নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

অল্প গল্প: তিন

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬




১। স্বীকৃতি

মঞ্চে সব সম্মানীয় ব্যক্তিগণ উপবিষ্ট। হল ভর্তি মানুষ। একটু পরেই ঘোষণা করা হবে একুশে পদক পুরস্কার, বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক সম্মান। সম্মাননাস্বরূপ প্রত্যেককে নগদ এক লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে। এবারে ভাষা ও সাহিত্যে বিশিষ্ট ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক হিসেবে সুজিত বিশ্বাস মনোনীত হয়েছে। একটু পরেই উনি মঞ্চে উঠবেন পুরস্কার গ্রহণ করার জন্য। কিন্তু এ কি ! উনি একজন অন্ধ মানুষকে সাথে নিয়ে যাচ্ছেন এবং ডায়াসে গিয়ে বললেন, "আজ পর্যন্ত যত কিছু লিখেছেন তার সব কিছুর রচয়িতা হচ্ছে, তার এই জন্মাদ্ধ ও বোবা ছোট ভাইটি। কোন কিছুই আমার না। সমাজের আড়ালে থাকা মানুষটিকে অনেক অনুরোধ করেও সামনে আনা যাচ্ছিল না। কিন্তু এত বড় সম্মান বয়ে নেবার ক্ষমতা আমার নেই। তাই আজ আমি, আমার সব স্বীকৃতির দাবী ত্যাগ করে, যার প্রাপ্য তাঁকেই তুলে দিচ্ছি।"

স্তব্ধ হয়ে থাকা, হলের নীরবতা ভেঙে পড়ে জোরালো করতালিতে।



২। সঙ্গতি

আমরা মানুষ চিনি। মানে, আনুমানিক ৮.৭৪ মিলিয়ন প্রাণি প্রজাতির মধ্যে একটি উন্নত প্রজাতি বলেই মানি। কেননা সবাই এমনটি বলে আসছে। কেন বলে? কারণ মানুষের আছে বিবেক, বুদ্ধি আর চিন্তা করার ক্ষমতা। যা অন্য প্রাণিদের মধ্যে সচরাচর দেখা যায় না। অর্গানিজম দিক থেকে প্রায় সবাই একই। তবে অল্প-বিস্তর পার্থক্য থাকাটাই স্বাভাবিক।

সব শিল্পির সব সৃষ্টি কি আর এক হয় ! তাহলে আর সব মানুষকে এক ভাবি কি করে ! এরপরও সাদা-কালো, সাধু-মন্দ, সুন্দর-কদাকার, উচ্চ-হ্রস্ব, স্থূল-অস্থূল, আঢ্য-নিঃস্ব সহ আরও আছে নানা জাতের মানুষ। বিভ্রান্তি শুরু এখান থেকেই ! আকাশ-সূর্য-চাঁদ-গঙ্গা-যমুনা-পৃথিবী একটা, তবে কেন একটা জাত হয় না ! রক্ত লাল, আনন্দে হাসি আর কষ্টে কাঁদি। প্রকৃতি-পাহাড়-সমুদ্র-ফুল-বন-সৌন্দর্য সবাই ভালোবাসি। মৃত্যুকে কাছে ডাকি। তাহলে চল, এক হয়ে বাঁচি।



৩। গণতন্ত্র

বোমা মারছো, মানুষ পুড়ছো। বাতাসে পোড়া মানুষের চিৎকার আর ওদিকে গণতন্ত্রের করছো বলাৎকার।




অল্প গল্প: এক

অল্প গল্প: দুই

মন্তব্য ৯২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬

কলমের কালি শেষ বলেছেন: অল্প গল্প গুলো গভীর অর্থ বহন করছে । তিনটাই চমৎকার ।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৯

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভ রাত্রি।

২| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১:২৩

প্রামানিক বলেছেন: চমৎকার গল্প। ধন্যবাদ

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা লেখক


ভালো থাকবেন

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ২:৪৮

অক্টোপাস পল বলেছেন: + :)

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ;)

৫| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৮

এম এম করিম বলেছেন: 'এক হয়ে বাঁচি'
ভালো লাগলো
+++

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৪

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
+=++++

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩১

এহসান সাবির বলেছেন: স্তব্ধ হয়ে থাকা, হলের নীরবতা ভেঙে পড়ে জোরালো করতালিতে।


সুন্দর গল্পের জন্য করতালি।

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৮| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৩

আমি তুমি আমরা বলেছেন: প্রথম গল্পটা বেশ ভাল লেগেছে। সকল কৃতি তাদের প্রাপ্য পাক-এটাই কামনা :)

০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৯| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৮

হাসান মাহবুব বলেছেন: প্রথমটা ছাড়া বাকিগুলো ঠিক গল্প মনে হয় নাই। টুকরো ভাবনার প্রকাশ বলা যেতে পারে।

০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০

সুমন কর বলেছেন: ভাবনাগুলো একদিন গল্প হয়ে উঠবে। ;)

ধন্যবাদ হাসান ভাই।

১০| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২০

দীপংকর চন্দ বলেছেন: তাহলে চল, এক হয়ে বাঁচি।

এক হয়েই বাঁঁচতে হয় মানুষকে।

ভালো লাগা জানবেন ভাই।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১১| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:১১

অন্ধবিন্দু বলেছেন:
সুমন কর,

অল্প করে আমাদেরই গল্প শোনালেন। রক্ত লাল, আনন্দে হাসি আর কষ্টে কাঁদি। আনন্দ-হাসি-কান্না জয় করে আমাদের গল্পগুলো চির অম্লান থাকুক। শুভ কামনা রইলো। ( অনেকদিন পর আপনার ব্লগ বাড়িতে আসা, মাঝে মাঝে এভাবেই গল্পের কথা শুনতে চাই)

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬

সুমন কর বলেছেন: হুম, অনেকদিন পরই অাসলেন।

ভালো থাকুন। ধন্যবাদ।

১২| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


আজ পর্যন্ত যত কিছু লিখেছেন তার সব কিছুর রচয়িতা হচ্ছে, তার এই জন্মাদ্ধ ও বোবা ছোট ভাইটি।
মনে হয় একটা টেকনিক্যাল ত্রুটি আছে এ গল্পটাতে। জন্মান্ধ ও বোবা হলে কেউ লিখতে পারবেন বলে মনে হয় না। আমার জানার মধ্যে ভুলও থাকতে পারে। এ ত্রুটি ছাড়া গল্পে চরিত্রের মাহাত্ম্য সুন্দরভাবে ফুটে উঠেছে।

পরের দুটো তো কবিতা মনে হচ্ছে।


শুভেচ্ছা সুমন ভাই।

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৬

সুমন কর বলেছেন: এটি নিয়ে অামি নিজেই অনেক ভেবে চিন্তে লিখেছি। প্রথমে এটি নিয়ে গল্পই লেখার ইচ্ছা ছিল। পরে অল্প গল্প লিখি।

কারণ সে শুনতে পারে। তাই সে শিক্ষা গ্রহণ করতে সক্ষম এবং তাঁর লেখাগুলো সে তার বড় ভাইকে দিয়েই লিখিয়েছে। কিন্তু সে কখনো প্রসার বা জনপ্রিয় হতে চায়নি। লেখাগুলো বড় ভাইয়ের নামেই প্রকাশ হতো। এবং........

অামি এমন চিন্তা থেকেই লিখেছি। পাঠকরা যেভাবে বুঝে নে, সেটা তাঁদের ইচ্ছা। অাশা করি বুঝাতে পেরেছি।

পরের দুটো অাপনি যে ভাবে বলেছেন, কিছুটা ওভাবেই লিখেছি।


অনেক ভালো থাকুন প্রিয় সোনাবীজ ভাই। ধন্যবাদ।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১:২৩

সচেতনহ্যাপী বলেছেন: ১মটার ব্যাপারে যদি "যার প্রাপ্য,তাকেই বুঝিয়ে দেয়া বোঝায়",তাহলে সুন্দর করে লিখেছেন।। এই সচেতনটুক,আর আন্তরিকতাই তো আমাদের নেই।। ধন্যবাদ।।

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৭

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৪

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার সব অনুগল্প তবে ১ম টা আরো ভালো লাগলো।

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৮

সুমন কর বলেছেন: ভালো লেগেছে জেনে, খুশি হলাম। ধন্যবাদ।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল দাদা। প্রথমটাতে +++

০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রতিটিই ভালো লেগেছে। নিয়মিত লেখলে খুব ভালো হবে। আর অনুগল্পের সাথে বড় গল্পও চাই। বেশী চাওয়া হয়ে গেল তাই না? :)

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: একটু তো, বেশী হয়ে গেল। !:#P

সময় করে উঠতে কিংবা লিখতে পারিনা। হাহাহাহাহা....

অাজকাল ব্লগে কম দেখি !!

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: অবাক গণতন্ত্র ।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৫

সুমন কর বলেছেন: অাসলেই সাধারণ জনগণ অবাক হয়ে যায় !!

ধন্যবাদ, কবি।

১৮| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। একটু গুছিয়ে নিয়মিত হবার চেষ্টা করছি। আশা রাখি এখন থেকে নিয়মিত থাকতে পারব।

ভালো থাকুন সবসময়।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮

সুমন কর বলেছেন: অাবার অাসার জন্য ধন্যবাদ, বন্ধু।

এলোমেলোগুলোকে গুছিয়ে আবার নিয়মিত হবার - অাশায় থাকলাম।

ভালো থাকুন।

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৯

সোহেল মাহমুদ বলেছেন:
ভাল লাগল।

০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২০| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৮

তুষার কাব্য বলেছেন: প্রথম টা বেশি ভালো লেগেছে।

শুভেচ্ছা।

০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:১৫

ডট কম ০০৯ বলেছেন: আকাশ-সূর্য-চাঁদ-গঙ্গা-যমুনা-পৃথিবী একটা, তবে কেন একটা জাত হয় না ! রক্ত লাল, আনন্দে হাসি আর কষ্টে কাঁদি।


এই কথাটা বুঝলেই পৃথিবী হত না দেখা স্বর্গ।

০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১

সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ইদানিং ব্লগে কম দেখা যায়। ব্যস্ত বুঝি !


ভালো থাকুন।

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,




আমরা মানুষ চিনি।

আসলেই কি চিনি ? মানুষ বড়ই অদ্ভুত প্রানী । একে চিনে ওঠা বড্ড কষ্টের ।
আর চিনিনে বলেই গানে গানে মান্না দে আক্ষেপ করেছেন এই বলে -
কতনা নদীর জন্ম হয় /
আর একটা কেন গঙ্গা হয়না /
কতনা মানুষ জন্ম লয়/
ওরে একটা কেন জাত হয়না ......

০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সুমন কর বলেছেন: মানুষ চেনা বড্ড কঠিন কাজ !! তাঁরা প্রতি নিয়ত বদলে যায়।

গানটি অামার খুব প্রিয়। অাশা করি, ভাল অাছেন।

আপনার উপস্থিতি ভাল লাগে।

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:০১

আমি সাজিদ বলেছেন: মানুষ নিয়ে মহীনের ঘোড়াগুলির সেই গানটার কথা মনে পড়ে যায়-

শুনলে কথা মানুষ চেনা যায় কি
চেনা সহজ নয়
চিনতে লাগে ভয়
বলি তাই মানুষ চেনা দায়......

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৩

সুমন কর বলেছেন: গানটি শুনিনি। কথাগুলো ভাল লাগল।

আমার ব্লগে আসা এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৯

আমি সাজিদ বলেছেন: আচ্ছা ভাইয়া, আপনাকে গানটার ইউটিউব ভিডিও দিচ্ছি। শুনে দেখেন, মজা পাবেন।মানুষ চেনা দায় - মহীনের ঘোড়াগুলি

শুভকামনা সবসময়।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১২

সুমন কর বলেছেন: অাবার অাসা এবং লিংক দেবার জন্য ধন্যবাদ।


মহীনের ঘোড়াগুলি'র অনেকগুলো গান ডাউনলোড করে নিলাম।

ভালো থাকুন।

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৯

জুন বলেছেন: সব শিল্পির সব সৃষ্টি কি আর এক হয় ! তাহলে আর সব মানুষকে এক ভাবি কি করে !
ঠিক ঠিক ঠিক সুমন কর
+

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫

সুমন কর বলেছেন: সুন্দর লাইনটি কোট করার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।



অ.ট.: জুন অাপু অাপনি খালি '+' দেন, লাইক দেন না। :( (ফান)

অাপনার সিরিজটি দেখেছি। সময় করে পড়তে যাবো।

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭

জুন বলেছেন: ১৬ নং #:-S

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯

সুমন কর বলেছেন: অাপু কি রাগ করলেন ? |-) অামি তো ফান করেছি।


যেভাবে ব্লগার কমে যাচ্ছে, সেটা এখন বড্ড ভাবায় ! তার মধ্যে মন্তব্য নাই, প্রতি উত্তর নাই, লাইক না,,,,, কোন ব্যবস্থা নাই।


কিছু ব্লগার নীরবে কাজ করে যাচ্ছেন। অার কিছু হারিয়ে যাচ্ছে। খুব খারাপ লাগে।

কান্ডারী ভাই, মামুন রশীদ ভাই, অপূর্ব, মাসুম আহমদ ১৪, ৎৎৎ, দূর্জয়, অভি, একজন অারমান, ডি মুন, মাহমুদ ০০৭.....অারো অনেকেই অাস্তে অাস্তে হারিয়ে যাচ্ছে।

অার যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাদের কথা তো বাদই দিলাম।

ভালো থাকুন।

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পোষ্টে ভালো লাগা রইলো। শুভেচ্ছা।

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭

সুমন কর বলেছেন: অনেক দিন পর, অামার ব্লগে অাসলেন। অাশা করি, ভাল অাছেন।

ধন্যবাদ। ভালো থাকুন।

২৮| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৯

রোদেলা বলেছেন: ভাবনার চমৎকার উপস্থাপন।লেখায় আছে ভিন্নতা।

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৪

সুমন কর বলেছেন: অাপনার মন্তব্য পাবো, ভাবিনি।

ধন্যবাদ। ভালো থাকুন।

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৩

রোদেলা বলেছেন: View this link
আমিতো সুযোগ পেলেই মন্তব্য করি,প্রমানসহ দিলাম।

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৮

সুমন কর বলেছেন: যদিও অাপনার দেয়া লিংকটা কাজ করছে না, তবুও অামি জানি অামার ভ্রমণ কিংবা ছবি পোস্টে অাপনি মন্তব্য করেছিলেন।

অার কিসের জন্য প্রমাণ ! অামি আজ অাপনার কবিতা মোটামুটি বলেছি, তাই ! খেয়াল করে দেখবেন, অাপনার ঐ একটি কবিতায় অামি মোটামুটি বলেছি। বাকি সবগুলোই ভাল বলেছি।

হয়তো অামার কাছে মোটামুটি লেগেছে, তাই বলেছি। অাপনি কি চান, মিথ্যে প্রশংসা করি?


অগ্রীম বাংলা শুভ নববর্ষ !!

৩০| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০১

এহসান সাবির বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৯

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

৩১| ১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

শায়মা বলেছেন: ভালো লাগা ভাইয়া!!!!:)

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১২

সুমন কর বলেছেন: ধন্যবাদ, আপু।

৩২| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। আপনি যদি ব্যাখা করে বুঝাতেন তবে ভাল হতো। সংক্ষেপে পুরোপুরি বুঝতে পারছি না।

নাইয়ে দিচ্ছে অর্থ হলো অন্য লোকে গোসল করিয়ে দিচ্ছে

নাইয়ে যাচ্ছে অর্থ অন্য লোকে গোসল করিয়ে যাচ্ছে না নিজে গোসল করেই যাচ্ছে কথাটা পরিস্কার বুঝতে পারছি না। দয়া করে বুঝালে খুশি হবো।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৯

সুমন কর বলেছেন: অাজ সারাদিন ব্যস্ত থাকায় উত্তর দিতে দেরি হলো।

অাপনার পোস্টেই উত্তর দিয়ে এসেছি।

৩৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

শায়মা বলেছেন: ভাইয়া তোমার বৈশাখী পোস্ট কই?

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: আমিতো এবার বৈশাখ-ই করিনি |-)

অাপনার দাওয়াত ও পাইনি, এ দুঃখে অার পোস্ট দেয়া হলো না। ;)

৩৪| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: অল্পগল্পের পেছনে ভাবনাগুলো সুন্দর।

উপভোগ করলাম।

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

৩৫| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩০

নাহিদ রুদ্রনীল বলেছেন: সুন্দর ভাবের বহিঃপ্রকাশ। ভালো লাগলো।

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

৩৬| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮

ডি মুন বলেছেন:

প্রথমটাই ভালো লাগল।


বাকী দুটোর মধ্যে 'অল্পগল্প' পেলাম না বলে মনে হল।

শুভদুপুর সুমন ভাই

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

আমার আগের অল্পগল্পগুলো কিন্তু এমনই ছিল এবং হবে।

অনেক দিন পর তোমার মন্তব্য পেলাম।

অাশা করি, ভালো আছো।

৩৭| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:

প্রথমটাকে গল্প ভাবা সম্ভব।

৩য়টা একটা স্টেইমেন্ট; গল্প কোথায়?

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

সুমন কর বলেছেন: মাঝে মাঝে কোন কিছু না বলেও, অনেক কিছু বলা যায়।

ধন্যবাদ। শুভ রাত্রি।

৩৮| ০৩ রা মে, ২০১৫ দুপুর ২:৫৯

শতদ্রু একটি নদী... বলেছেন: এক নং এ ভালোলাগা।

০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:২১

সুমন কর বলেছেন: আপনার মন্তব্য কি প্রথম পেলাম ! ভালো লাগল।

অামার ব্লগে স্বাগতম।

ভালো লাগায় কৃতজ্ঞতা, জানবেন।

শুভ সন্ধ্যা।

৩৯| ০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

জেন রসি বলেছেন: অসাধারন ভাই।

অল্প কথায় অনেক কথাই বলে ফেলেছেন।

+++

০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভ সন্ধ্যা।

৪০| ০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: বলতে পারবোনা, কিছু পোস্টের কথা মনে থাকে, কার ব্লগে গেছি অনেকসময় খেয়ালই থাকেনা।

০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

সুমন কর বলেছেন: আমার মনে হল, তাই বললাম। অাসলে আপনার মন্তব্য পেয়ে ভাল লেগেছে।

আশা করি, সাথে পাবো।

৪১| ০৫ ই মে, ২০১৫ রাত ১:৪৩

একলা ফড়িং বলেছেন: তাহলে চল, এক হয়ে বাঁচি।



অল্প কথার গল্প অনেক বেশি অর্থবহ! আগের পর্বগুলো এখনো পড়িনি। আপাতত বাকি থাকলো :) :)


কেমন আছেন সুমনদা?

০৫ ই মে, ২০১৫ সকাল ১০:২২

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনাকে ব্লগে দেখলাম এবং মন্তব্য পেলাম।

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

এইতো আছি, মোটামুটি।

আপনি কেমন আছেন? হয়তো ব্যস্ত সময় যাচ্ছে ! ;)

ভালো থাকুন।

৪২| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৬:০০

মশিকুর বলেছেন:
প্রথমটা বেশি ভাল লেগেছে,

আর তৃতীয়টা সম্পর্কে বলবো 'গনতন্ত্র আটকা পরেছে এক মায়াবী ধুম্রজালে।'

ভাল থাকুন :)

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৩

সুমন কর বলেছেন: এ আমি কাকে দেখছি !!! ভূত না'তো।।।

কেমন আছেন?

খুব ভালো লাগল, আপনার মন্তব্য দেখে। ব্লগ থেকে হারিয়ে গেছেন নাকি???

আশা করি, নিয়মিত হবেন।

৪৩| ২৮ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:৪৫

রাসেলহাসান বলেছেন: শেষ থেকে শুরু করলাম। বাকি ২, ১ আরেকদিন এসে পড়ে যাবো।
ভালো লেগেছে খুব। :)

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১২

সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

৪৪| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬

আল ইমরান বলেছেন: ১ নম্বরটা পড়ে চোখের কোনা ভিজে উঠল। এই ঘটনা কি সত্যি?

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৪

সুমন কর বলেছেন: জানি না, আমি কিন্তু গল্প হিসেবে লিখেছি। তবে সত্য কি, হতে পারে না !!!

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

৪৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

মো: আশিকুজ্জামান বলেছেন: কিন্তু এত বড় সম্মান বয়ে নেবার ক্ষমতা আমার নেই। তাই আজ আমি, আমার সব স্বীকৃতির দাবী ত্যাগ করে, যার প্রাপ্য তাঁকেই তুলে দিচ্ছি।"
---------এখন দিনকাল যা পড়েছে অন্যের কৃতত্ব ছিনিয়ে নিতে দারুণ মজা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

৪৬| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৭

খায়রুল আহসান বলেছেন: তাহলে চল, এক হয়ে বাঁচি - মানবিক প্রস্তাবনা, চমৎকার!
অল্প গল্পগুলো ভাল লেগেছে।

২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.