নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি!

আহমেদ সাঈফ মুনতাসীর

জীবন জুড়ে থাকা পরাজয়, হয়েছে ম্লান চিরকাল!

আহমেদ সাঈফ মুনতাসীর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় আকাশী,ভালো থাকিস সাথে নিয়ে সীমাহীন সুখ!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭



প্রিয় আকাশী,

অনেকদিন হয়ে গেলো, অনেকগুলো দীর্ঘ রাত কেটে গেলো- তোকে বলা হয়ে উঠেনি। বলতে যেয়েও যেন আটকে গেছি বারবার। এই ক'টা বছরে পৃথিবীর যা বদল হয়েছে তাতে চোখে পড়ার মতো বলতে আমার বয়সের অংকটা।
এই চলে যাওয়া অনেকদিনগুলার নীরবতা জমে পাহাড় হয়ে আছে। কয়েক হাজার কোটি না ভালো না থাকার মুহূর্তগুলোকে সুবিন্যস্ত ভাবে এক্সেল ফাইলে সাজালে হয়তো এতদিনে একটা মহাকাব্যিক চার্টের ট্র্যাজেডি রচিত হয়ে যেত!

তোর মনে আছে একদিন রিকশায় চড়ে ঢাকার অলিগলি চক্কর দিচ্ছিলাম দুজনে। 'রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে রুদ্ধশ্বাস কত প্রতিক্ষায়' লাইনকে সত্য করার নিমিত্তে রাস্তার ধারের সস্তা হোটেলে বসে ভরপুর ভূড়িভোজ করেছিলাম দুজনে।
যদিও 'কসবার ঐ নীল দেয়ালের ঘর' আমাদের বাঁধা হয়নি। শুধু প্রতিক্ষা বেড়েছে,আক্ষেপকে সঙ্গি করে।
একদিন ভীষণ মন খারাপ ছিলো তোর। ইনিয়ে বিনিয়ে বহুকথা বলা শেষে যখন কাজ হচ্ছিলোনা কোনভাবেই , ভাবলাম চুপটি করে বসে থাকি। মিথ্যে মিথ্যে মন খারাপের ভান ধরে ছিলাম কিছুক্ষন। আমার মন খারাপ করা দেখে তুই আমাকে বোঝ দিতে এসেছিলি। আমার দিকে তাকায়ে এক্কেবারে কেঁদেই দিয়েছিলি।আচ্ছা রকমের বোকা ছিলি তুই! তোর সেদিনের কান্না দেখে কিন্তু আমার সত্যিই মন খারাপ হয়েছিলো। বলেছিলাম- 'এতো বোকা ক্যান তুই আর এত্তো ভালোবাসিস ক্যান আমাকে?'
এক বিকেলে তোর ঘরে ভুল করে ফেলে যাওয়া চশমাটা নিতে এসেছিলাম। তোকে না জানিয়ে পড়া তোর ডাইরিতে জেনেছিলাম এর অনেক কাল আগে আমার ফেলে যাওয়া চশমাটাকে কতবার নাকি তুই অকারণে ছুঁয়ে দেখেছিস ! নাহ , আমাকে অনুভব করার জন্য না, শুধু একটুসখানি প্রাণ সঞ্চার করতে ঐ স্থবির কাঁচজোড়ার মাঝে, নিজেকে একটু মিশিয়ে দিতে চেয়েছিলি শুধু। শেষের লাইনটার কারণেই কিনা আমি এই প্রিয় ভুলটা করতে চাইতাম বারবার।
'অর্ঘ্য, তোর এই কাঁচদুটো কি একবারও খুঁজে পেয়েছে আমাকে?'

তারপর কোন এক বৃহস্পতিবার সন্ধ্যায় তোর সাথে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম দুজন। তুই হাঁটছিলি আমার পাশে পাশে। স্টার কাবাব রেস্তোরা থেকে একটুখানি হলুদ আলো এসে পড়েছিলো তোর মুখে। সেই মুখের দিকে তাকিয়ে আমি ভুলে গিয়েছিলাম সবকিছু। নিজেকে তো বটেই, তোকেও! সমস্ত ইচ্ছেটুকু জড়ো করে সেদিনই প্রথম বলে দিয়েছিলাম-
'আমাকে ভালোবাসবি?'

কিন্তু দেখ কতোটা পরিবর্তন পৃথিবীর! বলবো বলবো করে আজও বলা হয়ে উঠেনি। আটকে যাচ্ছে কথাগুলো। আটকে যাচ্ছে ফুরিয়ে যাওয়া চায়ের কাপে, আধ পড়া বই এর পাতার ভাঁজে, শিষ ভাঙা রঙ পেন্সিলের ডগায়। বলা হচ্ছে না কিছুতেই। দেখিস, কোন একদিন ঠিক বলে দিবো-
'আমায় ক্ষমা করিস, আর ভালো থাকিস সাথে নিয়ে সীমাহীন সুখ'!
ইতি,
তোর অর্ঘ্য

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

ক্লে ডল বলেছেন: ভাল লাগল অনেকটা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ ভাই :)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬

পথহারা পথিক আমি বলেছেন: আবেগটা মন ছুঁয়ে গেল ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: এই আবেগটা পিউর!

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৫

আখেনাটেন বলেছেন: ভালো লিখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.