নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি!

আহমেদ সাঈফ মুনতাসীর

জীবন জুড়ে থাকা পরাজয়, হয়েছে ম্লান চিরকাল!

আহমেদ সাঈফ মুনতাসীর › বিস্তারিত পোস্টঃ

একটি মধ্য রাতের ট্রেন

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩



এখন প্রায় মধ্যরাত। একা একা বেড়িয়েছি আজকে। গন্তব্য খুলনা স্টেশন। রেলওয়ের কোন ব্যাস্ত স্টেশন সবসময় আমাকে কাছে টানে। একটা প্লাটফর্মে হাজার মানুষ...হাজারটা গল্প।
এই মধ্যরাতে খুলনা স্টেশনে খুব একটা ব্যাস্ততা নেই...অনেকটাই নীরব। শুন-শান একধরনের নীরবতা কাজ করছে রেলের মানুষদের মধ্যে। ঘড়ির সেকেন্ডের কাঁটাটার টিক টিক করে ছুটে চলার শব্দটা যেন কানে বাজছে। হাতের ঘড়ির দিকে চেয়ে দেখলাম মিনিটের কাঁটাটা ৪২ থেকে ৪৩তেগিয়ে দাঁড়ালো। আর ঘন্টার কাঁটাটা বেশ অনেক্ষন হল ১১ এর ওপর স্থির। প্লাটফর্মের ঠিক দক্ষিন পাশটাতে বসে আছি। পাশে পুলিশ ফাড়ি।
প্রতিটি ট্রেনের প্রস্থানের মূহুর্তে দু'একজন পুলিশ আমার গন্তব্য জানতে চেয়েছে।
আমাকে দেখে মনেহয় বোঝা যাচ্ছে যে- পকেটে টিকিট নেই!




আমার ডান হাতে মেটাডোর অরবিটের নতুন একটা কলম । এই কলমটা অবশ্য ক্লাসের কোন বন্ধুর কাছ থেকে মেরে দিইনি। একদমই নিজে কিনেছি। আহসানউল্লাহ হলের নিচ তলায় থাকা আলম স্টোর থেকে। আমার দু'পা মোড়ানো শরীরের উপর একটা ডায়রি। বাম হাত দিয়ে ধরে রেখেছি সেটাকে। কিছু একটা লিখার চেষ্টা করছি কলম দিয়ে। যা খুশি লিখছি- ওটা আমার রাজত্ব...এখানে কেউ আক্রমন করতে পারে না,এক আমি ছাড়া। কেননা আমার এই রাজ্যের রাজা আমি, কলমটি সেখানে সেনাপতি আর রাজ্যের বিস্তার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত।

আজ প্রচন্ড ঠান্ডা। কুয়াশাছন্ন চশমার কাঁচ। ঠোঁটের কোণে একটা জ্বলন্ত সিগারেট। আগুনটা লাভা বেগে ছুটে আসছে ফিল্টারের দিকে। সোডিয়াম লাইটের হলদে আলোতে কুন্ডলাকৃতির ধোঁয়াগুলোকে অদ্ভুত লাগছে। চারিদিক নিস্তব্ধ। হটাৎ মরার মত পড়ে থাকা পাশের ঘুমন্ত লোকটা নড়ে উঠল। ভয় পেয়ে উঠে দাড়ালাম! আপাতত লিখবার চেষ্টা বাদ।
তাহলে কিছুক্ষন হাটি...।। হাটতে হাটতে মনে পড়ছে ঘন্টা তিনেক আগে ঘটে যাওয়া ঘটনাটা।
চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ। একটি পুরোনো চেহেরা। দেখেও না দেখার ভান করলো। 'ভালো আছো?'-জিজ্ঞেস করতেই 'কাকে জিজ্ঞেস করছেন?আমাকে?'- টাইপের একখান ভাব করলো। যেন আগে কখনো পরিচয় হয়নি এই মানুষটির সাথে । যেন পুরোনো কোন গল্প নেই আমাদের।
আমাকে দেখে পাশে থাকা লোকটির হাতে যেন আরো আরো গভীর ভাবে শক্ত করে ধরলো। যেন নিরাপদ দূরত্বে সরে যাওয়াটাই সবচেয়ে নিরাপদ।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেন হুইসেল বাজিয়ে দিয়েছে। ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। আমার মেনে নিতে কষ্ট হচ্ছিলো কেন এমন আচরন? আমি কি তবে কেউই ছিলাম না?
ট্রেন চলছে ... 'জ' নাম্বার বগিটি আমার থেকে সড়ে যাচ্ছে । আমি তাকিয়ে আছি জানলার দিকে ...অপেক্ষায় আছি দু'টি পরিচিত চোখের পরিচিত চাহনীর।
অবশেষে ... করুণ একটা দৃষ্টি নিয়ে একটি চাহনী দেখলাম আমি। মনেহলো হাজার বছরের পুরনো চাহনী...।। চোখ জুড়ে জল...অবলীলায় ঝরে পড়ছে। আমি দৌড়াতে পারতাম ...তবুও স্থির দাঁড়িয়ে রইলাম।

ট্রেন আমার দৃষ্টি সীমার বাইরে চলে যায়। আমি হাটতে হাটতে পুলিশ ফাড়ির সামনে থাকা প্লাটফর্মে গিয়ে বসি। নিঃসঙ্গ আমি। আর এই নিঃসঙ্গ আমিকে একা সঙ্গ দিয়ে যাচ্ছে একটা নিঃসঙ্গ চাঁদ। এখনও সেকেন্ডের কাঁটা সেই আগের মতই ছুটে চলেছে। মিনিটের কাঁটাটা ঊনষাট থেকে শূন্যে গিয়ে দাঁড়ালো। আর ঘন্টার কাঁটাটা গিয়ে দাঁড়ালো এগারো থেকে বারোতে।
আজ এখন মধ্যরাত। দূরে একটা হর্ণের তীব্র আওয়াজ শুনতে পাচ্ছি। ডপলারের সূত্রানুসারে সেই আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে আমার কানে । বুঝতে পারলাম ট্রেন আমার দিকে এগিয়ে চলছে ক্রমশ তার ক্ষীপ্ততা নিয়ে!
নকশিকন্ঠ এক্সপ্রেস। একটি মধ্য রাতের ট্রেন।
একটু পরই ছেড়ে যাবে খুলনা স্টেশন থেকে গোয়ালন্দঘাটের উদ্দ্যেশ্যে।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: লেখনিটার প্রথম দিকটা যেমনই হো শেষের দিকটায় এসে আমি যেন মোহিত হয়ে পরেছিলাম.....অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১০

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ কামনা জানবেন।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আচ্ছা 'জ' নাম্বার বগিটির মেয়েটি আপনার কে ছিলো??

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১০

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: একজন হাজার বছরের পরিচিত মানুষ!

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন:

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ সাদা ভাই।

আপনি কি চতুরে লিখেন নাকি? আপনাকে চেনা-চেনা লাগছে?

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হারাতে হারাতেও যে ফিরে পেয়েছেন - হোকনা চোখের জলে... সেইবা কম কিসে ;)

++++++++++++

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৫

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: চোখের জলে তুষ্টি? কি করে বলুন?

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

কালীদাস বলেছেন: চমৎকার লেখনি :) অসাম :)

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৬

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ কালীদাস সাহেব।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৬

জে আর সিকদার বলেছেন: কাল্পনিক গল্প ?

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: কারো জীবনের সাথে মিলে গেলেই বাস্তব, নতুবা কল্পনা!

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪৪

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: না পাওয়ার বেদনাগুলো কেন যেন খুব ভারী হয়। বইতে গেলে খুব কষ্ট হয়। যাই হোক, জায়গাটা আমারও খুব পরিচিত।।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৩

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: জায়গাটা আমার পছন্দের ছিলো, প্রায় সন্ধ্যাতেই পাওয়ার হাউজ মোড়ের পুরি খাইতে যাইতাম তারপর স্টেশনে ঘুরে আসতাম।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: রেলস্টেশন নিয়ে আমারও একটা গল্প আছে; সম্ভবত জীবনের শ্রেষ্ঠ গল্প! আপনার লেখাটা ভালো লেগেছে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: রেলস্টেশন নিয়ে আমার অনেক গল্প আছে। গত সপ্তাহেও ফেসবুকে পোষ্ট করেছিলাম। একে একে ব্লগে পোষ্ট হবে।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২২

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার ছোট গল্প হু আপনাকে দিয়ে হবে :) আর হ্যাঁ নকশি কণ্ঠ এক্সপ্রেস নামটি কি গল্পের না বাস্তবের ? আর হ্যাঁ সাদা মনের মানুষের হাতে আবার
আপনার জন্য চা বিস্কুট পাঠালাম খেয়ে নিবেন কিন্তু । ভাল থাকুন সব সময় ।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: হ্যা। এই গল্পের উপাদান সবগুলোই সত্য, শুধু গল্পটা বাদে।
দৃষ্টিপু, আপনি বেশ রাধুনি দেখলাম, আপনি খাওয়াবেন না?

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: চতুরে আমি কামাল উদ্দিন

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: জ্বি ভাই, পাইসি।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: কামাল উদ্দিন

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: লিঙ্ক কাজ করছেনা কেনো জানি :(

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

নীল-দর্পণ বলেছেন: বাহ! ভাল লাগল :)

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লিখাটি ভাল লাগল।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৬

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.