নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি!

আহমেদ সাঈফ মুনতাসীর

জীবন জুড়ে থাকা পরাজয়, হয়েছে ম্লান চিরকাল!

আহমেদ সাঈফ মুনতাসীর › বিস্তারিত পোস্টঃ

একজন মাহফুজুর রহমান ও টাকার জোরে নায়ক-গায়ক ও লেখক হওয়া!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮





তখন আমি রেগুলার টিভি দর্শক।
ফেসবুক তখনো ত্যামন জনপ্রিয়তা পায়নি। খেলার চ্যানেলগুলার পাশাপাশি বাংলা চ্যানেলগুলোতেই ঘুরেফিরে পরে থাকতাম দিনে অন্তত ৬/৭ ঘন্টা।
বয়স অল্প হলেও খুব রাজনৈতিক সচেতন ছিলাম আর খবর দেখার প্রতি ঝোক ছিলো।
তো একদিন খবর দেখছি এটিএন বাংলায়। খবরে বাধ্যতামূলকভাবে প্রায় প্রতিদিনই এ চ্যানেলের চেয়ারম্যানের একটা করে রিপোর্ট থাকতো!
সেদিন কথানাই বার্তা নাই দেখলাম নিউজ রিপোর্টার এটিএন বাংলার চেয়ারম্যানের নামের আগে ডক্টর জুড়ে দিলো! ইভা রহমানের স্বামী মাহফুজুর রহমান কোন বার্তা ছাড়াই ডক্টর হয়ে বসলেন!
ওনি ঠিক কিসে ও কোন বিষয়ের উপর ডক্টরেট করেছেন, তা মহান আল্লাহ পাক ভালো বলতে পারবেন। কেননা টেলিভিশন চ্যানেল কম থাকার বৌদলতে তখন এটিএন বাংলা প্রায় প্রতিদিনই দেখা পড়তো এবং প্রতিদিন মাফুজুর রহমানের একটা করে রিপোর্ট থাকতো! আমি ওনাকে বিভিন্ন সামাজিক-অসমাজিক প্রোগ্রামের অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখতাম। এতো সামাজিকতা করে ওনি রিসার্চ'টা করলো কিভাবে?
আমি তখন উচ্চমাধ্যমিকের ছাত্র হলেও আমার মনে প্রশ্ন জাগলো, ওনি ঠিক কবে, কিসের উপর ও কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিটা নিলেন? ডক্টরেট ডিগ্রি'র দাম কত নাদেরালী?

সস্তা! ভীষণ সস্তা এইসব টাইটেল! টাকার কাছে এখন সব পাওয়া যাচ্ছে। টাকা দিয়ে ডক্টরেট ডিগ্রি কিনেছেন, এইটা সবাই জানে। তবুও আমাদের কারো কিছু বলার নেই। ঘেন্না লাগলো শিক্ষা ব্যাবস্থার উপর!

তারপর মাফুজুর রহমান নিজের কারিশমা দেখাতে দেখাতে ছাড়িয়ে গেছেন নিজেকে প্রতিদিন। ওনিই একমাত্র,যে কিনা নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। নিজের দুইটি চ্যানেল থাকার বৌদলতে নিজেকে 'ডক্টর' বলে পরিচয় দেয়াটাকে 'হালাল' করে ফেলেছেন ইতোমধ্যে! নিজেকে ব্যবসায়ী, সমাজসেবক, চেতনাধারী, নেতা, এমনকি সংগীত শিল্পী-এমন কিছু বাদ নেই সে নিজের দখলে নেননি!
গান নিয়ে ওনি যা ছেলেখেলা করলেন তার জন্য স্বয়ং ওস্তাদ আলাউদ্দিন খানও বোধহয় কবরে থুবড়ে বুক চাপড়াচ্ছেন!

এইবার ওনি নিজেকে লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন! সাহিত্যের গাড় মেরে দিতে ওনি এইবার বইমেলায় নিয়ে এসেছেন 'সাড়া জাগানো উপন্যাস'-স্মৃতির আলপনা আঁকি! মজার ব্যাপার হলো- এ বইয়ের প্রচারনায় ওনি 'সাড়া জাগানো উপন্যাস' বলে পোষ্টারিং করে বেড়াচ্ছেন অথচ বইটি এখনো প্রাকশিতোই হয়নি!
আমি হলফ করে বলতে পারি, এ উপন্যাস তার নিজের লেখা না! কাউরে টাকা দিয়া লেখাইছে।
টাকা দিয়ে শিক্ষা, সংগীত ও সাহিত্যকে কতোটা যত্নকরে পোঙ্গা মারা যায়, আমাদের মাহফুজুর রহমান'রা তা প্রতিদিন দেখিয়ে যাচ্ছেন!
আর আমরা মজা পেয়ে 'হাত-তালি' দিয়ে যাচ্ছি!

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

সিনবাদ জাহাজি বলেছেন: :D :D
সারা জাগানো শিল্পির সারা জাগানো অপোন্যাস।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: প্রকাশিত হওয়ার আগেই সাড়া জাগানো উপন্যাস! কতোটা সস্তা প্রচারনা!

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০

সিনবাদ জাহাজি বলেছেন: ডক্টর সাহেবের কাছে এর চেয়ে বেশি আশা করা যায়না
:P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: কিন্তু ওনার মতো কয়েকজন কিন্তু আমাদের সকল ব্যাবস্থাক্র গাড় মেরে দিচ্ছেন!

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

বারিধারা ২ বলেছেন: আপনি ভুল করছেন। উনি কোন রিসার্চ করে ডক্টর হননি। একটা প্রাইভেট ইউনিভার্সিটি (সরকার এখন তার অধিভুক্তি বাতিল করেছে) তাকে তাদের একটা কনভোকেশনে সম্মানসূচক 'ডক্টরেট' ডিগ্রী দিয়েছিল - অনেকটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রী নেবার মত। প্রধানমন্ত্রী ২৩ টা ডিগ্রী নিয়ে নামে ডঃ লাগানোর প্রয়োজন মনে না করলেও উনি একটা ডিগ্রী নিয়েই সব জায়গাতে ডক্টরেট ফলাচ্ছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: সম্মানসূচক ডক্টরেটকে তো ডক্টর বলেনা কেউ। কখনো দেখিনি রবীন্দ্রনাথ কিংবা নজরুলকে ডক্টর ইউজ করতে!

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখক, চিন্তিত হবার কিছু নেই। টাকা থাকলে অনেক কিছুই করা যায় কিন্তু সব কিছু নয়।
আর মানুষ এখন অনেক সচেতন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: কিন্তু ভাই, সচেতন থেকে আমরা এখন কি করতে পারছি?

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন:


আসল পাঠকেরা এমন ক্ষেত লেখকদের লেখা কখনো পড়বে বলে মনে হয় না। তারপরও ভয় কাজ করে বটে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: দেখবেন কদিন পর নিউজে আসবে বইটি 'বেস্ট সেলার'

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

সৈয়দ ইসলাম বলেছেন:


এমনটা হবে না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ভাই, বইটার প্রচারেই যা হচ্ছে! আর ওর তো দুইটা টিভি চ্যানেল আছে- নিজেই প্রচার করবে!

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: এরশাদ যেমন কবি তেমনি মাহফুজুর রহমান সাহেবও লেখক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: হা হা হা!

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লজ্জা না থাকলে তাকে তো আর লজ্জা দেওয়া যায়না! :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: জ্বি, সে নির্লজ্জ, সে বেহায়্যা!

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি মাহফুজগীতির ভক্ত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: অনেকেই ভাই! টি আর পি'তে ওনার অনুষ্ঠানের রেটিং নাকি সবচে বেশী!

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: বইটা আমার চাই, তবে সৌজন্য কপি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: এটিএন বাংলার সামনে প্লেকার্ড নিয়ে দাড়ান! টিভিতে দেখাবে, পত্রিকায় আসবে, সিলেব্রেটি হয়ে যাবেন!

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

নীল আকাশ বলেছেন: আমি ওর নাচ দেখার অপেক্ষায় আছি । ১ ঘন্টা লাইভ পগ্রাম ! কবে যে দেখতে পারবো?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: অপেক্ষা করেন ভাই, সেইদিন আর বেশী দূরে নাই!

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: আমরা তার গান শুনেছি। জাতি এই দীপ্ত প্রতিভার আবির্ভাবে কম্পমিত হয়েছে। এবার তিনি লিখবেন বই! জেনে পুলকিত হলাম।




২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: কেন এই বিষবাষ্প ঢেলে দিলেন ভাই!

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৯

হাসান রাজু বলেছেন: একটা ব্যাপার কিন্তু ভালো । আপনি, আমি এতদিনে এই লোকটিকে চিনে ফেলেছি । সে এখন বই লিখে থাকলে সে বইটা কোন মাপের হবে আগেই টের পেয়ে যাচ্ছি । বিনোদন ছাড়া অন্যকোন কারনে কেউ তার বই কিনবে না । তাতে লাভ যা হবে তা হল, যারা নতুন লেখকের বই কিনে উৎসাহিত করতে চান তারা তাদের লিস্ট থেকে অন্তত একটা বই বাতিল করে দিবে প্রথমেই, এতে নতুন লেখকদের লেখার অবমূল্যায়ন হবে না। আর যারা ট্রলে মজা পান তারা সহজেই আরেকটা মোক্ষম জিনিষ হাতে পেয়ে গেলেন ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: তার প্রচারনাটা কটু লেগেছে। খুবই বাজে হয়েছে ব্যাপারটা!

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি কম বুদ্ধির মানুষ। আপনারা লেখক সমাজ ভেবেচিন্তে কিছু উপায় বার করুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: এ অসম্ভব ভাই! ওর দুই চ্যানেলে ওর নামে প্রচার বন্ধ করতে হবে!

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: উনার বই সাহিত্যের গাঁড় মারবে, বলে আপনার মনে হয়! সাহিত্যের এগুলোর কোন প্রভাব নাই। যারা এইসময়ে লিখছে অর্থাৎ দ্বিতীয় দশকে, তাদের অধিকাংশই সাহিত্যে কোনরূপ প্রভাব ফেলতে পারবে না, সে পজিটিভ হোক আর নেগেটিভ। এই ধরণের বই নিয়ে আলাপ, আলোচনা, পোস্ট না করাই ভালো। নেগেটিভ রিভিউ বা পোস্টের যোগ্যতাও এইগুলো রাখে না, আমার মতে। আমাদের উচিৎ অন্যান্য অসংখ্য যে বই আছে, তা নিয়ে আলাপ করা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: যথার্ত বলেছেন। আর পোষ্ট নয়।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমিও ডা.মাহফুজ রহমানের গান শুনি ; তবে হোডফোন লাগিয়ে শুনি। ;) :P =p~

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: অভিনন্দন আপনাকে।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

কালীদাস বলেছেন: @ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম: =p~

@ লেখক: আসলেই টাকায় কি না হয়!! বাংলার মেটালগড (!) মাহফুজুর রহমান ডক্টরেট করেননি, উনি ইমপিরিয়াল কলেজ থেকে অনারারি ডক্টরেট পেয়েছিলেন ২০০৫ সালে মিডিয়ায় বিশাল ভূমিকা রাখার জন্য (খোদায় জানে কি ভূমিকা রাক্সিল!)। সেখান থেকে এখন নিজেকে ড. ডাকে। বিনোদন। এমনকি বাংলাদেশের কোন ইউনিতেও জীবনে পিএইচডি প্রোগ্রামে এডমিশন পাবে কিনা সন্দেহ, সেও এখন নিজেকে ড. বানিয়ে ফেলেছে।

অনেকদিন আগে এক পোস্টে নিচের ছবিটা দিছিলাম মতিকন্ঠ থেকে, আজকে মনে পড়ল আবার ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: অসাধারন কমেন্ট। 'মেটালগড' মেইড মাই ডে~!

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৭

নাগরিক কবি বলেছেন: কালীদাস ভাই : আপনেরে অনেক দিন খুজছিলাম। সেই যে লিরিক চাইছিলেন। তারপর থেকে তো গায়েব। আজ লিরিক, গায়ক, উপন্যাসিক - সবই আপনার ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: এখন পেয়ে গেলেন। ভাইয়ের সাথে যোগাযোগ করে নিন!

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫৫

সালান বলেছেন: তসলিমা নাসরিন কিনতু মাহফুজুর রহমানের খুব সুনাম করসে, ফেসবুকে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: এ সংক্রান্ত কিছু আমি জানিনা। লিংক থাকলে শেয়ার দিয়েন।

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

বিজন রয় বলেছেন: শুধু হাসতেই পারি।

মানুষ কত সস্তা হতে পারে!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ভীষণ সস্তা!

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

টারজান০০০০৭ বলেছেন: গান শুনিয়া দেখিলাম ! খারাপ কি ? এর চাইতেও কাউয়াকন্ঠী, ডি শার্পের গায়ক গান গাইয়া ফাটাইয়া ফেলিতেছে ! আর লেখার কথা বলিলেন, বাংলাদেশে আগে কাক আর কবির সংখ্যা সমান ছিল এখন লেখকের সংখ্যাও সমান হইয়াছে ! উনার বইয়ের কারণে কিছু মানুষের ব্যবসা হইয়াছে, অন্তত সেরদরে হইলেওতো বিক্রয় হইবে , ইহাই বা কম কি ! টাকা থাকিলে মানুষ আরো কতকিছু করে , হেতে বই প্রকাশ করিয়া মহৎ কাম কইচ্চে ! ছমস্যা দেখিনা !

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: সামনের দিনগুলিতে গানের সাথে নাকি সে নাচেরও প্রতিশ্রুতি দিয়েছেন!

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

আখেনাটেন বলেছেন: একজন তালগাছসম 'নার্সিসিস্ট'। সমাজে এই রকম কদাকর আচরণের লোকের অভাব নেই। এই ব্লগেও আছে।

এই ব্লগেই এক মহাকবিকে তাঁর এই মহান অাচরণের কারণে এই বিষয়ে একটু আলুচনা করাতে বেচারা গোৎসা করে আমাকে তাঁর ব্লগে পদধূলি দিতে বারণ করেছিলেন বেশ কিছুদিন আগে।

ইনাদের জন্য একরাশ সমবেদনা।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: আমার পক্ষ থেকেও তার জন্য রইল সমবেদনা!

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

হাসান রাজু বলেছেন: সুসংবাদ

এইবার এর মেগাসিরিয়াল ও তৈরি হইতেছে । মেগা সিরিয়ালের নাম ‘স্মৃতির আলপনা আঁকি' ।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: সে এই নামটাকে 'ব্রান্ড' হিসেবে তৈরী করতে চাচ্ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.