নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ: In a Better World (2010)

০১ লা মে, ২০১৫ রাত ৩:১৪





“If you hit them hard enough the first time they won't dare to hit you again.”



যদি তুমি প্রথমেই তাদেরকে যথেষ্ট আঘাত দাও তাহলে, তারা আর তোমাকে আঘাত দেবার সাহস পাবে না। কথাটি কিছুটা হলেও সত্য। কারণ আমরা বাস্তব জীবনে অনেকে অন্যায়ের প্রতিবাদ না করে, শুধু নীরবে সহ্য করে যাই। দেখেও না দেখার ভান করি। ভাবি, শুধুশুধু ঝামেলায় জড়িয়ে লাভ নেই। কিন্তু কখনো ভাবিনা, এর প্রতিবাদ করার দরকার ছিল। তবে সব সময় তা করা সম্ভব নয়। তাছাড়া যে দেশে আইনের নিজস্ব ক্ষমতা নেই, সেখানে তা করাটাই বোকামী হবে। /:)



ক্রিশ্চিয়ান ১২ বছরের কিশোর ছেলে। যার মা কিছুদিন আগে ক্যান্সারে মারা যায় এবং মনে করে এ মৃত্যুর জন্য তার বাবাই দায়ী। এরপর সে কিছুটা একাকী, শান্ত অথচ জেদী, আত্নমগ্ন এবং দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠে। তার বাবা তাকে লন্ডন থেকে ডেনমার্কে নানীর কাছে, থাকার জন্য নিয়ে আসে। সেখানে তার পরিচয় হয় ইলিয়াস নামের এক কিশোরের সাথে। যাকে স্কুলের সবাই ইঁদুর বলে ভৎর্সনা করতো এবং তার সাইকেলের পাম্প খুলে দিতো। কিন্তু ইলিয়াস কখনো এর প্রতিবাদ করতো না। তার হয়ে ক্রিশ্চিয়ান প্রতিবাদ করে এবং তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। কিভাবে?



ইলিয়াসের বাবা আফ্রিকান শরণার্থী শিবিরের একজন ডাক্তার। সেখানকার দৃশ্যগুলো দেখার মতো। যা মুভিটির অন্যতম প্লাস পয়েন্ট। যিনি কর্মজীবন এবং পরিবারিক জীবনের মধ্যে তাল মেলাবার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। ইলিয়াসের বাবা-মা ডির্ভোস নেবার প্রস্তুতি নেয়। এরমাঝে একদিন, এক ব্যক্তি ইলিয়াসের বাবাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তখন ক্রিশ্চিয়ান, ইলিয়াস এবং ইলিয়াসের ছোট ভাই উপস্থিত ছিল। যা ক্রিশ্চিয়ানের মোটেও পছন্দ হয়নি। কি হয়েছিল?



ইলিয়াস তার বাবাকে প্রতিশোধ নিতে বলে। যদিও এটি ছিল ক্রিশ্চিয়ানের কথা। কিন্তু উনি তা না করে, যা বলেন এবং করেন, তা আমাদের চিন্তায় ফেলে দেয়।





Mikael Persbrandt as Elias’s Father





পরবর্তীতে ক্রিশ্চিয়ান এ ঘটনার প্রতিশোধ নেবার জন্য ইলিয়াসকে রাজি করায় এবং একটি মারাত্মক ভুল হয়ে যায়। কি হয়েছিল? যার জন্য ইলিয়াসের জীবন মৃত্যর মুখোমুখি হয়। ঘটনাটি ক্রিশ্চিয়ানকে ভীষণভাবে নাড়া দেয়। সবাই এ দুর্ঘটনার জন্য ক্রিশ্চিয়ানকে দায়ী করে এবং তাকে ভুল বোঝে। সে ভেঙে পড়ে।



তাই ক্রিশ্চিয়ান আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সে কি তা করবে? ইলিয়াস কি মারা যাবে? কি হয়েছিল? ইলিয়াসের বাবা-মার কি ডির্ভোস হবে?



না, কাহিনী বলা যাবে না। ;)



এসব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাদের পুরো মুভিটি দেখতে হবে। যারা ড্রামা মুভি দেখতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে মুভিটি দেখতে পারেন। খারাপ লাগবে না।



মুভিতে ইলিয়াসের বাবা-মার ডির্ভোস নেবার বিষয়টি পরিষ্কার ভাবে বলা হয়নি। যা মুভিটির একমাত্র দূর্বল দিক।



ক্রিশ্চিয়ানের প্রত্যয়ী, ইলিয়াসের বোকা-বোকা এবং ইলিয়াসের বাবার মানবিক ও বলিষ্ঠ অভিনয় দেখার মতো। তাঁদের অভিনয় আপনাকে পুরো মুভিটি দেখতে বাধ্য করবে।





William Jøhnk Nielsen and Markus Rygaard







আমরা কি শুধু, একে অন্যের সাথে যুদ্ধ করে যাবো ! হানাহানি আর মারামারি। এভাবে কি পৃথিবীতে বেঁচে থাকা যায়? কার লাভ? এভাবে কি শান্তি আসবে? একটি সুন্দর পৃথিবী তৈরি করা যাবে?



আসুন, আমরা সবাই এক হয়ে হাতে হাত মিলিয়ে সুন্দর একটি পৃথিবী তৈরি করার চেষ্টা করি। স্বর্গের মতো !



মুভিটির সিনেম্যাটগ্রাফি এক কথায় অসাধারণ। কাহিনী এবং পরিচালনা চমৎকার। পুরো ছবির কোন দৃশ্যকে আমি বিশেষভাবে উল্লেখ করতে পারছি না। আমার কাছে প্রতিটি দৃশ্যই অসাধারণ লেগেছে।



Name: In a Better World (2010)

Original Title: Hævnen

Director: Susanne Bier

Writer: Anders Thomas Jensen (Screenplay), Susanne Bier, Anders Thomas Jensen and Per Nielsen (Supervising writer)

Release Date: 26 August 2010 (Denmark)

Language: Danish, Swedish, English, Arabic

Run Time: 119 min.

Genre: Drama

IMDb Rating: 7.7

Won Oscar: Best Foreign Language Film of the Year 2011.



Stars:



William Jøhnk Nielsen as Christian

Markus Rygaard as Elias

Mikael Persbrandt as Elias’s Father

Trine Dyrholm as Elias’s Mother





William Jøhnk Nielsen and Markus Rygaard







মুভিটি করার সময়, বাস্তব জীবনে ক্রিশ্চিয়ানের বয়স ১২ বছরই ছিল।



মুভিটি ২০১১ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রে অস্কার সহ গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেয়। ডেনিশ ফিল্ম কোম্পানী Zentropa অনুসারে, মাত্র তিন সপ্তাহের মধ্যে মুভিটি মুনাফা তুলে নেয়।



তাহলে আর দেরী কেন, সময় করে দেখে ফেলুন !



কপিরাইটের কারণে মুভিটির ডাউনলোড লিংক পোস্টে সংযুক্ত করা গেল না। সবাই নিজ দায়িত্বে কাজটি করে নিন। ;)



শুরু করেছিলাম মুভির একটি সংলাপ দিয়ে। শেষও করছি মুভির একটি চমৎকার সংলাপ দিয়ে,



Sometimes it feels like there is a veil between you and death, but that veil disappears when you lose someone you loved or someone who was close to you, and you see death clearly, for a second, but later the veil returns, and you carry on living. Then things will be alright again.





♦♦♦

মন্তব্য ৬০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৫ দুপুর ১:০০

কালের সময় বলেছেন: সুন্দর।

০১ লা মে, ২০১৫ দুপুর ১:২৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা মে, ২০১৫ দুপুর ১:৪৪

রিকি বলেছেন: ইলিয়াসের বাবার অন্য একটি সিনেমা দেখেছি The Hypnotist ...:P এই সিনেমাটা দেখা নাই, দেখতে হবে...গল্পটা touching মনে হল পড়ে :) :) :) রিভিউ অনেকককক ভালো লেগেছে...প্লাস হিসেবে একটা লাইক দিয়ে গেলাম :) :)

০১ লা মে, ২০১৫ দুপুর ২:০৪

সুমন কর বলেছেন: পুরো মুভিটা অসাধারণ। কাহিনী তেমন বলিনি। অনেক দৃশ্যই অসাধারণ।

দেখে ফেলুন, ঠকতে হবে না। !:#P

অাসলেই খুব touching গল্প।

অনেক ধন্যবাদ।

৩| ০১ লা মে, ২০১৫ বিকাল ৪:৫৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ++++

০১ লা মে, ২০১৫ বিকাল ৫:৩০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪| ০১ লা মে, ২০১৫ বিকাল ৫:৪০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সুমন ভাই ডাউনলোড লিংক দিলে ভালো হইত। যাহোক চমৎকার তুলে ধরেছেন।

পোস্টে +++++

০১ লা মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

সুমন কর বলেছেন: কপিরাইটের কারণে মুভিটির ডাউনলোড লিংক পোস্টে সংযুক্ত করা গেল না। সবাই নিজ দায়িত্বে কাজটি করে নিন। ;)

হুম !! ভালো লেগেছে বলে খুশি হলাম।

সুযোগ পেলে আমার কাছ থেকে নিয়ে নিয়েন। ;)

ধন্যবাদ।

৫| ০১ লা মে, ২০১৫ রাত ৯:১২

শায়মা বলেছেন: বুঝাই যাচ্ছে অনেক অনেক ভালো একটা সিনেমা। আমি খুব কম সিনেমা দেখি।:(

০১ লা মে, ২০১৫ রাত ৯:১৫

সুমন কর বলেছেন: অামরা জানি অাপনি, অনেক অনেক ভাল রান্না করেন কিন্তু দাওয়াত দেন না। :(

সময় পেলে দেখতে পারেন, সুন্দর একটি মুভি।

ভালো থাকুন।

৬| ০১ লা মে, ২০১৫ রাত ৯:২০

দীপংকর চন্দ বলেছেন: আমরা কি শুধু, একে অন্যের সাথে যুদ্ধ করে যাবো ! হানাহানি আর মারামারি। এভাবে কি পৃথিবীতে বেঁচে থাকা যায়? কার লাভ? এভাবে কি শান্তি আসবে? একটি সুন্দর পৃথিবী তৈরি করা যাবে?

অনেক ভালো লাগলো উপস্থাপন।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন অনেক। সবসময়।

০১ লা মে, ২০১৫ রাত ৯:২২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

আরো সুন্দর সুন্দর লেখা আমাদেরকে উপহার দিয়ে যান।

ভালো থাকুন।

৭| ০২ রা মে, ২০১৫ রাত ১:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার রিভিউয়ে +++ উইথ ভালোলাগা। এই সপ্তাহে একটু ব্যস্ত আছি, আগামী সপ্তাহে দেখে ফেলবো ছবিটি।

ভালো থাকা হোক বন্ধু,অনেক অনেক ভালো।

০২ রা মে, ২০১৫ রাত ১০:৫০

সুমন কর বলেছেন: সময় করে দেখে নিও, বন্ধু। ভালো লাগবে।

ভালো থাকা হোক সব সময়।

৮| ০২ রা মে, ২০১৫ রাত ২:২০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
মুভিটির সিনেম্যাটগ্রাফি এক কথায় অসাধারণ। কাহিনী এবং পরিচালনা চমৎকার ৷
ক্যামেরার কাজ নিয়ে হয়ত নানান দিক উঠে আসতেই পারে ৷ তবে কাহিনী অনেকাংশে পক্ষপাতদুষ্ট ৷ ডিরেক্টর Susanne Bier এর After the Wedding (2006) ও Love Is All You Need (2012) অনেকটা স্বনির্ভর ও হৃদয়স্পর্শী ৷ তার কাজের আরেকটি উল্লেখ্যযোগ্য দিক নানান ভাষা ও দেশের অভিনেতাদের একত্রে সন্নিবেশন যা বিশ্বায়নে প্রভাবশালী ৷

তবে আপনার উপস্থাপনা ব্যতিক্রমী নিঃসন্দেহে ৷আকর্ষনীয় ৷

০২ রা মে, ২০১৫ রাত ১১:০৪

সুমন কর বলেছেন: অামার কাছে ক্যামেরার কাজ ভালো লেগেছে। এ পরিচালকের অন্য ছবি দেখিনি, তাই বলতে পারলাম না। কিন্তু মনে হলো, উনি ভালো কাজ করেন।

উনার অধিকাংশ ছবিতে Danish এবং Swedish অভিনেতা-অভিনেত্রীর সংমিশ্রণ হয়। যা উনার একটি অভ্যাস।

আমার কাছে কাহিনী পক্ষপাতদুষ্ট মনে হয়নি। যদি আপনার মনে থাকে, বিগ ম্যান-কে ইলিয়াসের বাবা সাধারণ রোগী হিসেবে গ্রহণ করে এবং উনার শর্ত মেনেই কাজ করে।

যা হোক, আপনার রিভিউ ভালো লেগেছে জেনে খুশি ও নিশ্চিত হলাম।

ভালো থাকুন।

৯| ০২ রা মে, ২০১৫ রাত ৩:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: আমরা কি শুধু, একে অন্যের সাথে যুদ্ধ করে যাবো ! হানাহানি আর মারামারি। এভাবে কি পৃথিবীতে বেঁচে থাকা যায়? কার লাভ? এভাবে কি শান্তি আসবে? একটি সুন্দর পৃথিবী তৈরি করা যাবে?

আসুন, আমরা সবাই এক হয়ে হাতে হাত মিলিয়ে সুন্দর একটি পৃথিবী তৈরি করার চেষ্টা করি। স্বর্গের মতো ! এরপরও হয়তো আমাদের ঘুম ভাঙ্গবে না।। এত মৃত্যু আর রক্ত যেখানে......।।
ছবিটি সময় পেলে ইউটিউবে দেখবো।। যদি পাওয়া যায়।।

০২ রা মে, ২০১৫ রাত ১১:০৬

সুমন কর বলেছেন: সংগ্রহ করে, সময় করে দেখে ফেলুন।

না হলে, অামাদের যদি কখনো দেখা হয়, নিয়ে আসবো। ;)

ভালো থাকুন।

১০| ০২ রা মে, ২০১৫ দুপুর ১২:২৭

এম এম করিম বলেছেন: দেখা হয়নি।
চমৎকার রিভিউ।

+++

০২ রা মে, ২০১৫ রাত ১১:০৭

সুমন কর বলেছেন: যারা মুভি নিয়ে ভাল কিংবা নিয়মিত লেখেন, তাঁদের কাছ থেকে মন্তব্য পেলে ভালো লাগে।

দেখতে পারেন, ভালো লাগবে।

ভালো থাকুন।

১১| ০২ রা মে, ২০১৫ দুপুর ১:০৭

হাসান মাহবুব বলেছেন: দেখার আগ্রহ জাগলো।

০২ রা মে, ২০১৫ রাত ১১:০৯

সুমন কর বলেছেন: দেখে ফেলুন, হাসান ভাই। ভালো লাগবে। পুরো ড্রামা মুভি।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

১২| ০২ রা মে, ২০১৫ রাত ১০:৩১

অক্টোপাস পল বলেছেন: বেশ অগে দেখেছিলাম মুভিটা। মাঝে মাঝে এর খন্ডদৃশ্য মনে ভাবনার উদয় ঘটায়। চমৎকার রিভিউয়ের জন্য ধন্যবাদ। আবার দেখতে চাই।

০২ রা মে, ২০১৫ রাত ১১:১৪

সুমন কর বলেছেন: মাঝে মাঝে এর খন্ডদৃশ্য মনে ভাবনার উদয় ঘটায় - ঠিক বলেছেন।

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

১৩| ০২ রা মে, ২০১৫ রাত ১১:৩০

অপু তানভীর বলেছেন: রিভিউ পড়ে মুভি দেখার আগ্রহ জাগলো !

কিন্তু ডাউনলোড লিংক কুথায় ?
কুথায় ?
কুথায় ?

০২ রা মে, ২০১৫ রাত ১১:৩৬

সুমন কর বলেছেন: কপিরাইটের বাঁধা ! বাঁধা !! :(( যায় না ছেঁড়া !

আমার সাথে দেখা হলে, পেনড্রাইভ সাথে রাখবেন দিয়ে দেবো।

অাপনার মন্তব্য পেলাম, ভালো লাগল।

ইদানিং ব্লগে কম দেখি, গল্পও দেন না !! ব্যাপার কি !!

পড়া ! প্রেম ! জব ! নাকি ঘুম !! B-)

১৪| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুভি রিভিউ চমৎকার লাগল সুমন দা।

০৩ রা মে, ২০১৫ রাত ১২:২৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৩:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: পাইরেট বে তে কেউ কখনো জাইয়েননা। শুনছি ওইখানে অবৈধ টরেন্ট লিঙ্ক থাকে। ;)

০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

সুমন কর বলেছেন: মুভিটি আমার সংগ্রহে রাখা আছে। দেখা হলে মনে করে দিয়েন, নিয়ে আসবো। ;)

সময় নিয়ে দেখলে ভাল লাগবে।

ভালো থাকুন।

১৬| ০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

জেন রসি বলেছেন: মুভিটি দেখা হয়নি।

আপনার রিভিউ পড়ে দেখার আগ্রহ পেলাম।

রিভিউ ভালো হয়েছে :)

০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

সুমন কর বলেছেন: সময় নিয়ে দেখলে ভাল লাগবে।

ভালো থাকুন। ধন্যবাদ।

১৭| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: দেখিনি ।রিভিউ পড়ে দেখার ইচ্ছা হচ্ছে ।সম্প্রতি এগোরা মুভিটি দেখলাম বেশ ভাল লেগেছে ।

০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:২৭

সুমন কর বলেছেন: তাই তো বলি, সেলিম ভাই কোথায় গেল? ;) অাশা করি, ভালো অাছেন।

দেখে ফেলুন, ভাল লাগবে।

ঐ মুভিটিও দেখেছি। ভালো লেগেছিল। Alexandria এর কাহিনী নিয়ে। রেচেল ভাল অভিনয় করেছিলেন।

১৮| ০৫ ই মে, ২০১৫ রাত ৮:৫০

ঢাকাবাসী বলেছেন: মুভি রিভিউ চমৎকার। ছবিটা দেখিনি তবে পরে সময় করে দেখব।

০৬ ই মে, ২০১৫ সকাল ১১:৪২

সুমন কর বলেছেন: হুম, সময় হলে দেখে নিয়েন।

ভালো থাকুন। ধন্যবাদ।

১৯| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:১৪

একজন আরমান বলেছেন:
কাহিনীর থেকে আপনার উপস্থাপনাটা দারুন লেগেছে সুমন দা :)

০৬ ই মে, ২০১৫ সকাল ১১:৪৪

সুমন কর বলেছেন: আরে, এ আমি কাকে দেখছি !!

অনেক দিন পর ব্লগে, তোমার মন্তব্য পেয়ে ভাল লাগল।

অাশা করি, সবাই ভালো আছে।

ভালো থেকো।

২০| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: দেখে ফেলেছি। খুব ভাল লেগেছে। ডায়ালগ অসাধারণ।

০৭ ই মে, ২০১৫ রাত ৯:০৫

সুমন কর বলেছেন: তা রিভিউ পড়ার আগে, না পরে ! ;)

ভালো লাগারই কথা ছিল। যাক, তাহলে আপনার সময় নষ্ট হয়নি।

ভালো থাকুন। ধন্যবাদ।

২১| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:১২

কলমের কালি শেষ বলেছেন: মুভিটা দীর্ঘদিন পিসিতে অক্ষত অবস্তায় পড়ে আছে । আপনার রিভিও লোভ বাড়িয়ে দিয়েছে । ;)

০৮ ই মে, ২০১৫ রাত ১১:২০

সুমন কর বলেছেন: সামুতে বর্তমানে যে কয়জন ব্লগার নিয়মিত আছে, তার মধ্যে আপনি একজন। কিছুদিন না দেখে, তাই ঐ প্রশ্নটা এসেছিল।

যাক ফিরে এসেছেন। !:#P

পিসিতে সংগ্রহীত আছে, তাহলে আর দেরী কেন ! দেখে ফেলুন, ভাল লাগবে।

শুভ রাত্রী।

২২| ১০ ই মে, ২০১৫ দুপুর ১:৪৩

ইকবাল হোসাইন সুমন বলেছেন: এখনই নামাচ্ছি.। অনেক ধন্যবাদ আপনাকে দাদা.।

১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৩১

সুমন কর বলেছেন: সময় নিয়ে দেখে ফেলুন, খারাপ লাগবে না।

ভালো থাকুন। ধন্যবাদ।

২৩| ১২ ই মে, ২০১৫ রাত ১১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার রিভিউ। পোস্টে উল্লিখিত দুটো সংলাপই ভাল লেগেছে :)

১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৪

সুমন কর বলেছেন: অনেক দিন পর তোমার মন্তব্য পেলাম। তোমার অনুবাদটি কালই দেখেছি কিন্তু পড়িনি, অাজ সময় করে পড়ে নেবো।

মুভির আরো কিছু সুন্দর সংলাপ আছে। তাছাড়া মুভিটি দেখতে ভাল লাগবে।

অাশা করি, ভালো অাছো।

২৪| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৮

বিদগ্ধ বলেছেন: সিনেমা বেশি দেখা হয় না। রিভিউ দেখে ইচ্ছে জাগতেছে....
আরেকটু কাহিনি দিলে মন্দ হতো না!

১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: হাতে সময় নিয়ে দেখলে খারাপ লাগবে না। অভিনয় এবং কাহিনী আপনাকে ধরে রাখবে।

শুভ দুপুর।

২৫| ১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৬| ২৩ শে মে, ২০১৫ সকাল ৭:৫২

পেন আর্নার বলেছেন: শেষ কথাগুলো আসলেই চমৎকার। খুব সত্যি কথাও।

ধন্যবাদ রিভিউটার জন্য। দেখবো ছবিটা।

২৩ শে মে, ২০১৫ সকাল ৯:৪৯

সুমন কর বলেছেন: সময় করে দেখতে পারেন, ভালো লাগবে।

ধন্যবাদ।

২৭| ১০ ই জুন, ২০১৫ রাত ৯:৪৫

এহসান সাবির বলেছেন: চমৎকার রিভিউ দাদা।
দেখা মুভি....

এক গুচ্ছ ভালো লাগা।

১০ ই জুন, ২০১৫ রাত ১১:৫০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

শুভ রাত্রি।

২৮| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

মো: আশিকুজ্জামান বলেছেন: নি:সন্দেহে ছবিটার কাহিনী চমৎকার। দেখার আগ্রহ জন্মাল। এখন দেখার সময় বের করতে হবে।

১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২০

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম।

সময় করে দেখে নিতে পারেন।

ধন্যবাদ।

২৯| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৫

গোর্কি বলেছেন:
চমৎকার পর্যালোচনা। দেখার আগ্রহ জাগলো। শেয়ারের জন্য ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৪

সুমন কর বলেছেন: রিভিউ ভালো লাগল জেনে, খুশি হলাম। দেখতে পারেন, খারাপ লাগবে না।

ধন্যবাদ।

৩০| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: বেশ সুন্দর রিভিউ হয়েছে। দেখার ইচ্ছে রইলো।

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:১০

সুমন কর বলেছেন: সময় করে দেখতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.