নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

কবিতা: অস্ফুট।

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮



একটি নতুন কবিতা লিখব বলে
কিছু শব্দকে খুন করি রাতে
লাশগুলোকে সাজিয়ে বাক্য তৈরি হবে
জানো, সবগুলোতে তুমি আছো নীরবে।

ছাপা কালিতে হবে না সে কবিতা লেখা
এ শুধু আমার নিজের সাথে বলা কথা
মাঝে মাঝে বৃষ্টি নামে কবিতার খাতায়
ঘুম যে আসে না, দু’চোখের পাতায়।

নতুন কবিতা, সে'তো আরো একটি ইতিহাস
বুকের ভিতর নিত্য রয়েছে তোমার বসবাস
কিছু বলার জন্য সাদা কাগজ’ই ভরসা
বাকি সব না পাওয়া, আমার হতাশা।

একদিন মানুষ বুঝবে
হয়তো
ততো দিনে, খুব বেশী দেরী হয়ে যাবে।

মন্তব্য ১৬৪ টি রেটিং +৩৮/-০

মন্তব্য (১৬৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

রাইসুল ইসলাম রাণা বলেছেন: দারুণ হইছে! অস্ফুট কাব্যখানি

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ!

২| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

তার আর পর নেই… বলেছেন: মোটামুটি লাগছে। অপ্রয়োজনীয় বিরাম চিহ্ন রয়েছে।

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

সুমন কর বলেছেন: এবার কিন্তু কম আছে। তারপরেও যদি বলতেন কোথায় অপ্রয়োজনীয় সুবিধে হতো। ধন্যবাদ।

৩| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


এসব বাক্য কি ফুল ফুটিয়ে ফল আনে?

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সুমন কর বলেছেন: হাহা...আপনি হয়তো বুঝবেন না। ভালো থাকবেন।

৪| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

কল্লোল পথিক বলেছেন:








চমৎকার কবিতা।
কবিতায়+++

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

মিজানুর রহমান মিরান বলেছেন: শব্দের লাশ!
চমৎকার কবিতা...

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২

তার আর পর নেই… বলেছেন: যেমন : লাশগুলো সাজিয়ে বাক্য তৈরি হবে। পড়তে গেলে পুরোটাই একসাথে আসে।
বুকের ভেতর নিত্য রয়েছে তোমার বসবাস
ঘুম যে আসে না দু'চোখের পাতায়
আপনি কেমন লিখতে চেয়েছেন সেটাই বড় কথা।

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

সুমন কর বলেছেন: একটু পরে এডিট করবো। ধন্যবাদ।

৭| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতার আঁকুপাঁকুতে না পাওয়ার একটি বেদনা । সুন্দর সহজ সরল কবিতা । দারুণ লেগেছে ।

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। ভালো লাগল।

৮| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

উল্টা দূরবীন বলেছেন: একটি নতুন কবিতা লিখব বলে
কিছু শব্দকে খুন করি রাতে
লাশগুলোকে সাজিয়ে বাক্য তৈরি হবে
জানো, সবগুলোতে তুমি আছো নীরবে।

খুব ভালো লাগলো।

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

৯| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

তাসলিমা আক্তার বলেছেন: বুকের ভেতর নিত্য তোমার বসবাস। ভালো লাগা কবিতায় প্লাস রইলো।

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১০| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সহজ সরল কবিতাটি ভালো লেগেছে।

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

১১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এতো সহজে কিভাবে তুলে ধরেন সবকিছু? যদি পারতাম!!! :|

ভালো লাগা রইল। তৃতীয় +।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৭

সুমন কর বলেছেন: তুমি অনেক ভালো লিখো।

শুভেচ্ছা।

১২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কবিতায় একরাশ ভাললাগা রইল

+++

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

* শুধু চিহ্ন দিলেই কি হয় !

১৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আমি কোন সমঝদার নই, তবে মনে হোল যা কিছু মুন্সীয়ানা, তা প্রথম স্তবকেই রয়েছে...

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩০

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: সহজ আঙ্গিকে বেশ গভীর ভাবনা কবিতায় । ভাল লেগেছে ।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩২

সুমন কর বলেছেন: আমি তেমন লিখতে পারিনা..তবুও লিখি !

আপনারা পড়ছেন এবং মন্তব্য করছেন...ধন্যবাদ। শুভরাত্রি।

১৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫১

বিজন রয় বলেছেন: ৫ম ভাললাগা।

আমরা মানুষরা আসলেই অনেক দেরীতে বুঝি। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। চাইলেই সর্বশ্রেষ্ঠ হওয়া যায় না।
তাই অনেক কিছুই অস্ফুট থেকে যায়।

সুভায় মুখোপাধ্যায়কে মনে করিয়ে দিলেন এই কবিতার মাধ্যমে।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৫

সুমন কর বলেছেন: আমরা মানুষরা আসলেই অনেক দেরীতে বুঝি। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। চাইলেই সর্বশ্রেষ্ঠ হওয়া যায় না। তাই অনেক কিছুই অস্ফুট থেকে যায়। -- সুন্দর বলেছেন।

সুভায় মুখোপাধ্যায়ের লেখা পড়িনি।

ধন্যবাদ। শুভ রাত্রি।

১৬| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:


একটি নতুন কবিতা লিখব বলে
কিছু শব্দকে খুন করি রাতে
লাশগুলোকে সাজিয়ে বাক্য তৈরি হবে


অসাধারণ কবিতা! ধন্যবাদ!

০৬ ই মার্চ, ২০১৬ রাত ২:৩০

সুমন কর বলেছেন: শুভ রাত্রি। ভালো থাকুন।

১৭| ০৬ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০১

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর শব্দের গাঁথুনিতে চমৎকার কবিতা ।

ভাল লাগার লাইন একটি নতুন কবিতা লিখব বলে
কিছু শব্দকে খুন করি রাতে
লাশগুলোকে সাজিয়ে বাক্য তৈরি হবে
জানো, সবগুলোতে তুমি আছো নীরবে।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১৮| ০৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০০

ইশতিয়াক ফাহাদ বলেছেন: ভাল লেগেছে

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৩

নীলপরি বলেছেন: খুন কোথায় করেছেন ? মালা গেঁথেছেন তো। আর মালাটা খুব সুন্দর হয়েছে।
কবিতায় +
শুভসকাল।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪০

সুমন কর বলেছেন: হুম !!! শুভেচ্ছা।

২০| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩

অভ্রনীল হৃদয় বলেছেন: বেদনারা কবিতায় কথা বলে যায়। ভালো লেগেছে।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২১| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬

শামছুল ইসলাম বলেছেন: একটা সুন্দর কবিতা উপহার দেওয়ায় খুনিকে (কবিকে) ক্ষমা করে দিলামঃ

//একটি নতুন কবিতা লিখব বলে
কিছু শব্দকে খুন করি রাতে
লাশগুলোকে সাজিয়ে বাক্য তৈরি হবে
জানো, সবগুলোতে তুমি আছো নীরবে।//


ভাল থাকুন। সবসময়।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩

সুমন কর বলেছেন: হাহাহাহা....ভালো থাকুন।

২২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৩| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩

বর্ণহীণ বলেছেন: Khub valo legeche.

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৪| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

বিজন রয় বলেছেন: দুঃখিত............
সুভায় নয় সুভাষ মুখোপাধ্যায় হবে।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬

সুমন কর বলেছেন: তাইতো বলি !! উনার নাম শুনেছি.. ;)

শুভ দুপুর।

২৫| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



দেরী না হোক, পূর্ণতা পাক হৃদয়ের চাওয়াটুকু।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: ভাইজান, ধন্যবাদ।

২৬| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

বর্ণহীণ বলেছেন: লাইক বাটন খুঁজে পাইনি আগের বার। এবার দিলাম।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬

সুমন কর বলেছেন: হাহাহা.....ধন্যবাদ। শুভ দুপুর।

২৭| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

মাসুদ মাহামুদ বলেছেন: দারুন লাগছে।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৮| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৯| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: ভালোই।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫১

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

৩০| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: একদিন মানুষ বুঝবে
হয়তো
ততো দিনে, খুব বেশী দেরী হয়ে যাবে।
দারুন কথামালা। আসলেই আমরা মানুষ গুলো একদিন ঠিকই বুঝি কিন্তু ততদিনে খুব দেরী হয়ে যায়।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩

সুমন কর বলেছেন: আমরা মানুষ গুলো একদিন ঠিকই বুঝি কিন্তু ততদিনে খুব দেরী হয়ে যায়।

শুভেচ্ছা।

৩১| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

আবু শাকিল বলেছেন: মনের কথা কবিতার সাথে মিলে গেছে- :)

ছাপা কালিতে হবে না সে কবিতা লেখা
এ শুধু আমার নিজের সাথে বলা কথা
মাঝে মাঝে বৃষ্টি নামে কবিতার খাতায়
ঘুম যে আসে না, দু’চোখের পাতায়

এইবার ত অনুকাব্য ছেড়ে পুরোকাব্য লিখে ফেললেন সুমন দা :)

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪

সুমন কর বলেছেন: লিখি তো মাঝে মাঝে !! ;)

ধন্যবাদ।

৩২| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

সাহসী সন্তান বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা সুমন'দা! অনেক ভাল লাগলো!
শুভ কামনা জানবেন!

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭

সুমন কর বলেছেন: নতুন প্রোপিক। সুন্দর হয়েছে।

ধন্যবাদ।

৩৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবিতা আসুক ছন্দে ছন্দে আনন্দে। খুন করলে শব্দ মরে স্তব্ধ হয়ে। শুভ কামনা কবি।

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

সুমন কর বলেছেন: আপনাকে দেখে ভালো লাগল।

শুভ সন্ধ্যা।

৩৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

ভ্রমরের ডানা বলেছেন: এত সুন্দর কবিতা লেখার জন্য গুলাবী ধন্যবাদ সুমন ভাই!!!

ফুলটি গ্রহন করুন!

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

সুমন কর বলেছেন:

৩৫| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার ! ভালো লাগলো।

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ সন্ধ্যা।

৩৬| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

মাহমুদ০০৭ বলেছেন: আমার কাছে মোটামুটি লাগছে । তবে এর ভেতরেও একটা দারূণ জিনিস আছে ।
আমি জানিনা লাশগুলোকে সাজিয়ে বাক্য তৈরি হবে এভাবে কেউ ভেবেছে কিনা ।, কেউ না ভেবে থাকলে আপনি বস।
চমৎকার লাগছে ।

]বিজন রয়ের কথা ভাল লাগছে ।
ভাল থাইকেন সুমন দা

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: যতটুকু মনে পড়ে কেউ করেনি !

তোমার এক লাইনও ভালো লেগেছে, খুশি হলাম। মিথ্যে প্রশংসা চাই না। সাথে চাই।

শুভ সন্ধ্যা।

৩৭| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

ঢাকাবাসী বলেছেন: ততদিনে দেরী হবে কেন, হবেনা ভাবছি। সুন্দর!

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সুমন কর বলেছেন: হতেও পারে !!

ধন্যবাদ। শুভ সন্ধ্যা।

৩৮| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।++++

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

সুমন কর বলেছেন: কি বলব !! আপনি অনেক দিন পর, আমার ব্লগে এলেন। ভালো লাগল।

শুভ সন্ধ্যা।

* শুধু চিহ্ন দিলেই কি হয় ! ;)

৩৯| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাইরে ব্যস্ত আছি খুব। তাই সময় দিতে পারিনি।




এখন ব্যস্ততা কমেছে। নিয়মিত পাবেন :)

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: শুনে খুশি হলাম।

৪০| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,




বুকের ভেতরে বাস করে যে জন, তার জন্যে শব্দকে খুন করতে হয়না । কবির হৃদয়ের রক্ত ঝরে ঝরে অস্ফুট শব্দের কবিতা হয়ে যায় ।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

সুমন কর বলেছেন: কি আর করবো ! খুন তো হচ্ছি না, তাই শব্দকেই খুন করি.....!

আপনার ভালো লাগা পেলে, ভালোই লাগে।

৪১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

অগ্নি সারথি বলেছেন: একদিন মানুষ বুঝবে
হয়তো
ততো দিনে, খুব বেশী দেরী হয়ে যাবে। - হয়তোবা।

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ দুপুর।

৪২| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১

জেন রসি বলেছেন: নতুন কবিতা, সে'তো আরো একটি ইতিহাস

চমৎকার বলেছেন।কিছু অনুভূতির ঝড়ে কিছু অনুভূতির ভেঙে পড়া!

++

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৪

সুমন কর বলেছেন: পোস্টে দেখে ভালো লাগল। ধন্যবাদ।

৪৩| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২

এস কাজী বলেছেন: দাদা কবিতা খানা কঠিন হয়েছে। খুব সুন্দর।

শব্দের মারপ্যাঁচ বুঝা বড় দায় :)

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪১

সুমন কর বলেছেন: হায় হায়.....বলে কি !! কঠিন !!

যা হোক, পড়ার জন্য ধন্যবাদ।

৪৪| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৩

ফেরদৌস প্রামানিক বলেছেন: অনেকটা বেশীই মুগ্ধ হলাম !

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪৫| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪০

মানসী বলেছেন: ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমার কাছেও কবিতারা এভাবেই জন্ম নেয় বা এভাবেই আমি কবিতাদের জন্ম দিই। আমার অনুভূতিকে খুঁজে পেলাম।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৪

সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকা হোক, সব সময়।

৪৬| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১২

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ ভাই

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

৪৭| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫

সুমন কর বলেছেন: শুভেচ্ছা।

৪৮| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫১

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার কবিতা সুমন। ভাল লাগলো।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪৯| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

তানজির খান বলেছেন: "নতুন কবিতা, সে'তো আরো একটি ইতিহাস
বুকের ভিতর নিত্য রয়েছে তোমার বসবাস"

খুব ভাল লাগলো ভাইয়া। শুভকামনা ও ভালবাসা নিবেন।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ বিকেল।

৫০| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

নেক্সাস বলেছেন: খুব বেশী ভাল লাগেনি প্রিয় সুমন কর। আপনি এর চাইতে ভাল লিখেন। কবিতা টা নিয়ে হোম ওয়ার্ক মনে হয় খুব বেশি করেন নি।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯

সুমন কর বলেছেন: আমি এর চাইতে ভালো লিখি, শুনে খুব খুশি হলাম। পরবর্তীতে আরো সুন্দর করার চেষ্টা থাকবে। এভাবে চাই, ভালো আর মন্দে পাশাপাশি।

ধন্যবাদ। শুভ বিকেল।

৫১| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩০

উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো লাগলো।

১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৪

জুন বলেছেন: অনেক অনেক ভালোলাগা সুমন কর ।
+

১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৫

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

৫৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: একদিন মানুষ বুঝবে
হয়তো
ততো দিনে, খুব বেশী দেরী হয়ে যাবে।

নতুন লেখা দিন।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:১১

সুমন কর বলেছেন: আমি তো পাঠক, লেখক নই !! সাধারণত মাসে, ১/২ টি পোস্ট দিয়ে থাকি।

ধন্যবাদ।

৫৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: মাঝে মাঝে বৃষ্টি নামে কবিতার খাতায়
ঘুম যে আসে না, দু’চোখের পাতায়।
-- ভালো লেগেছে।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫৫| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৮

মহা সমন্বয় বলেছেন: একদিন মানুষ বুঝবে
হয়তো
ততো দিনে, খুব বেশী দেরী হয়ে যাবে।

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮

সুমন কর বলেছেন: শুভ সকাল। ধন্যবাদ।

৫৬| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: নতুন কবিতা, সে'তো আরো একটি ইতিহাস ............

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯

সুমন কর বলেছেন: শুভ সকাল। ধন্যবাদ।

৫৭| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন: নতুন কবিতার ইতিহাস অনেক সুন্দর হয়েচে ভাইয়া।:)

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: শুভ সন্ধ্যা। ধন্যবাদ।

৫৮| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

ডট কম ০০৯ বলেছেন: শুরুটা ভাল ছিল কিন্তু শেষে এসে হারিয়ে গেলাম। আসলে আমার ধারনার সাথে কবিতা মেলে নি। এখানেই কবির স্বকীয়তা। অনেকদিন পর আপনার লেখা পড়লাম।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্যও পেলাম। ধন্যবাদ।

৫৯| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১

রুদ্র জাহেদ বলেছেন: একদিন মানুষ বুঝবে
হয়তো
ততো দিনে, খুব বেশী দেরী হয়ে যাবে।

কবিতার ভেতর দিয়ে প্রাঞ্জল ভাষায় সুন্দর সত্য উচ্চারিত হলো।খুব ভালো

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩১

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৬০| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজের ঢোল নিজে পিটানো ভাল নয় ! কবি তা করেছেন ।


একটি নতুন কবিতা লিখব বলে
কিছু শব্দকে খুন করি রাতে
লাশগুলোকে সাজিয়ে বাক্য তৈরি হবে
জানো, সবগুলোতে তুমি আছো নীরবে।


এই চার লাইনেই , তিনি যে একজন জাত কবি , তা আমাদের বুঝিয়ে ছেড়েছেন ।

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬১| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪০

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা রইল । শুভ রাত্রি ।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৪

রিপি বলেছেন: সাংঘাতিক রকমের কবিতা।

একটি নতুন কবিতা লিখব বলে
কিছু শব্দকে খুন করি রাতে
লাশগুলোকে সাজিয়ে বাক্য তৈরি হবে
জানো, সবগুলোতে তুমি আছো নীরবে।


ভালো লেগেছে। :)

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: শুভেচ্ছা।

৬৩| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২২

মশিকুর বলেছেন:

সুন্দর... সুন্দর :)

***
বহুদিন পর পর আসি! কেমন আছেন?

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

সুমন কর বলেছেন: এইতো চলে যাচ্ছে....! খারাপ নয়।

আসলেই বহুদিন পর পর আসা হয় ... ;) ব্যস্ত বুঝি ? শুভ দুপুর।

৬৪| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০

মশিকুর বলেছেন:

ঠিক ব্যস্ত না! ভণ্ডামি... ব্লগে না আসার ধান্দা ;) কেন জানি ব্লগে সময় দেয়া হচ্ছে না :( দেখি...

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২

সুমন কর বলেছেন: হুম ! ফাঁকি বাজি !!!............হাহাহা ;)

৬৫| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিতায় ভালোলাগা! :)

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

সুমন কর বলেছেন: হুম ! অনেক ধন্যবাদ।

৬৬| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

জ্যোস্নার ফুল বলেছেন: খুনি :(

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬৭| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩

ফারিহা নোভা বলেছেন: অবাক করা সুন্দর আপনার লেখা।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম... !:#P

ধন্যবাদ।

৬৮| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

মধ্য রাতের আগন্তক বলেছেন: শুরুটা ভালো ছিল।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য কি প্রথম পেলাম ? শুভেচ্ছা।

৬৯| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

ইকবাল হোসাইন সুমন বলেছেন: ভাল লাগলো দাদা, অনেক ভাল।।
কিছু শব্দের মধ্যে নিজেকে খুন করতে ইচ্ছে করে। অন্য অনেককেও।।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম। আশা করি, ভালো আছেন।

ধন্যবাদ।

৭০| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৮

আহসানের ব্লগ বলেছেন: মোটামুটি লাগলো ।

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

আহসানের ব্লগ বলেছেন: :)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: ;)

৭২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

রাজসোহান বলেছেন: একদিন মানুষ বুঝবে
হয়তো
ততো দিনে খুব বেশী দেরী হয়ে যাবে,
একদিন তুমিও ফিরবে
হয়তো
তখন সময়ের ফাঁদ স্মৃতিতে ডোবাবে।

:)

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। আপনার মন্তব্য হয়তো প্রথম পেলাম, ভালো লাগল।

৭৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬

এহসান সাবির বলেছেন: নতুন কবিতা, সে'তো আরো একটি ইতিহাস
বুকের ভিতর নিত্য রয়েছে তোমার বসবাস......

প্রচন্ড ভালো লাগল লাইন দুটি দাদা।

কবিতায় ভালো লাগা।

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

আরাফআহনাফ বলেছেন: কবিতা আপনাকে ছাপিয়ে যেতে পারেনি।
আরো ভালোর প্রত্যাশায় রইলাম।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

সুমন কর বলেছেন: আমি নিজেকে সামুর পাঠক ভাবতেই বেশি পছন্দ করি। মাঝে মাঝে কিছু কথা লিখে ফেলি। এর বেশি নয়।

সময় করে পড়ার জন্য ধন্যবাদ। চেষ্টা থাকবে।

৭৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: নতুন কবিতা, সে'তো আরো একটি ইতিহাস
বুকের ভিতর নিত্য রয়েছে তোমার বসবাস
কিছু বলার জন্য সাদা কাগজ’ই ভরসা
বাকি সব না পাওয়া, আমার হতাশা।


অসাধারণ । এত সুন্দর কবিতা হয়! ভাল লাগল।কবি।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮

হাবিব রহমানন বলেছেন: "একটি নতুন কবিতা লিখব বলে
কিছু শব্দকে খুন করি রাতে
লাশগুলোকে সাজিয়ে বাক্য তৈরি হবে
জানো, সবগুলোতে তুমি আছো নীরবে। "


সুমন কর দাদা দেখছি অনেক প্রতিভাবান মানুষ :) দারুন হয়েছে।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: হাহাহা...........ভালো থাকুন।

ধন্যবাদ।

৭৭| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:১২

কালনী নদী বলেছেন: একদিন মানুষ বুঝবে
হয়তো
ততো দিনে, খুব বেশী দেরী হয়ে যাবে।

সেটাই!

২৭ শে মে, ২০১৬ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: শুভেচ্ছা।

৭৮| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:১৪

সিক্ত শ্রাবণ বলেছেন: অপূর্ব, দাদা। খুব ভাল লাগলো।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: আমার নয়, সামুতে অনেক ভালো লেখক/কবি/ব্লগার আছেন তাঁদের কথা আমি বলেছি। এতে ভুল বোঝার অবকাশ নেই।

ভালো থাকুন।

৭৯| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার কবিতার ভাব ও গভীরতা ভাল কিন্তু কবিতায় শব্দ প্রয়োগ এতই সরল যে কবিতায় কোন কিউরীসিটি প্রকাশ পায় না । পশ্চিমবঙ্গের নামকরা নতূন কবিদের কবিতা পড় ।যেমন , শ্রীজাত , ঈশিতা ভাদুড়ি , রূপক সান্যাল ,রজত শুভ্র মজুমদার , রাজিব কর ইত্যাদী

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:০৫

সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন। লিখতে পারি না, তবুও মাঝে মাঝে কিছু কথা লেখার চেষ্টা করি।

সাজেশনের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৮০| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪৬

দেবজ্যোতিকাজল বলেছেন: লিখতে পারনা একথা বলিনি , রাগ করলে?

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

সুমন কর বলেছেন: না, আমি কিছু মনে করিনি। রাগের প্রশ্নই আসে না।

অনেক ভালো থাকুন।

৮১| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ

২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮২| ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটি নতুন কবিতা লিখব বলে
কিছু শব্দকে খুন করি রাতে
লাশগুলোকে সাজিয়ে বাক্য তৈরি হবে
জানো, সবগুলোতে তুমি আছো নীরবে।
খুব সুন্দর

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.