নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

অণুকাব্য: দুই !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩



(১)
আমি এখনো দেখতে পাই, বোবা লাশের
বরফ শীতল চোখের দৃষ্টি
সে দৃষ্টিতে চিৎকার ছিল, ছিল বোবা কান্না
আর ছিল, আমার অদৃষ্ট।

(২)
তোমার সাথে দেখা হোক, আরো একবার
হতে পারে সেটা ওপারে, তবুও হোক
কিছু কথা ছিল, কিছু প্রশ্ন ছিল
কিছু ভুলের মাশুল, মুছে ফেলার ছিল।

(৩)
তুমি ভুলে গেছো, পেয়েছ নতুন নাম
তাই বলে আমার নেই কোন অভিমান
এইতো আছি, যেমনটি; তুমি রেখেছিলে
তোমার স্মৃতিতে।

(৪)
হিসেবের গরমিল হয়ে যাক আরো কিছু দিন
দেখবো দু'জন জোয়ার-ভাটা, শুনবো পাখির গান
হিংসুটে মানুষগুলো করে যাবে মিথ্যে রটনা
আমাদের প্রেম তার চেয়ে বিশাল ঘটনা।

(৫)
মাঝে মাঝে ভাবি ভুলগুলো বেহিসেব'ই থাক
জীবনের চলার গ্রাফ ঘুরে ফিরে বৃত্ত হবে
শুধু সময়ের স্রোতে কেন্দ্রগুলো বদলে যাক
যা হবার হতে দাও, সে সময়ে ভাবা যাবে।

(৬)
এমন করে, তোমার সাখে দেখা হবে কখনো ভাবিনি,
আমি, প্রস্তুত ছিলাম না
অথচ জানো !
প্রতি রাতে ঘুমের মধ্যে হাতিয়ে বেড়াই
এই বুঝি ! তোমায় ছুঁয়ে গেলাম।


........................♦...........................

অণুকাব্য:
অণুকাব্য: এক !

মন্তব্য ১৫৪ টি রেটিং +৩১/-০

মন্তব্য (১৫৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

আলভী রহমান শোভন বলেছেন: ২, ৩ আর ৬ নাম্বার অনুকাব্য বেশী ভালো লেগেছে। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

তাসলিমা আক্তার বলেছেন: এই ধারাটা ভালো লাগে। সুন্দর লিখেছেন। দুই আর ছয় আমার মতে বেস্ট। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অনুকাব্যের কোন নাম নেই কেন সুমন'দা?
তবে সব গুলোই অনেক ভাল লেগেছে, স্পেশালী ৬ নাম্বারটার জন্য প্লাস!
শুভ কামনা জানবেন!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: হাহাহা......১ম ভালো লাগা। !:#P

এভাবেই এক ছিল, তাই আর নাম দেইনি ! পড়ার জন্য ধন্যবাদ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই বুঝি ! তোমায় ছুঁয়ে গেলাম।


সবসময় এই চিন্তাটা থাকলে ভালো হতো অনেক। :)
দ্বিতীয় তবে অনেক ভালো লাগা দাদা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০

সুমন কর বলেছেন: ভালো থেকো।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লেগেছে ২ নম্বরটা চমৎকার!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

মহা সমন্বয় বলেছেন: এইডা সবচেয়ে বেশি ভাল হইছে

এমন করে, তোমার সাখে দেখা হবে কখনো ভাবিনি,
আমি, প্রস্তুত ছিলাম না
অথচ জানো !
প্রতি রাতে ঘুমের মধ্যে হাতিয়ে বেড়াই
এই বুঝি ! তোমায় ছুঁয়ে গেলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

সুমন কর বলেছেন: হুম! ;)
ধন্যবাদ।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

আরাফআহনাফ বলেছেন: " যা হবার হতে দাও, সে সময়ে ভাবা যাবে।" দারুন।
২,৩,৫,৬ এক কথায় অসাধারন।
ভালো লাগা জানিয়ে গেলাম।

ভালো থাকুন সবসময় এ শুভ কামনা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

আবু শাকিল বলেছেন: সুমন দা -আপনার অনুকাব্য গুলা দারুন হচ্ছে।চেষ্টা অব্যাহত রাখতে পারেন।
দীর্ঘ কবিতা আমি লিখতে পারি না।ছন্দে বিচ্যুতি ঘটায় ।আপনার অনুকাব্য গুলা পড়ে অনুপ্রেরণা পেলাম।আমিও লিখতে চেষ্টা করব।
আপনার অনুকাব্যে একরাশ মুগ্ধতা রেখে গেলাম।সব গুলাই ভাল লেগেছে।
ধন্যবাদ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: আমিও লিখতে পারি না ! আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

ধন্যবাদ।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

উল্টা দূরবীন বলেছেন: ১,২,৬ অসাধারণ। সবগুলোই ভালো লাগছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

সুমন কর বলেছেন: যাক ১, কেউ বললো !!
ধন্যবাদ।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার অনুকাব্য।
বিশেষ করে ২ ৩ ও ৫ এই তিনটি বেশী ভাল লেগেছে।
অনেক শুভ কামনা জানবেন কবি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

আরণ্যক রাখাল বলেছেন: তোমার সাথে দেখা হোক, আরো একবার
হতে পারে সেটা ওপারে, তবুও হোক
কিছু কথা ছিল, কিছু প্রশ্ন ছিল
কিছু ভুলের মাশুল, মুছে ফেলার ছিল।
[/sb
এটা অসাধারণ।
বাকিগুলোও চমৎকার।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



তোমার সাথে দেখা হোক, আরো একবার
হতে পারে সেটা ওপারে, তবুও হোক
কিছু কথা ছিল, কিছু প্রশ্ন ছিল
কিছু ভুলের মাশুল, মুছে ফেলার ছিল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: দেখার হবে আপনার সাথে !!! ..........হাহাহাহা !:#P

ধন্যবাদ।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: ১ নং টা শিহরণ জাগায় বেশ আর ৬ নং টা যেন কাছে এলেই দূরে সরে যাওয়া । সবগুলোই চমৎকার লেগেছে ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: সুন্দর বলেছেন।

ধন্যবাদ।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০০

আহসানের ব্লগ বলেছেন: +++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০১

ফেরদৌসা রুহী বলেছেন: সব গুলিই মন ছুঁয়ে গেল

তবে

আমার কাছে ২ আর ৪ বেশি ভাল লেগেছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

সুমন কর বলেছেন: শুভ সকাল।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪২

প্রবাসী পাঠক বলেছেন: সবগুলোই ভালো হয়েছে। তবে দুই নাম্বারটা সবচেয়ে ভালো হয়েছে সুমন দা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

সুমন কর বলেছেন: শুভ সকাল।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:০২

এ.কে.এম আরিফুল হক বলেছেন: আপনার অনুকাব্য গুলো... তাকে.... মেসেজ করে দিয়েছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

সুমন কর বলেছেন: ঠিক বুঝলাম না, আমি কি আপনাকে চিনি ? নাকি আপনি !! আপনার মন্তব্য মনে হয়, প্রথম পেলাম।
বিষয়টি জানালে খুশি হবো।

শুভ সকাল।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৪

রাবেয়া রাহীম বলেছেন: সব গুলি অসম্ভব ভাল লেগেছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২১

সুমন কর বলেছেন: শুভ সকাল।

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

বিজন রয় বলেছেন: আমি চাই আমার সব হিসেব উল্টে যাক।

কবিতাগুলো অনেক দুরদৃষ্টিসম্পন্ন।
+++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২১

সুমন কর বলেছেন: আশায় থাকুন...

শুভ সকাল।

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

অভ্রনীল হৃদয় বলেছেন: আলাদা করে কোনোটার কথা বলব না। আমার কাছে সবগুলোই চমৎকার লেগেছে। ৯ নং প্লাস!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ সকাল।

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

রাবেয়া রাহীম বলেছেন: শুভ রাত্রী , ভাল থাকবেন । ঘুমাতে যাচ্ছি ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯

সুমন কর বলেছেন: অহ..হো...আমি তো জানতাম না !!! ঠিক আছে, ঘুমাতে যান।

আমার সকাল, আরো ৩ ঘণ্টা আগেই হয়ে গেছে।

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

দিয়া আলম বলেছেন: কষ্টই কবিতার একমাত্র পূঁজি,তাইনা সুমন কর?

অনেক ভালো হয়েছে

ভালো থাকবেন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। সুন্দর বলেছেন।

শুভ সকাল।

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

সুমন কর বলেছেন: শুভ সন্ধ্যা।

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

রানার ব্লগ বলেছেন: প্রতি রাতে ঘুমের মধ্যে হাতিয়ে বেড়াই
এই বুঝি ! তোমায় ছুঁয়ে গেলাম

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

জনৈক অচম ভুত বলেছেন: সবগুলোই অসাধারণ। ভাললাগা রেখে গেলাম। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

মিজানুর রহমান মিরান বলেছেন: (২)
তোমার সাথে দেখা হোক, আরো একবার
হতে পারে সেটা ওপারে, তবুও হোক
কিছু কথা ছিল, কিছু প্রশ্ন ছিল
কিছু ভুলের মাশুল, মুছে ফেলার ছিল।

সবগুলোই ভালো লেগেছে, তবে এটা একটু বেশি!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

জেন রসি বলেছেন: দুই জগত! স্মৃতির সেতু!

অণুকাব্য ভালো লেগেছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

সুমন কর বলেছেন: স্মৃতির সেতু! --- সুন্দর বলেছেন।

শুভ সন্ধ্যা।

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

অগ্নি সারথি বলেছেন:
তোমার সাথে দেখা হোক, আরো একবার
হতে পারে সেটা ওপারে, তবুও হোক
কিছু কথা ছিল, কিছু প্রশ্ন ছিল
কিছু ভুলের মাশুল, মুছে ফেলার ছিল।
- এই জায়গাটায় তো আটকায়া দিলেন ভাই। কোন মন্তব্য জানিনা আর এখন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

সুমন কর বলেছেন: হুমম....তা হবে না। কোনা বাঁধা চলবে না ! মন্তব্য করতেই হবে !! ;)

শুভ সন্ধ্যা।

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার অতি চমৎকার,
আকাশ হাসে বাতাস নাচে মুছে গেছে হাহাকার ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সবগুলোই ভালো লেগেছে।
আলাদা হলেও একটি সম্পর্কের সূঁতোয় বেঁধেছেন বলে মনে হয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

সুমন কর বলেছেন: আপনি ধরতে পেরেছেন ! স্মৃতির সেতু !

আপনার মন্তব্য পেলে খুশি হই। মাঝে মাঝে আসবেন....
ভালো থাকুন।

৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

নুরএমডিচৌধূরী বলেছেন: (১)
আমি এখনো দেখতে পাই, বোবা লাশের
বরফ শীতল চোখের দৃষ্টি
সে দৃষ্টিতে চিৎকার ছিল, ছিল বোবা কান্না
আর ছিল, আমার অদৃষ্ট

অণুকাব্য অনবদ্ধ ভালোলাগা

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

হাসান মাহবুব বলেছেন: ভালোই লাগলো। ১ নাম্বারটায় নানারকম কাহিনী ভেবে নেয়া যায়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সুমন কর বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

৩৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!!!

আপনাদের লেখা পড়লে মাঝে মাঝে মনে হয়- কি ছাইপাশ লিখি... না লিখে শুধু আপনাদের গুলো পড়ে গেলেই বুঝি ভাল হতো!!!

এক আকাশ মুগ্ধতা :)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

সুমন কর বলেছেন: হাহাহাহা........ !:#P

ভালো থাকুন।

৩৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

আলোরিকা বলেছেন: সুন্দর কবিতাগুচ্ছ ! বেশি ভাল লেগেছে ৪,৫ :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: শুভ সন্ধ্যা।

৩৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: ১ । ২ বেশি ভাল লাগছে ।
শুভকামনা সুমন দা ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: ভালো থেকো।

৩৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

মৃদুল শ্রাবন বলেছেন: প্রত্যেকটা অনুকাব্য সুন্দর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সুমন কর বলেছেন: ভালো থেকো।

৩৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: ভালবাসার কবিতায় খুব ভাল লেগেছে সুমন ভাই!!

শেষ দুটি চরনে হৃদয় ছুঁয়ে গেল।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

বৃতি বলেছেন: বাহ! বেশ ভালো লাগলো সবগুলো অণুকাব্য, সুমন ভাইয়া :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।

৩৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ২, ৫, ৬ বেশী ভালো লাগলো। অনেক শুভেচ্ছা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

সুমন কর বলেছেন: শুভ সন্ধ্যা।

৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

নেক্সাস বলেছেন: বেশ ভাল লাগলো অনু কাব্যের কথামালা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।

৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভিন ভিন ফরম্যাটে
খেললে সেকি ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

জানালুম ভালো লাগা
পাঠে হনু মুগ্ধ;
ছড়াতে এসনা প্লিজ
রেগে হব ক্ষুব্ধ।

অনুকাব্যের দ্যোতি
প্রাপ্তি তা পরমে;
কি যে ছাই লিখি ভেবে
মরি লাজে শরমে। B:-) /:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

সুমন কর বলেছেন: ছড়াতে এসনা প্লিজ
রেগে হব ক্ষুব্ধ।
-- আমি তো পারি না, মাঝে-সাঝে কিছু লিখে যাই....

সুন্দর একটি ছড়া লিখা এবং অণুকাব্য পড়ার জন্য ধন্যবাদ।

৪২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

প্রামানিক বলেছেন: অসাধারণ। সবগুলোই ভালো লাগছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

সুমন কর বলেছেন: শুভ সন্ধ্যা।

৪৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

কাবিল বলেছেন:



আমি এখনো দেখতে পাই, বোবা লাশের
বরফ শীতল চোখের দৃষ্টি
সে দৃষ্টিতে চিৎকার ছিল, ছিল বোবা কান্না
আর ছিল, আমার অদৃষ্ট।

চমৎকার!

দাদা, আমি অণুকাব্য তেমন বুঝিনা। আমার মনে হয় এই ১ নম্বর হতে সব গুলো সৃষ্টি হয়েছে।
সব গুলোই সুন্দর, আমাকে ভাবাচ্ছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

সুমন কর বলেছেন: হুম !!!

ধন্যবাদ, ভালো থাকুন।

৪৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

তার আর পর নেই… বলেছেন: অনেক সুন্দর!
শুধু পড়তে গিয়ে মনে হলো বিরাম চিহ্ন ঠিক লাগেনি।
+++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

সুমন কর বলেছেন: ভেবে দেখতে হবে ! সাথে থাকার জন্য ধন্যবাদ।

৪৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

নীলপরি বলেছেন: সবগুলোই ভালো লেগেছে ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ১, ৪ অার ৫ নাম্বারটা বেশি ভাল্লাগসে ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

৪৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১

তানজির খান বলেছেন: অনুকাব্য সব সময়ই খুব টানে আমাকে। খুব ভাল লাগলো। এত অল্প কোথায় গভীর ভাল ফুটিয়ে তোলা খুব কঠিন ভাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

শরীফ আজাদ বলেছেন: শেষটায় ছুঁয়েই গেলেন!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা রইল সুমন ভাই

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

গেম চেঞ্জার বলেছেন: সবগুলাই ভাল। ৪ নম্বরটা একটু বেশি তাৎপর্যময়... :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

সুমন কর বলেছেন: ওটা একটু রোমান্টিক ছিল.. ;)

শুভ বিকেল।

৫১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

উদ্ধাস্ত৬১ বলেছেন: অনেক বেশী ভাল লাগল।আমার পোষ্টে আপনার একটি মন্তব্য ছিল।উত্তর দিতে গিয়ে মুছে ফেলেছি, দুঃখিত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: কোন সমস্যা নেই। আপনার লেখাটি ভালো ছিল। আমার ব্লগে স্বাগতম... !:#P

ধন্যবাদ।

৫২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: অল্পে বিশাল গল্প বলার ক্ষমতা দেখিয়েছেন। আমারো চেষ্টা করে দেখতে ইচ্ছে করছে এখন :D

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেলে সবার ভালো লাগে। আমার বেশি।

আশা করি, ভালো আছেন।

৫৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

এম.এ.জি তালুকদার বলেছেন: এতো সুন্দর করে ভাব প্রকাশ করলেন। ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৫৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

এম.এ.জি তালুকদার বলেছেন: সত্যি কথা কি জানেন,মন্তব্যের উত্তর দিতে কার্পণ্য করলে খুব কষ্ট হয়। আপনার কবিতা পড়ি নাই,হৃদয় দিয়ে উপলব্ধি করেছি। আসলে কবিতা কি পড়ার বিষয়?( আমি কিন্ত বিষয় না বলে,জিনিষ বললাম না। কারণ-এতে কবি ও কবিতার অমর্যাদা করা হয়।)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

সুমন কর বলেছেন: আমি সাধারণত সেটা করি না। নিজের পোস্টগুলোতে হয়তো সংক্ষিপ্তভাবে দিয়ে থাকি। কারণ অন্য পোস্ট পড়তে হবে এবং সেখানে মন্তব্যটাই জরুরী। শুধু পোস্ট নয়, মন্তব্য আর প্রতি মন্তব্য সবই দরকার। তবে আপনার কথা ভালো লেগেছে। +।

সাথেই থাকুন।

৫৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০

স্পয়লার এ্যালার্ট বলেছেন: অণুকাব্য ১ ও ২ এর মধ্যে দীর্ঘ বিরতি।
এই বছরও এইখানেই কি সমাপ্তি? :)

ভালো লাগা রইল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: তাইতো, ভেবে দেখি নি !! প্রতিবছর একটি ! হাহাহাহা.....বিষয়টি নজর দেবার জন্য ধন্যবাদ। আপনার মন্তব্য কি প্রথম পেলাম ?
স্বাগতম। !:#P দেখি এ বছর আরো দেয়া যায় কিনা !!

ভালো থাকুন।

৫৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

স্পয়লার এ্যালার্ট বলেছেন: জ্বী সুমন দা। বয়স মাত্র ২২ ঘন্টা ২৯ মিনিট। কোন দেখাদেখি নয়, অবশ্যই আরো দেবেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২

সুমন কর বলেছেন: তাহলে অবশ্যই যাবো, আপনার ব্লগে....

৫৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "জীবনের চলার গ্রাফ ঘুরে ফিরে বৃত্ত হবে
শুধু সময়ের স্রোতে কেন্দ্রগুলো বদলে যাক।"
অসাধারণ দুটো লাইন।


৪,৫ বেশি ভাল লেগেছে।

ভাল থাকবেন।


২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: সবগুলোই খুব খুউব ভাল লেগেছে!!!!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,



কাব্যগুলো অণু হলেও ভাবগুলো অণু থাকেনি । অনুরণন তুলে ছড়িয়ে গেছে ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

সুমন কর বলেছেন: আপনাদের ভালো লাগলেই অনুরণন বেশী হবে।

ধন্যবাদ।

৬০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮

শায়মা বলেছেন: ১১. ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

আরণ্যক রাখাল বলেছেন: তোমার সাথে দেখা হোক, আরো একবার
হতে পারে সেটা ওপারে, তবুও হোক
কিছু কথা ছিল, কিছু প্রশ্ন ছিল
কিছু ভুলের মাশুল, মুছে ফেলার ছিল।
[/sb
এটা অসাধারণ।
বাকিগুলোও চমৎকার


আমারও এমনটাই মনে হলো ভাইয়ু!!!!!!:)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২

সুমন কর বলেছেন: শুভ সকাল।

৬১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

জ্যোস্নার ফুল বলেছেন: কিছু ভুলের মাশুল, মুছে ফেলার ছিল।

যদি দেখা হয় ভুলের মাশুল গুলো না মুছে, ভুল গুলোই মুছে ফেলবেন।
শুভকামনা :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

সুমন কর বলেছেন: চেষ্টা করবো। কিন্তু তা হবার নয়....!

ধন্যবাদ।

৬২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত অসাধারণ কথামালা সাজিয়ে লিখেন কি করে কবি !!!!!! একটু ধার দেবেন কথামালা !!!!! সবগুলোই সুন্দর -- অতি সুন্দর ----

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: হাহাহা....ধন্যবাদ। ভালো থাকুন।

৬৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সুমন ভাই বরাবরের মতন অসাধারণ লাগলো। +++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতা নামটা মেয়ে
সাজাতে হলে কসমেটিক চাই
অলংকার চাই , ক্রিয়াপদ কম ব্যবহার কর ,ভাল কবিতা মেয়েটি পারে

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

সুমন কর বলেছেন: চেষ্টা থাকবে। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভ সকাল।

৬৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

বর্ণহীণ বলেছেন: ভালো লাগলো।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ কাব্যমালা । অনেক ভালো লাগা রইল ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬৭| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৭

মাসুদ মাহামুদ বলেছেন: অসম্ভব
ভাল লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

৬৮| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

জুন বলেছেন: অনু কাব্যের ব্যপ্তিটা কিন্ত বিশাল। বিশেষ করে ২ নম্বরটা মনে গেথে গেল সুমন কর।
অনেক ভালোলাগা।
+

০২ রা মার্চ, ২০১৬ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬৯| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

সায়েম মুন বলেছেন: কাব্যে ভাললাগা রইলো।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৭০| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৫৪

রোদেলা বলেছেন: হাত বাড়িয়ে পাবো না জেনেও কেউ একজন সারাক্ষণ ছুঁয়ে থাকে,আর এমন মধুর কবিতা সৃষ্টি হয়।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১:০২

সুমন কর বলেছেন: হাহাহা.........ভালো বলেছেন। ভালো থাকুন।

শুভ রাত্রি।

৭১| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

আমিই মিসির আলী বলেছেন: তুমি ভুলে গেছো, পেয়েছ নতুন নাম
তাই বলে আমার নেই কোন অভিমান
এইতো আছি, যেমনটি; তুমি রেখেছিলে
তোমার স্মৃতিতে।


বাহ্! ।চমৎকার।
+

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১:১৭

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

মাঝে মাঝে ভাবি ভুলগুলো বেহিসেব'ই থাক
জীবনের চলার গ্রাফ ঘুরে ফিরে বৃত্ত হবে
শুধু সময়ের স্রোতে কেন্দ্রগুলো বদলে যাক
যা হবার হতে দাও, সে সময়ে ভাবা যাবে।


ভালো থাকবেন। অনেক। সবসময়।

১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: কিছু কথা ছিল, কিছু প্রশ্ন ছিল
কিছু ভুলের মাশুল, মুছে ফেলার ছিল।
-- মন কেমন করে!
হিংসুটে মানুষগুলো করে যাবে মিথ্যে রটনা
আমাদের প্রেম তার চেয়ে বিশাল ঘটনা।
-- চমৎকার!
জীবনের চলার গ্রাফ ঘুরে ফিরে বৃত্ত হবে
শুধু সময়ের স্রোতে কেন্দ্রগুলো বদলে যাক
যা হবার হতে দাও, সে সময়ে ভাবা যাবে।
-- খুব সুন্দর বলেছেন। আমার মনেও এরকমের ভাবনার উদয় হয়।
অনুকাব্য খুব ভালো লেগেছে। মন্তব্যগুলো পড়তে আবার আসবো বলে আশা রাখি।

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।

৭৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪

এহসান সাবির বলেছেন: মাঝে মাঝে ভাবি ভুলগুলো বেহিসেব'ই থাক
জীবনের চলার গ্রাফ ঘুরে ফিরে বৃত্ত হবে
শুধু সময়ের স্রোতে কেন্দ্রগুলো বদলে যাক
যা হবার হতে দাও, সে সময়ে ভাবা যাবে।


চমৎকার সব অণুকাব্য।

খুব ভালো লাগা দাদা।

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

সুমন কর বলেছেন: ভালো থেকো।

৭৫| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:১৯

কালনী নদী বলেছেন: মাঝে মাঝে ভাবি ভুলগুলো বেহিসেব'ই থাক
জীবনের চলার গ্রাফ ঘুরে ফিরে বৃত্ত হবে
শুধু সময়ের স্রোতে কেন্দ্রগুলো বদলে যাক
যা হবার হতে দাও, সে সময়ে ভাবা যাবে।

সুন্দর অণুকাব্য হয়েছে দাদা!

২৭ শে মে, ২০১৬ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

৭৬| ২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

মৌমুমু বলেছেন: প্রতিটি অনুকাব্যই চমৎকার হয়েছে। শুভ কমনা ...

২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৭৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর অনুকাব্য। মনোমুগ্ধকর। ভাবের সাগর।

ভালোবাসা ভাই, শুধু ভালোবাসা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.