নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

কবিতা: নির্গমন।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩



নিঃস্ব হবার ইচ্ছেতে গুটিয়ে নিয়েছি নিজেকে
ভুলে গেছি, রেখে আসা সব পিছু টান
চলছি নাগরিক জীবনে, মিথ্যে ছন্দ মিলিয়ে
বিমূর্ত তোমার স্মৃতি, শুধু আমারই থাক।

মাঝে মাঝে ভাবি, ফিরবো না বাড়ি আজ
হাজিরার খাতায়, কেউ তুলবে না নাম
রাতের আঁধারে ফাঁকা রাজপথে, ডাকবো তোমায়
কোন এক পথিক, ভেবে যাক পাগল আমায় !

আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি !

আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।

মন্তব্য ২১৩ টি রেটিং +৪৮/-০

মন্তব্য (২১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

কাবিল বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগলো।



একটু বুঝে উঠতে পারছি না।
আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি !

জানি না তো আমি, কোন পথ খুঁজি

আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।

চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

সুমন কর বলেছেন: কাউকে হারিয়ে, আড়ালে চলে যাওয়া বুঝাতে ও দু'লাইন এবং পরে বুকের মাঝে তাঁর সাড়া পেয়ে সেথায় ছুটে যাওয়া... ;)

আরে, আমি কি এতো সব বুঝি !!!

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

মহা সমন্বয় বলেছেন: আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি !

ভাল লাগল। :)

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম.... !:#P

শুভ ব্লগিং।

শুভেচ্ছা রইলো।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

মনিরা সুলতানা বলেছেন: বুকের মাঝের এই আওয়াজ ই
বাচিয়ে রাখে .....

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

সুমন কর বলেছেন: একদম ঠিক বলেছেন !!!

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

লেখোয়াড়. বলেছেন:
এত কেন গুটিয়ে থাকা?
এত কেন লুকিয়ে রাখা?
এত কেন আড়ালে যাওয়া?

মৃত্যুর কাছে সব অর্থহীন!!

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

সুমন কর বলেছেন: কবি, মৃত্যুর কাছে সব অর্থহীন!! এটাই সত্য।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

শূণ্য মাত্রিক বলেছেন: কয়েকবার পড়লাম, খুব ভালো লেগেছে :)

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

আলোরিকা বলেছেন: নিঃস্ব হবার ইচ্ছে গুটিয়ে নিয়েছি নিজেকে
ভুলে গেছি, রেখে আসা সব পিছু টান
লেছি নাগরিক জীবনে, মিথ্যে ছন্দ মিলিয়ে
বিমূর্ত তোমার স্মৃতি, শুধু আমারই থাক। - এভাবে পড়তে ভাল লেগেছে । বাকিটা ভালই :)

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

সুমন কর বলেছেন: তবুও, পড়তে ভালো লেগেছে জেনে, খুশি হলাম ;)

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

জ্যামিতিক লাভ বলেছেন: আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি!

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম.... !:#P

ধন্যবাদ, ভালো থাকুন।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

তার আর পর নেই… বলেছেন: সাত আর আট নাম্বার লাইনে কমা ঠিকমতো হয়নি মনে হয়।
পুরো কবিতা জুড়ে এক ধরণের বিষন্নতা ……+

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

সুমন কর বলেছেন: কি জানি বাপু, তোমরাই জানো.....!!! (হাহাহাহা.....এটি একটি পুরনো নাটকের ডায়লগ)

পড়া এবং প্লাস দেবার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

অগ্নি সারথি বলেছেন: আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।
- কি জানি বুকের মাঝের আওয়াজটা শুনেই কিনা চেনা পথটা ধরে বারবার হেঁটে যাই। ভাললাগা সুমন দা।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

শুভ দুপুর, নাকি বিকেল !! !:#P

১০| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

অগ্নি সারথি বলেছেন: আর শুভ! চাকুরীডা ছাইড়া অখন খালি পায়াকিং এর উপ্রে আছি সুমন দা।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

সুমন কর বলেছেন: হুম !! সেটা জানিয়ে ছিলেন। আশা করি, সব কিছু ভালো হয়ে যাবে।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

কথাকথিকেথিকথন বলেছেন: আপনি এতো সুন্দর লেখেন কিন্তু কম লেখেন কেন ? আমরা আরো লেখা চাই । সাহিত্যের সমৃদ্ধি চাই ।

কবিতায় অনেক ভাল লাগা ।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

সুমন কর বলেছেন: আরে এ কি বলে !!!
আপনাদের সুন্দর সুন্দর কবিতা পড়ে, মাঝে মাঝে আপনাদের বিরক্ত করতে কিছু লিখে ফেলি !! !:#P

ধন্যবাদ, ভালো থাকুন।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে দাদা। কবিতার দেওয়ালে যে বিষণ্ণতার পুরু স্তর জমেছে তা প্রকট।

কথাকথিকেথিকথন এর সাথে একমত।

+++

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

সুমন কর বলেছেন: কবিদের সুন্দর মন্তব্য পেয়ে, অকবি খুশি হলো...... ;)

ভালো থেকো।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: বিরক্ত করা থেকেই যদি সুন্দর কিছু পাই তবে আমরা বিরক্ত করাটাই চাই !!!

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: হাহাহা............আমি রাজি !!!

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "মাঝে মাঝে ভাবি, ফিরবো না বাড়ি আজ
হাজিরার খাতায়, কেউ তুলবে না নাম
রাতের আঁধারে ফাঁকা রাজপথে, ডাকবো তোমায়
কোন এক পথিক, ভেবে যাক পাগল আমায়!" সবই মায়া!
"আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি।" পথ খুঁজতে খুঁজতেই জীবন চলে যায় । পথ অার খুঁজা শেষ হয়না ।

জীবনমুখী লেখা ভালো লাগলো ।

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: ভাললাগা রেখে গেলাম দাদা!!!

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ !!!

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর কবিতা

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন।

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

কিবরিয়াবেলাল বলেছেন: ভাল লাগল খুব । এ রকমই চাই যা মনকে নাড়িয়ে দেয় ।

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: আপনার ভালো লেগেছে, খুশি হলাম।

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার !!!

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

সুমন কর বলেছেন: আপনার ভালো লাগা, অনেক দিন পর পেলাম... !:#P

ধন্যবাদ। ভালো থাকুন।

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

আবু শাকিল বলেছেন: হতাশের দীর্ঘশ্বাস কাব্য রপে প্রকাশ পেয়েছে।
চারিপাশ বিষণ্ণতা!!
সুমন দা কবিতা কি আগের লেখা নাকি নতুন লিখলেন?
ঠিল মেলাতে পারছি না।
সুমন দা কেও বিষণ্ণতায় পেয়ে বসে :)
অনেকদিন বাদে লিখলেন। তাও এত কম :)

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

সুমন কর বলেছেন: হাহাহা.... !:#P শেষ ৬ লাইন লিখেছি প্রায় মাস দুয়েক আগে ! আর প্রথম ৮ লাইন কিছু দিন আগে !!

কবিতায় যা প্রকাশ করার দরকার ছিল, তা ছোটতেই হয়ে গেল...

ভালো থাকুন।

২০| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

বিদ্যুৎ বলেছেন: খুব ভাল লাগল। এক কথায় অসাধারণ। ভাল থাকবেন।

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

সুমন কর বলেছেন: আপনার মন্তব্য কি প্রথম পেলাম !! ঠিক মনে পড়ছে না !!

পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২১| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

জুন বলেছেন: মাঝে মাঝে ভাবি, ফিরবো না বাড়ি আজ
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই ।
আর তাতেই ফিরে আসা হয় সুমন কর।
অনেকদিন পর লিখলেন এক চমৎকার কবিতা।
+

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: আরে সুন্দর হয়েছে !!

ধন্যবাদ।

২২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

বিদ্যুৎ বলেছেন: মনে হয় আগেও পেয়েছেন! যাই হোক সুমন কর আপনাদের সাথেই আছি। সত্য কথা বলতে কি একটু বেশি ব্যস্ততার কারণে সব সময় সব কিছু নিজের মত করতে পারিনা। আশাকরি আন্তরিকতার কমতি নাই। ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

সুমন কর বলেছেন: আশা করি, ব্যস্ততা দূর হলে আরো নিয়মিত হবেন।

আবারও ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

♥কবি♥ বলেছেন: "আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।"


একেবারে আমার মনের কথা বলে দিয়েছেন সুমন দা। সহস্র +

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল । বেশ ভাল

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০

ধমনী বলেছেন: অল্পে প্রকাশ। ভালো।
কষ্টই কবিতার রুপ নেয়।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এরি নাম বেচে থাকা কিছু নিয়ম অনিয়মের মাছে বসবাস। ভাল লাগ কবিতা।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

সুমন কর বলেছেন: শুভেচ্ছা।

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার প্রেমের কবিতা ।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

সুমন কর বলেছেন: প্রেমের কবিতা !!! :( ভাইজান কি কইলেন !!
প্রেম কই !

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো লাগছে ভাই ! মারাত্নক :) :) +++++++++++++++

আর কিছু বলার নাই

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

মৃদুল শ্রাবন বলেছেন: আহ যদি পারতাম যেমনটি বলেছেন !!!!

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

সুমন কর বলেছেন: আরে, তুমি যে !! অনেক দিন পর !! কেমন আছো ?

চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না !!

ভালো থেকো।

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো। একটা লিরিক্যাল টাচ আছে।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

সুমন কর বলেছেন: আপনারা পাশে আছেন, তাই কিছু লিখে যাই...

ভালো থাকুন।

৩১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


শেষ লাইনে 'চেনা পথ' এর প্রতীকটি বিশেষ ভালো লেগেছে।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

সুমন কর বলেছেন: রূপক হিসেবে ব্যবহার করলাম...

পড়ার জন্য ধন্যবাদ।

৩২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

দীপংকর চন্দ বলেছেন: হাহাকার!!

মনের গভীর ছুঁয়ে যায়!!

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: অনিঃশেষ ধন্যবাদ।

৩৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

এহসান সাবির বলেছেন: জটিল কবিতা দাদা.........!!

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক দিন পরে আপনার কবিতা পড়লাম । অসাধারণ লিখেছেন । নিঃস্ব হবার ভয়ে কেন লুকিয়ে থাকবেন ? এগিয়ে যান ভালো কিছুও তো হতে পারে । :D অনেক ভালো লাগলো ।
কেমন আছেন ? :)

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০

সুমন কর বলেছেন: লিখতে যে পারি না !! তাই অনেক দিন পরেই দেই... ;)
লুকিয়ে আর যেতে পারলাম কোথায় !! আছি, মোটামুটি (বেশি ভালো নয়)।

ধন্যবাদ। ভালো থাকুন।

৩৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার কবিতা।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৩৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

জনম দাসী বলেছেন: কি লিখবো সুমন............ লেখা যে আসেনা;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


ভাল থাকা হোক সব সময় কবি।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

সুমন কর বলেছেন: আসবে...... আসবে..... আসবে..... !:#P

ধন্যবাদ।

৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

ডি মুন বলেছেন: বেশ ভাল।
তবে বিরামচিহ্নের ব্যবহার এলোমেলো। আর তাছাড়া কবিতার প্রথম লাইনটাও কেমন যেন লাগছে।

নিঃস্ব হবার ইচ্ছে গুটিয়ে নিয়েছি নিজেকে --- ইচ্ছেতে / ইচ্ছেয় হবে।

ভালো থাকা হোক।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

সুমন কর বলেছেন: ইচ্ছেতে করে দিলাম। ওটা দিয়েই পড়তে ভালো লাগছে।

বিরামচিহ্নের ব্যাপারে বলোনি, আমি পড়ে দেখলাম ঠিকই আছে।

ব্লগি-এ জন্যই আনন্দময় লাগে। পাঠকের প্রতিক্রিয়া পাওয়া যায়।

ভালো থেকো।

৩৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৭

সায়েদা সোহেলী বলেছেন: অভিমানী কবিতা ভালো হয়েছে সুমন

আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

সুমন কর বলেছেন: ভেবেছিলাম, আপনি হয়তো আমাকে ভুলেই গেছেন !! অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ভালো লাগল।

শুভেচ্ছা।

৩৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৩

রাফা বলেছেন: ইচ্ছা মৃত্যু কি এতই সস্তা চাইলেই পাবেন !
অর্থহীন বাচাটাই বেচে থাকুন আরো অনেকদিন।

এই সুযোগে আমরাও নতুন কিছু পাই.. ;)

ভালো লাগলো আপনার কবিতা।
ধন্যবাদ,সুমন কর।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

সুমন কর বলেছেন: হাহাহা......তাই তো মনে হচ্ছে !!

ধন্যবাদ। ভালো থাকুন।

৪০| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৫

কিরমানী লিটন বলেছেন: আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি !

"ছোট ছোট পুকুরের, ছোট ছোট পুটী মাছ- বিদ্যুৎ বুকে ধরে রাখে ..." সত্যিই বিদ্যুতের ঝলকে হৃদয় ছুঁয়ে যাওয়া শব্দমালা। অতলের হাহাকার নান্দনিক রুপে ধরা দিয়েছে কবিতার পঙক্তিতে সুন্দর নকশীকাঁথার মতোই- সত্যিই অসাধারণ প্রকাশ। অভিবাদন প্রিয় সুমন দা, বিশুদ্ধ স্বাদের কবিতা পড়ার সুযোগ করে দেয়ার জন্য। অনেক শুভকামনা আপনার জন্য ...

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

সুমন কর বলেছেন: একটু লিখলাম, আর কি !!

পড়ার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা।

৪১| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

অপর্ণা মম্ময় বলেছেন: শেষটা ভালো লাগলো।
ডি মুনের কমেন্ট এ যা বলেছেন সেটা আমিও বলতে চেয়েছিলাম প্রথম লাইন নিয়ে।
নিঃস্ব হবার ইচ্ছেয় -- হবে

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

সুমন কর বলেছেন: এডিট করে দিয়েছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল।

৪২| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

তাহসান আহমেদ বলেছেন: সুন্দর

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

অভ্রনীল হৃদয় বলেছেন: কবিতাটা বেশ সুন্দর!! কয়েকবার পড়লাম!! সবগুলো লাইনের ইনার মিনিং বোধহয় ধরতে পারিনি!! যদি বুঝেই ফেলতাম তবে তো আর এটা অসামান্য কাব্য হতনা!! ভালো থাকা হোক সবসময়! :)

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

সুমন কর বলেছেন: হাহাহা....পড়ার জন্য ধন্যবাদ।

৪৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৪৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

তামান্না তাবাসসুম বলেছেন: ভাল লাগা রেখে গেলাম দাদা :)

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

সুমন কর বলেছেন: হাহাহা....পেলাম না তো !!! ;)

ধন্যবাদ।

৪৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

ডট কম ০০৯ বলেছেন: তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।

ফিনিসিং দারুন হইছে।

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম।

ধন্যবাদ।

৪৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

সকাল রয় বলেছেন: অনেক ভাবনার কথামালা____
অনেক ভালো লাগা

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

সুমন কর বলেছেন: কবিদের মন্তব্য পেলে ভালোই লাগে.... !:#P

শুভ সন্ধ্যা।

৪৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

রিকি বলেছেন: আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি !

আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই


ভালো লেগেছে মেলাআআআআআআআআআআআআআআআআআআআআ :) :) :) :) :)

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

সুমন কর বলেছেন: কই যে থাকেন !!! ব্যস্ততা শেষ হয়নি?

পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৪৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

রিকি বলেছেন: :( :( নাহ দাদা, ব্যস্ততা শেষ হয়েছে কিন্তু ইদানিং পড়ালেখায় (গল্পের বই কিন্তু) মনোযোগ দিয়েছি !!!! :( ব্লগে আসা হয় কম কম তাই !!!! :(

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

সুমন কর বলেছেন: হুম !! ব্লগে কম দেখছি, তাই প্রশ্ন করেছিলাম !!

হায় হায় !! আপনি গল্পের বই পড়লে, আমরা মুভি রিভিউ পাবো কিভাবে !! তাহলে তো সেটা, বুক রিভিউ হয়ে যাবে !! ;)

৫০| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

রুদ্র জাহেদ বলেছেন:
আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।
দারুণ ভালো লাগল কবিতা।আপনি আরো বেশি বেশি লিখেন।নিয়মিত আমরা আপনার লেখা পড়তে চাই প্রিয় ব্লগার

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

সুমন কর বলেছেন: আপনি আগে ঘুরে গিয়েছিলেন, আমি দেখেছি... ;)

পড়ার জন্য ধন্যবাদ।

৫১| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: উহু, মিথ্যে কথা মাত্র এসে কবিতাখানি কয়েকবার পড়লাম ;)

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

সুমন কর বলেছেন: ওকে...ওকে...ঠিক আছে... !:#P

৫২| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

গেম চেঞ্জার বলেছেন: নির্গমনে নিজেকেই জলাঞ্জলি দিতেই হবে একদিন .........

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: দিতেই হবে সবাইকে...

ধন্যবাদ।

৫৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

পার্থ তালুকদার বলেছেন: ভাল লাগলো দাদা।
আমারও কবিতা লিখতে ইচ্ছে করে কিন্তু আসে না !!
ভাল থাকবেন।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

সুমন কর বলেছেন: সময় করে আসার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা।

৫৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি !
=======ভাল লাগা লাইন । অনেক শুভেচ্ছা রইল ।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম !!

পড়ার জন্য ধন্যবাদ।

৫৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭

শায়মা বলেছেন: নিঃস্ব, ইচ্ছেমৃত্যু!!!!!

এই সব কি!!!!!!!!!!

এত বিষন্ন কবিতা কেনো ভাইয়ু!:(

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

সুমন কর বলেছেন: কিছু, ভালো লাগে না তো !!!! :(

ধন্যবাদ।

৫৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি !


দারুণ হয়েছে কবিতা। ধন্যবাদ ভাই সুমন কর।

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫৭| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

মশিকুর বলেছেন:

হুদাই!

সামনে অন্য থিমের কবিতা চাই /:)

শুভকামনা :)

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: হাহাহা...... /:)

৫৮| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আড়ালের কুশিলবের কবিতা! উপভোগ করলাম। কবিতা ঘনঘন দেবেন।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: আপনি সময় করে পড়েছেন, ধন্যবাদ। চেষ্টা থাকবে।


অ.ট.: আপনার শেষ গল্পটি প্রিন্ট করেছি, পড়া হয়নি। আপনার গল্পই প্রথম প্রিন্ট করলাম। !:#P পড়ে, আপনার ব্লগে যাবো।

৫৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

তানজির খান বলেছেন:
"আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া"

খুব ভাল লাগলো কবিতা। শুভ কামনা রইল ভাই ।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

সুমন কর বলেছেন: শুভেচ্ছা।

৬০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়তে ভালা লাগছে

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল।

ব্লগে নিয়মিত পাবার আশায়...

৬১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

তামান্না তাবাসসুম বলেছেন: অনেক সুন্দর কবিতা :)

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০০

অন্ধবিন্দু বলেছেন:
নির্গমন শব্দটা অকেটাই জড় অস্তিত্বের সাথে যায়। পলায়ন বললে ভাল লাগত। যদিও নিয়ম করে ইচ্ছে মৃত্যু, অর্থহীন বাঁচতে চাওয়া ইত্যাদি হয়তো সে জড়তাকে ইঙ্গিত করছে।

সুমন,
কবিতা লেখার সাহস করছেন। এটা কি কবিতার প্রতি ভাললাগা থেকে আসছে না লিখে হালকা হচ্ছেন কোনটা ? জানতে চাইলুম। ভাল থাকুন।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬

সুমন কর বলেছেন: আপনি একদম মনের কথা বলেন !! এবং, আপনার মন্তব্য সাহস জোগায় !!

যদিও নিয়ম করে ইচ্ছে মৃত্যু, অর্থহীন বাঁচতে চাওয়া ইত্যাদি হয়তো সে জড়তাকে ইঙ্গিত করেছি.......

কবিতার প্রতি ভালো লাগা বহু আগেই ছিল। সামুতে এসে আবার হলো। আর এখন মনে হচ্ছে, কিছুটা হালকা করতে, কবিতা মন্দ নয় !!

অনেক ভালো থাকুন।

৬৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

এস কাজী বলেছেন: জোস জোস সুমন দা কবতে সুন্দর হয়ছে :)

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

সুমন কর বলেছেন: শুভেচ্ছা।

৬৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।...............................বহত খুব।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

সুমন কর বলেছেন: আহা !! কবির মন্তব্য পেলাম !!

ধন্যবাদ।

৬৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

গাধা মানব বলেছেন: অনেক ভাল লাগা রইল দাদা। :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

জেন রসি বলেছেন: নগর যন্ত্রণা মানুষকে পালাতে শেখায়!! কিন্তু ঘুরপাক খাওয়া ছাড়া উপায় কি??

চমৎকার কবিতা।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

সুমন কর বলেছেন: নব্লগে এখ কম দেখা যায় !!

মন্তব্য করার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি।

৬৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

সুমন কর বলেছেন: শুভেচ্ছা।

৬৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত কবিতা। মন ছুঁয়ে গেল। শুভকামনা সুমন ভাই।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

কল্লোল পথিক বলেছেন: বিষাদ মাখা জীবনের কবিতা
সহজ ভাষায় চমৎকার উপস্থাপন।
খুব ভাল লেগেছে
অনেক শুভ কামনা জানবেন কবি।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৪

রেজওয়ান তানিম বলেছেন: কি যে বলব বুঝতে পারছি না। গতানুগতিক কমেন্ট করতে ইচ্ছে করে না।

নতুন কিছু মাথায়ও আসে না। পুরনো একটা লেখা থেকে

আমার রক্তের প্রতিটি শ্বেত কণা, অণুচক্রিকার প্রাত্যহিক প্রার্থনা বেদনার মঞ্চে। ভ্রান্তিবিলাসী হয়ে ছটফট করি প্রতিফলিত সূর্যালোকের রাতে, হেমন্তের উর্বর গর্ভবতী বিকেলে! আমি কাঁদতে থাকি ঝুমবরষারয়, মৌনতার অদ্ভুত মুখরতায়। স্মৃতির পাতারা, তোমরা আমাকে পূর্ণ করেছ জমাট কষ্টের সিম্ফনী দিয়ে। কোন সুখ, কোন আনন্দ এমনকী জনাপাচেক লোকের কোলাহল উপভোগের সুখটুকু, বিনষ্ট করেছ ফালি ফালি করে কেটে। এখন আমার আর দু:খ চাষের কোন বর্গা জমি নেই, তাই বলছি তোমাকে- বেচে থাকাটা খুব সহজ, যন্ত্র হয়ে, শাদা কালো স্বপ্ন বিসর্জনে, আলো-ছায়া আবেগ ছাড়া জড় দেহের পার্শ্বস্থ বৃদ্ধি নিয়ে।

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

সুমন কর বলেছেন: পুরনো সুন্দর একটি লেখা উপহার দেয়া এবং লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

শুভ দুপুর।

৭১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

বনমহুয়া বলেছেন: দারুন কবিতা।

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৭২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

খেয়ালি দুপুর বলেছেন: "আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই..."
চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা জানবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

রোদেলা বলেছেন: আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া---------------------------------

আপনার গল্প মন কেড়ে নিয়েছিল আগেই,ছন্দ দিয়ে আবার সেই একি পথে হাঁটা।
এই লাইন কটা রেখে দিলাম।

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

সুমন কর বলেছেন: হাহাহা.........ওকে, রেখে দিন।

ভালো থাকুন।

৭৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭

তানজির খান বলেছেন: ভাল লাগা কবিতায় বারবার ফিরে আসতে মন চায়। তাই আবারো ফিরে এসে আরো বেশ কয়েকবার পড়লাম। সেই একই ভাল লাগা। শুভ কামনা ভাই

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

সুমন কর বলেছেন: ভালো থাকুন, ধন্যবাদ।

৭৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১

নুরএমডিচৌধূরী বলেছেন: মাঝে মাঝে ভাবি, ফিরবো না বাড়ি আজ
হাজিরার খাতায়, কেউ তুলবে না নাম
রাতের আঁধারে ফাঁকা রাজপথে, ডাকবো তোমায়
কোন এক পথিক, ভেবে যাক পাগল আমায় !


কবিতা জোড়ে ভাললাগা জানবেন
++++

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৭৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

আহসানের ব্লগ বলেছেন: আমি অভিভূত । অসাধারণ হয়েছে হে কবি ।

২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

সুমন কর বলেছেন: হাহা....পড়ার জন্য ধন্যবাদ।

৭৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন প্রেমের কবিতা খানি ।
++++-+++++++ হয়ে যাক দাদা ।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ++++

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: কই দিলেন না তো !!!!! হাহাহা !:#P

পড়ার জন্য ধন্যবাদ।

৭৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৯

ব্লগার মাসুদ বলেছেন: ভালো লাগলো কবিতা ।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৯

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম।

ধন্যবাদ। শুভ রাত্রি।

৮০| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

নিয়ার বলেছেন: কবিতায় মৃত্যু চিন্তার বিষাদ মাথা স্পর্শ আছে।

++

২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম !

ধন্যবাদ।

৮১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

আমি মিন্টু বলেছেন: বাহ! বাহ! কি অসাধারণ কবিতা লেখছেন দাদু দারুন প্রতিবা আপনার । তা বৌদি কি আপনার এসব প্রতিবার কথা জানে ? B-) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: আহা রে, কতদিন পর আমার নাতিটা আমার ব্লগ বাড়িতে আসল....!! অই, কে কোথায় আছিস.....নাতির জন্য ২টা চিপস আর ঠাণ্ডা আইসক্রিম নিয়ে আয়.... !:#P

আর কি আর কমু, সবার সামনেই তো ব্লগ করি, না জেনে উপায় নাইক্যা !! ;)

৮২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

বলেছেন: সুন্দর মনোমুগ্ধকর কবিতা। অনেক ভাল লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম !! ধন্যবাদ।

হাসিতে ভরে উঠুক আপনার জীবন......

৮৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

দুষ্টু মেয়ের মিষ্টি হাসি বলেছেন: সরি, মিউ মিউ

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম !!

তা মিউ মিউ এর মানে কি বঝুলাম না !!

৮৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

অভ্রনীল হৃদয় বলেছেন: ঠিক কি বলা উচিত বুঝে উঠতে পারছি না। অসংখ্য ভালো লাগা জানবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং ধন্যবাদ।

৮৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

মৃদুল শ্রাবন বলেছেন: নিয়ম করে ইচ্ছেমৃত্যু চাওয়ার মধ্যে একাগ্রতা আছে। কিন্তু এটা নয় দাদা। বেঁচে থাকতে চাওয়ার ইচ্ছেটা আমাদের জাগিয়ে রাখতে হয় চেনা পথ ধরে নিয়ম করে চলার জন্য।

তবে কবিতা সুন্দর লিখেছেন। ভাললাগছে।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: হুম !! সুন্দর বলেছো।

ভালো থাকা হোক।

৮৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন কবিতা সুমন ভাই।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

ভালো থাকা হোক।

৮৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

জেআইসিত্রস বলেছেন: শুভ কামনা সতত ....

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৮৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

আমি তুমি আমরা বলেছেন:



আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।

+++

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৮৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

বিজন রয় বলেছেন: আপনি সত্যিকারের কবি।
যদি আমিও হতে পারতাম!!

ভাললাগা রেখে গেলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

সুমন কর বলেছেন: হাহাহা....আমি পাঠক !!

ধন্যবাদ। শুভ সন্ধ্যা।

৯০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

অগ্নি কল্লোল বলেছেন: অতিকায় চমৎকার।।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম !!

শুভেচ্ছা এবং ধন্যবাদ।

৯১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

নীলপরি বলেছেন: আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।
কবিতাটা ভালো লেগেছে । এই লাইনগুলো বিশেষ করে ভালো লাগলো ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং ধন্যবাদ।

৯২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

মাহমুদ০০৭ বলেছেন: আপনার এই কবিতাটি ভাল হয়েছে।/ এ পর্যন্ত আপনার যে সব কবিতা পড়েছি তার মধ্যে এটি সেরা /।
শুভেচ্ছা সুমনদা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

সুমন কর বলেছেন: হুম, শুনে ভালো লাগল। ভালো থাকা হোক।

৯৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

ফা হিম বলেছেন: আড়ালে থাকারও একটা মজা আছে। ব্লগে ঘুরতে এসে কবিতাখানা পড়লাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: আজকাল ব্লগে কম দেখা যাচ্ছে, ব্যস্ত বুঝি !!

ব্লগে ঘুরতে এসে, আমার পোস্টটি পড়ে যাবার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৯৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: শিরোনামসহ আদ্যোপান্ত সুন্দর একটি কবিতা। বুক ভারী করা দীর্ঘশ্বাস কবিতা লিখতে গিয়েও যেমন বেরিয়েছে (হয়তো বা), পড়তে গিয়েও তেমনি বেরোয়।
আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি !
-- কবিদের কমন উপসর্গ! :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

শুভ সকাল।

৯৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

মেজদা বলেছেন: খুব ভাল লাগলো। ধন্যবাদ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: আপনার মন্তব্য প্রথম পেলাম কি?

ধন্যবাদ। শুভরাত্রি।

৯৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

মহা সমন্বয় বলেছেন: আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি !


দারুণ লেগেছে, পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম। :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম !! মন্তব্য পেয়ে ভালো লাগল।

শুভেচ্ছা।

৯৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,




সুন্দর এই কবিতাটি আমার চোখ এড়িয়ে গেলো কি করে !!!!!!!! হতে পারে মাঝে মাঝে ভেবেছি, ব্লগ বাড়িতে ফিরবো না আজ । হয়তো আড়ালেই ছিলাম, তাই আড়ালেই পড়ে গেছি !

ইচ্ছে মৃত্যুকে চাওয়া নয় বরং বলুন------------ অজস্রমৃত্যুরে / পার হয়ে আসিলাম / আজি নবপ্রভাতের শিখরচূড়ায় / রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় / আমার পুরানো নাম.........................


০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: হাহাহা...সুন্দর মন্তব্য করেছেন। না, না, আপনি ব্লগ বাড়ি আসা বন্ধ করবেন না। তাহলে এতো সুন্দর মন্তব্য আমরা কোথায় পাবো !!

ভালো থাকা হোক, সব সময়।

৯৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

দৃষ্টির সীমানায় বলেছেন: "বিমূর্ত তোমার স্মৃতি, শুধু আমারই থাক।"

মনে হয়েছে আমার মনের কথা আপনি বলে দিয়েছেন :D । ধন্যবাদ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

সুমন কর বলেছেন: কবিদের মন তো....তাই হয়তো এক !!

ধন্যবাদ।

৯৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: খুব সুন্দর । ভালো লাগলো ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১০০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।



দারুণ লাগলো সুমন ভ্রাতা। ভালো আছেন আশা করি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১০১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:৩০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "মাঝে মাঝে ভাবি, ফিরবো না বাড়ি আজ
হাজিরার খাতায়, কেউ তুলবে না নাম
রাতের আঁধারে ফাঁকা রাজপথে, ডাকবো তোমায়
কোন এক পথিক, ভেবে যাক পাগল আমায় !"

মাঝে মাঝে আমারও এমন মনে হয়।
খুব খুব সুন্দর।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২১

সুমন কর বলেছেন: মনে হয়, এ পোস্টে আপনি আগেই এসেছিলেন। আজ মন্তব্য পেলাম...

শুভ সকাল।

১০২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কখনো কখনো হাতে সময় থাকে কম, তখন চোখ বুলিয়ে যাই।
পরে এসে মন্তব্য করি।ভাল লিখেছেন বলেই দ্বিতীয়বার আসতে হল।

শুভ সকাল

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১০৩| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:০৫

আলম দীপ্র বলেছেন: সুন্দর+ !

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১০৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:০২

অতঃপর হৃদয় বলেছেন: খুবববব সুন্দর ।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫

সুমন কর বলেছেন: শুভেচ্ছা।

১০৫| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাইয়ের কবিতা গুলো সবসময় মনের সাথে মিশে যায়, মনে হয় আমার কথাগুলিই বের হয়েছে কবির মুখ থেকে। অসাধারণ ভাই। আপনার কবিতা পড়ে মুগ্ধ পাঠক আমারই মতো। কৃতজ্ঞচিত্ত শ্রদ্ধা।

শুভকামনা আপনার জন্য সবসময়

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৫৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১০৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১

রাকু হাসান বলেছেন:

অদ্ভুদ সব ইচ্ছে । রোমান্টিক অভিমান ।কবিতা ভালো লাগছে । :)+

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.