নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম মিরপুর চিড়িয়াখানা, ছবি ব্লগ-০৪।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮



অনেক দিন ধরে বাহিরে যাওয়া হয়না। তাছাড়া ভাগ্নে ও কিছু দিন ধরে চিড়িয়াখানায় যাবে যাবে করছিল। তাই কাল (১৭.০৯.২০১৫) অফিস বন্ধ থাকায় দুপুরের খাওয়ার পর্ব শেষ করে বের হয়ে পড়লাম, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরের উদ্দেশ্যে। এইতো, একটু ঘোরাফেরা আর ভাগ্নের ইচ্ছা পূরণ করা এবং সে সেখানে যেয়ে ভালোই মজা করেছে। বিশেষ করে যে পশু-পাখিগুলোর নাম জানতো, তাদের নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করেছে। তাহলে আর দেরী কেন, চলুন দেখে নেওয়া যাক চিড়িয়াখানার খাঁচার ভিতরের প্রাণিগুলো !!

০১। বানর


০২। হাড়গিলা


০৩। রাজ ধনেশ


০৪। ময়ূর


০৫। জলহস্তী


০৬। মিঠা পানির কুমির


০৭। অজগর-০১


০৮। অজগর-০২


০৯। ইমু


১০। জিরাফ এবং জেব্রা


১১। ভারতীয় সিংহ এবং ঘড়িয়াল


১২। উট পাখি এবং ক্যাংগারু


১৩। গাধা এবং ঘোড়া


১৪। ওয়াটার বাক এবং কালো ওয়াইল্ড বিষ্ট


১৫। চিত্রা হরিণ


১৬। কেশোয়ারি এবং ম্যাকাও


১৭। ভল্লুক এবং গন্ডার


১৮। সবুজ ঘুঘু এবং টারকি


১৯। গ্রেটার কুডু এবং কমন ইল্যান্ড


২০। ভুবন চিল এবং তিলাবাজ


২১। শঙ্খিনী সাপ এবং শঙ্খ চিল


২২। ভারবেট বানর এবং কুড়া / কুড়াল


২৩। রিং-টেইল লেমুর এবং ভল্লুক বিড়াল


২৪। চিত্রা হরিণ এবং মায়া হরিণ


২৫। কালোগলা বক এবং সারস ক্রেন



অনেক তো মাঠে ঘুরলেন, এবার চলুন যাদুঘরের ভিতরে যাওয়া যাক। এর জন্য আলাদা প্রবেশমূল্য দিতে হবে। জনপ্রতি মাত্র পাঁচ টাকা। সাবধান, ভিতরে ছবি তোলা নিষেধ। :P

২৬। সম্ভার-০১


২৭। সম্ভার-০২


২৮। সম্ভার-০৩


২৯। সম্ভার-০৪


৩০। সম্ভার-০৫


৩১। সম্ভার-০৬



সময় শেষ হয়ে যাওয়ার কারণে অনেক কিছুই বাদ পড়ে গেল। পরের বার হাতে আরো সময় নিয়ে আসা যাবে।

বাঘ মামার ছবি তুলতে পারলাম না। কারণ উনি ঘুমিয়ে ছিলেন। /:) পরে শেষ সময়ে উনার হাঁটার ছোট একটা ভিডিও নিলাম।

রয়েল বেঙ্গল টাইগার


*** সকল ছবি এবং ভিডিও-টি স্বল্প মূল্যের Symphony Xplorer ... মোবাইল দিয়ে সংগ্রহ করা।

সবাইকে ধন্যবাদ।


পূর্বের ছবি ব্লগ সমূহ:

ছবি ব্লগ-০৩। রাঙ্গামাটি এবং বান্দরবান।

ছবি ব্লগ-০২। নীলাচল, বান্দরবান।

ছবি ব্লগ-০১।

মন্তব্য ১২৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (১২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

রিকি বলেছেন: দাদা অনার্সের দুই বছর জুওলজি অপশনাল সাবজেক্ট ছিল (সাবসিডিয়ারি যেটা বলত আগে) , তখন এই টাক্সিডার্মি করতে দেখেছিলাম একদিন, অনেক খাটনির কাজ----ল্যাবে প্রাকটিক্যাল থাকত, ওখানেই করত। ভয়াবহ লাগে---মরা জিনিসগুলোকে ওভাবে দেখতে। শূন্য দৃষ্টিতে কিভাবে তাকিয়ে থাকে !!! :(

সব কিছু দিয়েছেন--- সজারু দেননি !!!! :(( :(( :(( :(( :((

অনেক অনেক ভালো লাগা রইল। :) :) :) :) :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

সুমন কর বলেছেন: বন্ধ হয়, সন্ধ্যা ৬টায়। সময় ছিল না। /:) কিন্তু আমরা বের হয়েছি প্রায় ৬.৩০মিনিটের দিকে। তাছাড়া অন্ধকার হয়ে গিয়েছিল। থেকে কোন লাভ হতো না। পাইনি !!

টাক্সিডার্মিের সাথে পরিচিত না। :(

ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

রিকি বলেছেন: সম্ভার গুলো দাদা টাক্সিডার্মি :) :) :) :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

সুমন কর বলেছেন: হুম, বুঝতে পারলাম।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

জেন রসি বলেছেন: কুমিড় কই???

ধন্যবাদ শেয়ার করার জন্য। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

সুমন কর বলেছেন: আছি তো !! ৬নং ছবিতে। বাচ্চা আকৃতির।

ধন্যবাদ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

জেন রসি বলেছেন: রিকি বলেছেন: সম্ভার গুলো দাদা টাক্সিডার্মি :) :) :) :

টাক্সিডার্মি কি ব্যাপার! বুঝিনাই!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

সুমন কর বলেছেন: ব্লগার রিকি কই গেলেন !!! রসি কিন্তু বুঝে নাই !!! :((

ওয়েট, উনি আসছেন........... B-)

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

সাহসী সন্তান বলেছেন: চাকরি জীবনের প্রথমে যখন ঢাকার হেড অফিসে ট্রেনিংয়ে ছিলাম তখন অনেকবার চিড়িয়াখানা দেখেছি। আজ আপনার মাধ্যমে আরো একবার দেখা হলো। খুবই ভাল লাগলো!

ছোট বেলায় আমার বাঁদর পোষার খুবই শখ ছিল। এমনকি একটা বাঁদরও পুষেছিলাম! কারন বাড়িটা সুন্দরবনের পাশে থাকায় বাঁদর ধরা বা সেটা বাড়িতে রাখা কোন ব্যাপারই ছিল না। প্রায় তিন বছর থাকার পর হঠাৎ সেটা মারা যায়। সম্ভাবত সাপে কেঁটেছিল। ছোট থাকতে ঐ ছিল আমার সব থেকে ভাল বন্ধু। আজ আপনার ছবি ব্লগ দেখে হঠাৎই পুরনো সেই বন্ধুর কথা মনে পড়ে গেল।

সুন্দর ছবি ব্লগের জন্য ধন্যবাদ!! ভাল থাকবেন!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: আপনার বাঁদরের কাহিনী শুনে খারাপ লাগল। তবুও ভালো, আমার পোস্ট আপনার বন্ধুকে মনে করিয়ে দিয়েছে।

সময় করে দেখার জন্য ধন্যবাদ।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

রিকি বলেছেন: @জেন ভাই : টাক্সিডার্মি --- চামড়াটা রেখে আর হাড়গুলো রেখে, দেহের বাকি অঙ্গগুলো ফেলে দিয়ে---সেটাতে কাপড় বা তুলা বা এই জাতীয় জিনিস সাথে কিছু কেমিক্যালস দিয়ে প্রাণীটাকে প্রিসার্ভ করা হয়---এক ধরণের মমিকরণ আর কি !!! আপনি চিড়িয়াখানা এবং জুওলজির ল্যাব গুলোতে দেখবেন--কিছু অজগর ডাল প্যাঁচিয়ে থাকে, বা বাঘ মুখ হা করে দাঁড়িয়ে থাকে বা কাক গাছের উপর বসে থাকে---ওগুলো কিন্তু ভুয়া মনে করেন না। গায়ের কাছে গেলে বুঝতে পারবেন--আসল ব্যাপার। চোখ গুলো কিভাবে লাগায় জানি না, তবে চামড়ার ঐ ক্যারিকেচার দেখেছি। খুব ঝামেলার কাজ--একটু এদিক ওদিক হলেও নষ্ট। আর পরিষ্কার করতে হয় প্রতিদিন। মিউজিয়াম কিউরেটর ম্যাডামকে দেখেছিলাম একটা পাখির ট্যাক্সিডার্মি করতে । বিস্তারিত পড়তে চাইলে---

view this link

view this link

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

সুমন কর বলেছেন: আমরাও জেনে নিলাম। !:#P

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

রিকি বলেছেন: দাদা এইতো--- মরা পাখি আর হাতি খুঁজতে গিয়েছিলাম !!!! ;) ;) ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: হাতির ছবি তুলতে পারিনি :(( কারণ সন্ধ্যার সময় ওই ব্যাটার খাঁচা দেখলাম...তাও আবার বেশ দূরে। X((
তাই আর ওখানে যাওয়া হলো না।

ট্যাক্সিডার্মি করে রাইখ্যান, দেখতে আসুম। হাহাহা.......

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক দিন ধরে চিড়িয়াখানায় যাওয়া হয় না। ছবি দেখে চিড়িয়াখানার কথা মনে পড়ে গেল। ছবি গুলো চমৎকার।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: আপনার চমৎকার লেগেছে, জেনে ভালো লাগল।

কিন্তু ছবিগুলোর সাইজ বড় হলো না। :(

ধন্যবাদ।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

রিকি বলেছেন: আমি কিভাবে করব--- আমি তো জিওলজি পড়েছি, জুওলজি না !!!! :( ওটা অপশনাল থাকে প্রথম দুই বছর (এক্সট্রা) !!! :P হাতির ট্যাক্সি ডার্মি করে হাতির ঝিলে রেখে আসতে হবে দাদা !!!!! B-)) B-))

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১

সুমন কর বলেছেন: আরে আমি জানিতো !! রেসির জন্য বললাম।

রাইখ্যান....হাতির ঝিলে যামুনে...... :-B

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২

এহসান সাবির বলেছেন: শীতকালে ভাই বোন নিয়ে যাবো ভাবছি।

সুন্দর পোস্ট।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: দারুণ হবে। ঘুরে এসো। কিন্তু সময় নিয়ে যেতে হবে।

ধন্যবাদ।

কিছুদিন ধরে ব্লগে দেখা যায় না, যে........!

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: প্রায় বিশ বাইশ বছর হলো চিড়িয়া খানায় যাই না। আপনার ছবি ব্লগ দেখে যেতে ইচ্ছা করছে। ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: সময় করে একবার ঘুরে আসুন। ভালো লাগবে।


আমি কিন্তু এবার মোটা-সোটা পোস্ট দিয়েছি........ !:#P

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

কলমের কালি শেষ বলেছেন: ভাগ্নের সাথে প্রাণী জগত দর্শন । চমৎকার !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: ঠিক ঠিক....এক ঢিলে দুই পাখি....... ;)

ধন্যবাদ।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

গেম চেঞ্জার বলেছেন: চিড়িয়াখানায় যাওয়াটা ভালো । তবে কেন জানি নিজের কাছে অপরাধী অপরাধী মনে হয় নিরীহ পশুদের ঐভাবে রাখায় ।

এটা আমার মত । তবে আপনার কাছে খারাপ লাগলে স্যরি । ভাল থাকুন ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

সুমন কর বলেছেন: পূর্ণ সহমত। কিন্তু ভাগ্নে কিংবা বাচ্চাদের জন্য শিক্ষণীয়। তারা তাদের পাঠ্যবইয়ে পড়া প্রাণিগুলোকে বাস্তবে দেখতে পারে।

আর নিরীহ পশুদের কথা কি বলবো !!! প্রায় খায় না বললেই চলে।

ধন্যবাদ।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

ডি মুন বলেছেন:
এবার ঢাকায় আসলে আমার ছোটভাইটাকে নিয়ে চিড়িয়াখানা দেখতে যাব। আগে তো বিভিন্ন খাচার সামনে গেলে নাক আঁটকে দাড়াতে হত (বেশ কয়েকবছর আগের কথা বলছি)। এখন চিড়িয়াখানার পরিবেশ ও পরিস্কার পরিচ্ছন্নতা কেমন মনে হল ?

:)

++++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮

সুমন কর বলেছেন: প্রায় পরিস্কার বলা যায়। সেদিন তেমন লোকজন ছিল না তাই ঘুরতে ভালোই লেগেছিল। নো ঝামেলা।

তবে সিংহ, বাঘ, বানর...এসব খাঁচার সামনে বেশিক্ষণ দাঁড়ালে মাংসের একটু কটু গন্ধ পাওয়া যায়। বাঘের খাঁচার পানির মধ্যে কৈ মাছ চাষ করছে। তাই একটু গন্ধ....

মোটের উপর পরিবেশ ও পরিস্কার পরিচ্ছন্নতা ভালো।

ধন্যবাদ।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,




এই বয়সেও ঘুরে আসা গেল আপনার সাথে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

সুমন কর বলেছেন: হাহাহা......

আসলে বাচ্চাদের ইচ্ছে পূরণ করতে গেলে, আমাদের মতো বুড়োদের এক-অাধ দিন বাচ্চা হতে হয় !!

ঘুরে আসার জন্য ধন্যবাদ।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২

মহান অতন্দ্র বলেছেন: আমিও ঘুরলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: আপনাকে ঘুরাতে পেরে, আমি খুশি হলাম।

ভালো থাকুন।

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর চিড়িয়াখানা দেখলাম ।ময়ূর বেশি ভাল লাগলো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

সুমন কর বলেছেন: ছবিগুলো মন মতো দিতে পারিনি... :( কেন জানি ছোট হয়ে গেল !!

ধন্যবাদ। ভালো থাকুন।

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অনেকদিন ধরে যাওয়া হয়না ভাই। আপনার কল্যাণে তাও ছবি দেখতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: সময় করে একবার ঘুরে আসুন। ভালো লাগবে।

আপনাদের দেখাতে পেরে আমি খুশি। ধন্যবাদ।

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আগেও যাওয়া হয়েছে। আবারও দেখে নিলাম । ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: আগে আমিও বেশ কয়েকবার গিয়েছিলাম। এবার যেতে হয়েছিল ভাগ্নের জন্য।

ধন্যবাদ।

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০

অগ্নি সারথি বলেছেন: ১৫ বছর আগে যখন প্রথম ঢাকায় গেলাম তখন প্রথম তখনই শেষ বার গিয়েছিলাম। আপনার মাধ্যমে আবারো যাওয়া হল। ধন্যবাদ। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

সুমন কর বলেছেন: আপনাদের দেখাতে পেরে আমি খুশি। ধন্যবাদ।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩০

প্রবাসী পাঠক বলেছেন: চিড়িয়াখানায় শেষ বার গিয়েছিলাম ১৯৯৯ সালে। এর পর আর কখনো যাওয়া হয় নি। দেশে আসলে আমার পুচকি ভাতিজাকে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সুমন দা ছবিগুলোর জন্য।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৯

সুমন কর বলেছেন: তাড়াতাড়ি দেশে ফিরে আসুন আর ভাতিজাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ুন। !:#P

সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: প্রায় ৬০০০ হাজার কিলো দুরে থেকেই দেখে নিলাম চিড়িয়াখানাকে।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫১

সুমন কর বলেছেন: বাহ্, আপনার চোখতো বেশ ভালো।.........হাহাহাহা

আপনাদের দেখাতে পেরে আমি খুশি। ধন্যবাদ। শুভ রাত্রি।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

বৃতি বলেছেন: অনেকদিন পর আরেকবার ঘুরে এলাম ঢাকা চিড়িয়াখানা। খুব ভালো লাগলো :) পোস্টে +++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: কবি, কেমন আছেন?

আপনাদের ভালো লেগেছে, তাই পোস্ট সার্থক। !:#P

ধন্যবাদ। ভালো থাকুন।

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

কালের সময় বলেছেন: গুরিয়ে দেখানোর জন্য ধন্যবাদ ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

জুন বলেছেন: আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন প্রায়ই যাওয়া হতো । অনেক অনেক দিন পর আপনার ছবিতে সেই পুরনো চিড়িয়াখানা দেখা হলো সুমন কর । তা মিঠা পানির কুমিরের ছবিতে পানি কৈ ?
অনেক ভালোলাগা ।
+

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

সুমন কর বলেছেন: মিঠা পানির কুমিরের ছবিতে পানি কৈ ? হাহাহা...... ;)

আমারও সেই প্রশ্ন !! আসলে ওগুলো বাচ্চা ছিল এবং নীচে খুব অল্প পানি ছিল। মনে হয়, বড় হলে পানিতে ছাড়বে।

আপু, ভালো থাকুন। ধন্যবাদ।

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১

কাবিল বলেছেন: প্রাই ১৮ বছর আগে গেছিলাম। অনেক কিছুই মনে পরল।
ভাল লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

সুমন কর বলেছেন: আমিও অনেক বছর পর গেলাম। তবে মনে হলো, এখনকার পরিবেশ আগের চেয়ে ভালো হয়েছে।

ধন্যবাদ। ভালো থাকুন।

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: সেবার আমরা চিড়িয়খানায় গিয়ে ময়ূরের পেখম মেলা দেখেছিলাম। অসাধারণ এক অভিজ্ঞতা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

সুমন কর বলেছেন: হুম !! আমরা দেখতে পারিনি.. :(

তাছাড়া সময় শেষ হয়ে যাচ্ছিল তাই অপেক্ষা করতে পারিনি।

শুভ দুপুর।

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেকদিন পরে আপনার কল্যাণে চিড়িয়াখানা দেখলাম!!!
ভাল লাগল,ধন্যবাদ দাদা আপনাকে!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

সময় করে ঘুরে আসুন।

২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

বুলস আই বলেছেন: চিরিয়াগুলা সুন্দর অনেকগুলা দেখি মরে গেছে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

সুমন কর বলেছেন: না, এখনো মরে নি। কিন্তু হরিণগুলো দারুণ ছিল।

ধন্যবাদ।

৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

এস কাজী বলেছেন: সুমন দা আমি যামু। লোভ লাগসে। বানর দেখুম B-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

সুমন কর বলেছেন: গুড। বানরের বাচ্চাগুলো খুব দুষ্টমি করছিল। মানে খেলছিল। বারবার উপরে উঠছিল আর নীচে রাখা জলের মধ্যে লাফ দিচ্ছিল।
সময় করে ঘুরে আসুন।

ধন্যবাদ। ভালো থাকুন।

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

***মহারাজ*** বলেছেন: চমৎকার সব ছবি ।
দেখি এবার ঈদে একটা সফর দেওয়া যায় কিনা ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

সুমন কর বলেছেন: হাতে একটু সময় নিয়ে বেরিয়ে পড়ুন, ভালো লাগবে। যদি ছোট ছেলেমেয়ে থাকে তাহলে তারা বেশ মজা পাবে।

ধন্যবাদ। ভালো থাকুন।

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

মামুন ইসলাম বলেছেন: সবগুলো ছবিই ভালো আরেকটু বড় হলে ভালো হতো ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

সুমন কর বলেছেন: হুম !! বুঝলাম না, কেন যে এমন হলো !! /:) ছবির সাইজ কিন্তু ২০০০*১০০০। তবুও !!!

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

গোল্ডেন গ্লাইডার বলেছেন: গতমাসে দেশ থিকা আসা মামাতো ভাইবোন আবদার করলো চিড়িয়াখানা দেখার । নিয়া গেলাম পিচ্চিগুলারে। আমারো ভালোলাগছে ভাই। আপনের দেওয়া ছবিগুলা সুন্দর :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: পিচ্চিদের জন্য আসলেই, ভালো একটি দর্শনীয় স্থান। কারণ নিজের চোখে, বইয়ে পড়া প্রাণিগুলোকে দেখতে পায়।

ধন্যবাদ। ভালো থাকুন।

৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহহারে ! এইটা কি করলেন ভাইজান ,আপনার পোস্ট দেইখা পোলায় আমারে কইসস্যা ধরছে , হে চিড়িয়াখানা দেখবো ।
=p~

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে... ;) যান এবার, ভাতিজা-ভাতিজিকে নিয়ে ঘুরে আসুন। সামনে ঈদের ছুটি আছে।

ধন্যবাদ। ভালো থাকুন।

৩৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮

খেয়ালি দুপুর বলেছেন: বছর দুয়েক আগে গিয়েছিলাম। চমৎকার প্রাকৃতিক পরিবেশ। প্রকান্ড সাপ দেখে বেশ ভয় পেয়েছিলাম মনে আছে। :) যাদুঘরে যাওয়ার সময় করে উঠতে পারিনি। ধন্যবাদ জানাচ্ছি অনেক শেয়ার করবার জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

সুমন কর বলেছেন: একটু হাঁটাহাঁটি ও ঘোরাফেরার জন্য জায়গাটা চমৎকার। আমিও সময় করে উঠতে পারিনি। মাছের এ্যাকুরিয়াম দেখতে পারিনি।
ধন্যবাদ। ভালো থাকুন।

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

রাবার বলেছেন: কবে গেছিলাম ভুইলা গেছি :-<

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: আবার সময় করে ঘুরে আসুন। !:#P

ধন্যবাদ। ভালো থাকুন।

৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ছোট বেলায় চিড়িয়াখানা খুব ভাল লাগতো । ঈদে যেতাম মনে পরছে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

সুমন কর বলেছেন: হাহাহা......এবার বড় হয়ে একটু ঘুরে আসুন। ;)

ভালো থাকুন।

৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

আমি মিন্টু বলেছেন: ঘুরে আসলাম B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

রায়হান চৌঃ বলেছেন: ভাই সবই দিলেন........ কিন্তু বাংলার রাজনৈতিক পশু গুলোর ছবি দিলেন না........ :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

সুমন কর বলেছেন: ভাই, উনারা আজব চিড়িয়াখানায় থাকেন....... যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ।

ধন্যবাদ।

৪০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: বাহ । কালেকশনে রাখার মত পোস্ট হয়েছে সুমন দা ।
আমি লাস্ট গেছিলাম মনে হয় - ৩ -৪ বছর হবে
শুভকামনা রইল

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

সুমন কর বলেছেন: তোমার সৈয়দ মুস্তাফা সিরাজের পোস্টটা দেখেছি। এখনই যাবো পড়তে.....

ভালো লেগেছে, জেনে খুশি হলাম। ভালো থেকো।

৪১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

মানস চোখ বলেছেন: চিড়িয়াখানায় না গিয়েই খুবি সুন্দ্র ভাবে চিড়িয়াখানা দেখলাম আপনার সাথে!!!!!! :) :) :)
ধন্যবাদ 'সুমন' ভাই.....!!!!!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। !:#P

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল। ধন্যবাদ।

৪২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

শায়মা বলেছেন: সবচেয়ে মজার বানরগুলো!!!!!!


সবচেয়ে সুন্দর ময়ুর!!!!!!!!!!!!!:)

আর সাপগুলো ভীষণ ভয়ংকর!:(

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

সুমন কর বলেছেন: ছবিগুলো তেমন ভালো আসেনি :(

সাপগুলো আসলেই ভয়ংকর। একটা সাপতো ইয়য়য়য়াাাা বড় ফণা তুলেছিল... আর বানরগুলো খুব খেলছিল।

ধন্যবাদ। ভালো থাকুন।

৪৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর পোস্ট.....
ছবিগুলো দারুণ হয়েছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

সুমন কর বলেছেন: ব্লগে এখন কম দেখা যায় !! ব্যস্ত বুঝি।

ধন্যবাদ। ভালো থাকুন।

৪৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

আমিনুর রহমান বলেছেন:


কতবছর ধরে সেই একই রকম অবস্থায় পড়ে আছে চিড়িয়াখানা। কোন উন্নয়ন নাই।

পোষ্টে +

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

সুমন কর বলেছেন: ভালো লাগল। ভালো থাকুন।

৪৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩০

পরী আন্টি বলেছেন: সেই ছোট্ট বেলায় গিয়েছিলাম।তখন তো আমাদের জন্যে ঢাকা শহরে ছিলোই শিশু পার্ক আর চিড়িয়াখান।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৯

সুমন কর বলেছেন: আপনার ব্লগে গিয়ে দেখলাম, ব্লগ লিখছেন: ৬ ঘন্টা ৩৫ মিনিট !! আপনি কি এখনই সবার পোস্টে মন্তব্য করতে পারছেন??

আমার ব্লগে স্বাগতম এবং শুভ ব্লগিং......

ধন্যবাদ।

৪৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৭

শায়মা বলেছেন: ভাইয়া পরী আন্টি আমার নিক না! কনফিউজড হয়োনা! এই ধরনের নিকগুলো উদ্দেশ্য প্নোনদিত হয়ে থাকে! যদিও এ ব্যাপারে আমার কিছু বলার ইচ্ছা ছিলোনা! তুমি বলে বললাম!

যাই হোক ভালো থেকো!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫১

সুমন কর বলেছেন: আমার ব্লগে গিয়ে দেখলাম শায়মাপু এসেছে রাত ১.২১এ এবং পরী এসেছে রাত ১.৩৫এ......... ;)

তখনই কিছু বুঝে নিলাম :P লাল পরী, নীল পরী, আকাশনীলা...পরী অান্টি...........সব পরীদের সাথে ভাব করি.... ;)

ঈদে বাড়ি যাবেন / সব ঢাকায় ??

৪৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৭

শায়মা বলেছেন: ভাইয়া ডু নট বি কনফিউজড!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

সুমন কর বলেছেন: হবো না !:#P

৪৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৭

পরী আন্টি বলেছেন: আচ্ছা ভাইয়া তোমাকে এক্টা কথা জিজ্ঞেস করি এই ভদ্রমহিলার সমস্যা কি?আমি কি কোথাও বলেছি আমি আর উনি একই ব্যাক্তি?উনি আমাকে নিয়ে এত কথা বলছেন কেনো?

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

সুমন কর বলেছেন: তাই তো !! আপনি তো কিছু বলেন নি.......... !:#P

কেমন আছেন?

৪৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৬

মাসূদ রানা বলেছেন: @সুমন কর,
ভালো লাগলো চিড়িয়াখানা +
তবে গন্ডারের ছবিটা বাদ পরেছে বোধ হয় :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
১৭নং ছবিতে আছে !!! !:#P

ধন্যবাদ।

৫০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৭

মাসূদ রানা বলেছেন: শায়মা বলেছেন: ভাইয়া ডু নট বি কনফিউজড!

শায়মা ভাইয়া, কারো কনফিউসড হবার চান্সই নাই ! তবে পরী আন্টিকেও তোমার মত "তুমি" সর্বনামে সম্বোধন করতে দেখে কনফিউসডই হলাম বটে :D

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

সুমন কর বলেছেন: একদম চুপ.. :P কিছু বলা যাবে না.....!!

৫১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৪

পরী আন্টি বলেছেন: মাসূদ রানা বলেছেন: শায়মা বলেছেন: ভাইয়া ডু নট বি কনফিউজড!

শায়মা ভাইয়া, কারো কনফিউসড হবার চান্সই নাই !


@মাসূদ রানা ভাইয়া তাহলে কি উনি আমাদের আরেকটা ভাইয়ামনি?মানে ছেলে হয়ে মেয়ে নিক ইউজ করে?ইটেন মি?আমিও তাই ভাবছিলাম।উনাকে চিনি না জানিনা উনি কেনো আজকে সারাদিন আমাকে নিয়ে ব্লগে বিভিন্ন কমেন্ট দিলো?আমি প্রথমে ভেবেছিলাম আসলেই মেয়েরাই মেয়েদের শত্রু।ভাইয়া তোমার ফেসবুক আইডি কিংবা মেইল আইডি পেতে পারি?যদি কিছু মনে না করো?

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

সুমন কর বলেছেন: কার ফেসবুক আইডি কিংবা মেইল আইডি চাচ্ছেন ? আমার না, মাসূদ রানা'র !! :(

৫২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

শায়মা বলেছেন: মাসুদরানাভাইয়া শুধু তুমি বলাটাই না আরও অনেককিছুতেই বুঝবে, কনফিউজড করে দৃষ্টি আকর্ষনের বা পরিচিতি পাবার চেষ্টাটাও!স্বত্তাবিহীন মানুষেরাই অন্যের পরিচিতি আকড়ে এইভাবে বাঁচতে চায়!

আর সে নিজের কথায় ধরাও পড়ে গেছে সে মেয়ে নিকের ছেলে!হা হা হা! যাইহোক ....

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: স্বত্তাবিহীন মানুষেরাই অন্যের পরিচিতি আকড়ে এইভাবে বাঁচতে চায়!

সময় সব বলে দেবে !!

৫৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

আবু শাকিল বলেছেন: ভাল লাগল সুমন দা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

ঢাকাবাসী বলেছেন: চমৎকার ছবিসহ ভাল পোস্ট। ভাল লাগল। মিরপুর চিড়িয়াখানার অনেক বদনাম শোনা যায়, হকাররা বেশী টাকা নেয়, কিউরেটররা প্রানীদের খাবারের টাকা চুরি করে নিরাপত্তার অভাব ইত্যাদি। ধন্যবাদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

সুমন কর বলেছেন: হকাররা বেশী টাকা সব জায়গায় নেই। কিন্তু সেখানে তেমন দেখলাম না। তবে দ্রব্য প্রতি ৫টাকা বেশী নেয়। আমি সেখান থেকে কিছুই কিনিনি। যাবার সময় ভাগ্নের জন্য সাথে করে কিছু নিয়ে গিয়েছিলাম। নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। কোন সমস্যা দেখিনি।

অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। !:#P

ধন্যবাদ। ভালো থাকুন।

৫৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৬

থিওরি বলেছেন: মাসখানেক আগে আমিও গিয়েছিলাম। আমার মনে হয়েছে কিছু বিষয় আরো আধুনিকায়ন করা দরকার। অবশ্য এখন সারাবিশ্বেে চিড়িয়াখানার ধারণা পরিবর্তিত হচ্ছে।
আপনার সিম্ফনি ফটোগুলোর জন্য পোস্ট প্রিয়তে

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২

সুমন কর বলেছেন: আমাদের দেশে হয়তো আরো একটু সময় লাগবে।

ছবিগুলো তেমন ভালো আসেনি। রেজুলেশন কম ! তবুও প্রিয়তে নেওয়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

৫৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: বাঘ মামার ছবি তুলতে পারলাম না। কারণ উনি ঘুমিয়ে ছিলেন। :) :)

চিড়িয়াখানার ভেতরে একটা জাদুঘর আছে জানতাম না ! পুরা মিস !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

সুমন কর বলেছেন: হুম...তাহলে আরো একবার সময় করে ঘুরে আসুন। ;)

শুভেচ্ছা।

৫৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

রাহুল চক্রবর্তী বলেছেন: বছর খানেক আগে গিয়েছিলাম, যা দেখা বাকি ছিলো তাও আপনার কল্যাণে দেখা হলো।
তথ্যবহুল ব্লগ, শুভকামনা চিরন্তন।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

বড়দিনের শুভেচ্ছা রইলো... !:#P

৫৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Shob animals eto choto keno?

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

সুমন কর বলেছেন: তা কেমন আছেন !! অনেক দিন পর, মন্তব্য পেলাম।

আরে বুঝেন না....খাদ্যের অভাব। সংরক্ষিত অর্ধেক টাকাই হয়তো হাপিশ করে ফেলে ! তাই এরা আর স্বাস্থ্যে বড় হতে পারে না।

তা পোস্টগুলো কি আর তুলবেন না?

যদি ৩১ ডিসেম্বর রাতে আড্ডা পোস্ট দেই, আসার দাওয়াত রইলো। তাহলে হয়তো কিছু জানা যাবে। ;)
বড়দিনের শুভেচ্ছা রইলো... !:#P

৫৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

যোগী বলেছেন:
আমিও একদা এই যায়গায় গিয়াছিনু। ছবিও তুলিয়াছিনু বান্দরের সনে। আমিও যে তখন বান্দরই আছিনু।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২

সুমন কর বলেছেন: হাহাহা....আশা করি, এখন পরিবর্তন হয়ে গেছেন !! ঘুরে আসুন, আবার।

ধন্যবাদ।

৬০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Sure.

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

সুমন কর বলেছেন: ধন্যবাদ... !:#P

৬১| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১:৫৮

কালনী নদী বলেছেন: এটাও সুন্দর হেয়েছে, আপনার লখা পড়ে চিড়িয়াখানাতে একটা ভ্রমণ হয়ে গেল। দাদা।

০২ রা জুলাই, ২০১৬ রাত ২:০৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ২:১২

কালনী নদী বলেছেন: লেখা*

০২ রা জুলাই, ২০১৬ রাত ২:১৩

সুমন কর বলেছেন: ব্যাপার না, বুঝতে সমস্যা হয়নি। শুভ রাত্রি।

৬৩| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০০

খায়রুল আহসান বলেছেন: চিত্রা হরিণ এবং মায়া হরিণ আর ময়ূরের ছবিগুলো সুন্দর।
চিড়িয়াখানার বর্তমান পরিবেশ দেখে সেদিন দুঃখ পেলাম। আমরা কোন কিছুই ভালভাবে সংরক্ষণ করতে জানিনা। দালাল আর ফেরিওলাদের অত্যাচারে দর্শকগণ অতীষ্ঠ হন। পার্কিং ফীও যার কাছে যেমন, ইচ্ছেমত আদায় করা হচ্ছে। এমনকি গাড়ী পার্কিং না করেও যারা ইউ টার্ণ নিয়ে চলে আসতে চাচ্ছিল, অথবা যাত্রী নামিয়ে দিয়ে পার্কিং লটে না গিয়ে সড়ক ধরে চলে আসতে চাচ্ছিল, তাদের কাছ থেকেও পার্কিং ফী দাবী করা হচ্ছিল। এ নিয়ে গরম গরম বাদানুবাদও চলছিল। যাদের দাপট আছে, তারা পার পেয়ে যাচ্ছিল, নিরীহরা নিরুপায় হয়ে তাদের অযৌক্তিক দাবী মেনে নিচ্ছিল।

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: ওখানকার কিছু স্থানীয় ছেলারা সে এলাকাটা নিয়ন্ত্রণ করে এবং পুলিশ ও প্রসাশন তাদের হাতে। সুতরাং, বুঝতে পারছেন......

ছবি ভালো লেগেছে এবং পোস্ট ঘুরে দেখে গেছেন, ধন্যবাদ।

৬৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০

স্রাঞ্জি সে বলেছেন:

১৫ এর ডিসেম্বরে গিয়েছিলাম......


যাদুকর টা কোনদিকে????

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: দুঃখিত, ঘুরতে ঘুরতে পৌছে গিয়েছিলুম.......এখন মনে পড়ছে না। ওখানে গিয়ে কেয়ারটেকার'কে জিজ্ঞেস করলেই হবে।

ছবি ব্লগগুলো ঘুরছেন খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.