নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

অল্প গল্প: পাঁচ

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯



১।

ইস ! মাত্র দু’দিন আগে একটা কাজ শেষ করে, বাস থেকে নামার সময় বাঁ পায়ের রগে টান লাগে। টান লাগার সময় অনুভব পেলাম, মেরুদণ্ডেও যেন টান লাগল। পা’টা ভারী ভারী মনে হল। হাঁটা যাচ্ছে না। পা মাটিতে ফেললেই টানটা ফিরে আসছে। কোন মতে রাস্তায়, পা ঘষে ঘষে বাড়ি ফিরলাম। ভাগ্য ভালো, তখন প্রায় রাত ৮টার মতো বাজে। তাই কেউ তেমনভাবে আমাকে খেয়াল করেনি।

পরদিন বাবা সাথে করে নিয়ে গিয়েছিল, অর্থোপেডিক এবং নিউরোসার্জনের কাছে। কারণ পরিচিত একজন বলেছিল, দু’জনকেই দেখাতে। উদ্দেশ্য তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় কিনা ! না, মোটামুটি দু’জনেরই বক্তব্য এক, সাত থেকে দশ দিন পা টান করে সোজা রাখতে হবে। কোন হাঁটা যাবে না।

তিন দিন পর, অনার্স ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা। কার্জন হলে। মিরপুর দশ থেকে যেতে হবে। শুয়ে-বসে পরীক্ষার প্রস্তুতি নিতে তেমন কোন সমস্যা হলো না। তাই হাতে একটু সময় নিয়ে, এলাকার ছোট ভাইকে সঙ্গি করে একটা সিএনজি নিয়ে বের হয়ে পড়ি। এ মা, একি !! শ্যামলীতে আসার পর সিএনজি আর চলে না। আগে নামা হয়নি। কারণ হাঁটতে পারবো না। তাই সামনে পিছনে গাড়ির জটলা বেঁধে গেছে। এক পাশের রাস্তা বন্ধ করে দিয়েছে। লোকমুখে শোনা যাচ্ছে, একজন নাকি ভিআইপি আসবে ! তার জন্যই শতশত সাধারণ মানুষের এই দুর্ভোগ। সাধারণ মানুষগুলোর কি স্বাভাবিক ভাবে বেঁচে থাকার অধিকার নেই !


স্বাধীন দেশে এ কোন পরাধীন আমি !


২।

কি, আমাকে চেনা চেনা মনে হচ্ছে ! ভয় পাচ্ছো। নাকি আমাকে দেখে ঘাবড়ে গেলে। একটু অবাক হচ্ছো, সেটা মেনে নেওয়া যায়। কারণ আমি, তোমার রূপ নিয়ে তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। তুমি এখন আর কোন কথা বলতে বা শব্দ করতে পারবে না। শুধু মরা মাছের দৃষ্টি নিয়ে কিছুক্ষণ আমাকে দেখতে পাবে। তোমার প্রাণ পাখি এখনো উড়ে যায়নি। তাই তোমার সাথে থাকা এ মানুষগুলোর আশা, তুমি বেঁচে যাবে !

দেখতে পাচ্ছো, ওপাশের রাস্তা একদম ফাঁকা। তোমাদের দেশের একজন নাকি ভিআইপি আসবে। তাই এপাশে তোমার অ্যাম্বুলেন্স আর চলছে না। চালক ভেবেছিল সাধারণ জ্যাম। তাই আর গাড়ি, আইন ভেঙ্গে বিপরীত লেনে ছুটে যায়নি। এখন আর গাড়ি ঘুরাতে পারবে না। সামনে-পিছনে তোমার বেঁচে থাকার প্রতিবন্ধকতা।

আমাকেও হঠাৎ হুকুম করে বলা হলো, তোমাকে নিয়ে আসতে। আরে বোকা, এখনো চিনতে পারোনি। আমিই যমদূত। তোমার আত্মা নিতে এসেছি। যদিও তোমার আরো কিছু দিন বেঁচে থাকার কথা ছিল। আশা ছিল। চেষ্টা করার সুযোগ ছিল।

কিন্তু না, স্বাধীন দেশে তুমি পরাধীন মৃত্যু পথযাত্রী ! যেখানে অনিয়ম করে নিয়ম ভাঙ্গে প্রতিনিয়ত।

মন্তব্য ১৪৪ টি রেটিং +৩১/-০

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

কামরুন নাহার বীথি বলেছেন: অত্যন্ত দুঃসহ ও দুঃখকর ব্যাপার!!!! :(
এ দেশ কি শুধু ভি আই পি দের একার?? তাদের বিশেষ সুবিধা দিতে হবে ভাল কথা।
ডিভাইডারের বাইরে আরেকটা লেন আপনারা করে নিন, হে দেশের মালিকগন!!!
যে লেন দিয়ে আপনারা, শুধু আপনারাই চলবেন!!!
আর চলবে অ্যাম্বুলেন্স এবং ফায়ারসার্ভিস -এর গাড়ীগুলো!!!

অনেক ধন্যবাদ দাদা!!!

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

সুমন কর বলেছেন: আমার গল্পের মূল বিষয়টিই তুলে ধরেছেন। আলাদা লেন করা হোক, চলবে ভিআইপি, অ্যাম্বুলেন্স এবং ফায়ারসার্ভিসের গাড়ীগুলো। মাঝে মাঝেই এমন অবস্থার মধ্যে পড়তে হয়, সাধারণ মানুষদের।

আগেই ঘোষণা দিক; কখন, কোথায় এবং কোন রাস্তায় তারা যাবে !! তাহলে আমরা, আগে বের হবে।

২| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু না, স্বাধীন দেশে তুমি পরাধীন মৃত্যু পথযাত্রী ! যেখানে অনিয়ম করে নিয়ম ভাঙ্গে প্রতিনিয়ত।

খুবই দু:খ জনক! কবে বদলাবে এই দিন!!!!!!!!!!!!!!!!!!!!! ???????????

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সুমন কর বলেছেন: আর কি বদলাবে !!! আরো বেশী হচ্ছে।

এসব দেখলে আসলেই মেজাজ খারাপ হয়ে যায়।

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

জেন রসি বলেছেন: অল্প গল্পে, অল্প ভাষায় অনেক বিশাল একটা সমস্যা তুলে ধরেছেন।

চমৎকার। শুভেচ্ছা।

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

সুমন কর বলেছেন: অল্প-গল্পে আমি কিছু বলার চেষ্টা করি।

আপনাদের সাথে পেয়ে ভালো লাগে।

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

পাঠক মানব বলেছেন: কামরুন নাহার বীথি @ ডিভাইডারের বাইরে আরেকটা লেন আপনারা করে নিন, হে দেশের মালিকগন!!!
যে লেন দিয়ে আপনারা, শুধু আপনারাই চলবেন!!
আরও ভাল হয় হেলিকপ্টার ব্যবহার করেন।

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

সুমন কর বলেছেন: হুম, আরো ভাল হয় হেলিকপ্টার ব্যবহার করেন !! তাহলে আর সাধারণ মানুষদের কষ্ট হবে না।

৫| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

শতদ্রু একটি নদী... বলেছেন: জনগন চাদা তুলে হেলিকপ্টারই কিনে দিক। উনাদেরও ভাব আরো বাড়বে আবার জনতাও ভোগান্তি থেকে বাচবে। জ্যামে আটকে হাজার হাজার গাড়ির বছর ব্যাপী কোটি কোটি টাকার তেলও পুড়বেনা। আমরাও দেশের বাইরে গেলে গর্ব নিয়ে বলতে পারবো, আমরা আমাদের জনপ্রতিনিধিদের অন্যরকম সম্মান দেই। ওদের মাথার উপর তুলে রাখতে চাই। তাই তারা আজকাল গাড়িতে চলেনা, হেলিকপ্টারে করে জনতার মাথার উপর দিয়ে উড়ে বেড়ায়।

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

সুমন কর বলেছেন: চমৎকার এবং কাজের মন্তব্য করার জন্য ধন্যবাদ, নদী ভাই।

আমরাও দেশের বাইরে গেলে গর্ব নিয়ে বলতে পারবো, আমরা আমাদের জনপ্রতিনিধিদের অন্যরকম সম্মান দেই।

৬| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

হঠাৎ ধুমকেতু বলেছেন: ভিআইপি ভেরি ইরিটেটিং পারসন

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

সুমন কর বলেছেন: ভিআইপি ভেরি ইরিটেটিং পারসন -- সহমত।

৭| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

অন্ধবিন্দু বলেছেন:
গল্পকার রাস্তা-ঘাটের ভিআইপিদের ওপর খুব চটেছেন বুঝতে পারছি। আসলে অল্প করে বিরাট দুর্ভোগের গল্প যা করলেন; আচারটি স্বাধীনতা-বিরুদ্ধই বটে। আমি বলি- আগুনে পুড়িয়ে মারা হয়... তাই অ্যাম্বুলেন্সে মরতে পারলেও তো ভালো !

একজনের জন্য শতশত সাধারণ মানুষে এই দুর্ভোগ পড়ছেন এবং সহ্যও করছেন বছরের পর বছর। সাবাস গণতন্ত্র !

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: আসলে অল্প করে বিরাট দুর্ভোগের গল্প যা করলেন; আচারটি স্বাধীনতা-বিরুদ্ধই বটে। ....একজনের জন্য শতশত সাধারণ মানুষে এই দুর্ভোগ পড়ছেন এবং সহ্যও করছেন বছরের পর বছর। সাবাস গণতন্ত্র !

কি আর বলবো, যা বলার আপনিই যথার্থভাবে বলে দিয়েছেন !! আমরা শুধু নীরব দর্শক !!

৮| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমি সেদিন রাস্তায় দেখেছি একজন মহিলা বন্ধ হয়ে যাওয়া মানে বন্ধ করে রাখা এক জ্যামের মধ্যে নেমে চিৎকার করে বলছে, একটু জায়গা দিন। আমার স্বামী মারা যাচ্ছে উনাকে হসপিটাল নিতে হবে। উনি সাধারণ এক সি এন জি তে ছিলেন। আশে পাশের মানুষজন চেষ্টা করছিলো তার সি এন জি এগিয়ে নেবার। কিন্তু এক তিল পরিমান জায়গা দিয়ে কি সি এন জি যেতে পারে?

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

সুমন কর বলেছেন: এরূপ ঘটনা আমিও মাঝে মাঝে নীরবে দেখি -- আর চিন্তা করি, একটি মৃত্যু পরিবারকে একদম অন্য রকম করে দেয়। ধ্বংস।

তবুও তারা ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ করে রাখে......সাবাস গণতন্ত্র !

৯| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: খুবই দুঃখজনক গল্প । অল্প গল্পে বিশাল অর্থ বহন করে । এসব নিত্যদিনের ঘটনা । এমন অনেক কাহিনী ঘটে যায় আনাচে কানাচে আমরা কয়জনেরইবা খবর রাখি ? আর এই সব অনাকাঙ্খিত ঘটনার দায়বার কারো কাছে বর্তায় না । আমার খুবই ইচ্ছা এই সব সো কল্ড ভি আই পি রাও এমন অকাঙ্খিত পরিস্থিতির শিকার হয়ে যমদূতের সাথে মোলাকাত করুক । এরা থাকার তো কোন দরকার নেই, থেকে কী হবে ।

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: হাহাহা.....ভালো বলেছেন। তবে কিছুদিন আগে, শুনলাম এক মন্ত্রী জ্যামের মধ্যে কোট পড়েই গাড়ি থেকে নেমে হেঁটে গেছে।

এগুলোর জন্য একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত।

১০| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: নিয়ম তো এমনই হওয়া উচিত । কোন বিশেষ কারণ ছাড়া মন্ত্রীরাও জন সাধারণের সাথে জ্যাম উপভোগ করতে করতে যাওয়া । এতে তারাও কাছ থেকে বুঝতে পারবে জনগণের দুর্ভোগগুলো এবং দ্রুত সমাধানের চেষ্টাও করবে ।

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

সুমন কর বলেছেন: আমিও চাই, তারা একইভাবে দুর্ভোগের সম্মুখীন হোক। তাহলে যদি কিছুটা পরিবর্তন আসে।
প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।

১১| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

কাবিল বলেছেন: ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে.....

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:২২

সুমন কর বলেছেন: আমি না......... কে !!!!!

১২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

আরণ্যক রাখাল বলেছেন: এটাই জীবন এদেশে!
ভাল লাগল অনুগল্পটা| সুন্দরভাবে তুলে আনতে পেরেছেন সঠিক চিত্র| ২ পরিচ্ছেদের চমকটা জোরালো ছিল| যমদূতের কন্ঠেও হতাশার বানী

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

সুমন কর বলেছেন: এটা বাংলাদেশ, তাই উনার মনেও হতাশা !!

১৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

অগ্নি সারথি বলেছেন: যে দেশে তেল আর ঘি এর দাম সমান সেখানে আইন কানুন সর্বনেশে তো হতেই হবে।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

সুমন কর বলেছেন: স্বাধীন দেশে এ কোন পরাধীন আপনি !

১৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:০১

সুমন কর বলেছেন: এবং কষ্টকর !

১৫| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

সাহসী সন্তান বলেছেন: সুমনদা, আপনার অল্প গল্প: পাঁচ অফ লাইনেই পড়েছিলাম! খুব অল্প কথাকে দেশের বাস্তব কিছু চিত্রকে সুন্দর ভাবে তুলে আনতে পেরেছেন!!

শুভ কামনা!

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

রিকি বলেছেন: দেশের বাস্তব পরিস্থিতির উপর আলোকপাত এবং অদৃশ্য চপেটাঘাত। অনেক অনেক ভালো লেগেছে দাদা :) :) :)

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২

সুমন কর বলেছেন: অদৃশ্য চপেটাঘাত ইচ্ছে করেই মারা !!

কারণ এসব হচ্ছে প্রতিনিয়ত।

১৭| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

দৃষ্টিসীমানা বলেছেন: সময় উপযোগী লেখা । ধন্যবাদ আপনাকে ।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১৮| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সমস্যাটা অতি তীব্র হলেও কিচ্ছু করার নেই । ভিঅাইপিদের ব্যাপার-স্যাপার সবই অালাদা । কারো মৃত্যুতে তাদের কিছু যায় অাসেনা ।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

সুমন কর বলেছেন: কারো মৃত্যুতে তাদের কিছু যায় অাসেনা... পুরো পরিবারটি কিন্তু পঙ্গু হয়ে যায়। অসহায়ের মতো আমরা বসে থাকি !!

১৯| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

কিরমানী লিটন বলেছেন: "স্বাধীন দেশে তুমি পরাধীন মৃত্যু পথযাত্রী ! যেখানে অনিয়ম করে নিয়ম ভাঙ্গে প্রতিনিয়ত।"-গভীর বোধের লিখনি...
আমাদের রক্ত জলে-এরা তৃষ্ণা মেটায়,আমাদের টাকায় বিলাস-বৈভবে,আমাদেরই কলিজাকে পিষ্ট করে এরা-প্রতিনিয়ত।একমাত্র আমাদের জেগে উঠাই-অবসান হবে,এই নির্দয়,নির্মম,নিষ্ঠুর-খেয়ালী বিলাসিতা।
আসছে আগামী আমাদেরই জেগে উঠার প্রত্যাশায় ...

অনেক চমৎকার ভাবে,নিষ্ঠুর বাস্তবতাকে উপজীব্য করে-নান্দনিক উপলব্ধির বিষয়কে চোখের সামনে তুলে ধরেছেন,অভিবাদন প্রিয় দাদাভাই-সুমন কর, স্যালুট আপনাকে ...

শুভকামনা রইলো,অ -নে -ক ... .. . !!!!

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫

সুমন কর বলেছেন: আমাদের রক্ত জলে-এরা তৃষ্ণা মেটায়,আমাদের টাকায় বিলাস-বৈভবে,আমাদেরই কলিজাকে পিষ্ট করে এরা-প্রতিনিয়ত।একমাত্র আমাদের জেগে উঠাই-অবসান হবে,এই নির্দয়,নির্মম,নিষ্ঠুর-খেয়ালী বিলাসিতা।
আসছে আগামী আমাদেরই জেগে উঠার প্রত্যাশায় ...
-- চমৎকার বলেছেন।

আপনার মতো একজন প্রিয় ছোট ভাই পেয়ে, খুব ভালো লাগছে। কারণ আমার নিজের আপন ছোট ভাই নেই।

খুব ভালো থাকা হোক, সারাটি সময়।

২০| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

গেম চেঞ্জার বলেছেন: নিয়মিত অনিয়মগুলোই করা হয় আমাদের স্বাধীন দেশে। ব্যাপারটা ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে। এই অনিয়মে ১৮ বছরের তরুণেরাও হাঁপিয়ে ওঠে প্রতিনিয়ত। ভিআইপিদের জন্য স্বাধীনতাকে অপমানিত করা হচ্ছে সেটা কি অনুধাবণ হবে না কোন দিনই?

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: গল্পের আড়ালে কিছু বলার চেষ্টা। ধন্যবাদ।

২১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:০৩

কিরমানী লিটন বলেছেন: "তখনও ভক্ত ছিল-ফুল হাতে দাড়িয়ে-
দেবতার দেখা নাই,বেলা গেলো গড়িয়ে "...

আমাদের নয় ভাই-বোনের পরিবার ছিল।পাঁচ ভাই-বোন,একই সাথে ভার্সিটিতে পড়ার কারনে পরিবারে বেশ টান পোড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছে।সকালে পরিবারের সবাই পান্তা ভাত-পরিমানে খুবই সামান্য খেলেও,একজনের জন্য প্রতি দিনই গরম ভাত রান্না হতো-সে বড় ভাই।সিক্সে উঠার পরই সে জিন্স প্যান্ট পেলেও-আমি এসএসসি পাসের পর,প্রথম ফুল প্যান্ট পাই,তাও আবার বড় ভাইয়ের পুরনো প্যান্টকে রি-সাইজ করে।পরিবারের সবাই এই ভাইয়ের প্রতি সেক্রিফাইজ করাটা-একরকম ইবাদতই মনে করতো।সব কিছু পাওয়ার বেলায়-সে ছিল স্পেশাল।এরজন্য অবশ্য আমাদের কোন ক্ষোভ ছিল না।
দেবতার আসনে বসিয়ে,নিয়ত যাকে পুজো দিতাম-সেই বড়ভাই বাবা-মায়ের মৃত্যুর পর,ভুলে ছেড়ে গেছে আমাদের সুখের স্বর্গকে-এতিম খানা আখ্যা দিয়ে।অথচ সে সময় তার সাহায্য,আমাদের খুব প্রয়োজন ছিল!!

আপনাকে বড়ভাই হিসাবে পেয়ে-ভাইয়ের স্নেহের সেই দিনগুলি মনে পড়ে গেলো,চোখের জল কিছুতেই থামাতে পারছিনা...
অনেক সুখে থাকুন প্রিয় বড় ভাই,শ্রদ্ধায়-ভালোবাসায় ...



০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

সুমন কর বলেছেন: আপনার মন্তব্যটি রাতেই পড়েছিলাম এবং মন খারাপ হয়ে গিয়েছিল, তাই আর উত্তর করিনি। তাছাড়া কাল রাতে আর ব্লগে বসা হয়নি।

আপনার সেই ভাই-ভাবীর কাহিনী, আমি জানি। মানে ব্লগেই পড়া হয়েছে এবং সেখানে আমি উপযুক্ত মন্তব্যটিই করি। তাই এখন আর বললাম না।

ব্লগে এসে, অনেককে পেয়েছি। ছোট-বড়-সম বয়সী, সব ধরনেরই। তাঁদের সাথে কথা হয়না কিন্তু ডিজিটাল যোগাযোগটা হয়। মানে ফেসবুক আর ব্লগে। তবে আমি ফেবু তেমন ব্যবহার করিনা। শুধু পেজটা দেখে, কিছু লেখা পড়ে চলে আসি। ব্লগে থাকতেই ভালো লাগে। এখানে এসে ছোট ভাই হিসেবে কাছে পেয়েছি স্বপ্নবাজ অভি, একজন আরমান, তুষার কাব্য, মাহমুদ০০৭, প্রবাসী পাঠক.....আরো কিছু। কাল আপনাকে পেলাম। আর বড় ভাই ও বন্ধু হিসেবে পেয়েছি অনেককে।

সমানে এগিয়ে যান। দেখবেন, জীবনে হয়তো অনেক বড় পরিবর্তন অপেক্ষা করে আছে। সব বদলে যাবে, সুন্দর হবে।

পাশে থাকার চেষ্টা করবো। দরকার হলে বলতে, দ্বিধা করবেন না।

আমি ফেসবুকে Suman Kar নামে আছি। চাইলে খুঁজে নিতে পারেন। একটা মেসেজ দিয়েন, তাহলেই ভালো হবে। কারণ সুমন তো, অভাব নাই।

ভালো থাকুন।

২২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: এতই ভিআইপি তাহলে তারা আলাদা রাস্তা বানিয়ে নিক চলাচলের জন্য।
প্লেন কিনুক। জনগণের টাকা তো এমনিই মেরে খায়।
এমনিতেই জনগণের উপর অত্যাচার - প্রহসন করে, প্লেন কিনার টাকা মারতে চাইলে তো আমাদের আর কিছুই করার থাকবে না।

নাহলে, অ্যাম্বুলেন্স-ফায়ার সার্ভিসের জন্য আলাদা রাস্তা বানিয়ে দিক।

অ্যাম্বুলেন্সের যাত্রীটাকে যেমন যমদূত ভীড়ের মাঝেও খুঁজে নিয়েছে, তেমন করে ঐ ভিআইপিকেও খুঁজে নিবে। যতই ব্যারিকেডে, পুলিশি পাহাড়া বসাক - যমদূত ঠিকই এসে তাকেও নিয়ে যাবে। এইটা কাগজে লেইখা তাদের মাথায় রাইফেল দিয়ে গুলি করে ঢুকিয়ে দেওয়া উচিৎ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: আরে ভাই, তাদের ছেলেমেয়ে একটু বড় হলেই পড়াশুনার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। আর অসুস্থ হলে প্লেনে করে.... সিঙ্গাপুর।

তবে আপনি যা বলেছেন, তা কিন্তু মন্দ নয়। ......যমদূত ঠিকই এসে তাকেও নিয়ে যাবে।

আমরা স্বাভাবিক জীবনযাপন চাই।

২৩| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১০

পার্থ তালুকদার বলেছেন: কিন্তু না, স্বাধীন দেশে তুমি পরাধীন মৃত্যু পথযাত্রী !
যেখানে অনিয়ম করে নিয়ম ভাঙ্গে প্রতিনিয়ত।.......

চমৎকার লাগলো।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: সময় করে এসে, মন্তব্য করে যাবার জন্য ধন্যবাদ।

২৪| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

বৃতি বলেছেন: সমসাময়িক সমস্যা নিয়ে সুন্দর গল্প। শুভেচ্ছা, সুমন ভাই।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: এ সমস্যা প্রতিনিয়ত ঘটছে। ....শুধু প্রতিকার নাই।
ভালো থাকুন।

২৫| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

মাহমুদ০০৭ বলেছেন: ভালো লাগলো , ভিআইপি না বলে আসলে রাজা বলা উচিত ।
শুভেচ্ছা সুমন ভাই

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: রাজা বললেও অসুবিধা নাই.....

ভালো থেকো।

২৬| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

প্রবাসী পাঠক বলেছেন: স্বাধীন দেশের পরাধীন নাগরিক আমরা।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: হুম, তাই তো মনে হয় !! ধন্যবাদ।

২৭| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

হাসান মাহবুব বলেছেন: কে বলেছে আমরা স্বাধীন না! আমরা ৫৭% স্বাধীন।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

সুমন কর বলেছেন: বাকি ৪৩ % কই, কবে পামু.....

ভালো থাকুন।

২৮| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

তাসজিদ বলেছেন: আপনি ভিআইপি হলে এ দেশ আপনার জন্য স্বর্গ।

আপনি ভিআইপি না হলে এ দেশ আপনার জন্য .।.।.।.।.।.।.।.।.।.।.।।। কি তা আমিও জানি না। নরক থেকেও .।.।.।।।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

সুমন কর বলেছেন: তা আর বলতে .... !!! আমরা নরকেই থাকি.....তারা থাকে...........স্বর্গ কাছে কিনা, সেখানে !!

২৯| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

প্রামানিক বলেছেন: ভাই আপনার দুখের কথা তো শুনলাম, এবার আমার দুখের কথা শোনেন সাড়ে তিনটায় অফিসে মিটিং, ১-২৭ মিনিটে ফার্মগেট ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে ওখান থেকে পল্টন মোরে যখন বাস থেকে নামলাম তখন পৌনে ছয়টা। এবার আপনিই বলেন আমার চাকরী কি থকে? অথচ সরকার দলের মিটিং সরকার প্রধান আসা যাওয়া ঠিকই করছে শুধু পাবলিকের বাস এক পা নড়ে না।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

সুমন কর বলেছেন: ভাই, দু'টোর একটিও আমার ঘটনা না। তবে এসব হচ্ছে, আমাদের চোখের সামনেই। কাল আমারও হতে পারে কিংবা আপনার !! আমি এ সিরিজটিতে কিছু বলার চেষ্টা করি।

আপনি নেমে হেঁটেই যেতে পারতেন কিংবা মিটিং এ যদি অবশ্যই উপস্থিত থাকার বাধ্যতামূলক থাকতো, তবে কি করতেন? তারাও যাক, পাবলিকের মতো। যেমনটা বিভিন্ন দেশে হয়ে থাকে।

ভালো থাকুন।

৩০| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

জুন বলেছেন: এখানে রাস্তাঘাটে চলি আর দেশের কথা মনে পরে। ভয়ংকর যানজটের কথা মনে করে দিনের পর দিন শত দরকারী কাজেও ঘরে বসে থাকা। খালি মনে হয় কেন ভি আই পি হয়ে জন্ম হোলাম না। সেদিন ফ্লাইট ৪৫ মিনিটস ডিলে করলো একজন ভি আই পি প্যাসেঞ্জারের জন্য। সেও কি যানজটে আটকে পরেছিল নাকি কে জানে সুমন কর! শুধু শুধু ভি আই পি দের পেছনে লাগেন খালি খালি /:)
ভালোলাগলো অনুকাহিনী।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: আপু, আপনি তো বেঁচে গেছেন !! শুধু দেশের কথা মনে করেন আর একা একা সারা বিশ্ব ঘুরে বেড়ান। আপনিও কি ভিআইপি !! তাহলে ওপাশেই থাকুন। !:#P এপাশে সাধারণ জনগণের বেঁচে থাকা, দুষ্কর !

ভালো থাকুন।

৩১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "স্বাধীন দেশে তুমি পরাধীন মৃত্যু পথযাত্রী ! যেখানে অনিয়ম করে নিয়ম ভাঙ্গে প্রতিনিয়ত।"

বড়ই নির্মম !!!!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫

সুমন কর বলেছেন: এ সমস্যা প্রতিনিয়ত ঘটছে....

৩২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: দেশের এই হাল অনেক আগে থেকেই বিরাজমান , হয়তো আগের চেয়ে আরও বেশী খারাপ হয়েছে । ঢাকা শহরের উপর অনেক চাপ । অপরিকল্পিত একটি বাসের অযোগ্য নগরীর নাম ঢাকা । ভীষণ খারাপ লাগে দেশটার এই অবস্থা দেখে । খারাপ লাগা ছাড়া আর কিছু হয়তো করারও নেই আমাদের ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

সুমন কর বলেছেন: অপরিকল্পিত একটি বাসের অযোগ্য নগরীর নাম ঢাকা । ভীষণ খারাপ লাগে দেশটার এই অবস্থা দেখে । -- আসলেই আমাদের কিছু করার নেই।

শুভ রাত্রি।

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:০১

সচেতনহ্যাপী বলেছেন: কাল মন্তব্য করতে যেয়ে দেখি লগআউট,তখন বন্ধ করেই দিয়েছিলাম।। অভিযোগও জানিয়েছিলাম।। যাক আজ আবার ফিরে এলাম।।
বড় কষ্ট লাগে যখন একটি অতি সাধারন মানুষকে নির্বাচিত আমরাই ভিআইপি বানাই।। কিন্তু কিছুদিন পর যখন দেখি তারই ক্যাডারদের চাদার চাপে আমার ক্ষুদ্র ব্যাবসাও লাটে উঠার যোগার,বন্ধ মেয়ের কলেজে যাওয়া,ছেলের এইদলে নাম লেখানো ইত্যাদি ইত্যাদি এরপরও যদি বেচে থাকি তখন আঘাতটা আসে খোদ আমারই নির্বাচিত ভিআইপির কাছ থেকে,আপনার গল্পের মতই।। কিন্তু এর দায়ভাগটা নিয়েও যদি আমরা ভাবতে পারতাম....

০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

সুমন কর বলেছেন: হাহাহা....লগআউট। আবার ফিরে এসেছেন বলে, খুশি হলাম।
আর যা বলেছেন, সহমত।

আজ সকাল ৭.১৫মিনিটেই এক ভিআইপির যন্তণায় পড়েছি। তাহলেই বলুন, কেমন লাগে !! তবে সকাল বলে, বেশীক্ষণ লাগেনি। কিন্তু অন্য সময় হলে, অবস্থা খারাপ হয়ে যেত !!

ভালো থাকুন।

৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

গোর্কি বলেছেন:
চল্লিশ বছরের ওপরে পার হয়ে গেল, কেউ কথা রাখে নি। শোষণ-বঞ্চনার ইতিহাস আদৌ সমাধান হবে কী? অগ্নিঝরা লেখনীর মাধ্যমে অচিরেই সমাধান হবে বলে আশাবাদী।

০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

সুমন কর বলেছেন: আর মনে হয়, কেউ কথা রাখবে না !!! .........হাহাহাহা

সমস্যার সমাধান হোক, এটাই কাম্য।

৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

মামুন রশিদ বলেছেন: অনিয়মই নিয়ম যে দেশে, কর্তারা নিয়ম ভাঙ্গবেন হেসেহসে..

০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

সুমন কর বলেছেন: আপনাকে পেয়ে ভালো লাগছে। আপনিই কিন্তু প্রথম বলেছিলেন, এ সিরিজটি করে যেতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

৩৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

কলমের কালি শেষ বলেছেন: অল্পগল্পে বাস্তবাতা আছে । যা এখনই খুব চলছে ।
তবে এই অল্পগল্পগুলো মোটামুটি লেগেছে । আপনার আগের অল্পগুল্পগুলোর মত হয়নি মনে হচ্ছে । একটু সাদামাটা মনে হচ্ছে ।

ভাল থাকুন । :)

০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: ওকে ওকে....পরের পর্বে চেষ্টা থাকবে। প্রতিটি পর্বে একটি বিষয় ফোকাস করি। দেখি এরপর কি করা যায় !!

ভালো থাকুন।

৩৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

আবু শাকিল বলেছেন: সুমন দা- অনিয়ম যেখানে নিয়ম হয়ে দাড়িয়েছে সেখানে সবকিছু স্বাভাবিক ।
বাস্তব চিত্র লিখেছেন ।
পোষ্টের জন্য ধন্যবাদ ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

সুমন কর বলেছেন: সবকিছুই স্বাভাবিক ভাবে মেনে নিতে হয় কিংবা বাধ্য...

ভালো থাকুন।

৩৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,



যেখানে অনিয়ম করে নিয়ম ভাঙ্গে প্রতিনিয়ত। এটা হবে না হবে ----
নিয়ম করেই নিয়ম ভাঙে প্রতিদিন । যেমন - "রেগুলারলি ইররেগুলার" তেমনি ।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪

সুমন কর বলেছেন: "রেগুলারলি ইররেগুলার" -- ভালো বলেছেন।

হুম, এখন তাই হচ্ছে। এ থেকে মুক্তির কোন উপায় নেই !!

৩৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৪

ব্লগার মাসুদ বলেছেন: মনে হচ্ছে এদেশের জন্য এটা একটা প্রতিনিয়ত নিয়ম হয়ে দাঁড়িয়েছে । রাস্তায় বের হলেই ভি আই পি ।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

সুমন কর বলেছেন: সাথে থাকা এবং পড়ার জন্য ধন্যবাদ।

৪০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

এহসান সাবির বলেছেন: আর দাদা কি বলব.....

রাস্তা বন্ধ দুর্ভোগ...

এ তো বাস্তব গল্প হয়ে গেল!!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: অল্প-গল্পে কিন্তু বাস্তবতাই থাকে।

ভালো থেকো।

৪১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

নেক্সাস বলেছেন: কিন্তু না, স্বাধীন দেশে তুমি পরাধীন মৃত্যু পথযাত্রী !
যেখানে অনিয়ম করে নিয়ম ভাঙ্গে প্রতিনিয়ত।....


চমৎকার অনুগল্প

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

সুমন কর বলেছেন: আপনার কবিতাটি পড়ে মন্তব্য করে আসলাম, চমৎকার হয়েছে।

অল্প-গল্প পড়ার জন্য ধন্যবাদ।

৪২| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

আহমাদ জাদীদ বলেছেন: হেলিকপ্টার ব্যবহার করলে কি সমস্যা উনাদের বুঝে পাই না ।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: আমরা সাধারণ জনগণ, তাই এসব বুঝতে পারি না !!! উনারাই ভালো জানেন।।

পড়ার জন্য ধন্যবাদ।

৪৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: মানুষের কষ্ট আর অসহায় অবস্থা দেখতে খুব কষ্ট লাগে । আর যখন দেখি মানুষ সৃষ্ট কষ্ট সেটা আরও খারাপ লাগে ।

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

সুমন কর বলেছেন: আমারও খুব খারাপ লাগে, যখন দেখি কিছুই করার নেই !!

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৪৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

কলমের কালি শেষ বলেছেন: কেমন আছেন সুমন ভাই ?

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: ভাই, দৌঁড়ের উপর আছি.... :(

আশা করি, ৩/৪দিনের মধ্যে ফ্রী হতে পারবো। তাই ব্লগে কম থাকছি।

খবর নেবার জন্য অনেক ধন্যবাদ।

৪৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

রোদেলা বলেছেন: আমাদের যাপিত সময় উঠে এসেছে আপনার লেখায় ,তার মধ্যে চির চেনা গন্ধ।আপনেরে কি কইতাম,এদের হেলিকপ্টারের ব্যবস্থা করা দরকার।চলেন মিরপুর থেইকাই চান্দা তুলি আগে.।হা হা হা.।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

সুমন কর বলেছেন: তা কবে থেকে শুরু করতে চান, চান্দা তুলতে...!! (আমি আশে পাশেই থাকি)
এভাবে তো মানুষদের কষ্ট দেবার কোন মানে হয় না !!!
চান্দা তুইল্যা হেলিকপ্টার কিনুন কুনু ব্যাপারই না.... ;) যে পরিমান মানুষ জ্যামে বইস্যা থাকে, তারা ব্যাভাগতেই চান্দা দিবো.. ;)

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৪৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

জুন বলেছেন: গাড়ির ঝটলা বেঁধে গেছে।
এটা জটলা হবে। এতদিনে সুমন করের একটা বানান ভুল ধরতে পেরেছি B-)

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

সুমন কর বলেছেন: হাহাহা...... !:#P খুব ভালো হয়েছে। তাইতো আবার আপনার মন্তব্য পেলাম.. ;) [এরপর আরো ভুল রাখতে হবে... :P ]

ধরিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।
সাথেই থাকুন। আমি কিন্তু ৮০ টাকার নাস্তা চাইনি.... ;)

৪৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

রোদেলা বলেছেন: ঠিকানা দিন,আগে আমি আপনের কাছ থিকা চান্দা তুলি। :D

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১

সুমন কর বলেছেন: হুম, শিয়ালের কাছে মুরগি জমা দেয়া.... ;) ....আমি আপনের বাড়ির তিনটা পরেই থাকি.... তাই কাল আসার সময় আপনেরটাই (চান্দা) আগে নিয়ে আসুম। .............হাহাহাহোহোহো.... B-) ;)

৪৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

Kazi Tuhin বলেছেন:
অসম্ভব ভালো লেগেছে,
চমৎকার ভাবে গল্পের মাধ্যমে বাস্তবতা
ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ সুন্দর লেখনির জন্য

(মানুষের স্বাধীনতার পতাকা আছে,
আরও আছে পতাকা উড়ানোর জন্য
উন্মুক্ত বাতাসের অভাব) :(

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম..... !:#P

শুভেচ্ছা রইলো।

৪৯| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: ভিআইপিদের জন্য দুর্ভোগের সীমা কতটা অসহনীয় সেটা আমাদের চেয়ে ভালো আর কে বুঝবে,পথে ঘাটে!
যেখানে দল মাত্র একটা আর দেশ মনে হয় তাদের, গণতন্ত্রের নাম মুখে আনাটা আর গণতন্ত্রকে লজ্জা দেয়া সেইম কথা।

০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ভালো লাগল।

৫০| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: অসাধারণ

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

সুমন কর বলেছেন: এ আমি কাকে দেখছি !!! আপনার মন্তব্য কি ১ম পেলাম !!!

খুব ভালো লাগল। !:#P ধন্যবাদ।

৫১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । ভালো লাগলো ।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম... !:#P

আপনার মন্তব্য কি আগে পেয়েছিলাম?

পড়ার জন্য ধন্যবাদ।

৫২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

উর্বি বলেছেন: ভাল লাগা :)

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

নীলপরি বলেছেন: বোধহয় না । আজই এলাম । দেরী করে ফেলেছি। তবে এবার সব পড়ে নেব।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

সুমন কর বলেছেন: আসলে আমিও মনে করতে পারছিলাম না, তাই প্রশ্নটা করেছিলাম। দেরী হবার মতো কিছু নেই। আমি সামুর পাঠক, ব্লগে থাকতেই ভালো লাগে।

শুভ রাত্রি।

৫৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

নীলপরি বলেছেন: আরে আমিও তো সামুর পাঠিকা। পাঠিকা বলেই লেখাগুলো পড়তে দেরী হয়ে গেলো , মনে হল। শুভ রাত্রি। :)

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

সুমন কর বলেছেন: হাহাহাহা......ভালো বলেছেন।

শুভ সকাল।

৫৫| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

নীলপরি বলেছেন: হুম । শুভ সকাল ।:)

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

ঠ্যঠা মফিজ বলেছেন: এটা হল ব্যস্ততম ভি আই পি শহর । এখানে সাধারণ মানুষ বাস যোগ্য না । ধন্যবাদ বিষয়টি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

সুমন কর বলেছেন: তাদের নিয়ে কি আর বলবেন, সবই আমাদের ভাগ্য....

সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

৫৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬

মশিকুর বলেছেন:

আসল সমস্যা হল 'শহরটা অনেক জনবহুল হয়ে গেছে' :(


শুভকামনা।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩

সুমন কর বলেছেন: ভালো থাকা হোক, সব সময়।

ধন্যবাদ।

৫৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন: যানজট সমস্যা সমাধানে এগিয়ে আসার সময় পেরিয়ে যাচ্ছে। ভয়াবহ এই সমস্যা মোকাবিলা করার জন্য আমাদের সঠিক পরিকল্পনার দরকার। দেশে এত ইঞ্জিনিয়ার, স্থপতি, নগরবিদ, সুশীল সমাজ থাকতে এই সমস্যার সমাধান কেও দিতে পারছে না। সবাই শুধু চেয়েই আছে। কেন আমদের কি নেই। মেধা আছে, শ্রমিক আছে, সম্পদও আছে। শুধু নেই সৎ উদ্যোগ ও সঠিক পরিকল্পনা।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: বিস্তারিত মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলেই সব কাজ শেষ করে বাসায় ফিরব অথচ, যানজটের কারণে শুধুশুধু কয়েক ঘণ্টা বাসে দাঁড়িয়ে বা বসে থাকতে হয়। কতো সময় আর এনার্জি নষ্ট হয় !! মাঝে মাঝে মেজাজই খারাপ হয়ে যায় !

ভালো থাকুন।

৫৯| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

দর্পণ বলেছেন: অফলাইনে পড়েছিলাম। মন্তব্য করেছিলাম কিনা মনে নেই। বাস্তব গল্প ভালো লেগেছে।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: অফলাইনে পড়েছেন এবং অনলাইনে ফিরে এসে মন্তব্য করেছেন, অনেক ধন্যবাদ। !:#P

ভালো থাকা হোক।

৬০| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুইটা কি আলাদা দুই গল্প ? আমার কাছেতো একই মনে হলো। শুভেচ্ছা।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে, তাই এমন মনে হচ্ছে।

ভালো থাকুন।

৬১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

সুলতানা রহমান বলেছেন: জ্যাম ……তার সাথে বড় বড় মানুষেরা … :(

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১

সুমন কর বলেছেন: হুম !!

ভালো থাকুন।

৬২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৮

বাংলার ফেসবুক বলেছেন: কোন মতে রাস্তায়, পা ঘষে ঘষে বাড়ি ফিরলাম। ভাগ্য ভালো, তখন প্রায় রাত ৮টার মতো বাজে। তাই কেউ তেমনভাবে আমাকে খেয়াল করেনি।

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

সুমন কর বলেছেন: হাহাহা...কিছু দেখি বললেন না !!! আমার ব্লগে স্বাগতম... !:#P

শুভ কামনা।

৬৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৪

অতঃপর হৃদয় বলেছেন: বাস্তবতা.!!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

শুভ রাত্রি।

৬৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

তামান্না তাবাসসুম বলেছেন: নির্মম বাস্তব। ++++++
ভাল থাকুন, এমন ভাল লেখা আরো লিখুন।শুভকামনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

৬৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :( :(

আর কিছু বলার নাই :( :(

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯

সুমন কর বলেছেন: হাহাহা....আমি তো পাঠক।

আপনার কবিতাটি অন্য ট্যাবে খোলা..... !:#P ভাবছিলাম ওটা পড়ে আজকের ব্লগিং শেষ করবো !!

৬৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮

আমি মাধবীলতা বলেছেন: পোস্টের সাথে একমত । এক ঘন্টার পথ যেতে তিন ঘন্টা লাগলে মনে মনে তাদের মুন্ডুপাত করা ছাড়া উপায় থাকে না !

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

সুমন কর বলেছেন: পরিত্রাণ পাবার জন্য সিষ্টেমের পরিবর্তন আবশ্যক !!

শুভেচ্ছা রইলো।

৬৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

ইষ্টিকুটুম বলেছেন: আমার ওয়েবজিনে স্বাগতম।

পড়ুন। মতামত দিন। আর নিজেও লিখুন।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

সুমন কর বলেছেন: আপাতত ঘুরে আসলাম। সময় করে যাবো।

ধন্যবাদ।

৬৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাবতে ভালোই লাগে, দেশটা কত এগিয়ে গেছে, সাঁইসাঁই করে মসৃণ রাস্তা ধরে গাড়ী ছুটে চলেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের মত দ্রুত। নেটপ্যাডে একটা স্ট্যাটাস আপডেট করে সম্মুখপানে তাকালেন জনৈক ভিআইপি। ফাঁকা রাস্তার সম্মুখে একটা ফ্লাইওভার, আহ সিঙ্গাপুরকে ছুঁতে আর বেশী বাকী নাই। কি মনে করে ডানদিকে তাকাতেই, কালো কাঁচের ভেতর দিয়ে এক অভূতপূর্ব জিনিষ দেখলেন, আগে কেন এটা চোখে পড়ে নাই! দেশে অর্থনৈতিক উন্নতি এতো হয়েছে যে, গাড়ী পার্ক করার জায়গা নেই, তাই রাস্তায় সারি সারি গাড়ী স্থির হয়ে দাড়িয়ে আছে, পার্ক করে। প্রথম দেখায় ভুলে মনে হয় সেই বিরোধী দলের সময়কার জ্যামে আটকে আছে গাড়ীগুলো। নাহ, এবার ডিজিটাল পার্কিং জোন নিয়ে কিছু করতে হয়; কালোই সংশ্লিষ্ট মন্ত্রীদের ট্যাগ করে একটা স্ট্যাটাস দিতে হবে।

স্বাধীন দেশে মুক্ত আমি, ডিজিটাল আমি!


বন্ধু বুঝি খেয়াল কর নাই, এই তৃতীয় অনুগল্পটি পোস্ট করতে ভুলে গেছে। ;) :P

=p~ =p~ =p~

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: হাহাহা.....এবার ইচ্ছে করেই দু'টো দিয়েছিলাম। ;) কারণ সাইজ আগেরগুলোর চেয়ে একটু বড় ছিল। যাক, শেষ পর্যন্ত বন্ধু বিষয়টি ধরতে পারলো। :P

৩য় গল্পটি কিন্তু দারুণ হয়েছে। +।

বন্ধু, ২/৩দিন ধরে দৌঁড়ের মধ্যে আছি। হয়তো এ মাসের বাকিটুকুও থাকবো.. :( তাই ব্লগে কম আসছি। তোমার পোস্টগুলো দেখেছি কিন্তু পড়িনি, তাই মন্তব্যও করতে পারিনি। আশা করি, সময় করে পড়তে যাবো। আজ একটু সময় পেলাম।

ভালো থেকো। শুভ সন্ধ্যা।

৬৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

অভ্রনীল হৃদয় বলেছেন: পড়ে খুব ভালো লাগলো। আমাদের সমাজের বাস্তব চিত্র চমৎকার ভাবে উঠে এসেছে গল্পে। লেখককে ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

সুমন কর বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

৭০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: সিরিজের ষষ্ঠ ইন্সটলমেন্ট কবে?

একটি বিষয়কে কেন্দ্র করে দুটি সমসাময়িক দৃষ্টিভঙ্গি এনেছেন। সেই ভিআইপি দের একজনের পয়েন্ট অফ ভিশনে কিছু কথা পেলে আরও চমৎকার হতো হয়তো।

শুভেচ্ছা।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

সুমন কর বলেছেন: ভিআইপি'দেরটা ভেবে দেখেনি...তারা হয়তো নিজেদের ভিন্ন গ্রহের মানুষ মনে করে (আমাদের দেশে) !!

এ মাসে একটু ঝামেলায় আছি...,দেখি কবে দিতে পারি !!

সাথে থাকার জন্য ধন্যবাদ।

৭১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

ফেরদৌস প্রামানিক বলেছেন: বিড়ালের গলায় এবার ঘণ্টা বাধুন না !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: স্বাধীন দেশে এ কোন পরাধীন আমি - স্বাধীন দেশে সবাই স্বাধীন, শুধু যারা ইচ্ছেকৃতভাবে নিয়ম মেনে চলে বা চলতে চায়, তারা ছাড়া।
ভিভিআইপিদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা এখন সময়ের দাবী। তাদের চলাচলের সময় একাধিক রাস্তা পুলিশ নির্লিপ্ত থেকে আটকে দিয়ে নাগরিকদেরকে যেভাবে দৈহিক ও মানসিকভাবে নির্যাতন করে থাকে, বিশ্বে তার তুলনা বিরল, এমনটি কোন রাজতন্ত্রেও নেই। আটকে পড়া যানবাহনের অহেতুক পোড়ানো জ্বালানী খরচ এবং যাত্রীদের অপচয়কৃত শ্রমঘন্টার হিসেব ধরলে হেলিকপ্টারের ক্রয়খরচ একমাসের মধ্যেই উঠে আসবে।
আজই খবরে দেখলাম, উলটোপথে গাড়ী চালানোর দায়ে দুই ঘন্টায় ট্রাফিক পুলিশ ৫০টি যানবাহনকে মামলা ও জরিমানা করে। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি, এবং একজন মন্ত্রী, কয়েকজন সচিবসহ কথিত ভিআইপিদের।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১

সুমন কর বলেছেন: আপনার কথাগুলোই সত্য। কিন্তু ওরা কখনো এসব নিয়ে চিন্তা করেন নি এবং করবেনও না !! একজনের জন্য ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ করে রাখার কোন মানে হয় না।

পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.