নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম বলধা গার্ডেন এবং শ্যামপুর ইকো পার্ক, ছবি ব্লগ-০৮।

১৮ ই জুন, ২০১৮ রাত ১১:১২



অনেক দিন হলো ছবি পোস্ট দেই না। ছবি পোস্ট কেন, কোন পোস্টই এখন আর নিয়মিত দেয়া হয় না !! তবে ব্লগে নিয়মিত আসা এবং দু'চারটা মন্তব্য অবশ্যই করা হয়। এখন কেন জানি, পোস্ট দেবার আগ্রহ অনেক কমে গেছে !! আমার কাছে এর কারণ হয়তো পুরনো অনেক ব্লগার পোস্ট দিচ্ছে না, মন্তব্য করছে না, ব্লগে আসছে না...ইত্যাদি। আগের মতো মিথস্ক্রিয়া এখন অনেক কমে গেছে। এটি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত।

এবার ঈদের ছুটিতে একদিন বাহিরে বের হয়েছিলাম। প্রথমে যাওয়া হয়েছিল বলধা গার্ডেন। জায়গাটি ছোট কিন্তু গাছের বিশাল সংগ্রহ আছে। তবে নেই যত্নের ছোঁয়া। সব অপরিষ্কার আর ভিতরের ছোট ছোট বাগানগুলো তালা বদ্ধ করা। তাই সেখানে প্রবেশ করা যায়নি। কিন্তু দুষ্ট দামাল যুবক-যুবতী'র জন্য বাগানটি দৃষ্টিকটু মনে হয়েছে। ওরা প্রায় পুরো বাগান দখল করে রেখেছে। তাই বিব্রত হওয়া থেকে নিজেকেই দূরে রাখুন।

এবার আসুন কিছু ছবি দেখা যাক:

০১। সূর্য ঘড়ি


০২। ছায়াতল


০৩। লাল শাপলা


০৪। নোংরা জলাশয়


০৫। সাদা শাপলা


০৬। ইয়োলো শাপলা


০৭। বদ্ধ গোলাপ বাগান


০৮। পুকুর পাড় ১


০৯। বিশ্রাম


১০। পুকুর পাড় ২


১১। কচ্ছপ


১২। মাছের পোনা


এরপর চলে যাই শ্যামপুর ইকো পার্কে। যদিও হাতে সময় ছিল না, তবুও সিএনজি করে রওয়া হয়ে গেলাম। সেখানে গিয়ে বুঝতে পারলাম, ঈদ কাকে বলে !! লোকে ভরপুর। আবালবৃদ্ধবনিতা হাজির। ছোটদের চেয়ে বড়দের আগ্রহ কোন অংশে কম না। অনেকগুলো রাইড আছে। প্রতিটি রাইডে বিশাল লাইন। একটিতে উঠতেই প্রায় ৩০ মিনিট চলে গেল। তাই সময় না থাকার কারণে মাত্র দুইটিতে উঠে বের হয়ে যাই। পুরোটা ঘুরে দেখার সময়ও পেলাম না। আর ভিড়ের কারণে ছবির তোলার ইচ্ছে বা সময় কোনটাই ছিল না। কারণ এরমধ্যে ঘড়িতে প্রায় ছয়টা বিশ বেজে গেছে। এখন বের না হলে, যেতে অসুবিধা হবে। পরে কোন দিন সময় পেলে আবার আসা যাবে।

১৩। নাগরিক আনন্দ ১


১৪। নাগরিক আনন্দ ২


১৫। নাগরিক আনন্দ ৩


১৬। নাগরিক আনন্দ ৪


১৭। নাগরিক আনন্দ ৫



সবাইকে ধন্যবাদ।

সকল ছবি নিজে সংগৃহীত।

মন্তব্য ১১৬ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৮ রাত ১২:৩৬

ওমেরা বলেছেন: সব গুলো ছবি সুন্দর হয়েছে তবে মাছের পুনা সব চেয়ে ভাল লেগেছে। ধন্যবাদ পোষ্ট দেওয়ার জন্য।

১৯ শে জুন, ২০১৮ রাত ১:০৪

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং ধন্যবাদ।

২| ১৯ শে জুন, ২০১৮ রাত ১২:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দাদা!
সময় থাকলে আপনি নিয়মিত লিখুন! আমাদের নুর ভাই তো এখনো নিয়মিত লিখছে! বিদ্রোহী ভাইও তো তার বিদ্রোহ চালিয়ে যাচ্ছে! আর, আমরা তো ডোডো বাহিনী আছিই!:P

পোস্টটা সুন্দর হয়েছে! ছবিগুলোও দারুন.

১৯ শে জুন, ২০১৮ রাত ১:০৫

সুমন কর বলেছেন: তা'তো বটেই। তবুও কিছু যেন নাই নাই......!!

চেষ্টা থাকবে। ধন্যবাদ।

৩| ১৯ শে জুন, ২০১৮ রাত ১২:৫১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: খুব সুন্দর ছবি ও বর্ণনা।

১৯ শে জুন, ২০১৮ রাত ১:০৭

সুমন কর বলেছেন: ছবি ব্লগ বলে, ভ্রমণ পোস্টের মতো বিস্তারিত লিখিনি। কিছু কথা লিখে ছবি দিয়ে চালিয়ে দিয়েছি।

ধন্যবাদ।

৪| ১৯ শে জুন, ২০১৮ রাত ২:৩৮

কাছের-মানুষ বলেছেন: বলধা গার্ডেনটা মনে হয় অনেক ছোট। তবে গাছ অনেক সেখানে।
শ্যামপুর ইকোপার্ক এর কথা অনেক শুনেছি, দেশে আসলে যাবার ইচ্ছে আছে। সূর্য ঘরিটা কি শ্যামপুর ইকোপার্কে?

সব গুলো ছবিই দৃস্টি নন্দিত। পোস্ট ভাল হয়েছে।

নিয়মিত লেখুন, ব্লগ আরো প্রানবন্ত হবে। পুরোনোরা এখনো যে নেই তা নয়, এখনো কিছু পুরোনোদের মাঝে মাঝে দেখা যায়।

১৯ শে জুন, ২০১৮ রাত ২:৪৯

সুমন কর বলেছেন: হুম, ছোট আর সূর্য ঘড়িটা বলধা গার্ডেনে কিন্তু নষ্ট। শ্যামপুর ইকো পার্কের যাবার রাস্তা ভালো না। ঈদের বন্ধ বলে ঘুরে এলাম। না হলে, যানজটের কারণে সেখানে গেলে পুরো একদিন চলে যাবে।

এখনো আমি নিয়মিত থাকার চেষ্টা করি কিন্তু কিছু যে নেই, সেটা অনুভব করা যায় !!

৫| ১৯ শে জুন, ২০১৮ ভোর ৫:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

বলধা গার্ডেন আসলেই সুন্দর। অনেক আগে গিয়েছিলাম।

++++++++++

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০২

সুমন কর বলেছেন: শুভ দুপুর। ধন্যবাদ।

৬| ১৯ শে জুন, ২০১৮ ভোর ৬:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় সুমনদা। খুব সুন্দর লাগলো আপনার বলধা গার্ডেনকে নিয়ে আজকের পোষ্টটি। তবে ২ নং ছবিতে মিষ্টির প্যাকেট সহ বাচ্চার হাত ধরা ছবিটা যদি আপনার হয় তাহলে সামনাসামনি একটা ছবি পাওয়ার আব্দার থাকলো। সব ছবিগলি ভালো লাগলো। আর পার্ক বা গার্ডেন মানে সেখানে উঠতি ছেলে মেয়েদের কেতাকেতি থাকবেই। সমস্যা হয় বাচ্চাকে নিয়ে ভিতরে ঢুকলে।


অনেক অনেক শুভ কামনা দাদাকে।

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০৬

সুমন কর বলেছেন: হাহাহাহা.........না, সেটা আমার ছবি না। জায়গা ছোট তাই ফাঁকা ছবি তোলা যাচ্ছিল না।

আর হ্যাঁ, পরিবারের অন্য সদস্যদের নিয়ে গেলে একটু বিব্রত হতেই হয়। বাচ্চা ছিল কিন্তু সে এখনো এসব বোঝে না, বাঁচা গেল।
শুভ দুপুর। ধন্যবাদ।

৭| ১৯ শে জুন, ২০১৮ ভোর ৬:৫০

স্রাঞ্জি সে বলেছেন: ছবি গুলো ভাল লাগল।
শেষের ছবিটা পছন্দ হয়েছে বেশি।

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০৭

সুমন কর বলেছেন: শুভ দুপুর। ধন্যবাদ।

৮| ১৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো আপনার বলধা গার্ডেনের ছবি। ছোটবেলায় কাউকে বোকা বোঝাতে বলতাম, ব্যাটা বলদা গার্ডেন সেই কথাটা মনে পড়ে গেল।

নিয়মিত লিখুন এই প্রত্যাশা রইলো।

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০৮

সুমন কর বলেছেন: হাহাহা..........মজার বকা !! শুভ দুপুর। ধন্যবাদ।

৯| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:০৭

সিগন্যাস বলেছেন: বলধা গার্ডেনের ছবি দেখে মনে হলো সেখানে গতকাল ষাড়ের লড়াই হচ্ছিল।আসলেই করুণ।

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১১

সুমন কর বলেছেন: হুম, আমারও খারাপ লেগেছিল। কিন্তু তাদের সংগ্রহ বিশাল। পরিচর্যার অভাব।

শুভ দুপুর। ধন্যবাদ।

১০| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৩

সালমা নাসরিন৯৯ বলেছেন: খুবই সুন্দর জায়গা।

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১২

সুমন কর বলেছেন: শুভ দুপুর। ধন্যবাদ।

১১| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৯

কেয়া মজুমদার বলেছেন: মনোরম দৃশ্য।

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১৩

সুমন কর বলেছেন: শুভ দুপুর। ধন্যবাদ।

১২| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: বলদা গার্ডেন অনেকবার গিয়েছি।
ইকো পার্ক যাইনি।

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১৫

সুমন কর বলেছেন: হাতে সময় নিয়ে একবার ঘুরে আসুন। আপনার মেয়ে খুব মজা পাবে।

শুভ দুপুর। ধন্যবাদ।

১৩| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: "তাই বিব্রত হওয়া থেকে নিজেকে দূরে রাখুন" - একবার সপরিবারে সেখানে গিয়ে যা দেখেছিলাম, তার পর থেকে ওখান থেকে দূরেই থাকছি।
"ছায়াতল" আর পুকুরপাড়ের ছবিগুলো ভাল লেগেছে। একেবারে শেষেরটাও।


১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১৬

সুমন কর বলেছেন: আমি আগে যাইনি তাই ঘুরে আসলাম। তবে মনে হয়, আর যাওয়া হবে না।

শুভ দুপুর। ধন্যবাদ।

১৪| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর বহুদিন পর আপনার পোস্ট । আগে লাইক দিয়ে নিলাম। দারুন সব ছবি। লিখেছেনও বেশ। আপনার চার নম্বর ছবির মতো বদ্ধ আমাদের নগরজীবন ।

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২১

সুমন কর বলেছেন: হাহাহা......আগে লাইক দেবার জন্য ধন্যবাদ। আমি আগেও পোস্ট কম দিতাম। তবুও আগের মতো নেই সেটা কিন্তু মিস করি !!

আর আমরা সব যান্ত্রিক জীবনের বদ্ধ বাসিন্দা !! শুভ দুপুর।

১৫| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪০

সাহসী সন্তান বলেছেন: গিয়েছিলাম একবার! আর গিয়েই বুঝেছিলাম জায়গাটার নাম বলদা গার্ডেন করাটা সত্যিই সার্থক হইছিল। যদিও সেখানে শুধু বলদরাই না, বরং গাভীদেরও আনাগোনা অত্যন্ত চোখে পড়ার মত...

সুন্দর ছবি ব্লগ! শুভ কামনা জানবেন!

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২২

সুমন কর বলেছেন: তা আর বলতে !! আর যামু না !! তবে গুছিয়ে লাগলে বেশ লাগত।

শুভ দুপুর। ধন্যবাদ।

১৬| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

শায়মা বলেছেন: নোংরা জলাশয়ের মত অযত্ন অবহেলার পরেও ছবিগুলো চোখ জুড়ালো, প্রাণ ভরালো...

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২৫

সুমন কর বলেছেন: তবে ভালোই হলো, প্রাণ তো ভরলো !! কি আর করব, সবই নোংরা এবং অপরিষ্কার !! তবুও ব্লগে জন্য কিছু সংগ্রহ করে নিয়ে আসলাম।

শুভ দুপুর। ধন্যবাদ।

১৭| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৩

নতুন নকিব বলেছেন:



ভাল লাগলো দাদা। ধন্যবাদ।

১৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: শুভ দুপুর। ধন্যবাদ।

১৮| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৪

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর সুমন কর!
ভালোলেগেছে আপনার ঘুরাঘুরি'র ছবি!
রাইডে নিশ্চয়ই সূর্যা অনেক মজা পেয়েছে!!

শুভ কামনা :)

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ, আপু। শুভ বিকাল।

না, সূর্যা'র এবার রাইডে উঠা হয়নি। আরো একটু বড় হতে হবে। বেশি ছোটগুলো প্রচুর ভিড় ছিল এবং সংখ্যায় কম। তাই হলো না।

১৯| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৬

জাহিদ অনিক বলেছেন:
বলধা গার্ডেনের ঐ দৃষ্টিকটু অবস্থার কথা শুনেছি অনেক, কিন্তু কেন যেন কখনোই গিয়ে দেখা হয়নি। যাক না গিয়ে ভালোই হয়েছে।
গার্ডেনটা যে অযত্নে আছে সেটা ছবিতেই স্পষ্ট।

পরের ছবিগুলোর মধ্যে ভাসান দেয়া কচ্ছপ ও ভেসে থাকা মাছেদের দেখে ভালো লাগলো।
এগুলো যেন মন ভালো করে দেয়।

ছবি ব্লগ ভালো লাগলো। ধন্যবাদ সুমন দা। ঈদ মোবারাক।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৯

সুমন কর বলেছেন: তবুও একবার ঘুরে আসা যেতে পারে। বলা যাবে, গিয়েছিলুম !!

ধন্যবাদ, শুভ বিকাল।

২০| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৩

পবন সরকার বলেছেন: যেমন ছবি তেমন বর্ননা। অসম্ভব ভালো লাগল। ধন্যবাদ বিনোদনমূলক পোষ্ট দেয়ার জন্য।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ, শুভ বিকাল।

২১| ১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

তারেক ফাহিম বলেছেন: বলধা গার্ডেনের বিশ্রামাগারের মাঝের হেলানটি টম পাশেরগুলো জেরি আইটেমের, ভুল করে টম যদি পাশে বসে B-)

১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

সুমন কর বলেছেন: এরকম আরো বিশ্রামাগার আছে। আমি শুধু ক্যাপশন দিলাম...বাকিটা টম-জেরি ব্যবস্থা করে নেবে B-)

২২| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৬

করুণাধারা বলেছেন: আপনার কোন ছবি ব্লগে আমার এই প্রথম আসা। প্রথম দর্শনেই ভালোলাগা।

আমার শৈশবে যখন পুরো ঢাকা অনেক গাছপালায় ঢাকা ছিল, সেই সময় বলদাগার্ডেন ছিল খুবই মনোরম, সে সময় প্রায়ই বলদাগার্ডেনে যাওয়া হতো। তারপর আর বহুদিন যাইনি, মনে হয় আশির দশকে একবার গিয়েছিলাম। তেমন ভালো লাগেনি। আমার ছোটবেলার প্রিয় বাগানে আমার ছেলেমেয়েদের নিয়ে যাবার তোড়জোড় বহুবার করেও যাওয়া হয়নি। সেই নিয়ে আক্ষেপ একটা থেকেই গেছিল। আপনার পোস্ট দেখে সেই আক্ষেপ আজ দূর হয়ে গেল, ভাগ্যিস যাইনি!

১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: না, তাহলে সময় করে একবার ঘুরে আসুন। আপনার কাছে নতুন লাগবে।

পোস্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

২৩| ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: বদ্ধ জলাশয় গুলোতে আবার মশার আড্ডা হচ্ছে নাতো ?

১৯ শে জুন, ২০১৮ রাত ১০:৩৮

সুমন কর বলেছেন: থাকাটাই স্বাভাবিক। আপনি একবার ঘুরে আসুন....

ধন্যবাদ।

২৪| ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৬

সৈয়দ তাজুল বলেছেন: সুমন কর,

আপনার এমন আকস্মিক আগমন অনেকটাও টাশকিত আনন্দ দেয়ার মত।
ভাল লাগলো ছবি ব্লগ।
প্লাস+++

১৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: যাক, আনন্দ দিতে পেয়ে খুশি হলাম। অনেক দিন পর, আপনাকেও পেলাম।

পোস্ট দেখার জন্য ধন্যবাদ। প্লাস কিন্তু বুঝিয়া পাইলাম না !!.........হাহাহাহা

২৫| ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,




বলধা গার্ডেনের পুকুরের ছবি বাদে বাকী প্রায় সব ছবিতে আমাদের মন-মানসিকতার মতো নোংরার ( তোলা ছবি কিন্তু সুন্দর হয়েছে ) আভাস ।

আর নাগরিক আনন্দ ? এতো মানুষের ভিড়ে কই পাবেন ? দেশের প্রায় সব জায়গাতেই দেখবেন , নিরিবিলিতে একটু হিসু করবেন বলে দাঁড়িয়েছেন ... ওমমমমা... দুই চারজন লোক আশপাশ দিয়ে চলে যাবেই যাবে ... :(

১৯ শে জুন, ২০১৮ রাত ১০:৪৯

সুমন কর বলেছেন: হুম, সত্য এবং শেষে মজার বলেছেন। পোস্ট দেখার জন্য ধন্যবাদ।

২৬| ১৯ শে জুন, ২০১৮ রাত ১০:৫৭

আল ইফরান বলেছেন: মফস্বল শহর থেকে ঢাকায় প্রথম এসে যে উদ্যানে যাওয়া হয়েছিল সেইটা হচ্ছে বলধা গার্ডেন।
একটা অংশ শুধুমাত্র গবেষকদের জন্য উন্মুক্ত (সিবিলি অংশটা খুব সম্ভবত)।
কলেজে থাকা অবস্থায় বন্ধুর সাথে এসেছিলাম, কিন্তু কালচারাল শকটা খুব হজম হয় নি।
এর পরে আর কখনো পা বাড়াইনি, পরিবার সাথে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত নয় যায়গাটি।
পোস্টে ভালো লেগেছে।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সুমন কর বলেছেন: হ্যাঁ, গবেষকদের জন্য ভালো (উদ্ভিদবিজ্ঞানী)। আর তাদের জন্য মনে হয় বদ্ধ বাগানগুলো খুলে দেয়। আমি বলেছিলাম কিন্তু কোন উত্তর পাইনি। আমি আগে যাইনি, তাই ঘুরে এলাম। আর না !! ভাগ্য ভালো সাথে কোন মুরব্বী ছিল না।
ধন্যবাদ।

২৭| ১৯ শে জুন, ২০১৮ রাত ১১:০৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: বলধা গার্ডেনে যাব যাব করে যাইনি। যারা গিয়েছে তিক্ত অভিজ্ঞতা নিয়ে এসেছে। বিশেষ করে বেহায়া প্রেমিক যুগলদের নোংরামির জন্য। ছবি পোস্ট সুন্দর হয়েছে ধন্যবাদ,

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সুমন কর বলেছেন: পোস্ট দেখার জন্য ধন্যবাদ।

২৮| ১৯ শে জুন, ২০১৮ রাত ১১:৪৪

সনেট কবি বলেছেন: বলধা গার্ডেনের পাশ দিয়ে রোজ স্কুলে যেতাম। আহারে আমার সে কাল!

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

সুমন কর বলেছেন: ঠিক, সেই সময় আর নেই !! পোস্ট দেখার জন্য ধন্যবাদ।

২৯| ১৯ শে জুন, ২০১৮ রাত ১১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো। অনেক দিন পর পোষ্ট দিয়েছেন সেটাও ভালো লাগলো। এখন বিনোদন পার্ক গুলো হয়ে গেছে ধান্দাবাজি আর প্রেম পার্ক, যা খুবই দুঃখজনক। পার্কের সৌন্দর্য আর আগের মতো নেই।
আর ব্লগেও তেমন মজা নেই সেই আগের মতন, তাই আমিও পোষ্ট দিই না।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২১

সুমন কর বলেছেন: হাহাহা..........কিছু মিস অবশ্যই করি !! কি আর করবো, নেশাটা ছাড়তে পারিনি !!
পোস্ট দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৩০| ২০ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৩

জুন বলেছেন: সুমন কর বহু বহুদিন পর একটি পোষ্ট দিয়েছেন মনে হচ্ছে আমারও :)
ঢাকার বিখ্যাত বলধা গার্ডেনের সৌন্দর্য্য তুলে ধরার আপ্রান চেষ্টা করে যে ছবিগুলো দিয়েছেন তা দেখে খুশী হবো কি,
বরং হৃদয় ভারাক্রান্তই হলো যেন।
ছোট বেলায় ওয়ারীতে বসবাস করা আমার প্রিয় খালা আমাকে বলধার যে সৌন্দর্য্য দেখিয়েছিল দু একবার তা কোথায় ! বিশাল বড় বড় গাছ তার ছায়ায় ছায়ায় হেটে হেটে দেশ বিদেশের কত নাম না জানা গাছ দেখেছি,তাদের গায়ে লটকানো ছোট টিনের পাতে লেখা সেসবের সংক্ষিপ্ত ইতিহাস জেনেছি, পুকুরের পানিতে গল্পের বই এ পড়া বিশাল বিশাল পাতা মেলা আমাজান লিলি দেখে বিস্মিত হয়েছি। কত ফুল ফল ক্যকটাস গাছ, আপনার ছবিতে আমার চোখ শুধু সেই সুন্দরকে খুজে ফিরলো সুমন কর। ছবি দেখে বুঝলাম সে সব হারিয়ে গেছে তার গা ঘেষে ওঠা কংকৃটের জঙ্গলে। বড়ই অর্বাচীন এক জাতি আমরা ।
ইকো পার্কে যাইনি তবে আপনার ছবি দেখে বেশ লাগলো ।
ভালোলাগা
+

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সুমন কর বলেছেন: আপু, দারুণ বলেছেন। আসলে প্রতিটি গাছে এখনো টিনের পাতে তথ্য লেখা আছে। কিন্তু জায়গা ছোট এবং পরিবেশ অনুকূল না থাকার কারণে ভালো করে দেখে নিতে পারিনি। তবে সেখানকার সংগ্রহ মনে হয় আগের মতোই ভালো আছে। বদ্ধ বাগানগুলোতে বিশাল সংগ্রহ। ক্যকটাস, গোলাপ, লিলি...সবই আছে, তবে অবস্থা করুণ। আর লোকজনের কারণে ভালো করে ছবি তুলতে পারিনি। আর যাদের সাথে করে নিয়ে গিয়েছিলাম, তাদেরও কিছু ছবি তুলতে সময় লাগচ্ছিল, সেই যুগলদের কারণে !!
আর ইকো পার্ক সময়ের অভাবে ঘুরতে পারিনি। অস্বাভাবিক ভিড়। ছোট জায়গা হিসেবে রাইড ভালোই আছে। হালকা ধরনের, তবে খারাপ না। হাতে সময় করে যেতে হবে।

ভালো থাকুন। ধন্যবাদ।

৩১| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহং দারুন এক ঈদ ভ্রমনে আমরাও অংশ নিলাম :)

প্রাকৃতিক আর নাগরিক - পার্থক্যটুকু বেশ লাগলো কবি :)

++++++

২০ শে জুন, ২০১৮ রাত ৯:১৪

সুমন কর বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

৩২| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিগুলো দারুণ হয়েছে।

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৪০

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখার জন্য ধন্যবাদ।

৩৩| ২২ শে জুন, ২০১৮ ভোর ৬:১৫

খনাই বলেছেন: ভূমি দস্যু থেকে শুরু করে আরো নানা রকম দস্যুতার পরেও যে বলধা গার্ডেনটা এখনো ঢাকায় টিকে আছে সেটা জেনে আমি যারপরনাই বিস্মিত I আপনার ফটো ব্লগে সুন্দর কিন্তু তার থেকেও বেশি খুশি হয়েছি বলধা গার্ডেনটা টিকে আছে জেনে (নো অফেন্স প্লিজ) I

২২ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৪

সুমন কর বলেছেন: হুম, সেটা সত্য এবং সহমত। এখনো টিকে আছে এবং সংগ্রহ ধরে রেখেছে। দরকার সরকারের আন্তরিকতা এবং কর্তৃপক্ষের নজরধারী।

শুভ দুপুর। ধন্যবাদ।

৩৪| ২৩ শে জুন, ২০১৮ রাত ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !! দারুণ ছবি ব্লগ।

ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ।।

২৩ শে জুন, ২০১৮ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

৩৫| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৫

মোস্তফা সোহেল বলেছেন: ছবি ব্লগ ভাল লাগল দাদা।

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:০৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩৬| ৩০ শে জুন, ২০১৮ রাত ৯:০৮

নীলপরি বলেছেন: আমার নেট স্লো যাচ্ছে । তাই ছবিগুলো খুলতে একটু সময় লাগলো । তবে ছবিগুলো অপূর্ব ।

শুভকামনা

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:১২

সুমন কর বলেছেন: হুম, ছবিগুলো বড় করেই দিয়েছিলাম, যাতে ভালো দেখায়.....
দেখার জন্য ধন্যবাদ।

৩৭| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৫৯

রাকু হাসান বলেছেন: ছবি ব্লগ ভাল হয়েছে ভাইয়া

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:২০

সুমন কর বলেছেন: শুভ রাত্রি। ধন্যবাদ।

৩৮| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৪

সোহানী বলেছেন: উপস্!!! সত্যিই আমি অনিয়মিত। কারন ব্যাস্ততা.............

খুব ছোট বেলায় একবার বলদা গার্ডেন এ লিলি ফুটেছিল। আমরা তখন চট্রগ্রাম থাকতাম। বাবা শুধু এ ফুল দেখানোর জন্য বলদা গার্ডেন এ নিয়ে এসেছিল। মনে পড়ে তখন কি সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন ছিল। প্রতিটি গাছের সাথে নাম ও কিভাবে গাছটি সংগ্রহ হয়েছিল তা লিখা ছিল। এ গার্ডেন এর ইতিহাস তো জানেন নিশ্চয় জমিদার তার এ বাগান করার জন্য প্রায় জমিদারীই হারিয়েছিল।

তারপর ইউনিতে পড়ার সময় একবার বান্ধবীরা সবাই গিয়েছিলাম। কিন্তু দেখে হতাশ হয়েছিলাম। আগের সেই ঐতিহ্য কিছুই নেই। এতোদিনে যে আরো খারাপ হবে সেটা আর বলার অপেক্ষা থাকেন না।

আবারো দু:খিত, নিয়মিত পোস্ট না দেখার জন্য।

অনেক অনেক ভালো থাকেন।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৩

সুমন কর বলেছেন: আরে না !! সবাই ব্যস্ত। তাছাড়া আমি পাঠক এবং পোস্ট প্রায় দেই না, তাই হয়তো কারো নজরে আসে না..... ;) ........হাহাহাহা
সামুতে অনেক পোস্ট আসে তাই আমার-আপনার অনিচ্ছায় কিছু পোস্ট মিস হয়ে যায়।

এখনো প্রতিটি গাছের সাথে, নাম টিনের পাতে লেখা এবং লাগানো আছে। সংগ্রহও খারাপ নয়। শুধু যত্নের অভাব।
আর পরিবেশ...... X((

আমি নিয়মিত ব্লগারদের, প্রতিউত্তর পাই যাদের এবং যারা ভালো লিখে তাদের পোস্ট মিস না করার চেষ্টা করি। কিন্তু যারা শুধু পোস্ট দেয়......এবং যাদের মিথষ্ক্রিয়া নেই তাদের এড়িয়ে যাই !!!

ভালো থাকুন।

৩৯| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩১

পবিত্র হোসাইন বলেছেন: যেতে মন চায় ।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম...........সময় করে একদিন ঘুরে আসুন।
ধন্যবাদ।

৪০| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৮

আখেনাটেন বলেছেন: ঢাকার বুকে এক চিলতে নিশ্বাস ফেলানোর জায়গা। তবে কর্তৃপক্ষের আর একটু সুনজর থাকলে গাছপালা ও পরিবেশটা আরো উপভোগ করা আরো অানন্দদায়ক হয়ে উঠত।

চমৎকার পোস্টের জন্য অশেষ ধন্যবাদ ব্লগার কবি সুমন কর।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

সুমন কর বলেছেন: হুম, কর্তৃপক্ষের নজর আর যত্ন আরো বাড়াতে হবে।

সময় করে পোস্টটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৪১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকা শহরে কম পক্ষে ১০০ পার্ক থাকা দরকার।
কর্তৃপক্ষ কি এটা বুঝে না?

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: হাহাহা........ভালো বলেছেন। ধন্যবাদ।

৪২| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪

শাহারিয়ার ইমন বলেছেন: যাওয়া হয়নি এখনো

২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: সময় করে ঘুরে আসতে পারেন।

৪৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর সুন্দর ছবি দেখার সুযোগ করে দিয়েছেন কবিবর। বিস্তারিত জেনে আবারো যাওয়ার সাধ জাগলো, অনেকদিন আগে একবার গিয়েছিলাম, এখন প্রায় ভুলেই গেছি,

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪২

সুমন কর বলেছেন: শুভ রাত্রি। ধন্যবাদ।

৪৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৪:০৪

মলাসইলমুইনা বলেছেন: সুন্দর ফটো ব্লগ হয়েছে I এখনো বলধাগার্ডেন দখল হয়ে যায়নি জেনে খুব ভালো লাগছে I

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

সুমন কর বলেছেন: হুম, সেটাই। শুভ সকাল এবং ধন্যবাদ।

৪৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:১০

অপু দ্যা গ্রেট বলেছেন: দাদা কেমন আছেন ?

আপনার সাথে আমিও একমত । অনেক সিনিয়র ব্লগার পোস্ট দিচ্ছেন না । তারা হয়ত ব্যস্ত । নয়ত ব্লগে আসা যাওয়া কমে গিয়েছে ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: এইতো, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি......!!
অনেক দিন পর, কেমন আছেন? হুম, আমিও ভাবছি চলে যাবো কি !!!!

ভালো থাকা হোক।

৪৬| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: অল্প পরিসরে খুব সুন্দর একটি জায়গা। আগে প্রায়ই বিকালে চলে যেতাম খুব ভালো লাগত।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: সময় করে দেখার জন্য ধন্যবাদ।

৪৭| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার, ভাল লাগা রইল
অনেক বছর আগে একবার গিয়েছিলাম ।

ছবিগুলো অসাধারন হয়েছে।

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর ছবি ব্লগ। কপোত কপতি বাগান দখল করেছে ব্যাপারটা দুঃখজনক। বাচ্চাদের নিয়ে আসা ফ্যামেলিগুলোর জন্য সুখকর নয়।

হ্যা, ব্লগে পুরনোরা আসা কমিয়ে দিয়েছে।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৯

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আমার ব্লগে এলেন........
শুভকামনা।

৪৯| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ৮ নাম্বার পর্বে এসে মন্তব্য করলাম। প্রথম থেকে ঘুরে আসবো। এদিকে ঢাকায় থেকে বলদা গার্ডেন না যাওয়ার মত আহাম্মক আমি একজন। আফসোস কাটাই আপনার পোষ্ট দেখে। ধন্যবাদ সুমন সাহেব।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

সুমন কর বলেছেন: যাক, বহুদিন পর আমার পোস্টে এলেন তাহলে !! সময় করে একদিন ঘুরে আসুন, ভালো লাগবে। আর কতো অলিগলি বসে থাকবেন !!

ভালো থাকুন। শুভেচ্ছা......

৫০| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

জোকস বলেছেন: ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা রইলো।

৫১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার। এখন খুব বেশি একটা আসা হয়না ব্লগে কেন তা জানিনা। তো কেমন আছেন সুমন ভাই ?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

সুমন কর বলেছেন: হুম, আপনাকে ব্লগে একটু কমই দেখা যাচ্ছে......আশা করি, ব্যস্ততা কাঁটিয়ে নিয়মিত হবেন।

ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি............হাহাহাহাহা

৫২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর ছবিব্লগ। বর্ননাও দারুন। বলধা গার্ডেন এবং শ্যামপুর ইকো পার্ক আপনার মাধ্যমে দেখা হয়ে গেল বলধা গার্ডেনের কিছু দুর্নাম কানে এসেছিলো যার কারনে দেখার আগ্রহ তেমন একটা জাগেনি। আমাদের কর্তৃপক্ষ চাইলেই পরিচর্যার মাধ্যমে এটাকে একটা মনোরম পার্কে পরিনত করতে পারতো। আমি রানী ভবানীর রাজবাড়ী দেখতে গিয়েও একই পরিস্থিতির মুখে পড়েছিলাম যেখানেই যাই একটু আড়ালেই কপোত কপোতীর বেসামাল আচরন চোখে পড়ছিলো পালিয়ে বেঁচেছিলাম। :D

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। আসলেই বেসামাল আচরণের কারণে খারাপ লাগে। ভাগ্য ভালো আমার সাথে কোন মুরুব্বী ছিল না। ছবি পোস্ট ছিল তাই বর্ণনা দেইনি। সময় করে দেখে যাবার জন্য ধন্যবাদ।

৫৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: আমার একজোড়া কচ্ছপ ছিল,এক বন্ধুর থেকে এনেছিলাম।বাসায় রেড এলারট জারি হওয়াতে সেগুলো আবার ফেরত দিতে হয়েছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সুমন কর বলেছেন: তা, কচ্ছপ কোথায় রেখেছিলেন?

পোস্ট দেখার জন্য ধন্যবাদ।

৫৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৭

আবু মুহাম্মদ বলেছেন: খুব সুন্দর ছবিব্লগ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

সুমন কর বলেছেন: স্বাগতম এবং শুভ কামনা..............

৫৫| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



বলধা তার জৌলুশ হারিয়েছে। জুন আপুর মন্তব্যে সহমত! আপনার ভ্রমণ ব্লগ খুব ভাল লেগেছে। উপস্থাপন চমৎকার লাগল!

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

সুমন কর বলেছেন: ভালো থাকুন। শুভেচ্ছা......

৫৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪০

স্বপ্নডানা১২৩ বলেছেন: ফাটাফাটি ছবি।

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২১

সুমন কর বলেছেন: স্বাগতম এবং শুভ কামনা..............

৫৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৮

সুমন কর বলেছেন: আপনার একটা পোস্ট থেকেই শ্যামপুর পার্কের কথা জেনেছিলাম। ধন্যবাদ।

৫৮| ২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বলধাতে অনেক বার যাওয়া হয়েছে। তবেসবসময়ই দেখেছি সেখানকার পরিবেশ একটু ইয়ে..।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

সুমন কর বলেছেন: হুম, এখন আরো খারাপ.............ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.