নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি!

আহমেদ সাঈফ মুনতাসীর

জীবন জুড়ে থাকা পরাজয়, হয়েছে ম্লান চিরকাল!

আহমেদ সাঈফ মুনতাসীর › বিস্তারিত পোস্টঃ

\'কি লাভ হইসে পাকিস্তান থেকে আলাদা হয়ে?\' বাংলাদেশের লাভ ...

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯



যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত...আমায় ভাবিয়ে যায়
যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ ...সবুজ ছুঁয়ে ভাবায় আমায়
একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু’চোখ যেখানে শেষ
এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল,
আমার বাংলাদেশ ।।


আমি নিশ্চিত আপনার জীবনে একবার হলেও এমন একজনের সাথে পরিচয় হয়েছে যার ভাবনায় - 'কি লাভ হইসে পাকিস্তান থেকে আলাদা হয়ে?' মনোভাব নিয়ে থাকে।
আমার আজকের পোষ্টটি তাদের এই প্রশ্নের উত্তর দেবার জন্যে। পাকিস্তান থেকে 'বাংলাদেশ' হয়ে আমরা যা পেয়েছিঃ-


১। আমরা পেয়েছি নিজেদের একটি পরিচয়, একটি স্বাধীন রাষ্ট্র, একটি স্বাধীন ভাষা।

২। বাংলাদেশকে এখন বলা হয় এশিয়ান টাইগার। কেউ কেউ আবার ‘ফ্রন্টিয়ার ফাইভের’ সদস্যও বলছে । বিজয়ের ৪৫ বছর পরে এসে দেখা যাচ্ছে, পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বাংলাদেশ কমপক্ষে দুই ডজন আন্তর্জাতিক সূচকে এগিয়ে রয়েছে।

৩। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে দক্ষিণ এশিয়ার দুই বড় দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ২০১৬ সালের প্রতিবেদনের তথ্য অনুসারে, বাংলাদেশের ১৬ দশমিক ৪ শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে যেখানে পাকিস্তানে ২২ শতাংশ।


৪। বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ৩৬ দশমিক ৪ শতাংশ শিশু খর্বকায় পাকিস্তানে ৩৮ দশমিক ৭।


৫। বাংলাদেশ ২০১৫-১৬ অর্থবছরে ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে আর পাকিস্তানের জিডিপি ৪ দশমিক ৭১ শতাংশ ।
৬। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। গত অর্থবছরে ৩৪ বিলিয়ন ডলারের রফতানি আয় হয়েছে বাংলাদেশের।


৭। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ ৩১ বিলিয়ন ডলারের বেশি। পাকিস্তানের রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার।


৮। শান্তি সূচকে বাংলাদেশ বিশ্বের ১৬২টি দেশের মধ্যে ৮৩তম। যেখানে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।

৯। ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এখন কত যেন? থাক! অইটাতো জানেনই ।


বাস্তবতা হচ্ছে গত ৪৫ বছর পাকিস্তান আর সেভাবে এগোতে পারেনি। সাড়ে ৪ দশকে পাকিস্তানে অধিকাংশ সময় গণতন্ত্র ছিল না। স্বাধীনতার আন্দোলন চলছে বেলুচিস্তানে। বর্তমানে নির্বাচিত সরকার থাকলেও সামরিক প্রভাব রয়েছে ব্যাপকভাবে। জাতিগত (শিয়া-সুন্নী) বিরোধও প্রকট। ধর্মান্ধতার সংকট সারাদেশে। (সূত্রঃ কালের কন্ঠ)। তবে একটা জায়গায় বেশ এগিয়ে পাকিস্তান! তা হলো জঙ্গিবাদ রপ্তানীতে। পাকিস্তানকে এই জন্যে উষ্ণ অভিনন্দন ।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

আহমেদ জী এস বলেছেন: আহমেদ সাঈফ মুনতাসীর,



বক্তব্য বাংলাদেশের প্রতি ভালোবাসার হলেও আমার মনে হয় শিরোনামটি নেগেটিভ ইমেজের । ভেবে দেখতে পারেন ।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: জী এস ভাই, যারা 'কি লাভ হইসে পাকিস্তান থেকে আলাদা হয়ে?'-মনোভাব প্রকাশ করে তাদের জবাব দেয়ার জন্যে লেখা।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

আহমেদ জী এস বলেছেন: আহমেদ সাঈফ মুনতাসীর,




বুঝতে পেরেছি কি বলতে চেয়েছেন । সবাই শিরোনাম দেখে নেগেটিভ লেখা ধরে নেবে না পড়েই ।
পাশে এটুকু লিখে দিতে পরেন --- " বাংলাদেশের লাভ এই ....... "

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ ভাই, সুন্দর সাজেশানের জন্যে।

পরিবর্তন করেছি ইতোমধ্যে।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

জগতারন বলেছেন:
এই ব্লগার-এর উপাত্তগুলো দেখে আশান্বিত হতে হবে বইকি!
তার পরে সচেতন ব্লগাদের কাছে আমি তিনটি প্রশ্ন রেখে গেলাম-
সম্ভবহলে এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে একটি ব্লগ প্রবন্ধ লিখবেন।
.।.।.।.।.।.।.।।।

জাতি-র গৌরবজ্জ্বল ইতিহাস "মহান বিজয় দিবস"-এর প্রাক্কালে,
আজ আবারো হৃদয়ে প্রশ্ন জাগে,
রক্তাক্ত মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি,
অর্জনের ৪৫ বছর পরেও,
১) আজো কেন তা সার্বজনীনতায় রূপান্তর হলো না.. ?
২) কেন আজো "স্বাধীনতা" সবার জন্য সমান নয়.. ??
৩) স্বাধীনতা তুমি কার.. ???

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: @জনতারন ভাই,

প্রশ্নগুলার উত্তর পাবেন, নিজের চোখ কান খোলা রাখলেই।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

আহা রুবন বলেছেন: @ জগতারন
আপনার এই সব প্রশ্নের উত্তর কখনও মিলবে না। বাংলাদেশ যদি পৃথিবীর সব থেকে সমৃদ্ধ, শান্তির দেশ হয় তবু আপনাদের মতরা বলবে-- এত ভাল ভাল না! সাফল্যের কথা বললে আপনারা ছিদ্র বের করবেনই, আপাতত তাতেই আপনাদের সুখ!

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

সাদা মনের মানুষ বলেছেন: তবে একটা জায়গায় বেশ এগিয়ে পাকিস্তান! তা হলো জঙ্গিবাদ রপ্তানীতে ;)

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: জ্বি ভাই! এই জায়গায় তাদের সাফল্য ঈশ্বনীয়!

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

বিলুনী বলেছেন: বিজয়ের পঁয়তাল্লিশ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। রূপকল্প-’২১ সামনে রেখে ডবল ডিজিট প্রবৃদ্ধির স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রফতানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এমনকি জনসংখ্যার অনুপাতে পাকিস্তানের চেয়ে জাতীয় বাজেটেও এগিয়ে বাংলাদেশ। পরাজিত শক্তি পাকিস্তানের চেয়ে সামাজিক খাতেও যথেষ্ট অগ্রগতি বাংলাদেশের। পাকিস্তানে কমলেও বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।
১) অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতির কারণে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছাড়িয়ে গেছে পাকিস্তানের প্রবৃদ্ধিকে। কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপর অবস্থান করছে। চলতি বাজেটে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। যদিও চলতি অর্থবছর জিডিপিতে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রাথমিক ধারণা দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। অন্যদিকে পাঁচ বছর ধরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধির হার ২ থেকে ৪ শতাংশের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
২) স্বাধীনতার আগে পশ্চিম পাকিস্তানীরা বাংলাদেশের কোন ব্যবসায়ীকে মাথা তুলে বাণিজ্য করার সুযোগ দেয়নি। রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের সঙ্গে অর্থনৈতিক বৈষম্যও তখন বেড়ে যাচ্ছিল। তবে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ আজ মধ্যম আয়ের দেশের পথ রচনা করতে সক্ষম হয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
৩) বাংলাদেশ নিয়ে লন্ডনের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ান ইতোমধ্যে বলেছে, আগামী ২০৫০ সালে বাংলাদেশ প্রবৃদ্ধির বিচারে পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে। শুধু তাই নয়, জেপি মরগান পাঁচটি অগ্রসরমান অর্থনীতির দেশের নাম উল্লেখ করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের পূর্বাভাসে বলেছে, ২০৩০ সাল নাগাদ ‘নেক্সট ইলেভেন’ সম্মিলিতভাবে ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ।
৪) ৪৫ বছরে রফতানি আয়ে বাংলাদেশের অর্জন সত্যিই বিস্ময়কর। ১৯৭২-৭৩ অর্থবছরের মাত্র ৩৪ কোটি মার্কিন ডলারের রফতানি আয় গেল অর্থবছরে পৌঁছেছে প্রায় ৩৪ বিলিয়ন ডলারে।
জানা গেছে, বাংলাদেশ বছরে ৩৪ বিলিয়ন ডলার রফতানি করলেও পাকিস্তান মাত্র ২৮ বিলিয়ন ডলার রফতানি করতে পারছে।
৫) রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান। বাংলাদেশের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেলেও পাকিস্তানের রিজার্ভ মাত্র ২৩ বিলিয়ন ডলার।
৬) এদিকে, স্বাধীনতার আগে পাকিস্তানের অর্থনীতিবিদরা বলেছিলেন, বাংলাদেশের জন্য স্বাধীনতা অর্থনীতির দিক থেকে আত্মঘাতী হবে। স্বাধীনতার চার দশক পর সেই তথ্যটা বদলে গেছে। এখন পাকিস্তানসহ বিশ্বের প্রখ্যাত অর্থনীতিবিদরাই বলছেন, সত্যিই অর্থনৈতিক সাফল্যে বাংলাদেশ বিশ্বে রোল মডেল।
৭) খাদ্য উৎপাদন পাকিস্তান আমলের ৯৬ লক্ষ টন থেকে বেড়ে ৪ কোটি টনে দাঁড়িয়েছে। ফলে খাদ্য আমদানি ব্যয়ও কমেছে।
৮) অন্যান্য সূচকেও অনেক ক্ষেত্রেই পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশে মাথাপিছু সঞ্চয়ের হার প্রায় ২৮ শতাংশ, সেখানে পাকিস্তানের মাত্র ১৫ শতাংশ।
৯) বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭০ বছরে উন্নীত হয়েছে, যেখানে পাকিস্তানে মানুষের গড় আয়ু ৬৫ বছর।
১০) শিশুমৃত্যু হার রোধেও পাকিস্তানের চেয়ে ভাল অবস্থানে বাংলাদেশ। দেশে প্রতিহাজারে শিশুমৃত্যু হার (এক বছরের নিচে বয়স) ৩৭ জনের। অথচ পাকিস্তানে এ হার ৫৯।
১১) স্যানিটেশনেও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ অনেক ভাল অবস্থানে। এখন দেশে ৫৬ শতাংশ পরিবার সঠিকভাবে স্যানিটেশন সুবিধা পায়। অথচ পাকিস্তানে এই হার ৪৮ শতাংশ।
১২)আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ এখন এক সময়ের শাসক পাকিস্তানের জন্য ঈর্শনীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে।
১৫) ক্রিকেটে তৎকালীন পুর্বপাকিস্তান আমলে আমাদের অবস্থান ছিল দ্বাদশ খেলোয়ার পর্যন্ত এখন ক্রিকেটে বাংলাদেশের অবস্থান সকলেরই জানা ।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ বিলুনী ভাই। আপনার কমেন্টটা ফেসবুকে পোষ্ট দিলাম ।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪১

ধ্রুবক আলো বলেছেন: ভাই স্বাধীনতার বিকল্প নাই...!
বিজয় আমাদের গর্ব।
কিন্তু খুব কষ্ট লাগে যখন বিজয় দিবসেও উচ্চস্বরে হিন্দি গান বাজায় তখন; এ জাতি কি কোনদিন কিছু শিখবেনা?!!

আপনার লেখা ভালো লাগছে.,,, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাক,, গনতন্ত্র মজবুত ভাবে প্রতিষ্ঠা হোক....
আপনাকে ধন্যবাদ++

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫০

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: এইটা খুবই হতাশার!

আজকে আমাদের বাসার পাশেও মাইকে করে হিন্দি গান বাজছে :(

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

ইনজিনিয়ার নাঈমুল হক বলেছেন: শিরোনাম দেখে মনে মনে প্রস্তুত হয়ে ছিলাম, পাইছি এক রাজাকারকে, কমেন্টে ধোলাই দিতে হবে। ভেতরটা পড়ে লাইক না দিয়ে থাকতে পারলাম না

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫২

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: এই প্রশ্নটার জবাব দিতেই লেখা :)
তবে নাঈমুল ভাই নামের আগে 'ইঞ্জিনিয়ার' বানানটা ঠিক করলে ভাল্লাগতো। আমিও একজন প্রকৌশলী কিনা!

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
পাকিদের সাথে আমাদের তুলনা করার সময় নেই। ওরা জংগী নিয়ে পড়ে আছে আর আমরা দেশের উন্নয়ন নিয়ে। আমাদের সরকার একটু সততা ও জনগণ এর পাশে দাঁড়ালে ভারতও আমাদের সাথে টিকবে না।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: যথার্থ বলেছেন :)

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিত না পড়েই চলে যেতে চাইছিলাম। পড়ে ভাবলাম দেখি ব্যাচারির কি মনোভাব। যাই হোক ভাল লাগল।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ সুজন ভাই ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৩

কালীদাস বলেছেন: একটা ব্যর্থ দেশের সাথে বাংলাদেশ তুলনীয় না।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৫৪

মীর মোহাম্মদ আরিফুল হাসান বলেছেন: বাংলাদেশ এর ব্যার্থতা।।।সেটা হল পাকিস্তান এর চেয়ে জংগি রপ্তানিতে পিছিয়ে পড়া.....
হা হা হা.....এগিয়ে যাক বাংলাদেশ...

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০০

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: এগিয়ে যাক বাংলাদেশ।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আরেকটা লাভ হয়েছে | বদমাশ পাকির বাচ্চারা পূর্ব পাকিস্তানে কোনো বিদেশী দূতাবাস রাখতে দেয় নাই | ফলে পাকিরা অনেক আগেই প্রবাসী হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং ওই সকল দেশে আন্ডাবাচ্চা প্রসব করে বেশ বড়ো কমিউনিটি গড়ে ফেলেছে - দূর্ভাগ্যক্রমে তৎকালীন বাঙালিরা যে সুযোগ পায় নাই | স্বাধীন বাংলাদেশে বিভিন্ন দূতাবাস থাকায় বাংলাদেশিরা সরাসরি যোগাযোগ করে ভিসা জোগাড় করতে এবং ওই সকল দেশে যেতে পারছে সহজেই | আজ সারা বিশ্বে বাংলাদেশিরা ছড়িয়ে পড়ছে দ্রুত, দেশের অর্থনীতিতে তারা অবদান রাখছে রেমিটেন্স পাঠিয়ে | এটা আমাদের জন্য কম প্রাপ্তি নয় !

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: হ্যা, এইটা একটা অন্যতম লাভ :)

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪০

এ আর ১৫ বলেছেন: এক দিক দিয়ে পাকিস্তান বাংলাদেশকে পিছনে ফেলে দিয়েছে । আগে বাংলাদেশ এগিয়ে ছিল কিন্তু বিগত ৪০ বৎসরে পাকিস্তান অনেক এগিয়ে গেছে ।
১৯৭১ সালে বাংলাদেশ ( ফরমার ঈষ্ট পাকিস্তান) জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি এবং পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল সড়ে পাচ কোটি কিন্তু বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ষোল কোটি এবং পাকিস্তানের জনসংখ্যা ঊনিশ কোটি ।
এর একমাত্র কারন মোল্লারা পাকিস্তান সরকারের জন্ম নিয়ণ্ত্রণের প্রচেষ্ঠাকে ইসলাম বিরুধী ফোতুয়া দিয়ে কঠোর ভাবে বাধা গ্রস্থ করেছে তাই ।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৮

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: এই একটা জায়গায় আমাদের পিছয়ে আছি বলতে হবে!
আমাদের আয়তনের চেয়ে ওদের আয়তন দ্বিগুণ কিন্তু জনসংখ্যা প্রায় সমান! :(

১৫| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০৪

কলাবাগান১ বলেছেন: কমেন্ট করলাম ২০২০ সনে যাতে অন্যদের নজরে আসে ৪ বছর আগের পোস্ট ১৬ই ডিসেম্বরে করা

১৬| ০২ রা মে, ২০২২ সকাল ৮:১২

কলাবাগান১ বলেছেন: আবার কমেন্ট করলাম ২০২২ সনে এসে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ ৩১ বিলিয়ন ডলারের বেশি। ২০২২ সনে প্রায় ৪৫ বিলিয়ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.