নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

....... আজো স্বপ্ন দেখি

হারিয়ে যাওয়া কৈশোর

....... অসমাপ্ত কবিতা

হারিয়ে যাওয়া কৈশোর › বিস্তারিত পোস্টঃ

মানুষগুলোকে আজ কেন যেন আলাদা ভাবে চিনতে ইচ্ছে করছে

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

অসময়ের প্রমোশনটা অফিসের অনেকের কাছেই ঈর্ষার কারন। কিছু লোক ক্ষুব্ধও। গত ১.৫ বছর অক্লান্ত পরিশ্রমের এই স্বীকৃতি আমার প্রাপ্য ছিলো ... কিন্তু নতুন এক উপলব্ধি হয়েছে আমার।

প্রমোশন লেটার হাতে পেয়ে আম্মাকে জানালাম। রাতে বাসায় ফেরার পর পোলাউয়ের মৌ মৌ গন্ধ। জানি তবু জিজ্ঞেস করলাম – হঠাৎ পোলাউ। হেসে বললো, অনেকদিন খেতে ইচ্ছে করছিলো তাই রান্না করলাম। সত্যি খুশি হওয়া এই মানুষটা আমার সাফল্য উদযাপন করলো ভাল কিছু রান্না করে --- এ যেন নীরবে আনন্দ প্রকাশ।

বন্ধু এবং অফিসের কলিগদের অভিনন্দন জোয়ারে ভেসে যাচ্ছি আমি, সেই সাথে সবারই একটা প্রশ্ন – পার্টি কবে? হেসে উত্তর দেই - দোয়া করবেন। কেন যেন মনে হয় এই সব অভিনন্দন আন্তরিকতাপুর্ন নয় --- কেউ তো পরিবারের সদস্যদের মত নীরবে/সরবে আনন্দ প্রকাশ করলো না।

প্রচুর বন্ধু বান্ধব এবং সহকর্মীদের মধ্য হতে মন থেকে খুশি হওয়া মানুষগুলোকে আজ কেন যেন আলাদা ভাবে চিনতে ইচ্ছে করছে --- অথবা উপলব্ধি করতে চাই সেই সত্য ‘অবশেষে জেনেছি মানুষ একা’।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

আহলান বলেছেন: আমি কোনদিন এমন লেটার হাতে পাইনি .... !! ইস ..

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: পরিশ্রমের মুল্যায়ন আপনিও পাবেন একদিন, ইনশাল্লাহ ।

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: একলা মানুষ মাতৃগর্ভে ,একলা মানুষ চিতায়
একলা মানুষ কতর্ব্যে ,একলা মানুষ পিতায়-
মধ্যেখানের বাকীটা সময়
একলা নাথাকার অভিনয়।।

নচিকেতার গাওয়া এই গানটাইতো সেই সত্যই বলে!

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: মধ্যেখানের বাকীটা সময়, একলা না থাকার অভিনয়।।
----- ধন্যবাদ

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

নির্লিপ্ততা বলেছেন: সত্যি মানুষ বড় একা। পাশের মানুষগুলোকে দেখলে মনে হয় কতনা ভালবাসে আমায়, কতনা ভাবে আমায় নিয়ে, চেষ্টা করে আমায় একটু ভালো রাখতে, চেষ্টা করে আমার কষ্টের গায়ে হাত বোলাতে। আসলে বুঝিনা সেই মানুষগুলোর মুখ ই মলিন হয়ে যায় একটু ভালো থাকি যখন।
শুধু পরিবারের মুখগুলোই থেকে যায় একি রকম...সবসময়।

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: আসলে বুঝিনা সেই মানুষগুলোর মুখ ই মলিন হয়ে যায় একটু ভালো থাকি যখন। শুধু পরিবারের মুখগুলোই থেকে যায় একি রকম...সবসময়।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

মাঘের নীল আকাশ বলেছেন: কেন যেন মনে হয় এই সব অভিনন্দন আন্তরিকতাপুর্ন নয় --- কেউ তো পরিবারের সদস্যদের মত নীরবে/সরবে আনন্দ প্রকাশ করলো না। ....

আনন্দ প্রকাশটাই বড় কথা, সেটা সরবে না নীরবে সেটা নিয়ে গবেষনা করতে থাকলে অশান্তিতেই ভুগবেন! আর অফিসের কলিগরা পরিবারের সদস্যদের মত কেন হবে বলে ভাবছেন?!?

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: ভাই, পরিবারের সাথে তুলনা করি নাই। শুধু মন থেকে খুশি হওয়া মানুষগুলোকে কেন যেন আজ আলাদা ভাবে চিনতে ইচ্ছে করে ।

আনন্দ প্রকাশটাই বড় কথা, সেটা সরবে না নীরবে সেটা নিয়ে গবেষনা করতে থাকলে অশান্তিতেই ভুগবেন!
- বাস্তব কথা বলেছেন।। ধন্যবাদ



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.