নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : দুই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১২

টুর্নামেন্ট শুরুর একদিন আগে একই ফ্রেমে ১৯৭৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী সব ক্রিকেটার


বিশ্বকাপ ক্রিকেট, ১৯৭৯।

♠ আয়োজক : ইংল্যান্ড
♠ সময় : ০৯ই জুন থেকে ২৩শে জুন, ১৯৭৯
♠ অংশগ্রহণকারী দলের সংখ্যা : ৮
♠ দল সমূহ : অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ (যার মধ্যে শ্রীলঙ্কা এবং কানাডার টেস্ট স্ট্যাটাস ছিল না)
♠ সর্বমোট ম্যাচের সংখ্যা : ১৫ (ফাইনাল সহ)
♠ সর্বাধিক রান করেন : Gordon Greenidge (ওয়েস্ট ইন্ডিজ), ২৫৩ রান
♠ সর্বাধিক উইকেট সংগ্রহ করেন : Mike Hendrick (ইংল্যান্ড), ১০ উইকেট



প্রথম সেমি ফাইনাল : ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

♠ তারিখ : ২০ জুন, ১৯৭৯
♠ নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
♠ স্কোরকার্ড : ইংল্যান্ড ৬০ ওভারে ৮ উইকেটে ২২১ রান করে এবং নিউজিল্যান্ড ৬০ ওভারে ৯ উইকেটে ২১২ রান।
♠ জেতার জন্য শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ১৪ রান।
♠ ইংল্যান্ড ৯ রানে জয় লাভ করে।
♠ Graham Gooch ৮৪ বলে ১টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৭১ রান করেন।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Graham Gooch (ইংল্যান্ড)


০১. ১ম সেমি ফাইনালে Lance Cairns এর বিরুদ্ধে Ian Botham এর পুল শট


০২. ১ম সেমি ফাইনালে ইংল্যান্ডের Mike Hendrick তুলে নেন ৩ উইকেট


০৩. Derek Randall ৪২ রানে অপরাজিত থাকেন


০৪. John Wright ইংল্যান্ডের বিরুদ্ধে করেন ৬৯ রান


০৫. টুপি পরেই বল করছেন Geoff Boycott




দ্বিতীয় সেমি ফাইনাল : ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান

♠ তারিখ : ২০ জুন, ১৯৭৯
♠ পাকিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
♠ স্কোরকার্ড : ওয়েস্ট ইন্ডিজ ৬০ ওভারে ৬ উইকেটে ২৯৩ রান করে এবং পাকিস্তান ৫৬.২ ওভারে ২৫০ রানে অল আউট।
♠ ওয়েস্ট ইন্ডিজ ৪৩ রানে জয় লাভ করে।
♠ Zaheer Abbas ১২২ বলে ৮টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৯৩ রান করেন।
♠ Gordon Greenidge ১০৭ বলে ৫টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৭৩ রান করেন।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : Gordon Greenidge (ওয়েস্ট ইন্ডিজ)


০১. ২য় সেমি ফাইনালে Zaheer Abbas সর্বোচ্চ ৯৩ রান করেন


০২. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল করছেন পাকিস্তানের Sarfraz Nawaz


০৩. Andy Roberts এর বলে পাকিস্তানের Majid Khan এর ড্রাইভ




ফাইনাল : ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড

তারিখ : ২৩ জুন, ১৯৭৯
মাঠ : লর্ডস, লন্ডন, ইংল্যান্ড
দর্শক : ৩২,০০০

♠ ইংল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
♠ স্কোরকার্ড : ওয়েস্ট ইন্ডিজ ৬০ ওভারে ৯ উইকেটে ২৮৬ রান এবং ইংল্যান্ড ৫১ ওভারে ১৯৪ রানে অল আউট।
♠ ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানে জয় লাভ করে।
♠ Isaac Vivian Alexander Richards ১৫৭ বলে ১১টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ১৩৮ রান করেন।
♠ IVA Richards এর করা ১৩৮ রানই ছিল ১৯৭৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রান।
♠ ওয়েস্ট ইন্ডিজ দলের Joel Garner ১১ ওভারে ৩৮ রানে ৫ উইকেট তুলে নেন।
♠ প্লেয়ার অব দা ম্যাচ : IVA Richards (ওয়েস্ট ইন্ডিজ)


০১. Clive Lloyd কে কট এন্ড বোল্ড করেন Chris Old


০২. ফাইনাল খেলায় Collis King ৬৬ বলে ৮৬ রান করেন


০৩. ফাইনাল খেলায় Viv Richards এর একটি পুল শট


০৪. চার মারার পথে Viv Richards এর আরেকটি দুর্দান্ত শট


০৫. Joel Garner ১১ ওভারে ৩৮ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট


০৬. ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর দর্শকরা মাঠে নেমে আসে




কিছু তথ্য:

✪ প্রথাগত সাদা পোশাকে এবং লাল বলে খেলাগুলো হয়েছিল।
✪ প্রতিটি ম্যাচ ছিল ৬০ ওভারের।
✪ আফ্রিকান অঞ্চল থেকে কোন দল ১৯৭৯ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করেনি।
✪ ফাইনাল খেলাটির আম্পায়ারের দায়িত্বে ছিলেন Dickie Bird এবং Barrie Meyer।
✪ প্রতিটি ম্যাচ দিনের আলোয় খেলা হয়েছিল।
✪ কানাডা পাকিস্তানের সাথে মাত্র ৪৫ রানে অল আউট হয়। যেটি ছিল সর্বনিম্ন দলীয় স্কোর।
✪ ১৯৯২ সালের পূর্বে বিশ্বকাপে ম্যান অব দা র্টুনামেন্ট পুরস্কারটি চালু হয়নি।
✪ ১৯৭৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড ফাইনাল ছাড়া অন্য কোন খেলায় পরাজিত হয়নি।
✪ এটি ছিল প্রথম দুটি বিশ্বকাপ প্রতিযোগিতায় পাকিস্তানের অধিনায়ক আসিফ ইকবাল জন্য বিদায় বিশ্বকাপ।
✪ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভাল হয়নি। তারা ৯৯ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে। পরে Vivian Richards এবং Collis King এর ব্যাটিং বড় স্কোর করতে সহায়তা করে। যার মধ্যে Collis King এর স্ট্রাইকিং রেট ছিল ১৩০.৩। তিনি ৬৬ বলে ৮৬ রান করেন।
✪ ফাইনাল খেলায় ইংল্যান্ড দলের ওপেনার Mike Brearley এবং Geoff Boycott খুব ধীরগতিতে স্কোর করেন। তারা ৩৮ ওভারে ১২৯ রান করে।
✪ ফাইনাল খেলায় ইংল্যান্ডের Graham Gooch এর আউটটি বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের বিধ্বংসী পতন হিসেবে আলোড়ন সৃষ্টি করে।



০৭. দ্বিতীয় বিশ্বকাপ হাতে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক Clive Lloyd




বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : এক।



তথ্য সূত্র:
০১. www.espncricinfo.com
০২. 1979 Cricket World Cup

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

আবু শাকিল বলেছেন: প্রতিটি ম্যাচ ছিল ৬০ ওভারের। =p~ =p~ =p~

প্রথম ভাললাগা সুমন দা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: তখনো ৫০ ওভারের খেলা শুরু হয়নি। :(

প্রথম মন্তব্য এবং ভালো লাগা জানিয়ে যাবার জন্য ধন্যবাদ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ফাইনালটা এক কথায় ক্লাসিক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪

সুমন কর বলেছেন: ফাইনালে Richards অসাধারণ খেলেছিল।


নতুন গল্প কোথায়?

ধন্যবাদ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনার লেখা থেকে জানতে পারলাম কানাডা অনেক আগে থেকে খেলে কিন্তু তারা সম্পদশালী দেশ হয়েও এই খেলায় এগিয়ে যেতে পারে নাই । সময় নষ্ট হয় দেখে কি তারা এখন আগ্রহী না নাকি অন্যকোন কারণ বুঝলাম না !!!!


অবাক ব্যাপার ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: অামিও পোস্ট তৈরি করতে গিয়ে জানতে পেরে অবাক হয়েছিলাম।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর তথ্যবহুল পোস্ট । ভিভ রিচার্ডস আমার বরাবরের পছন্দ। লেগ স্ট্যাম্পে দাড়িয়ে তার বিশাল ছক্কা মারার দৃশ্য অতুলনীয় । তবে গর্ডন গ্রীনিজ এর উপর কিছুটা বিরক্ত আমি ।

প্রথম দিকে ওয়েস্ট ইন্ডিজ ছিল বলতে গেলে অপ্রতিদন্ডি দল । ক্লাইভ লয়েড দারুণ সফল অধিনায়ক ।

পোস্টে +

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

সুমন কর বলেছেন: Richards এর খেলা অাসলেই অসাধারণ এবং তখনকার সময়ে সফল অধিনায়ক ক্লাইভ লয়েড। লারার খেলাও ভীষণ মিস করি।

ধন্যবাদ।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

ঢাকাবাসী বলেছেন: চমৎকার তথ্যবহুল পোস্ট, ছবি আর কথা মিলিয়ে খুব ভাল লাগল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

বশর সিদ্দিকী বলেছেন: মনে হচ্ছে খেলা গুলো এক নিশ্বাসে দেখে ফেলছি। ভালো লাগছে। অপেক্ষায় আছি পরের পর্বের জন্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: সাথেই থাকুন। ধন্যবাদ।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





নাইস ওয়ান! এবারেরটি আর সমৃদ্ধ!

চমৎকার সিরিজ ওয়ার্ল্ডকাপ নাগাদ চলতে থাকুক....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

চালিয়ে যাবার চেষ্টা থাকবে......

ভালো থাকুন।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

হাসান মাহবুব বলেছেন: নাইস পোস্ট।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকুন।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

কলমের কালি শেষ বলেছেন: খুব সুন্দর ধারাবাহিক পোষ্ট । চলুক....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: চেষ্টা থাকবে......

ভালো থাকুন। ধন্যবাদ।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: তথ্যগুলো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি দুর্বল ছবিগুলোও অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপকে সামনে রেখে আপনার এই সিরিজটা ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করবে। খুব ভালো লাগলো সুমন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

দীপংকর চন্দ বলেছেন: টুপি পরেই বল করছেন Geoff Boycott

দুর্লভ! দুর্লভ!

অনেক অনেক ভালো লাগা আয়োজনে!

শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৮

জাফরুল মবীন বলেছেন: সুন্দর,তথ্যবহুল ও সময়োপযোগী পোস্টটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

টুম্পা মনি বলেছেন: মোবাইল থেকে সিরিজ দুটোই পড়েছি। সত্যি অসাধারণ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

সুমন কর বলেছেন: দেখা কিংবা পড়ার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

আমি তুমি আমরা বলেছেন: ৬০ ওভারে নিউজিল্যান্ড ২২২ করতে পারল না? প্যাথেটিক।

পোস্ট ভাল লাগল :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: হুম ! তখনকার খেলায় এতো মার-কাট ছিল না, ছিল ক্লাসিক।

ধন্যবাদ।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

এ. এস. এম. রাহাত খান বলেছেন: তথ্যবহুল। ধন্যবাদ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

একলা ফড়িং বলেছেন: অনেক অজানা তথ্য জানা গেল! ৬০ ওভার এর খেলা হত তখন! কানাডা ৪৫ রানের অলআউট!! বাংলাদেশের ৫৮, এটা সম্ভবত চতুর্থ লোয়েস্ট রান :| :|


পোস্টে প্লাস আর বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা। জয় বা হার যেটাই হোক, যেন টাইগারের মতোই হয়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

সুমন কর বলেছেন: অনেক দিন পর অামার ব্লগে এলেন !

অনেক ধন্যবাদ।

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুমন ভাই আপনাকে ধন্যবাদ।
:) :) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

এহসান সাবির বলেছেন: সাথে আছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২০| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: পুরনো ইতিহাস ঘাঁটতে বেশ ভালই লাগছে। অনেক নতুন তথ্য জানা গেল। যেমন কানাডা সেই তখন থেকেই বিশ্বকাপে খেলতো।
ছবিগুলো দেখতে খুবই ভাল লাগলো, যেন একেক টুকরো ইতিহাস।
পোস্টে ভাল লাগা, + +

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২১| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৩

অতঃপর হৃদয় বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ ভাইয়া।

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৪

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.