নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

....... আজো স্বপ্ন দেখি

হারিয়ে যাওয়া কৈশোর

....... অসমাপ্ত কবিতা

হারিয়ে যাওয়া কৈশোর › বিস্তারিত পোস্টঃ

নীল পরীকে লেখা শেষ চিঠি।

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

উত্তাল সাগরকে সাক্ষী রেখে বলেছিলে,

তোমার সবটুকু ভালোবাসা পবিত্র।

অভিনয়ে ভরা তোমার ভালোবাসায় লজ্জা পেয়ে

সমুদ্রের সবটুকু নীল আজ কালো।



কোন এক পড়ন্ত বিকেলে,

আমার বুকে মাথা রেখে বলেছিলে

বাচবে না এই আমায় ছাড়া,

প্রতারিত আমার ক্ষতবিক্ষত বুক

অভিমান আর অপমানে আজ রক্ত লাল।



চোখ ভরা জল নিয়ে বলেছিলে

নীল আকাশ দেখতে চাও শুধু আমারি হাত ধরে,

সাদা হয়ে যাওয়া সেই নীল আকাশকে মাঝে মাঝে জিজ্ঞেস করি

কি ভাবে চোখের জলও মিথ্যে বলে।



চেনা তুমি শান্তি খুজেছ

শরীরে অন্য পুরুষের নোংরা কালো হাতের স্পর্শে,

আর আমার কল্পনায় ছিলো ছোট্ট একটা কুড়ে ঘর

যেথায় শুধু তুমি আর আমি।



আজ নেই কোন আভিযোগ

দিবো না কোন অভিশাপ

নতজানু হয়ে একটাই প্রার্থনা

সুখে থেকো আমার নীল পরী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

রূপা কর বলেছেন: সুখে থেক নীল পরী
সুন্দর

২| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: প্রিয় মানুষের সুখে থাকাই হেরে যাওয়া ভালোবাসার শেষ সান্তনা। ধন্যবাদ। @ রূপা কর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.