্পন্ন নয়!

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৭

সুমন কর বলেছেন: আপনার পোস্টটি আমি অবশ্যই দেখে আসবো। অনেক ধন্যবাদ।

১৯| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫২

টুম্পা মনি বলেছেন: চমৎকার কাজ। ঈদ মোবারাক।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:০০

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। জলদি লিখে ফেলুন চমৎকার একটি ঈদ পোস্ট। যা আমাদের আনন্দকে আরা বাড়িয়ে দেবে।

ঈদ মোবারাক।

২০| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৯

কথার_খই বলেছেন: অবশেষে সামু সম্পাদক এর ঘুম ভাঙলো

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:০১

সুমন কর বলেছেন: হুম !!

ঈদ মোবারাক।

২১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি একটা পোস্ট লিখছি বাট পোস্ট করা হয়নি।

পরিশ্রমী পোস্ট!

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:০৬

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ কথা রাখার জন্য। দেখলাম, আপনি একটি পোস্ট লিখেছেন।
তেমন পরিশ্রম নয়, শুধু ঈদের আনন্দকে সামুতে ছড়িয়ে দেবার একটি চেষ্টা করেছি।

ঈদ মোবারাক।

২২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার সংকলন পোস্ট দেখে লোভ সামলাতে পারলাম না, তাই পোস্ট করে দিলাম :)

Click This Link

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:১৩

সুমন কর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার পোস্ট আমাদের আনন্দকে আরো বাড়িয়ে দেবে।

এভাবে আরো কিছু লেখা পেলে, অনেক ভাল হবে। আশা করি, আমাদের ব্লগাররা সুন্দর সুন্দর পোস্ট দিয়ে, সংকলনটি আরো সমৃদ্ধ করে তুলবে।

আমি কিছুক্ষণ পরই এ্যাড করে দিচ্ছি। যদি পারেন কিছু লিংক দিয়ে সাহায্য করবেন। পাশে থাকায় ভাল লাগল।

ঈদের শুভেচ্ছা রইলো।

২৩| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ঈদ সংকলনে শুভেচ্ছা ।
ঈদ মোবারক ++++++++++++++++++

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:১৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

২৪| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫২

সুমন কর বলেছেন: পবিত্র ঈদুল-উল-ফিতরের আনন্দকে ব্লগে ছড়িয়ে দিতে আমার এই পোস্টটিকে স্টিকি করার জন্য সামুর কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।

ঈদ মোবারক।

২৫| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:০৪

মামুন ইসলাম বলেছেন: সুন্দর একটি কাজ পোষ্টে প্লাস,প্লাস ঈদের শুভেচছা রইল।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:১৫

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

২৬| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৫৪

খেয়া ঘাট বলেছেন: একগুচ্ছ প্লাস।+++++++++++++++++++++++++++++++

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৭

সুমন কর বলেছেন: এতগুলো প্লাস পেয়ে ভাল লাগল। B-)
আজ কিন্তু আপনার একটি মজাদার লেখা চাই।

ঈদ মোবারক।

২৭| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৭

সচেতনহ্যাপী বলেছেন: সুন্দর পদক্ষেপ। বিশেষ করে নুতনরা অনেক উৎসাহ পাবে। আর নাম প্রকাশিত হলেতো কথাই নেই। প্রচেষ্টা থাকবে আরো ভাল করার।। অনেক ধন্যবাদ।।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১২

সুমন কর বলেছেন: সামুর ঈদের আনন্দকে আরো আনন্দময় করে তোলার জন্য একটি চেষ্টা করলাম।

নতুন বা পুরাতন বলে কোন কথা নেই। আমরা সবাই সামুর ব্লগার। সবগুলো পোস্ট একসাথে পাচ্ছি, এটাই বড় কথা। নাম কোন বিষয় নয়। ;)

ঈদ মোবারক।

২৮| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৩:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কাজ করেছেন। । এই কয়দিনে অনেক পোষ্ট দেখেছি এই সংক্রান্ত। এক পোষ্টে সবগুলোকে পেয়ে ভালো লাগল।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৮

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকেও একটি মজাদার লেখা আমাদের প্রাপ্য। B-)

আশা করি, চেষ্টা করবেন। এ রকম কোন পোস্টের লিংক চোখে পড়লে, আমাকে একটু লিংক দিয়ে সাহায্য করবেন।

আপনার করা ব্যানারটি দেখলেই ঈদের আনন্দকে পরিপূর্ণ মনে হয়। আমি কিন্তু মিথ্যে প্রশংসা করি না, এটা আপনারা মনে হয় জানেন।


ঈদের দাওয়াত পাইলাম না !!! |-)


ঈদের শুভেচ্ছা রইলো।

২৯| ৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ওয়াও... গুড জব, সুমন কর!

সব এক সাথে... বিশাল আয়োজন :)
আমি সংগ্রহে রেখে দিলাম!

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। সামুর ঈদের আনন্দকে আরো আনন্দময় করে তোলার জন্য একটি চেষ্টা করলাম।

মইনুল ভাই, আপনারা অনেক সিনিয়র। তাই আপনাদের ঈদের স্মৃতি বা লেখা আমাদের জন্য হবে এক বিশেষ উপহার। লিখে ফেলুন।

আসলে, আমি চাই সকল ব্লগার মজার মজার লেখা নিয়ে এগিয়ে আসুক। ভাল লাগবে।

ঈদের শুভেচ্ছা রইলো।

৩০| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৭:০৫

সুফিয়া বলেছেন: বার বার আমার নামটা আসছে। দেখে অনেক ভাল লাগছে এই ভেবে যে একটি মহতী উদ্যোগের সূত্রপাত করতে পেরেছি। কিন্তু ঐটুকুই ! মবীন ভাই এরপর যেভাবে পরিশ্রম করছেন বিষয়টি নিয়ে, শুধু ধন্যবাদ জানিয়ে আপনাদের এই প্রচেস্টাকে আমি সীমাবদ্ধ করে ফেলতে চাইনা।

আমার, মবীন ভাইয়ের এবং আপনার আহবানে ব্লগার বন্ধুরা স্বত:স্ফূর্তভাবে সাড়া দেয়ার কারণেই মূলত: সম্ভব হয়েছে এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়ন। এই ভূমিকাকে স্থান দিতে হবে সব কিছুর উপরে।

আমি মনে করি ব্লগে এই ধরনের কাজ আপত্তিকর ব্লগিং এর বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ। এই ধরনের কাজ যত বেশী হবে, ব্লগিং এ তত বেশী স্বচ্ছতা আসবে।

মবীন ভাইয়ের সংকলনে মন্তব্য করার সময়ই আমি সামু কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম পোস্টটি স্টিকি করর জন্য। তখন সেটা করা হয়নি। কিন্তু এখন তো হয়েছে। সেজন্য সামুকে ধন্যাদ।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার উপস্থাপিত বিষয়টিকে নিয়ে আরও বিস্তৃত পরিসরে কাজ করার জন্য।

ঈদ মোবারক আপনাদের সকলকে।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৯

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপু কিছু মনে করবেন না, আপনার অনুমতি নিয়েই আপনার সুন্দর মন্তব্যটির উত্তর একটু পরেই দিচ্ছি। ছোট ভাই হিসেবে আজ এটুকু আবদার করলাম।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৬

সুমন কর বলেছেন: ব্লগার বন্ধুরা স্বত:স্ফূর্তভাবে সাড়া দেয়ার কারণেই মূলত: সম্ভব হয়েছে এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়ন। এই ভূমিকাকে স্থান দিতে হবে সব কিছুর উপরে।

আমি মনে করি ব্লগে এই ধরনের কাজ আপত্তিকর ব্লগিং এর বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ। এই ধরনের কাজ যত বেশী হবে, ব্লগিং এ তত বেশী স্বচ্ছতা আসবে।



সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রথমে শুধু শৈশবের সংকলন করার কথা ভেবেছিলাম। পরে সামুতে একটি ঈদের আমেজ তৈরি করার জন্য এ চেষ্টা করি।

কারণ আমরা যারা সামুতে ব্লগিং করি, তাঁদের সেসব স্মৃতিগুলো আমাদের জানতে ইচ্ছে করে। এর মাধ্যমে অনেক কিছু জানা যাচ্ছে। আশা করি, এটা দেখে অন্য ব্লগাররা আরো সুন্দর সুন্দর লেখা পাঠাবে।

আর ঈদ উপলক্ষ্যে সামুতে প্রতি বছর অনেক মজার মজার পোস্ট আসে। যা আমাদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। ব্লগাররা মিলে ঈদের আনন্দ সামুতে শেয়ার করি। এ এক বিশাল পাওয়া। যা সুস্থ এবং সুন্দর ব্লগিং এর জন্য অবশ্যই দরকার।

সংকলন করার ফলে পাঠকরা এক সাথে সব পোস্টগুলো সহজে পেয়ে যাবে।

এমন একটি কাজকে উৎসাহ দেবার জন্য সামুকে অবশ্যই অনেক ধন্যবাদ। !:#P

সবার জন্য ঈদের শুভেচ্ছা রইলো।



৩১| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪৫

লিরিকস বলেছেন: ঈদের গানটা আমিই পোস্ট করেছিলাম, গানটা মনে হয় এই পোস্টের মধ্য যায় না।


ঈদ মোবারক ভাইয়া।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩

সুমন কর বলেছেন: অবশ্যই যাবে। পরবর্তী আপডেটে চোখ রাখুন।

৩২| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৬

তুহিন সরকার বলেছেন: ঈদ মোবারক, শুভকামনা রইল।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

৩৩| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৫

শুভহাবিব বলেছেন: চমৎকার উদ্যগ । আরও বেশি ধন্যবাদ , আমার লেখা "সেকাল আর একাল " এখানে স্থান দেয়ার জন্য :) !

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।
আপনার লেখা আছে জেনে আমারও খুশি লাগছে। ;)

৩৪| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৪

কথার_খই বলেছেন: Click This Link ঈদের সব লেখা কি আনন্দের হতে হয়??

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৬

সুমন কর বলেছেন: অবশ্যই যাবে। পরবর্তী আপডেটে চোখ রাখুন।

৩৫| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈদ মোবারাক !!!

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৪

সুমন কর বলেছেন: লেখা চাই, লেখা চাই !! মজার একটি লেখা আজ চাই।

ঈদের দাওয়াত পাইলাম না !!! |-)


ঈদের শুভেচ্ছা রইলো।

৩৬| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৬

ডট কম ০০৯ বলেছেন: খুব ভাল উদ্যোগ সুমন ভাই। মন চাইছে নিজের সেই ঈদের কথাগুলি লিখে ফেলি।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭

সুমন কর বলেছেন: তাড়াতাড়ি সেসব স্মৃতির কথা লিখে ফেলুন। আমরা কিছু জানি।
আমি কিন্তু আশা করে রইলাম।


ঈদের শুভেচ্ছা রইলো।

৩৭| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৭

অবচেতনমন বলেছেন: ঈদ মোবারক........

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

৩৮| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৬

স্বপ্নছোঁয়া বলেছেন: ব্যস্ততার কারণে সব পড়া হয়নি প্রিয়তে রাখলাম | আপনার এই চমৎকার উদ্যোগে আপনাকে অনেক ধন্যবাদ সুমন দা.
ঈদ মুবারক! !

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১১

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকেও একটি মজাদার লেখা চাই।


আমি চাই সকল ব্লগার মজার মজার লেখা নিয়ে এগিয়ে আসুক। ভাল লাগবে।

ঈদ মোবারক।

৩৯| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৭

মৃদুল শ্রাবন বলেছেন: ঈদ অফার। একের ভেতর সব!!

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩১

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। পরবর্তী আপডেটে চোখ রাখুন।

ঈদের শুভেচ্ছা রইলো।

৪০| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০

লেখোয়াড় বলেছেন:
অনেক কষ্ট করেছেন সুমনবাবু।

তাই ধন্যবাদ আপনার প্রাপ্য।

ভাল থাকুন।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: শুধু ধন্যবাদ দিলে হবে না, কবি। B-) সুন্দর একটি কবিতা লিখে ফেলুন।

অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

৪১| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: নাইস জব ।

ঈদের শুভেচ্ছা আপনার জন্য।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫০

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকেও একটি মজাদার লেখা চাই। ;)

ঈদের শুভেচ্ছা রইলো।

৪২| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০

সুমন কর বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের সকল টিম মেম্বার এবং কর্তৃপক্ষকে আমার অনুরোধ রাখার জন্য আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কিছু কথাটুকু মুছে দিলাম।

সবাইকে ধন্যবাদ।

৪৩| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৪

অপু তানভীর বলেছেন: অনেকদিন সামু থেকে বাইরে । অনেক কিছু দেখা হয় নি অনেক দিন ।
চমত্‍কার কাজ । ঈদ মোবারক !

৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

সুমন কর বলেছেন: ঈদ উপলক্ষ্যে মনে হয়, বাহিরে ছিলেন !! ;) আশা করি, সব ভাল হয়েছে।
এখন জলদি করে আমাদের একটি চমৎকার পোস্ট উপহার দিন। =p~

ঈদের শুভেচ্ছা রইলো।

৪৪| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++ :)

৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সুমন কর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

আপনার কাছ থেকেও একটি মজাদার লেখা চাই।

৪৫| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

হাসান মাহবুব বলেছেন: দশম প্লাস।

৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: ঈদ মোবারক, হাসান ভাই।

সত্যি বলতে, আপনার মন্তব্যের জন্য অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম। |-) খুশি হলাম। ;)

প্লাস বা লাইক পেলে কার না, ভাল লাগে !! তার ওপর আপনার কাছ থেকে পেলে তো কথাই নেই। B-)

যদি সময় হয়, একটি লেখা পাঠাবার বা দেবার অনুরোধ রইল।

৪৬| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

মাহবু১৫৪ বলেছেন: খুবই ভাল কাজ :)

পোস্ট প্রিয়তে নিলাম

যত শীঘ্রই সম্ভব পোস্ট দিবো

৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

অপেক্ষায় থাকলাম। ;)
আপনাদের অংশগ্রহণে সামুর ঈদ আরো প্রাণবন্ত হয়ে উঠুক।

৪৭| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ১২ তম প্লাসটা কিন্তু আমার।


আপনাকে অনেক ধন্যবাদ সংকলিত পোষ্টের জন্য।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:০২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। B-)

আপনাদের ভাল লাগলে, পরিশ্রম সার্থক।

ভালো থাকুন।

৪৮| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৪

না পারভীন বলেছেন: ঈদ সংকোলন পোস্ট করে আপনি সবাইকে কৃতজ্ঞ করে দিলেন সুমন ভাই।নি:সন্দেহে এটা কঠিন, কারণ মনযোগ ফেলে রাখতে হয় নতুন পোস্টের দিকে, কোনটা যেন মিস না হয়ে যায়।

নিজের একটি পোস্ট যুক্ত হওয়াতে অসাধারণ লাগছে

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: আপনাদের উৎসাহ এবং সহযোগিতা পাচ্ছি, তাই ভাল লাগছে।
চমৎকার একটি লেখা উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ। যা সংকলনটিকে অনেক সমৃদ্ধ করেছে।

ভালো থাকবেন।

৪৯| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৬

না পারভীন বলেছেন: সামুকে ধন্যবাদ পোস্ট স্টিকি করার জন্য। সুমন ভাই আপনাকেও স্টিকি মোবারক। পোস্ট প্রিয়তে :)

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৪

সুমন কর বলেছেন: আসলেই সামু ধন্যবাদ প্রাপ্য, এমন একটি কাজে সহযোগিতা করার জন্য।
আশা করি, আমাদের ব্লগাররা সুন্দর সুন্দর পোস্ট দিয়ে, সংকলনটি আরো সমৃদ্ধ করে তুলবে। আরো কিছু ভাল লেখা আশা করা যাচ্ছে।

প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ।

৫০| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

sraboni বলেছেন: সুমন ভাই আমাকে কৃতজ্ঞ করে ফেললেন!!! অসংখ্য ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের কাম্য।
সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ। যা সংকলনটিকে অনেক সমৃদ্ধ করেছে।

ভালো থাকবেন।

৫১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৭

এম. এ. হায়দার বলেছেন: অনেক ধন্যবাদ পরিশ্রমসাধ্য এই কাজটি করার জন্য।


একটি ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। পোস্টজুড়ে"ঈদুল-উল-ফিতর" লেখা হয়েছে। কিন্তু এটা "ঈদুল-ফিতর" বা "ঈদ-উল-ফিতর" হবে।

ব্যাপারটা একটু দেখবেন।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আসলে কোন একটি কপি থেকে ভুলটি শুরু হয়েছে। সেটি শুধু কপি হয়েছে। আন্তরিক ভাবে দুঃখিত।
দেখবেন পোস্টের শুরুতে বোল্ড করা লাইনটিতে কিন্তু ঠিক ছিল। তারপর সেই কপির দোষ।

এতক্ষণেও কারো চোখে পড়েনি বা বলেনি। আমি একটু পরেই সব ঠিক করে দেবো। সহযোগিতার জন্য আরো একবার ধন্যবাদ।

ঈদের শুভেচ্ছা রইলো।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৪

সুমন কর বলেছেন: আমি নিজেই আপনার মন্তব্যটি লাইক দিয়েছি। সব সময় এমনভাবে গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকবেন।

ভাল থাকুন। শুভ রাত্রি।

৫২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যানারটি আপনার ভালো লেগেছে শুনে খুবই আনন্দিত হলাম। নিশ্চিত হলাম যে মানসম্মত একটি ব্যানার হয়ত উপহার দিতে পেরেছি।

ব্যক্তিগত ব্যস্ততায় যদিও আগের মত পোষ্ট দিতে পারছি না, তবে ইচ্ছে আছে শৈশবের ঈদ করা নিয়ে একটি পোষ্ট সামনে দিব।

ভালো থাকবেন সুমন দা। আপনাকে দাওয়াত দিতে ভুলে গেছি। আমি ভেবেছি ঈদের দাওয়াত অটো, আলাদা করে দিতে হয় না। B-) :D তারপরও আপনাকে বাসায় দাওয়াত রইল। :)

ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৩

সুমন কর বলেছেন: তাড়াতাড়ি আপনার শৈশব ঈদ স্মৃতির কথা লিখে ফেলুন। অপেক্ষায় থাকলাম। ;)

আর দাওয়াত, সেটাতো ঈদের জন্য একটু মজা করলাম। :P =p~ অটো হিসাবেই গ্রহণ করে নিয়েছিলাম। :)

ঈদের শুভেচ্ছা রইলো।

৫৩| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৫

ভুলে যাওয়া নাম বলেছেন: এবং ইহা একটি স্টিকি পোস্ট।হলি গু :#)

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪২

সুমন কর বলেছেন: আপনি দেখলাম, ব্লগার রিফাত ২০১০ এর এ পোস্টে স্টিকি পোস্ট নিয়ে বেশ ভিন্নভাবে কথা বলেছেন।

আসুন ঈদের সময়গুলোতে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেই।

এসেছেন, মন্তব্য করেছেন। ভাল থাকবেন।

৫৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৫

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ঈদের শুভেচ্ছা।

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৪

সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।

৫৫| ৩১ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৮

পাখির বাপ বলেছেন: ঈদ মোবারক।

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৫

সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।

৫৬| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৩৫

মাহাভুব আল হাছান বলেছেন: যদিও এ কয়দিন ব্লগে আসা হয়নিই তাই একটু দেরি হয়ে গেল ঈদের শুভেচ্ছা নিবেন ঈদমোবারক

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫১

সুমন কর বলেছেন: এখনো দেরী হয়নি। কিসের দেরী !! ঈদের আনন্দ এখনো ছড়িয়ে আছে।
আশা করি, আপনার ঈদ ভাল কেঁটেছে।
ঈদের শুভেচ্ছা রইলো।

৫৭| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন:

চমৎকার সংকলন সুমন ভাই ...

বেশ অনেকদিন পর আপনার কোন সংকলন পেলাম...

খুব ভালো লাগছে ...

প্রিয়তে রেখে দিচ্ছি অবশ্যই সুন্দর কাজটা ...

১৪ তম প্লাস ... দেখতে দেরী হয়ে গেল কিছুটা... ব্লগে ছিলামনা কদিন ...

ঈদ মোবারক ...

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

সুমন কর বলেছেন: আপনি মন্তব্য করেছেন, লাইক দিয়েছেন এবং প্রিয়তে নিয়েছেন। অনেক ধন্যবাদ।

ঈদ নিয়ে হয়ত ব্যস্ত ছিলেন। আপনার মন্তব্য পেলে ভালই লাগে। ;)

আমি কিন্তু আমার ৪৬টি পোস্টের মধ্যে মাত্র ৩টি সংকলন দিয়েছি। শেষেরটি ছিল তাও ফেব্রুয়ারি মাসে।
শৈশব ঈদ বা ঈদ উপলক্ষ্যে লিখে ফেলুন একটি মজাদার পোস্ট।

ঈদের শুভেচ্ছা রইলো।

৫৮| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৪

শুঁটকি মাছ বলেছেন: ব্লগে তো তেমন সময় দিতেই পারিনা। এইটায় সুবিধা হয়ে গেল। প্রিয়তে নিলাম। থ্যাংক্স সুমন দা

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

সুমন কর বলেছেন: আপনাদের কাজে লাগলেই আমি খুশি। B-)

তবে আপনি এখন আমার ব্লগ বাড়িতে কম আসেন। :( আশা করি, যখন সময় হবে আসবেন।

আপনার একটি পোস্ট আছে।
প্রিয় নেওয়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ঈদের শুভেচ্ছা রইলো।

৫৯| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পোস্টে প্লাস।

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৫

সুমন কর বলেছেন: ঈদ মোবারক। প্লাস দেবার জন্য ধন্যবাদ।

আপনার কাছ থেকে একটি মজাদার লেখা আমাদের প্রাপ্য।

৬০| ০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৮

দুঃখ বিলাস বলেছেন: খুব সুন্দর আয়োজন।

ভালো লাগল।

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের ভাল লাগলেই আমি খুশি।

ঈদের শুভেচ্ছা রইলো।

৬১| ০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

বেকার সব ০০৭ বলেছেন: প্রিয়তে নিয়ে নিলাম সময় করে ভাল পোস্ট গুলো পড়ে নিব।

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৪

সুমন কর বলেছেন: ঈদ মোবারক। এতদিন কই ছিলেন? আশা করি, ভাল আছেন।

সবাই যেন এক সাথে সবগুলো পোস্ট পেতে পারে তাই এ আয়োজন।

আপনাদের কাজে লাগলেই আমি খুশি।

৬২| ০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দারুণ উদ্যোগ :)

+++

০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

৬৩| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬

বয়ানবাজ বলেছেন: বেশ কয়েক বছর আগে লিখেছিলাম। লোভ সামলাতে না পেরে দিয়ে দিলাম।
ঈদের চাঁন সমাচার

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৬

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

আপনার পোস্টটিও ঘুরে আসবো।

৬৪| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:১৮

নস্টালজিক বলেছেন: চমৎকার আয়োজন।

শুভেচ্ছা, সুমন।


ভালো থাকুন নিরন্তর।

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

ভালো থাকুন।

৬৫| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:২১

হানিফ রাশেদীন বলেছেন: বেশ পরিশ্রমী পোষ্ট। ভালো লাগলো।

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৮

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

৬৬| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:২২

কোজাগরী চাঁদ বলেছেন: এত পোস্ট পড়তে তো দুইবচর লাগবে

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩০

সুমন কর বলেছেন: সমস্যা কি !! আস্তে আস্তে পড়ে নিবেন।

অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

৬৭| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি উদ্যোগ। আন্তরিক শুভকামনা এবং সেইসাথে ঈদ মোবারক

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

আপনাদের ভাল লাগলেই আমি খুশি।

৬৮| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭

মৃদুল শ্রাবন বলেছেন: জাহাজে কিভাবে ঈদ কাটনো হয় তার একটা ছোটখাট চিত্র নিয়ে আর একটা পোষ্ট দিয়েছি। দেখার আমন্ত্রন রইলো।

জাহাজে ঈদ (ছবিব্লগঃ জাহাজী জীবন-৩)

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আমি দেখে নেবো।

গতকাল রাতে আমার নেট চলে যাওয়ায়, আপডেট করতে ও পোস্ট পড়তে পারিনি।

আজ করে দেবো এবং আপনাদের জন্য থাকছে নতুন উপহার।

৬৯| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

লিরিকস বলেছেন: :) :) :) :)


অনেক ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:০০

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।


;)

৭০| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:

নাইস পোস্ট!!!

ঈদের শুভেচ্ছা!!!

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

শৈশব ঈদ বা ঈদ উপলক্ষ্যে লিখে ফেলুন একটি মজাদার পোস্ট।

৭১| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এবার ঈদ উপলক্ষে আসা গল্প গুলো পড়া যাক :)

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

সুমন কর বলেছেন: আশা করি, সময় করে পড়ে নিবেন।

ভালো থাকুন।

৭২| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ কাজ সুমন ভাই । ব্লগে ঈদের মজা নেওয়াটা আপনার পোষ্ট হতেই শুরু হবে ।
আপনাকে , মবিন ভাইকে , সুফিয়া আপাকে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ।
ভাল থাকবেন প্রিয় ভাই ।

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: ঈদের আনন্দ ব্লগে নেবার জন্যই এই আয়োজন। সবাই যাতে এক সাথে সব পোস্ট পেতে পারে।
যে কোন লিংক দিয়ে সহযোগিতার অনুরোধ রইল। আর আপনিও লিখে ফেলুন একটি মজাদার পোস্ট।

অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

৭৩| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫

বেকার সব ০০৭ বলেছেন: সব সময় আপনাদের সাথেই থাকি মোবাইলে অফ লাইনে, আর পিসি নিয়ে আগের মত সময় দিতে পারিনা সামুতে । ভাই আপনাদের দোয়ায় ভাল আছি। আপনি কেমন আছেন এবং বাসার সবাই কেমন আছে ?

আপনি আমাকে মনে রেখেছেন দেখে আমার খুব ভাল লাগতেছে।
দোয়া করি আপনার জন্য সব সময় ভাল থাকবেন।

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

সুমন কর বলেছেন: আপনি আমাদের সাথে আছেন জেনে খুশি হলাম। আশা করি, সময় হলে পিসি থেকেও নিয়মিত হবেন।
আপনাদের দোয়ায় বাসার সবাই মোটামুটি আছে।
আপনি আমার ব্লগে নিয়মিত আসতেন, ভুলে যাবার কথা নয়।

ঈদের শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।

৭৪| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

আগাম ঈদের শুভেচ্ছা :)

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: ঈদ মোবারক।

একটি কবিতা লিখে ফেলুন, কবি। B-)

৭৫| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

লোহিত বামন বলেছেন: সোজা প্রিয়তে। অসাধারণ সংকলনের জন্য ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

আপনাদের ভাল লাগলেই আমি খুশি।

৭৬| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১:১৮

আরজু মুন জারিন বলেছেন: বাহ অনেক লেখা অনেক লিংক। সময় মত পরে পড়ব। অনেক পোস্ট আমি আগে দেখিনি। সামুতে যেহেতু নুতুন ই বলা যায়।
অনেক অনেক ধন্যবাদ এই পোস্ট টির জন্য। শুভেচ্ছা রইল হৃদয় থেকে। ভাল থাকবেন দা।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

আপনাদের ভাল লাগলেই আমি খুশি।

আপনি কি আজকে শীলমের দৈনন্দিন জীবনের বাকিটুকু একসাথে দিতে পারবেন ? তাহলে এ্যাড করে নিতে সুবিধে হতো।

ভালো থাকবেন।

৭৭| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৫

মোঃ ইসহাক খান বলেছেন: কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা রেখে গেলাম।



পরিশ্রম সার্থক হোক। মানসম্পন্ন লেখাগুলো স্বীকৃতি পাক।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

আমার সেই চেষ্টা থাকবে।

৭৮| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৩

এম.ডি অভ্র বলেছেন: অনেক ভালো লাগলো কারন আপনার এই পোষ্ট থেকে অনেক ভালো লেখা পড়তে পারবো...................শুভেচ্ছা রইলো

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইলো।

আপনাদের ভাল লাগলেই আমি খুশি।

৭৯| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭

আমি ইহতিব বলেছেন: এত এত পোস্ট!!!

কখন যে পড়ি :(

শ্রমসাধ্য একটা কাজের জন্য প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি।

পোস্ট চলে যাচ্ছে সরাসরি প্রিয়তে।

বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:২৩

সুমন কর বলেছেন: সমস্যা কি !! আস্তে আস্তে পড়ে নিবেন। B-)

প্রিয়তে নেওয়া এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।

আপনাকেও বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।

৮০| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:১৫

সাজিদ উল হক আবির বলেছেন: পরিশ্রমী সংকলন সুমন দা। যেচে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কাজটা সহজ করে দিলেন সব ব্লগারদের জন্যে। নিজের লেখাটা উপস্থিত দেখে অনুপ্রাণিত হলাম। বাছাই করার জন্যে ধন্যবাদ আপনাকে।

প্রবাসীদের ঈদ উদযাপন সংক্রান্ত পোস্ট গুলো পড়লাম আগ্রহ নিয়ে। আমরা যারা দেশে নিজেদের পরিবারের সাথে ঈদ করি, তাদের কষ্ট এখানে বসে বোঝা আমাদের পক্ষে সম্ভব না।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

সুমন কর বলেছেন: আপনাদের ভাল লাগলেই আমি খুশি।

যোগ্য লেখা হিসাবেই সেটি সংকলনে স্থান পেয়েছে।

আসলে যারা পরিবারের সবার সাথে ঈদ করতে পারে না, তাঁদের কষ্টটাই অন্য রকম। যা শুধু তাঁরাই বুঝতে পারে।

বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।

৮১| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । ঈদ ও বন্ধু দিবসের শুভেচ্ছা সুমন দা

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:২৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনাকেও ঈদ ও বন্ধু দিবসের শুভেচ্ছা। !:#P

পরবর্তী আপডেটে আপনার ভ্রমণ -২ পোস্টটিও যাবে।

৮২| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: নিজের পোস্টগুলো দেখে বেশি ভাল লাগছে।

সুমন ভাই আমার ভ্রমনপোস্ট তো ঈদকে কেন্দ্র করে।সেগুলো দিলে আরও ভাল লাগতো। :P

ধন্যবাদ আপনাকে আবারও।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪১

সুমন কর বলেছেন: যোগ্য লেখা হিসাবেই সেটি সংকলনে স্থান পেয়েছে।

বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।


পরবর্তী আপডেটে চোখ রাখুন। B-)

৮৩| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৩

অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক পরিশ্রম এর একটা কাজ।
শুভ কামনা

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনাকে ঈদ ও বন্ধু দিবসের শুভেচ্ছা। !:#P

কবিদের জন্য কিছু করার চেষ্টা থাকবে।

৮৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৯:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই সুমন কর।

০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:২৬

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন।

৮৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৫

ডরোথী সুমী বলেছেন: সুমন ভাই, মনটা ভীষণ ভাল হয়ে গেল। দারুণ একটি উদ্যোগ। ভাল থাকুন।

০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

সুমন কর বলেছেন: আপনার মন ভাল হয়েছে জেনে খুশি হলাম।

ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।

৮৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:১১

স্বপনচারিণী বলেছেন: ভাল লেগেছে। সময় করে লিঙ্ক গুলোতে ঘুরে আসবো। ধন্যবাদ।

০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:৩২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। অবশ্যই সময় করে ঘুরে আসবেন।

ভালো থাকবেন।

৮৭| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২

শাশ্বত স্বপন বলেছেন: ঈদের মেলা।প্রিয়তে নিলাম।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৭

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

৮৮| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩২

প্রকৌশলী নির্ভিক রাইডার বলেছেন: দারুন একটা রিচ কালেকশন// সঙ্গে নিয়ে যাচ্ছি
শুভকামনা অনেক অনেক

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনাদের ভাল লাগলেই আমি খুশি।

ভালো থাকবেন।

৮৯| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৬

খাটাস বলেছেন: এই পোস্ট ও সামুর এক নবীন অনন্য সম্পদ এবং আরও বিশেষ বলা যায়- কারন এতে আছে ব্লগার দের শৈশবের ব্যক্তিগত অনুভুতির মালা।
চরম কাজ করেছেন সুমন দা। অনেক ভাল লাগা জানিয়ে নিয়ে গেলাম, এক কপি। :) অনেক ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৩

সুমন কর বলেছেন: কেমন আছো? আশা করি, ঈদ ভালই কেঁটেছে।

প্রিয় নেওয়া এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।

শুভকামনা রইলো।

৯০| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৯

এহসান সাবির বলেছেন: চমৎকার এই পোস্টে ভালোলাগা জানিয়ে গেলাম আবার এসে।


ভালো থাকুন দাদা।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভ রাত্রি।

৯১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কষ্টসাধ্য পোস্ট ! প্রিয়তে !

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৯

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

অনেক দিন পর আমার ব্লগে আসলেন, ভাল লাগল।

ভালো থাকবেন।

৯২| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২

বৃশ্চিক রাজ বলেছেন: ওহ ব্রো কি আর বলব আমিত তখন কোরিয়াতে ছিলাম। তাই ঈদটা করা হয় নাই।
:-0

০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

সুমন কর বলেছেন: কেমন আছেন? আমি কিন্তু মনে মনে খুঁজেছি।
তা আপনার আগের পোস্টগুলো কই ?

অনেক ধন্যবাদ।

বিলম্ব ঈদের শুভেচ্ছা রইলো। !:#P !:#P

৯৩| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮

বৃশ্চিক রাজ বলেছেন: নাইস আপাতত বিমানে বসে কুল কফি খাচ্ছি। পোস্টগুলো ব্রো রোদে শুকাতে দিয়েছি। B-)) ঈদের শুভেচ্ছা !:#P !:#P

০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

সুমন কর বলেছেন: আবার এসেছেন, ভাল লাগল। তা বিমানে করে কোথায় যাচ্ছেন? B-)

রোদে শুকিয়ে ঝ্‌রঝ্‌র হলে, ঘরে নিয়ে রেখে দিয়েন। না হলে আবার বৃষ্টিতে ভিজে যাবে। :D

যাত্রা শুভ হোক। !:#P

৯৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

বৃশ্চিক রাজ বলেছেন: নেক্সট পোস্টেই পাবেন ব্রো আমি কোথায় যাচ্ছি ;) গড প্রমিজ এবার যখন এসেছি কাছে টেনে নেবেন :!> মাইরী কি বলছেন ব্রো বৃষ্টিও হবে নাকি B:-)

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭

সুমন কর বলেছেন: আপনার পোস্টটি দেখেছি, একটু পরে পড়ে জানাচ্ছি।
ভাল থাকুন সব সময়।

৯৫| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক সুন্দর সংগ্রহ, কিন্তু অনেক পরিশ্রমী পোস্ট। অবাক হচ্ছি, এত ধৈর্য কোথা থেকে পান।

অভিনন্দন।

১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: পরে হলেও পেয়েছি কবি
তোমার ছোট কথা..........

ঈদের সময়টুকু বাসায় ছিলাম। কোন কিছু করার ছিল না। ভাবলাম সামুকে নিয়ে কাঁটিয়ে দেই।

ভালো থাকুন।

৯৬| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৭

আরজু মুন জারিন বলেছেন: পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

অসাধারণ আপনি তো দারুন জনপ্রিয় এখানে । ১৯৩ মন্তব্য। ১০৯৫ প্রদর্শিত। ...

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।


আমি জনপ্রিয় নই ! পোস্টটি ঈদের জন্য ছিলো। তাই হয়তো সবার শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। সংকলনে অনেক সুন্দর সুন্দর গল্প বা কবিতা বা পোস্ট আছে, সময় হলে পড়ে নেবেন।

৯৭| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩

লেখোয়াড় বলেছেন:
হইসে.........

অহণ নতুন পোস্টু দেন।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: দিমু দিমু নির্ঘাত দিমু !!!!

আমিতো তেমন কিছু লিখতে পারিনা ! |-) চেষ্টা করবো নে !

উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।

৯৮| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৯

রোদেলা বলেছেন: এখানেতো বিরাট আয়োজন দেখছি। ইশ ,ঈদ নিয়ে কেনোযে আমার একটাও লেখা নেই।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

সুমন কর বলেছেন: ব্যাপার না !! ;)
পরবর্তী আসরে আপনার কাছ থেকে একটি চমৎকার লেখা চাই।

অনেক ধন্যবাদ।

৯৯| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

মোঃ ইসহাক খান বলেছেন: পরিশ্রমী সংকলনে শুভেচ্ছা।

ভালো লেখাগুলো স্বীকৃতি পাক।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

সে চেষ্টাই করেছি।

ভাল থাকুন।

১০০| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ জন্মাষ্টমী !:#P !:#P !:#P

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ।


শুভ জন্মাষ্টমী !:#P

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮

সুমন কর বলেছেন: আমি আপনার মন্তব্যটির উত্তর সেদিনই দিয়েছি। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তাই সন্দেহের কারণে আবার করলাম।

আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ।

১০১| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



শুভ জন্মাষ্টমী !!!

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৯

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

১০২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন পোষ্ট, বহুদিনের পরে ব্লগে ঢুঁ মেরে একসাথেই এতগুলো চমৎকার লেখাযুক্ত পোষ্ট। অনেক দিনের অনাহারের খোরাক মেটাবে মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। :)

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

১০৩| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২০

শক্তপাল্লা বলেছেন: প্রিয়তে রাখলাম। দারুণ কাজ

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৫

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১০৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:২১

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ এই পোস্টটি "প্রিয়" তে নিলাম। সাথে + +।
এতগুলো লিঙ্ক, সবগুলো কবে নাগাদ পড়ে শেষ করতে পারবো কে জানে?
সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য আমিনুর ভাইকে বিলম্বিত সাধুবাদ জানাচ্ছি।

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

সুমন কর বলেছেন: প্রিয়তে নেয়া এবং পোস্টটি দেখার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.