নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি!

আহমেদ সাঈফ মুনতাসীর

জীবন জুড়ে থাকা পরাজয়, হয়েছে ম্লান চিরকাল!

আহমেদ সাঈফ মুনতাসীর › বিস্তারিত পোস্টঃ

একটা মানুষ দরকার, হবে?

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০



আষাঢ়ে সন্ধ্যায় গাঢ় একটা বৃষ্টির পর দবদবে সাদা আর পূত:পবিত্র আকাশের নিচ দিয়ে
শাহবাগ হতে শহীদ মিনার পর্যন্ত হেটে আসার জন্যে একটা মানুষ দরকার।

বড় একঘেয়েমি আর তিক্ততা নিয়ে যখন হাসফাস করে উঠি -
তখন 'আসো, দশ টাকার বাদাম কিনে খাওয়াবো' বলে অফার দেওয়ার জন্যে হলেও একটা মানুষ দরকার।

ব্যাক্তিগত কারণ দেখিয়ে 'চাকরি ছেড়ে দেব' ভাবনা যখন গ্রাস করে -
'সাবধান, পাগলামি করবা না!' টাইপের শাসানি নিষেধের জন্যে হলেও একটা মানুষ দরকার।

নিজের জন্যে নেয়া ভাবনাগুলোর সময় সিদ্ধান্তহীনতা যখন ভর করে-
'তোমার মন যা চাচ্ছে তাই করো' সূচক সমর্থন পাবার জন্যে হলেও একটা মানুষ দরকার!

বৃষ্টির দিনগুলাতে হুট তুলে রিক্সায় করে শহর পাড়ি দেয়ার জন্যে হলেও একটা মানুষ দরকার।

'রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে, বন্দী দুজনে রুদ্ধশ্বাস কত প্রতিক্ষা'কে সত্য করার জন্যে হলেও একটা মানুষ দরকার।

'বিয়ে কেন করছো না' টাইপের প্যাড়া দেয়ার মুহুর্তে -
'তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন, রাত্রীদিন' চিরকুট লিখে দিবার জন্যে হলেও একটা মানুষ দরকার।

মাঝরাতে ফোন দিয়ে জানু বাবু না ডেকে 'ঐ বদ ঘুমাস নাই ক্যান রে ?'
কিংবা চেনা কোন রাস্তায় হাঁটতে গিয়ে স্যান্ডেল ছিড়ে ধপাস হলে বিব্রত না হয়ে-
'ঐ ফাজিল হাতটা তো একটু ধরা যায় নাকি ?' টাইপের স্বৈরাচারী আচরণের জন্যে হলেও একটা মানুষ দরকার।

বার্সার খেলার দিন ফোন না ধরে সকাল বেলা হাজারটা উপায়ে রাগ ভাঙানোর চেষ্টা সংক্রান্ত-
অভিমানজনিত চাকরির প্রার্থী হওয়ার জন্যে একটা মানুষ দরকার।

চাকরি ছেড়ে বেকারত্বকে পেশা হিসেবে নেয়ার পর-
'ঐ যে স্যার আর কোথাও সিভি ড্রপ করেছেন? চাকরি না পেলে আপনি না হয় ভুষি খাবেন কিন্তু আমি?' টাইপের চিন্তাসূচক মহামুরব্বীয় বাণী শুনানোর জন্যে হলেও
একটা মানুষ দরকার।

জ্বর শেষে কপালে হাত দিয়ে 'শরীরটা তো এখনো গরম, জ্বর তো পুরোপুরি সারেনি' বলে ৯৮ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রাকে
অতি উষ্ণ মনে করার মত টেক কেয়ারের একটা মানুষ দরকার।

নিয়ম করে তিনবেলা 'খাইছো' জিজ্ঞেস করার জন্যে হলেও একটা মানুষ দরকার!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:



এ ধরণের মানুষ হাইকোর্টের মাজারে থাকতে পারে।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৫

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: তাইলে তো ভাই 'হাইকোর্টের মাজারের' আশপাশে ঘুরন্টি দিতে হবে প্রতিদিন!

২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: মধ্যরাত্রে হঠাত ঘুম ভেঙ্গে গেলে- মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়ার জন্য একজন মানুষ দরকার।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: 'তোমার চোখ এতো লাল কেন?'- জিজ্ঞেস করার জন্যে হলেও একজন মানুষ দরকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.