নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

....... আজো স্বপ্ন দেখি

হারিয়ে যাওয়া কৈশোর

....... অসমাপ্ত কবিতা

হারিয়ে যাওয়া কৈশোর › বিস্তারিত পোস্টঃ

যে ভিডিও ক্লিপগুলো আমাকে ঘুমাতে দেয়নি সারা রাত (পর্ব ১)

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০০

পিতৃহীন শিশুটির নাম মো. আব্দুল আলী (১৩), থাকে সিলেটের কুলাউড়া উপজেলার হাজীপুরে ইউনিয়নে। বাস্তবতা তাকে এই বয়সেই সংসারের হাল ধরতে বাধ্য করেছিলো। স্থানীয় ভুষি মালের ব্যবসায়ী পারভেজের ট্রলি চালাতো।

টানা পাঁচদিন তার জ্বর থাকায় ট্রলি চালাতে যেতে পারেনি। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে ব্যবসায়ী পারভেজ আলী। ক্ষতিপুরন দাবী করে ৩ হাজার টাকা। এতিম শিশুটি এত টাকা কই পাবে? পারেনি অন্যায় ভাবে দাবী করা টাকা ক্ষতিপুরন হিসেবে দিতে।

তাই শিশুটিকে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর পরও ক্ষান্ত হননি নির্যাতনকারী। শিশুটি চিৎকার করে কান্নাতেও মন গলেনি পাষণ্ডদের। এক পর্যায়ে তাকে শূন্যে তুলে আছাড় মারা হয়।

বিঃদ্রঃ ঘটনার মূল আসামি পারভেজসহ বাকি তিনজন পলাতক আছেন।


মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২২

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: এত নিষ্ঠুর কেমন হয় মানুষ

এরা কি পশু নাকি :(

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: কোন পশুকে কি কখনো দেখেছে নিজ গোত্রীয় কাউকে হত্যা করতে। আমরা মানুষ পশুর চেয়েও অধম।

২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিডিওটি আমাকেও কাঁদিয়েছে! এমন পাষন্ড কি করে মানুষ হতে পারে!!! এই পাষন্ডের বিচার দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: আমি ঘুমাতে পারি নাই এক রাত। বার বার চোখে ভেসে আসছিলো এতিম শিশুটি কে আছাড় দেওয়ার দৃশ্য। প্রধান আসামী এখনো ধরা পড়েনি। ধরাও পড়বে না। কারন এতিম শিশুটির চেয়ে তার অর্থের জোড় বেশী।।

৩| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: ভিডিওটি দেখে কষ্টে বুকটা ফেটে গেছে।
মানুষের মধ্যে মনুষ্যত্ব দিন দিন উধাও হয়ে যাচ্ছে। মানবিকতা নেই বললেই চলে।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: আচ্ছা এক কাজ করলে কেমন হয়? আমরা সবাই মিলে সেই অপরাধী তুলে এভাবে আছাড় দেই।

৪| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০০

রানার ব্লগ বলেছেন: একমাত্র মানুষই দ্বৈত স্বত্বা ধারন করে। মনুষ্যত্ব ও পশুত্ব । দিনে দিনে মনুষ্যত্ব কমে গিয়ে পশুত্ব বেরে যাচ্ছে।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৬

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: পশুত্ব দমনে আমাদের কি কিছুই করার নেই?

৫| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯

বিজন রয় বলেছেন: মর্মান্তিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.