নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

....... আজো স্বপ্ন দেখি

হারিয়ে যাওয়া কৈশোর

....... অসমাপ্ত কবিতা

হারিয়ে যাওয়া কৈশোর › বিস্তারিত পোস্টঃ

যে ভিডিও ক্লিপগুলো আমাকে ঘুমাতে দেয়নি সারা রাত (পর্ব ২)

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১

চোখটা বনধ করুন। কল্পনা করুন আপনার বৃদ্ধ বাবার কথা। দাড়ি এবং চুল পেকে যাওয়া এই মানুষটির হাত ধরে আপনার প্রথম হাটতে শেখা, নিজের সব শখ অপুর্ন রেখে আপনার ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করেছেন আপনার এই বৃদ্ধ বাবা, সারাদিনের কঠোর পরিশ্রমের ক্লান্তি এক নিমিষেই ভুলে যেতেন এই মানুষটি আপনার ছোট্ট এবং নিস্পাপ মুখটি দেখে। আর আপনার সব আবদারের ছিলো এক অফুরন্ত ভান্ডার।

চোখ এখনো খুলবেন না। কল্পনা করুন আপনার কল্পনার সুপারম্যান বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন এক তথাকথিত নেতা। তখন আপনি কি করবেন?

আমরা শুধু দোয়া করতে পারি, এভাবে যেন কোন বৃদ্ধ বাবাকে নির্যাতনের শিকার না হতে হয় অথবা নেমে আসতে পারি রাস্তায়, আজ অন্যের বাবা নির্যাতনের শিকার হচ্ছে। আগামীকাল হতে হবে আপনার অথবা আমার বাবাকে।






মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩

বিজন রয় বলেছেন: ঘৃনা জানাই।

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: ঘৃনা জানাতে জানাতে দেখবো একদিন নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে আমাদেরই কোন এক আপনজন।

২| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: এই সব কি দেখার কেউ নেই?
সিদ্দিক এর চোখ যে পুলিশ নষ্ট করে দিল তার কি বিচার হয়েছে?

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: যে দেশে পুলিশ নিয়োগ হয় দলীয় পরিচয় দেখে সে দেশে সামান্য চোখ হারানোতে কষ্ট পাওয়ার কি আছে? জীবন তো আর নিয়ে নেয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.