নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

অল্প গল্প: চার

০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪১



।১।

হুমকি দাতা একটা আহাম্মক। অপরিপক্ক। ক্ষ্যাত। বেকুব। যদিও হুমকি দেবার সময় দেশ থেকে পলাতক, অন্যতম এবং প্রধান সন্ত্রাসীর নাম ব্যবহার করেছিল। তবুও হুমকি গৃহীতার সাথে সে বেকুবের কিছুদিন আগে এ প্রসঙ্গে, অপ্রত্যক্ষভাবে একটা যোগাযোগ হয়েছিল। আরে বাবা, এটাতো ডিজিটাল যুগ। অনলাইনের যুগ। ফেসবুকের যুগ। তাছাড়া, হুমকি দাতা এবং গৃহীতা একই ডিজিটাল বৃত্তের উপর ভিন্ন ভিন্ন চাপে বসবাস, যে বৃত্তের পরিধি ও তেমন বড় নয়। তাই হুমকি গৃহীতা আগেই বুঝেছিল, কাজটি ঐ আহাম্মকের এবং হুমকি পাবার সময়ই কাঁদো কাঁদো সুরে বলে উঠে, “ভাই, আমিতো দিনে এনে দিনে খাই। মাস শেষে ধার করি। শুধু কি পদবী দেখলে হবে? আমি ক্যামনে আপনেরে চার লক্ষ টাকা দিমু?“

এসব আহাম্মকের জন্য করুণা হয়। নির্বিণ্ণ লাগে। ধুর, শুধুশুধু দুইটি দিন নষ্ট হলো।


।২।

হুমকি নোটিসটি রাখা ছিল, বাংলাদেশের অন্যতম প্রধান কর্মব্যস্তময় বৃহত্তর শপিং কমপ্লেক্সের অভিযোগ বক্সে। তাতে সাদা অফসেট কাগজে কালো কালিতে টাইপ করা ছিল, “আগামী নয়দিনের মধ্যে এ ভবনটি বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। বিস্তারিত জানতে অবিলম্বে নিচের নাম্বারে যোগাযোগ করুন। ০১৭১.......।“ এর বেশী কিছু লেখা ছিল না।

এর প্রায় ৪০ কিংবা ৪৩ দিন পর, হুমকি দাতা ঐ নাম্বারে একটি কল পায়। ওপাশ থেকে বোমার কথা জিজ্ঞেস করার সাথে সাথে সে বলে উঠে, “আরে ভাই, নয়দিন তো সেই কবে পার হয়ে গেছে ! তারমানে আপনারা অভিযোগ বক্সটি গুরুত্বসহকারে নেন না। তাহলে আর রেখে লাভ কি ! “

লাইনটি কেঁটে যায়। এরপর আর কোনদিন ঐ নাম্বারে সংযোগ পাওয়া যায়নি।


।৩।

হুমকি পাইনি সেটা বলছি না। যখন বাংলাদেশে প্রথম মধ্যবিত্তের নাগালে মোবাইল ফোন আসল, তখন মধ্যরাতে ভুল করে কোন নেশাখোর ফোন দিয়ে উল্টোপাল্টো কথায় হুমকি বা নোংরা কথা বলেছে। পাত্তা দেইনি এবং ভয় পাবার প্রশ্নই আসেনি। বরং হেসেছি। কবি কিংবা দুঃসাহসী প্রেমিক, কোনটাই ছিলাম না। তাই প্রণয়ালয় থেকে সুশ্রাব্য কোন হুমকি ও ভাগ্যে জোটেনি। যা বলছিলাম, সব ছিল তরঙ্গ ভিত্তিক হুমকির কথা।

মুখোমুখি রাশভারী, হুমকির কথা কখনো চিন্তা করা হয়নি। কোন কারণ ছিল না। বেশতো পার করে দিলাম, নিষ্কলুষ ২৬টি বছর। তবুও পেলাম, সেই প্রধ্বংস হুমকি। নিজের আত্মারামের জন্য নয়। সেটা ছিল তোমাকে ছাড়ার, হুমকি !

আর হুমকি দাতা ছিলেন, আমার বাবা।



আগের অল্প গল্পসমূহ:

অল্প গল্প: এক
অল্প গল্প: দুই
অল্প গল্প: তিন


মন্তব্য ১৪৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

এহসান সাবির বলেছেন: আমি ১ম.....!!!

পোস্ট পড়ব পরে।

আগের পোস্ট পড়ে আসি, তার পর এটা.....!!

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:০৬

সুমন কর বলেছেন: ওকে, ওকে !!

ঈদ ফান পোস্টটা পড়ে দেখো, সেখানে তোমাকে ছোট একটা জায়গা দেয়া হয়েছে। পরে বড় দেখে দিমু নে......... ;)

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: হুম, ভিন্ন ধরনের পোষ্ট। ধন্যবাদ ভাই সুমন কর।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: আগেরগুলো পড়েছেন কিনা জানি না? অল্প গল্প এভাবেই লেখার চেষ্টা করছি।

ধন্যবাদ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭

এহসান সাবির বলেছেন: বরাবরের মত দারুন।

২ নং টা মজার ছিল।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:৪৯

সুমন কর বলেছেন: সাথে থাকা এবং পড়ার জন্য ধন্যবাদ।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:১১

কথক পাখি বলেছেন: দারুন হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:৩১

আরণ্যক রাখাল বলেছেন: বাপকে কন ছাড়তে পারবো না| এই হুমকিও অনায়াসে উড়িয়ে দেয়া যায়

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

সুমন কর বলেছেন: আরে, এটা তো গল্প !! চাইলেও অনেক কিছু উড়িয়ে দেয়া যায় না।

ধন্যবাদ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

গোর্কি বলেছেন: কত তুচ্ছ বিষয় আমাদের অনিচ্ছার অধীন। মোটা দাগে গাঁয়ে মানে না আপনি-মোড়ল। সুন্দর লাগল। শুভকামনা।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা।

ধন্যবাদ।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০৪

এম এম করিম বলেছেন: দ্বিতীয়টা বেশি ভালো লাগলো।

শুভকামনা।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৮| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি বন্ধু ঠিকমত একটা হুমকিও দিতে জানো না X(( X(( তারপরও দ্বিতীয়টা পছন্দ হয়েছে। গত রমজানে একরাতে সেহেরী খেয়ে বসে আছি ফজরের আজানের অপেক্ষায়, নামাজ পড়ে ঘুমাতে যাব। মোবাইলে আননোন নাম্বার থেকে কল এল, ফোন ধরে হ্যালো বলার আগেই সে কিছু বানী'র সাথে বয়ান করা শুরু করে দিল, অদ্ভুত ভারী ভয়ংকর কণ্ঠে। আমি জিজ্ঞাসা করলাম, 'আমি কি আপনাকে চিনি?'। সে আমাকে ঝাড়ি দিয়ে বলে, 'আমি তোকে কি বলছি তুই কি বুঝতে পারছিস না? তোর মনে ভয় নাই?' আমি উত্তরে বললাম, 'আচ্ছা এটা কি বাংলালিংকের নতুন কোন সার্ভিস?' =p~ =p~ লাইন সাথে সাথে কেটে দিল, খুব মজা পাইছি।

অল্প গল্পে ভালো লাগা রইল। ভালো থাকো বন্ধু, শুভকামনা রইল।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: আরে আমি না তো !! আমাকে দেয় !! (ফান) /:) যত সব বোকার দল। হাহাহা...

ঐ হুজুর আমারেও ফোন দিয়েছিল, ২০০৪/২০০৫ সালে। আমি ও কিছু সুরা শুনাইয়া দিলাম... :D

বন্ধু, আসলে ঐ সময় এসব হুজুর বা পীরদের ফোন আসতো। আর সবচেয়ে খারাপ লাগত, রাত ১২টার পর মেয়েদের ফোন বা মিস কল দেয়া। আমার বড় বোন আছে। তার ফোনে খালি মিসকল আর আমারটায় একটাও না !!! X(( মেজাজ গরম হতো। দিতাম জারি।

ভালো লেগেছে জেনে, ভালো লাগল।

৯| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৮

প্রামানিক বলেছেন: আগেরগুলো পড়েছেন কিনা জানি না? অল্প গল্প এভাবেই লেখার চেষ্টা করছি।

সুমন করের এমন কোন পোষ্ট নাই যেটাতে আমি একবার ঢু মারি নাই। ধন্যবাদ

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৫

সুমন কর বলেছেন: জানি প্রামানিক ভাই, আপনারা আছেন তাই কিছু লিখার সাহস পাই। যদিও আমি পড়তেই পছন্দ করি। !:#P

আবার আসার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি।

ভালো থাকুন।

১০| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৮

জেন রসি বলেছেন: হুমকি খাওয়াকে ডালভাতের মত মনে কইরা নিলে আর কোন সমস্যা নাই! বরং একটা তৃপ্তির স্বাদ পাওয়া যায়!!!!

অল্প গল্প ভালো লেগেছে। :)

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৯

সুমন কর বলেছেন: কখনো হুমকি খেয়েছেন? আমি কিন্তু খেয়েছি !!! ;)

তবে এগুলো গল্প। সত্য হতেও পারে, আবার নাও হতে পারে !

অল্প গল্প ভালো লেগেছে, জেনে খুশি হলাম। শুভ রাত্রি।

১১| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

জেন রসি বলেছেন: হুমকি দিলে আমি ডালভাত মনে করে খেয়ে ফেলি!! ;)

শুভরাত্রি।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: গুড, ভেরী গুড।।

ভালো থাকুন।

১২| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: মারাত্নক সব হুমকি দেখছি।। ভয়ে কাপতে যেয়ে ২নং টায় নিজের অজান্তেই হেসে ফেলেছি।। আর আব্বাতো একটা লাকড়ি দরজার পিছনেই রাখতো,যেন আমি দৌড়ে পালাতে না পারি।। (এখন ভেবে দেখুন আপনি কি করবেন)।।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬

সুমন কর বলেছেন: হুম, বুঝা গেল আপনার করুণ অবস্থা !! B-)

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:২২

রিকি বলেছেন: দাদা আপনার ল্যাপটপ/ডেস্কটপ/ট্যাব/ফোন তুলে নিয়ে আসব (এইটাও একটা ডিজিটাল হুমকি)...মুক্তিপণ বাজার দর যাচাই করে পরে ডাক বিভাগ মারফত আপনাকে টেলিগ্রাম পাঠিয়ে জানাব নি (আমার খুব দুঃখ হয় এই বিভাগটার জন্য)....!! ;) ;) পোস্টে ভালো লাগা রইল :D

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: আমি কিন্তু আইন মন্ত্রী'রে কইয়্যা দিমু, রিকি আমারে ডিজিটাল হুমকি দিছে.... ;)

আর হ্যাঁ, ডাকবিভাগ নিয়ে সবার অাফসোস আছে। চিঠি পাবার কিংবা দেবার অনুভূতি।

পড়ার জন্য ধন্যবাদ।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: দ্বিতীয়টাই বেশি ভালো। ভালোলাগা রইলো।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৩

সুমন কর বলেছেন: একটি বিষয়কে কেন্দ্র করে ৩টি ভিন্ন অনুভূতি প্রকাশ করার চেষ্টা।

আর এধরনের সমস্যায় আমরা প্রায় সবাই কম-বেশী পড়ে থাকি।

একটি ভালো লেগেছে, জেনেও ভালো লাগল। ধন্যবাদ।

১৫| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৫

সুফিয়া বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। ভাল থাকুন সব সময়।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১৬| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২১

বৃতি বলেছেন: তিন রকমের হুমকি। অল্প গল্পে ভাল লাগা, সুমন ভাই।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৭

সুমন কর বলেছেন: একটি বিষয়কে কেন্দ্র করে ৩টি ভিন্ন অনুভূতি প্রকাশ করার চেষ্টা।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল। ধন্যবাদ।

১৭| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম অল্প স্বল্পে আর গল্পের ভিন্নতায় অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন --------

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮

সুমন কর বলেছেন: একটি বিষয়কে কেন্দ্র করে ৩টি ভিন্ন অনুভূতি প্রকাশ করার চেষ্টা।

অনেকদিন পর, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল। ধন্যবাদ।

১৮| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০২

হাসান মাহবুব বলেছেন: আগামী তিনদিনের ভেতর আমার একটা পোস্ট স্টিকি না করলে সামু ব্লগ হ্যাক কৈরা উড়ায় দিমু B-))

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১১

সুমন কর বলেছেন: আয় হায়, এ্যাডা কি কন ভাইজান !! আপনে না কইলেন আমারটাও দিতে হইবো !! এহন খালি নিজেরটা, হুমমমমমমম !!! |-)

খুব খারাপ ! খুব খারাপ !

সাথে থাকার জন্য ধন্যবাদ।


১৯| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,



বাবার নামে একটা কেস ঠুকে দ্যান । শিশু নির্যাতনের ।
বছরের পর বছর কেস চলবে । বাবার হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আরও ২৬ বছর নির্বিঘ্নে মায়ের বেড়ে দেয়া বাবার অন্ন ধংস করে তেনাকে বগলদাবা করে চন্দ্রিমা উদ্যানের হাওয়া ও খেতে পারবেন । B-)

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৫

সুমন কর বলেছেন: মজার মন্তব্যের জন্য ধন্যবাদ।

জী এস ভাই, এধরনের সমস্যায় অনেকে কিন্তু পড়ে !! আপনি পড়েন নি তো !!! এগুলো গল্প, সত্য কিনা জানিনা।

ভালো থাকবেন।

২০| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: +++

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬

সুমন কর বলেছেন: প্লাস দেবার জন্য ধন্যবাদ।

২১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল বেশ। ভাল লাগার মত লিখেন কিছু যদিও বরাবর।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল। পড়ার জন্য ধন্যবাদ।

২২| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০১

মায়াবী রূপকথা বলেছেন: ভিন্ন স্বাদের লেখায় ভালোলাগা রইলো দাদা :)

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

২৩| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৫০

প্লাবন২০০৩ বলেছেন: সুমন ভাই, নতুন ধারার গল্প দেখলাম। খুব ভালো লাগল। সবগুলো এপিসোড পড়ে শেষ।
নেক্সট লেখা পড়ার অপেক্ষা।

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৯

সুমন কর বলেছেন: আপনি সময় করে পড়েছেন, অনেক ধন্যবাদ।

ভালো থাকুন, সব সময়।


অ.ট.:আপনার পোস্টটি দেখেছি, পড়ার মতো স্থির সময় পাইনি। বিকেলের দিকে পড়ব। একটু দেখেছি মন খারাপ হয়েছিল, তাই পুরোটা পড়ার সাহস হয়নি। অনেক অনেক শুভকামনা রইলো।

২৪| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০০

ঢাকাবাসী বলেছেন: গল্পটি ভাল লেগেছে।

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১০

সুমন কর বলেছেন: পড়া এবং সাথে থাকার জন্য ধন্যবাদ।

২৫| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''অল্প গল্প'' স্বল্প হলেও কল্প নয় ।
ভাল লাগলো ।

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৯

সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যে এবং পড়ার জন্য ধন্যবাদ।

২৬| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

মম্ময় অপর্ণা বলেছেন: ফালতু ফালতু হুমকিতে অবস্থা এখন এমন হয়ে গেছে যে মানুষ আর কিছুতেই ভয় পায় না। ফাঁপরবাজি কন্টিনিউ করাটাও ক্লান্তির ব্যাপার!

ভালো থাকুন

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। চিন্তা করে দেখেন, এগুলো কিন্তু হয়েছে এবং হবে। আসলেই এখন ক্লান্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।



অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। আশা করি, ভালো আছেন।
ধন্যবাদ।

২৭| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

মহান অতন্দ্র বলেছেন: আগের দুটি পড়িনি। আজকের টা পড়লাম। ভাল লেগেছে।

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৫

সুমন কর বলেছেন: আজকের পড়েছেন এবং মন্তব্য করেছেন, বলে খুশি হলাম।

আগের কিন্তু তিনটি ছিল !!

ধন্যবাদ।

২৮| ০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

আবু শাকিল বলেছেন: অল্পতে চমৎকার গোছানো লেখা ।
খুব সুন্দর ।
গল্প খুব খুব ভাল লেগেছে ।
আগের গুলো মিছড করেছি =p~

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

আগেরগুলো সময় করে পড়ে জানিয়েন ;)

ভালো থাকুন।

২৯| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ২য়টি বেশি ভাল লাগলো ।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: বাহ !! সবার দেখি ২নং ভালো লেগেছে। !:#P

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

৩০| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

তুষার কাব্য বলেছেন: চমৎকার অন্যরকম লেখা।

দ্বিতীয় টা আসলেই জোশ :)

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: তুমি, সময় করে পড়ে মন্তব্য করাতে খুশি হলাম।

ভালো থেকো।

৩১| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১০

দীপংকর চন্দ বলেছেন: বরাবরের মতো ভালো লাগলো অনেক।

আগের গল্পগুলোও পড়েছিলাম।

বলেছিলাম ভালো লাগার কথাই।

শুভকামনার কথা বলছি ভাই।

অনেক ভালো থাকবেন। সবসময়।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৬

সুমন কর বলেছেন: উৎসাহ দেয়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

৩২| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০

শায়মা বলেছেন: হুমকি নোটিসটি রাখা ছিল, বাংলাদেশের অন্যতম প্রধান কর্মব্যস্তময় বৃহত্তর শপিং কমপ্লেক্সের অভিযোগ বক্সে। তাতে সাদা অফসেট কাগজে কালো কালিতে টাইপ করা ছিল, “আগামী নয়দিনের মধ্যে এ ভবনটি বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। বিস্তারিত জানতে অবিলম্বে নিচের নাম্বারে যোগাযোগ করুন। ০১৭১.......।“ এর বেশী কিছু লেখা ছিল না।

এর প্রায় ৪০ কিংবা ৪৩ দিন পর, হুমতি দাতা ঐ নাম্বারে একটি কল পায়। ওপাশ থেকে বোমার কথা জিজ্ঞেস করার সাথে সাথে সে বলে উঠে, “আরে ভাই, নয়দিন তো সেই কবে পার হয়ে গেছে ! তারমানে আপনারা অভিযোগ বক্সটি গুরুত্বসহকারে নেন না। তাহলে আর রেখে লাভ কি ! “

লাইনটি কেঁটে যায়। এরপর আর কোনদিন ঐ নাম্বারে সংযোগ পাওয়া যায়নি।



হা হা এটা মজার !!!!!!!!!!

আর গল্পের সারাংশ আরও মজার হয়েছে !!!!!!!!

০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৭

সুমন কর বলেছেন: উহুম্ উহুম্ উহুম্ উহুম্ ...এখন দিলে হবে /:) এতদিন ছোট ভাইয়ের কোন খবর নেয় না !!! ফাঁকিবাজ আপু.... :P


একটু মজা করলাম !!! ;)

৩৩| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০০

শায়মা বলেছেন: ঐ ভাইয়া!!!!!!!!!!!!!!
আগের পোস্টে কত্ত খবর নিলাম!!!!!!!!!!!!!!!!

কি মিথ্যাবাদী হইসো!!!!!!!!!!!!!!!!! B:-)

০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১০

সুমন কর বলেছেন: আমি মিথ্যাবাদী !!! X( ছিঃ ছিঃ, আপু তুমি এইড্যা ক্যামনে কইলা.... /:)

আগের পোস্টে তুমি ছিলে, তাই কত্তকত্ত মন্তব্য করলা কিন্তু আমার গল্প আর কবিতা পোস্ট করো না।।।। X(( প্রমাণ দেখবা /:)

যাও কবিতা পোস্টে গিয়ে দেখ, নাইক্কা...... X(

বুঝছি, ভালো লিখি না.........তাই আপুরা আসে না। :P

এমনি মজা করছি, আপনি আবার সিরিয়াস হইয়েন না.......... :P

আজ কি বিশেষ কিছু রান্না হইছে ??? আসবো??

৩৪| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

শায়মা বলেছেন: :P

:P

:P

আজকাল একটু ঝামেলায় আছি ভাইয়া! এর মাঝে হঠাৎ কিছুদিন রিস্ট পেইন নিয়ে কুপোকাৎ ছিলাম!!!!!!!!!:(

আজ রান্না হয়েছে কিন্তু কি কি আমি জানিনা! মানে ওমুখো হইনি । ওরা যা খাওয়াবে তাই খাবো! তুমিও উড়ে আসতে পারো!!!! ভালোমন্দ কিছু একটা তো হবেই!:)

০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২০

সুমন কর বলেছেন: ওহো !!! রিস্ট পেইন তাড়াতাড়ি কমে যা..... আমার আপু, সুস্থ হয়ে যাক। !:#P

অনেক ধন্যবাদ। দুপুরের খাওয়া কিছুক্ষণ আগে শেষ করে আসলাম। এখন অফিসে বের হবো। কিন্তু বাহিরে বৃষ্টি... X((

চলে আসবো একদিন... ;)

৩৫| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৯

রোদেলা বলেছেন: পড়তে পড়তেতও ডুবে ই যাচছঃি।

১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩২

সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩৬| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১০

জুন বলেছেন: হমকিবাজি এখন সামাজিক ব্যধিতে পরিনত । ভালোলাগলো অল্প গল্প সুমন কর ।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৫

সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

৩৭| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৪

সাজিদ উল হক আবির বলেছেন: দুইনম্বরটি বেশ মজা পেলুম! সুমন দা ইদানিং প্রায় নিয়মিতই গদ্য লিখছেন ব্যাপারটা ভালো লাগছে।
শুভকামনা রইল আপনার প্রতি।

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫০

সুমন কর বলেছেন: আরে না, প্রায় ৪মাস পর গল্প দিলাম। আমার ব্লগে থাকতে ভালোই লাগে। তাই পড়ি এবং থাকি।

মাঝে মাঝে পোস্ট দিয়ে জানান দেই, আমি আছি !! তোমার মন্তব্য পেয়ে ভালো লাগল।

শুভ সকাল।

৩৮| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৮

কলমের কালি শেষ বলেছেন: হুমকি বিষয়ক অল্পগল্প অসাধারণ । বিশেষ করে ২ আর ৩ বেশ লেগেছে । +++

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০১

সুমন কর বলেছেন: বেশ কিছু দিন ব্লগে/ফেবুতে দেখি নাই।।

আশা করি, ভালো আছেন। সাথে থাকা এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩৯| ১৫ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:০৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ.............. শুভকামনা লেখক।

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আমার ব্লগে এলেন এবং মন্তব্য পেলাম।

ভালো লাগল। ধন্যবাদ।

৪০| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: অল্প গল্পে ভালো লাগা রইল। দ্বিতীয়টা খুউব মনে ধরেছে!!!

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০০

সুমন কর বলেছেন: যাক বাবা !! একটা তো মনে ধরেছে। !:#P

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৪১| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ২ নাম্বারটা বেশ ভালো লাগলো।শুভকামনা।

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: সাথে থাকা এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

শুভ দুপুর।

৪২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৮

Bithi Chakraborty বলেছেন: দারুণ লাগলো তিনটিই | তবে দ্বিতীয়টি দারুন ....খুব মজা পেলাম | ভালো থাকুন |

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪৩| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮

টেক সমাধান বলেছেন: বেশতো পার করে দিলাম, নিষ্কলুষ ২৬টি বছর। তবুও পেলাম, সেই প্রধ্বংস হুমকি। নিজের আত্মারামের জন্য নয়। সেটা ছিল তোমাকে ছাড়ার, হুমকি !

আর হুমকি দাতা ছিলেন, আমার বাবা।

Awesome!

১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম।

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।


৪৪| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


সুন্দর, আপনার নিজস্ব স্টাইল আছে প্রকাশের।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৪৫| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২১

শায়মা বলেছেন: ভাইয়া পাঁচ আসবে কবে???:)

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩

সুমন কর বলেছেন: আপু, আমি তোমার পোস্ট দেখেছি। ;) গতকাল খুব ব্যস্ত ছিলাম। তাই আজ বাকিগুলো পড়ে নেই। কাল আপনারটা পড়ব।

আর পাঁচ কবে আসবে জানি না.......... :(

৪৬| ২৮ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:৩৫

রাসেলহাসান বলেছেন: আমার ড্যাডি তো হুমকি দিতেই থাকে নিয়মিত..;)

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৪

সুমন কর বলেছেন: হাহাহা........

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

৪৭| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪১

কাবিল বলেছেন: অল্প গল্প
একে একে চারটাই পড়লাম।
সব গুলোই মন ছুঁইয়ে গেল।

অল্প গল্প: দুই অভিলাষ
অল্প গল্প: তিন সঙ্গতি
অনেক ভাল লেগেছে।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০০

সুমন কর বলেছেন: পুরনোগুলোও সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

৪৮| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫

এস কাজী বলেছেন: আহ হুমকি বাহ হুমকি। লল

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪৯| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২

আল ইমরান বলেছেন: বাহ!!! বেশ মজার তো। আগের গুলো একটু পড়ে নেই।

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭

সুমন কর বলেছেন: সবগুলো সময় করে পড়েছে এবং মন্তব্য করেছেন, ভালো লাগল।

অনেক ধন্যবাদ।

৫০| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৫

শিশির খান ১৪ বলেছেন: হুম, আসলেই ভিন্ন ধরনের লেখা ভালো হয়েছে

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।


অ,ট.: একটি প্রশ্ন, আমি আপনার শেষ পোস্টে গতকাল রাতে ২বার এবং আজ এখন এমনি ১বার মন্তব্য করলাম। কিন্তু তখন দেখায়, একটি ভুল পাওয়া গেছে। ব্যাপার কি? আমি কিন্তু আপনার মুভি রিভিউ পোস্টে মন্তব্য করেছিলাম।

৫১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯

ভ্রমরের ডানা বলেছেন: অনেক সুন্দর লেখা। ভীষণ ভাল লেগেছে। ১৬ তম লাইক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২

সুমন কর বলেছেন: হাহাহা......কি যে বলেন!!! আমি সামুর একজন সাধারণ পাঠক।

আপনার ভালো লেগেছে জেনে এবং লাইক পেয়ে খুশি হলাম।

শুভ রাত্রি।

৫২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩

কালীদাস বলেছেন: সেকেন্ডটা ভাল হইছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৮

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। আশা করি, ভালো আছেন।

আপনি নতুন পোস্ট দিচ্ছেন না কেন? আপনি কি পড়াশুনার জন্য দেশের বাহিরে থাকেন?

শুভ রাত্রি।

৫৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৮

কালীদাস বলেছেন: সময় :( আর উৎসাহও তেমন একটা পাইনা ডেড ব্লগে লিখতে। হ্যাঁ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪০

সুমন কর বলেছেন: তা ডেড ব্লগ বললেন যে !!

সময় করে উত্তর দেবার জন্য ধন্যবাদ।

৫৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৭

আমি মিন্টু বলেছেন: দাদে শুভ জম্মঅষ্টমী ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

শুভ জন্মাষ্টমী ।

৫৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

লালপরী বলেছেন: ভাললাগলো +++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৪

আমি মিন্টু বলেছেন: ১।হুমকি নোটিসটি রাখা ছিল

২।এর প্রায় ৪০ কিংবা ৪৩ দিন পর, হুমতি দাতা ঐ নাম্বারে একটি কল পায়।

দাদু কালকে বলতে মনে নাই । যদিও সুমন ভাই বুঝেনিতো আমার নিজেরই বানানে দুনিয়ার রাজ্যের ভুল হয় তাই
অন্যের বানান ভুল দেখলে বলতে সাহস পাইনা । কিন্তু ব্লগে আপনাদের মত দুই তিনজনের পোস্ট মনের আনন্দ নিয়ে
পড়ি এবং মনের আনন্দে মন্তব্য করি ।

যাই হোক মনে হয় সুমন ভাই ওপরের লাইন দুটিতে দুটি বানান ভুল আছে একটু কষ্ট হলেও দেখে নিয়েন ।
১। সম্ভবত ওটা নোটিশ হবে ।
২। সম্ভবত ওটা হুমকি হবে ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

সুমন কর বলেছেন: মন্তব্যে লাইক দিলাম। !:#P

এমন ভাবে সময় নিয়ে পড়লে, লেখকের অনেক লাভ। সংশোধন করা যায়। ওটা টাইপিং ভুল হয়ে গেছে। ঠিক করে দিচ্ছি।

আর নোটিস বানান এখন, এভাবেই লিখা হয়। সেটাও চলে। গুগল Translate-এ দেখতে পারেন।

শুভ দুপুর।

৫৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এসব আহাম্মকের জন্য করুণা হয়। নির্বিণ্ণ লাগে। ধুর, শুধুশুধু দুইটি দিন নষ্ট হলো।


সুমনদা ভালো থাকুন নিরন্তর। গল্প অল্প হলেও জম্পেশ ভালোলেগেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগল।

আশা করি, ভালো আছেন। শুভ সকাল।

৫৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: ভাইয়া লেখালিখি কি ছেড়ে দিলে নাকি?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: |-) হুম !! :(

আরে আমি তো সামুর একজন সাধারণ পাঠক। দেখেন না, প্রতিদিন মন্তব্য করি নিয়ম করে। হায় হায়, আপনার কোন পোস্ট মিস করি নাই তো !! হাহাহাহা.........

কেমন আছেন?

অফিসে একটু ব্যস্তময় দিন যাচ্ছে, দেখি কি করা যায় !!

৫৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

শায়মা বলেছেন: না মিস করোনি আমারও ব্যাস্ততাময় দিন যাচ্ছে !!!!:( :( আগের মত দিন আর নেই ভাইয়ু!:( :( :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

সুমন কর বলেছেন: বাঁচা গেল ! হুম, ঠিক বলেছেন।

ভালো থাকুন।

৬০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

সাহসী সন্তান বলেছেন: আপনার পোস্টে উদ্ভুদ্ধ হইয়া ভাবতাছি আমিও কইনূরের বাপকে একটা ছোট করে হুমকি দিয়া দিই; কি কন? :`> যদিও হুমকি দাতা এবং হুমকি গ্রহীতা দু'জনেই সমান বেকুব! কিন্তু তারপরেও এখন মনে হয় এইটা ছাড়া আর কোন পথ নাই! আপনি আইনমন্ত্রী আছেন, এই ব্যাপারটা একটু সামলাইতে পারবেন না?? :P :P

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

সুমন কর বলেছেন: শুনলাম, হুমকি দাতা এবং হুমকি গ্রহীতা দু'জনেই সমান বেকুব !! তাহলে আর কোন চিন্তা করার দরকার নেই, নেমে পড়ুন।

আমি দেখুম হে... ;)

ভালো থাকুন।

৬১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৯

আমি তুমি আমরা বলেছেন: শেষের দুইটা ভাল ছিল। প্রথমটা বুঝি নাই।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

সুমন কর বলেছেন: আরে, প্রথমটায় ফাউ ফাউ মোবাইলে হুমকি দেবার বিষয়টি বুঝাতে চেয়েছি। তা যদি আবার হয়, পরিচিতদের মধ্যে !

অনেক দিন পর, ব্লগে তোমায় দেখলাম। ভালো লাগল। ধন্যবাদ।

৬২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৬

সোমহেপি বলেছেন: বাবার নামে মিথ্যা বলেন কেনো ? আপনার বাবা এমন ছিলেন না।

২ টা মজার ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১

সুমন কর বলেছেন: এটা কি মন্তব্য করলেন !! না জেনে-শুনে মন্তব্য করাটা ঠিক না।

এটা তো গল্প। এসব ঘটনা প্রায়ই ঘটে। আর আপনি কি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন?

ভালো থাকুন।

৬৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

সোমহেপি বলেছেন: শ্রী বিদ্যুৎ কর আপনার কিছু হন?


না চিনলেও সমস্যা নাই । ফান ধরে নিবেন । হা হা...

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

সুমন কর বলেছেন: না, এ নামে আমার তিনপুরুষে কেউ নাই।

আমিও কিন্তু গল্প হিসেবে বলেছিলাম।

৬৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

সোমহেপি বলেছেন: সরি ভুল হয়ে গেছে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: হা হা...ব্যাপার না। থাকলে অবশ্যই বলতাম।

শুভ রাত্রি।

৬৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

আমিই মিসির আলী বলেছেন: অসাধারণ লেখুনি

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।


অ.ট.: আপনি কি ফেবুর সেই মিসির আলি?

৬৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৪

স্বরব্যঞ্জ বলেছেন: লেখা পড়ে ভালো লাগলো ভাই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন: অল্প অল্প গল্পে জীবন পার করা সম্ভব । তবে বাবার হুমকি বলে কথা একটু সাবধানে .......। হি হি হি :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

সুমন কর বলেছেন: হুম, হাজা কইছেন !!! ;) অল্প করেই জীবন পার করতে হবে।

ধন্যবাদ। ভালো থাকুন।

৬৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

মো: আশিকুজ্জামান বলেছেন: হুমকি দাতা ছিলেন, আমার বাবা।
ভাললাগল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছোট ছোট কথায় বড় বড় আবেগ ভাব আনন্দ ব্যাথা সংবেদনশীল আত্মানুভব!

+++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ভালো লাগল।

ধন্যবাদ।

৭০| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:০১

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: বরাবরের মতই অসাধারন।।

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮

সুমন কর বলেছেন: সময় করে লেখাগুলো পড়ার জন্য ধন্যবাদ।

৭১| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯

মামুন রশিদ বলেছেন: দ্বন্দ্বমুখর গল্প, দ্বন্দ্বটাই গল্পের প্রাণ। লেখার গভীরতায় মুগ্ধ হয়েছি।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৪

সুমন কর বলেছেন: কিছুদিন ধরে দেখছি, আপনি দু'চারটা মন্তব্য করছেন। দেখে খুব ভালো লাগে। আশা করি, আবার নিয়মিত হবেন।

আমি একটু ব্যস্ত থাকার কারণে ৩দিন ধরে ব্লগে সময় দিতে পারছি না। ভাবলাম, আপনি পোস্ট দেননি তো !! তাই আপনার ব্লগে গিয়েছিলাম।

অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল। অনেক অনেক ভালো থাকুন।

৭২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: আর হুমকি দাতা ছিলেন, আমার বাবা -- যাক, তবে তেমন কিছু না। এক্কেবারে শেষে এসে দম ফেললাম। এর আগে অন্য কিছু ভেবেছিলাম।
আমার কাছে ৩ নম্বরটাই বেশী ভাল লেগেছে। ১৯তম + +

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১০

সুমন কর বলেছেন: যাক একটা হলেও ভালো লেগেছে, জেনে খুশি হলাম।

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.