নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

কবিতা: প্রহর।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:২৪



এই যে তুমি দেখলে না আমায়, সারা বেলা
মনে কি পড়েছিল অলস দুপুরের ঘুমে
নাকি বৃথাই গেল মিথ্যে লুকোচুরি খেলা
জানি হয়ত, মেঘ জমেছিল তোমার মনে।

সিঁড়িতে যখনই শুনেছো পায়ের আওয়াজ
মন খুশিতে তুমি, ভেসে গেছো হাওয়ায়।
দেখো, বেলা গলে সন্ধ্যা এলো চলে
এখনো আমি, পাঁচ'টায় পারিনি ছুটতে।

অপেক্ষার দৃষ্টি কি ছিল জানলায়
জানো, বড্ড বাজে অবস্থা আজ রাস্তায়।
চিন্তার বলিরেখা ফুঁটে উঠেছিল কপালের ভাজে
জানি এর শেষ হবে দু'জনায় দেখা পেলে।

মন্তব্য ১৪৯ টি রেটিং +৩২/-০

মন্তব্য (১৪৯) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬

আবুল হায়াত রকি বলেছেন: তাই বলে কবিতা লিখে বয়ে যায় বেলা!

অসাধারণ কবিতা, দাদা।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।

২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৪০

জেন রসি বলেছেন: নাগরিক কোলাহলে বিষন্ন অপেক্ষার প্রহর। ভালো লেগেছে।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৫১

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

৩| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৪০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কবিতা কম বুঝি।
কিন্তু লেখাগুলো মন ছুয়ে গেল।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৫২

সুমন কর বলেছেন: পড়েছেন এবং মন ছুঁয়েছে---এতেই চলবে। ধন্যবাদ।

৪| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭

কলমের কালি শেষ বলেছেন: আপনি কবিতা কম লিখেন কিন্তু যা লিখেন তা দেখে অবাক হতে হয় । এতো সহজ শব্দে যে এমন কাব্যিকভাব ফুটে উঠতে পারে তা আপনার লেখা দেখলেই বোঝা যায় । দারুণ ।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৫৫

সুমন কর বলেছেন: ব্লগে আপনাকে মিস করি। সময় করে নিয়মিত হবার অনুরোধ থাকলো।

আর যা বলেছেন, তাতে আমি লজ্জিত !! কিছু লিখতে পারি না, হয়তো মনে কথাগুলোই লিখে যাই, সহজ করে।
ভালো থাকুন। ধন্যবাদ।

৫| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: দুজনার দেখা হোক!!!!

নতুন কবিতাও লেখা হোক।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭

সুমন কর বলেছেন: হাহাহা......হোক !!

বেশ ঝামেলার মধ্যে আছি, কোন কাজই করতে পারছি না। আর লিখা !!! বাদ দেন।

আপনি ভালো থাকুন, সাথেই থাকুন। ধন্যবাদ।

৬| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: দেখো, বেলা গলে সন্ধ্যা এলো চলে
এখনো আমি, পাঁচ'টায় পারিনি ছুটতে।


দারুণ কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:০৭

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

৭| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৮| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,



প্রহরগুলো এভাবেই কেটে যায় মনে হয় একেক জনের । কেউ পাঁচটার অপেক্ষায় , কেউ জানালায় চোখ পেতে ..........

সুন্দর ।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০৭

সুমন কর বলেছেন: হুম !!! কেঁটে যায় হয়ত অনেকের........কেঁটে ছিল হয়ত !!

ধন্যবাদ।

৯| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালো হয়েছে সুমন ভাই। ভালো লেগেছে।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:০৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১০| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর কবিতা।

অপেক্ষার অবসান হোক।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২৫

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম।
ধন্যবাদ।

১১| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৪৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব খুব সুন্দর কবিতা! সংক্ষিপ্ত কিন্তু বস্তুনিষ্ট! অনেক অনেক ভালো লাগা রইলো কবি ভাই। ভালো থাকুন।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।

১২| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: অপেক্ষার দৃষ্টি কি ছিল জানলায়
জানো, বড্ড বাজে অবস্থা আজ রাস্তায়।


অপেক্ষার প্রহর শেষ হোক ।

কবিতা অনেক সুন্দর হয়েছে,
ভালো থাকুন।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২৯

সুমন কর বলেছেন: সবার অপেক্ষা শেষ হোক। আমি না হয়, রইলাম অপেক্ষায়.....

ভালো থাকুন। ধন্যবাদ।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৫

অরুনি মায়া অনু বলেছেন: যেখানে ভালবাসা সেখানেই অপেক্ষা

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৬

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: সিঁড়িতে যখনই শুনেছো পায়ের আওয়াজ
মন খুশিতে তুমি, ভেসে গেছো হাওয়ায়।
দেখো, বেলা গলে সন্ধ্যা এলো চলে
এখনো আমি, পাঁচ'টায় পারিনি ছুটতে।
--------

নিদারুণ বাস্তবতা!!! :( ভাল লেগেছে দাদা!

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪১

সুমন কর বলেছেন: ভালো লেগেছে জেনে, খুশি হলাম।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: চিন্তার বলিরেখা ফুঁটে উঠেছিল কপালের ভাজে
জানি এর শেষ হবে দু'জনায় দেখা পেলে
- তবে তাই হোক। দেখা হোক, কথা হোক! চিন্তার বলিরেখাগুলো মিলিয়ে যাক!

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৫

ডট কম ০০৯ বলেছেন: শুরুর ছন্দ শেষে টিকে গেল না কেন?

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৪

সুমন কর বলেছেন: প্রতি প‌্যারায় ভিন্ন ভিন্ন ছন্দ আছে, একটু খেয়াল করলে দেখতে পাবেন।

ভালো থাকুন। ধন্যবাদ।

১৭| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রত্যাহিক জীবনাচারের টানােপােড়ন কাব্যে ভাল লাগা :)

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৪

সুমন কর বলেছেন: ভালো থাকা হোক। ধন্যবাদ।

১৮| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব মিষ্টি কবিতা।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯

অদিতি চক্রবর্তী বলেছেন: সুমন তোমার ছবি ব্লগ দেখেছি। খুব সুন্দর। আজ প্রথম কবিতা পড়লাম।ভালো লাগলো।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: দেখে গেছেন হয়ত, মন্তব্য কিন্তু এবাই প্রথম পেলাম। পড়ার জন্য ধন্যবাদ।

২০| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এক মুহূর্তের জন্য অনেক মুহূরতের অপেক্ষা।

সুন্দর হয়েছে দাদা।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: ভালো থেকো। শুভেচ্ছা।

২১| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:০১

হাসান মাহবুব বলেছেন: সাদামাটা, ছিমছাম।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮

সুমন কর বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

২২| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫

অদৃশ্য বলেছেন:



ভালো লেগেছে সুমন দা...

শুভকামনা...

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৫

সুমন কর বলেছেন: কবিদের মন্তব্য পেলে তো, বেশিই ভালো লাগে.....

ভালো থাকুন। ধন্যবাদ।

২৩| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৮

আরণ্যক রাখাল বলেছেন: সুখী সুখী কবিতা!
ভাল লেগেছে

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৩০

সুমন কর বলেছেন: আগে সবাই বলতো, আমি নাকি সব দুঃখী দুঃখী কবিতা লিখি......তাই এবার ভিন্নটা চেষ্টা করলাম।

ধন্যবাদ।

২৪| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হইছে দাদা +

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:২০

সুমন কর বলেছেন: পড়ে, মন্তব্য করে যাবার জন্য ধন্যবাদ।

২৫| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: অনেক ভাল হয়েছে

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৬| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

কল্লোল পথিক বলেছেন:



এই যে তুমি দেখলে না আমায়, সারা বেলা
মনে কি পড়েছিল অলস দুপুরের ঘুমে
নাকি বৃথাই গেল মিথ্যে লুকোচুরি খেলা
জানি হয়ত, মেঘ জমেছিল তোমার মনে।

কিছু বলার নেই+++++++++++++++
সোজা প্রিয়তে।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:০০

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

২৭| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা দাদা ।
অপেক্ষার দৃষ্টি কি ছিল জানলায়
জানো, বড্ড বাজে অবস্থা আজ রাস্তায়।

এটাইতো এখন নিত্য দিনের অবস্থা
কবিতায় উঠে এসেছে দারুনভাবে ।

শুভেচ্ছা রইল

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:০২

সুমন কর বলেছেন: নিত্য দিনের অবস্থাটাই তুলে ধরার চেষ্টা ছিল।
পড়ার জন্য ধন্যবাদ।

২৮| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৭

নীলপরি বলেছেন: আজ দু-দিন বাদে লগ-ইন করেই আপনার কবিতাটা পড়লাম । অসাধারণ লাগলো ।

প্রাত্যহিকীর আড়ালে জমানো প্রেম কথা ! সাদামাটা কিন্তু মূল্যবান । মমতাজ তো তাজমহল নিজে দেখেনি । দুঃখ হচ্ছে মমতাজের জন্য । আর ভালো লাগছে কবিতার নায়িকার জন্য ।

শুভকামনা ।
কবিতায় ++

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:০৬

সুমন কর বলেছেন: হাহাহা....সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি তো পাঠক, তবুও মাঝে মাঝে কিছু কথা লিখে যাই আর আপনাদের সাথে শেয়ার করি।
ভালো থাকুন। ধন্যবাদ।

২৯| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯

জুন বলেছেন: মিষ্টি একটি রোমান্টিক কবিতায় অনেক ভালোলাগা রইলো সুমন কর।
+

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:০৮

সুমন কর বলেছেন: বরাবরের মতো উৎসাহ দিয়ে যাবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।
ভালো থাকুন। ধন্যবাদ।

৩০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: এই যে তুমি দেখলে না আমায়, সারা বেলা
মনে কি পড়েছিল অলস দুপুরের ঘুমে


মনে পড়ে তাহারে।
অলস দুপুর কিংবা আড়মোড়া ভাঙ্গা ভোরে।

দারুন লাগলো সুমন ভাই।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

৩১| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কবিতায় ভালোলাগা। :)

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০২

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩২| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ ভালো লেগেছে!

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩২

সুমন কর বলেছেন: শুভ রাত্রি। ধন্যবাদ।

৩৩| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩০

সিগনেচার নসিব বলেছেন: কবির প্রতি কৃতজ্ঞ
দারুন লেগেছে কবিতা

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬

সুমন কর বলেছেন: শুভেচ্ছা। ধন্যবাদ।

৩৪| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭

প্রথমকথা বলেছেন:





"এই যে তুমি দেখলে না আমায়, সারা বেলা
মনে কি পড়েছিল অলস দুপুরের ঘুমে
নাকি বৃথাই গেল মিথ্যে লুকোচুরি খেলা
জানি হয়ত, মেঘ জমেছিল তোমার মনে"।


অসাধারণ হয়েছে কবি।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৩৫| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন:
সিঁড়িতে যখনই শুনেছো পায়ের আওয়াজ
মন খুশিতে তুমি, ভেসে গেছো হাওয়ায়।
দেখো, বেলা গলে সন্ধ্যা এলো চলে
এখনো আমি, পাঁচ'টায় পারিনি ছুটতে।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩৬| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৭

সুমন কর বলেছেন: আপনার জন্যও রইলো শুভেচ্ছা। ধন্যবাদ।

৩৭| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২২

শরতের ছবি বলেছেন: বেশ ভাল লেগেছে ।

১১ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩৮| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৬

খোলা মনের কথা বলেছেন: সিঁড়িতে যখনই শুনেছো পায়ের আওয়াজ
মন খুশিতে তুমি, ভেসে গেছো হাওয়ায়।
দেখো, বেলা গলে সন্ধ্যা এলো চলে
এখনো আমি, পাঁচ'টায় পারিনি ছুটতে।


অসাধারন, একদম মনে গেঁথে রাখার মত। শুভেচ্ছা রইল সুমন ভাই।

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৫

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৩৯| ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৬

মেহেদী রবিন বলেছেন: মেঘগুলো সরে যাক ঝরে যাক প্রাণে বৃষ্টিমত কিছু ভালোবাসা গানে।

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৯

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

৪০| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৪

টাইম টিউনার বলেছেন: হুম সুন্দর।

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৯

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৪১| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৬

প্রামানিক বলেছেন: কবিতাটি আগেও পড়েছিলাম কিন্তু সামুর সমস্যার কারণে মন্তব্য করা হয়নি। চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩০

সুমন কর বলেছেন: আপনি আগেই মন্তব্য করেছিলেন। আবার এসেছেন বলে ধন্যবাদ।

ভালো থাকুন।

৪২| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৬

এক অন্ধ কবি বলেছেন: অনন্যসাধারন একটি রোমান্টিক বাংলা কবিতা আবৃত্তি।
শুনে দেখুন<<<

https://youtu.be/GFGvVIS4a8s

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩২

সুমন কর বলেছেন: বাসায় গিয়ে শুনব। ধন্যবাদ।

৪৩| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৮

এক অন্ধ কবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪১

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

৪৪| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

এডওয়ার্ড মায়া বলেছেন: অনেক আগে আপনার অনু কবিতা পড়েছি ।
এবার পুরোটা পড়লাম :)
ভাল লিখেছেন সুমন দা।
ফেসবুক মারফত জানতে পেরেছি বাসায় নতুন অতিথি এসেছে ।
সবার জন্য অনেক অনেক শুভ কামনা ।
ভাল থাকুন এবং সুস্থ থাকুন।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: হুম, তাই একটু ব্যস্ত দিন যাচ্ছে....

তা ফেবুতে আপনি কি নামে আছেন, নাকি আমার ফ্রেন্ড লিস্টেই আছেন !!!! এখানে না জানালেও চলবে।

পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৪৫| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা ! ভালবাসা চুইয়ে পড়ছে যেন !!!

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪৬| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৩

রোদেলা বলেছেন: প্রতীক্ষার প্রহর গোনা সুন্দর।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:১০

সুমন কর বলেছেন: শুভ রাত্রি। ধন্যবাদ।

৪৭| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,




প্রহর তো যাচ্ছে যাচ্ছেই কিন্তু লেখা কই ???

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৬

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ, জী এস ভাই। খুব ভালো লাগল।

আসলে একটু ব্যস্ততার মধ্যে প্রহর যাচ্ছে। আমার (আমাদের) একটি মেয়ে হয়েছে, ১৫ দিন আগে। তাই ওকে নিয়ে আমার প্রহরগুলো কেঁটে যাচ্ছে।

৪৮| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৫

অপরিচিত মানব শুণ্য বলেছেন: ভাল লাগা রেখে গেলাম,

আমরা প্রতিক্ষায় আছি, কবে আপনার নতুন লিখা পাব?

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২০

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। আগের প্রতি উত্তরটি দেখে নেবার অনুরোধ রইলো।

বাকি সময়টুকু সামুতে সময় দিয়েই পার হয়ে যায়। দেখি একদিন নতুন লেখা দিয়ে দেবো। ভালো থাকুন।

৪৯| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫

আহমেদ জী এস বলেছেন: সুমন কর,






শুনে খুব ভালো লাগলো। নবজাতিকা ও তার জননীর জন্যে সুন্দর দিনের প্রার্থনা রইলো ।
হুমমমমমমম দেখবেন , এবার আপনার মা'মনির সাথে খেলতে খেলতে আপনার প্রহরগুলো কোথা থেকে কোথা উড়ে উড়ে যায় !!!

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫০

সুমন কর বলেছেন: হুমম....আমিও তাই ভাবছি। তবে সামুতে নিয়মিত থাকার চেষ্টাও করে যাচ্ছি।

আপনার প্রার্থনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৫০| ২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩

তাওহীদ পলাশ বলেছেন: অসাধারণ :)

২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫১| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

কাবিল বলেছেন: ভাল লেগেছে+

২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

সুমন কর বলেছেন: আরে, কেমন আছেন? অনেক দিন পর, আপনার মন্তব্য পেলাম।

ধন্যবাদ। ভালো থাকুন।

৫২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৩

আমি তুমি আমরা বলেছেন: ভাল্লাগছে। ২৫ তম ভাললাগা :)

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থেকো।

৫৩| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ !! বেশ ভালো লেগেছে কবিতা। এগিয়ে যান কবি। :)

শুভকামনা রইল ।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫৪| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৩

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার হয়েছে ।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: অনেক দিন পর, মন্তব্য পেলাম। সময় করে ব্লগে নিয়মিত হবার আশায় রইলাম.....

শুভেচ্ছা।

৫৫| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৮

ডঃ এম এ আলী বলেছেন: অপেক্ষার দৃষ্টি কি ছিল জানলায়
জানো, বড্ড বাজে অবস্থা আজ রাস্তায়।
চিন্তার বলিরেখা ফুঁটে উঠেছিল কপালের ভাজে
জানি এর শেষ হবে দু'জনায় দেখা পেলে।


দাদার বাড়ী এসে ফিরে যাব তাকি হয়
করে গেলাম কিছু রস আস্বাদন ।
শুভেচ্ছা রইল ।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৬

সুমন কর বলেছেন: এসেছেন বলে খুশি হলাম। শুভ সকাল।

৫৬| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৯

নিজেস্ব আমি(স্বত্তা) বলেছেন: ভালো লাগলো

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫৭| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কবিতা দারুন হয়েছে !

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪১

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।

৫৮| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১১

বিজন রয় বলেছেন: অপেক্ষার সুন্দর সমাপ্তি। আবেগের পূর্ণ যবনিকা।
২৮তম প্লাস।

সকালীয় শুভেচ্ছা সুমনদা।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৮

সুমন কর বলেছেন: আপনাকে দেখে ভালো লাগল। শুভ সকাল।
ধন্যবাদ।

৫৯| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২১

আরাফআহনাফ বলেছেন: অনেক আবেগী, সুন্দর আর মিস্টি একটা কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন সুমন - অজস্র কবিতা নিয়ে।

শুভ কামনা রইলো - সবসময়ের।

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬০| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৬

fa siam বলেছেন: সুন্দর

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫০

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২২

আলোরিকা বলেছেন: মিষ্টি - মধুর অপেক্ষার প্রহর ! :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২২

রিফাত ২০১০ বলেছেন: কি ব্যাপার সুমন নতুন সংকলন কই?

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

সুমন কর বলেছেন: বহুদিন সংকলন করা হয় না !! ভাবছি আবার শুরু করবো কিনা !! অনেক কিছুই পরিবর্তিত হয়ে গেছে।।
মনে রয়েছে বলে কৃতজ্ঞতা জানবেন।

আপনাকেও বহুদিন পর ব্লগে পেলাম। কেমন আছেন?

৬৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

সুমন কর বলেছেন: আপনার মন্তব্যও কিন্তু অনেক দিন পর পেলাম।

ধন্যবাদ। ভালো থাকুন।

৬৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১

পবন সরকার বলেছেন: খুব ভালো লাগল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৫

তামান্না তাবাসসুম বলেছেন: কবিতায় ভালো লাগা সুমন দা...

শুভকামনা...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

সুমন কর বলেছেন: শুভেচ্ছা।

৬৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: দারুণ

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ দুপুর।

৬৭| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫৫

মুঃ ফাহিম রহমান বলেছেন: সত্যই কি নিদারুন অপেক্ষায় নারী।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬৮| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৪

অতঃপর হৃদয় বলেছেন: কবিতা কবিতার মতই হয়েছে। ভালো লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৬৯| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

ঋতো আহমেদ বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭০| ০৯ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:০০

নদীর পাঁড়ের জ্যোৎস্না বলেছেন: অনেক ভাল হয়েছে।ভাল লাগল । 8-|

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৬

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।

৭১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

মাহমুদা রহমান বলেছেন: ‘সিঁড়িতে যখনই শুনেছো পায়ের আওয়াজ
মন খুশিতে তুমি, ভেসে গেছো হাওয়ায়।’
খুব সুন্দর :)

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

সুমন কর বলেছেন: মনে হয়, আপনার মন্তব্য প্রথম পেলাম।

পড়ার জন্য ধন্যবাদ। বিজয়ের শুভেচ্ছা.....

৭২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

Mashkura বলেছেন: Valo laglo.

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকের মনেই মেঘ জমে না ভাই! তারা না দেখে কেমনে থাকে!


শেষ হোক আপনার অপেক্ষার প্রহর। শুভকামনা রইল।
কবিতায় ভালোবাসা রেখে গেলাম।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৮

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৭৪| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৪

ইফতেখারুল মবিন বলেছেন: Just awesome….

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.