নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার হৃদয়ে থাকিবো আমি, ভাসিবো চোখের পলকে।তোমাকে ভুলে যাইবো আমি, তবু আমাকে দেবোনা ভুলিতে !! \" -সাইফুল্যাহ আমিন

সাইফুল্যাহ আমিন

সাইফুল্যাহ আমিন › বিস্তারিত পোস্টঃ

অতীতের কথা মনে করলে সেদিন আর কষ্ট হবে না...

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০

পরীক্ষায় ফেল করে যে ছেলেটা গায়ে কেরোসিন ঢেলে নিজেকে পুড়িয়ে ফেলতে চেয়েছিলো„ সেই ছেলেটাই এখন সকাল সন্ধ্যা ফায়ার সার্ভিস এ চাকরি করছে !!
~
এসএসসি তে গোল্ডেন না পেয়ে যে ছেলেটা পরিবার ও আত্নীয়-স্বজনদের নাক ছিটকানোর ভয়ে সুইসাইড করতে গিয়েছিলো|| সেই ছেলেটাই আজ নিজেকে প্রতিষ্ঠিত করে সুইসাইডের বিরুদ্ধে কথা বলছে !!
~
ভালোবাসার মানুষটাকে না পেয়ে„ফ্যানের সাথে উড়না পেঁছিয়ে মরতে চেয়েছিলো যে মেয়েটি„সে এখন নারীবাদী হয়ে নারীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে!!
~
প্রিয় মানুষটার জন্য হাত কেটে শরীর থেকে রক্তক্ষরণ করা ছেলেটা আজ ব্লাড ডোনেশন গ্রুপ খুলে বসে আছে!! শত শত রোগীর জন্য ব্লাড ম্যানেজ করে দিবে বলে||
~
জগতের বাস্তবতা এটাই||সময়ের আবেগ অসময়ে বেগ হারিয়ে ফেলে||এক সময় যেই আবেগটাই ছিলো সবচেয়ে দামী„একটু হাসি কিংবা চোখ থেকে নিসৃত জলের জন্য দায়ী„সেটাই আজ মূল্যহীন হয়ে যায়||মনে হয় কি হাস্যকরই না ছিলো জীবনটা„কি রঙ্গীনই ছিলো সেই দিন গুলো||
~
শৈশবে ইচ্ছে ছিলো বড় হয়ে চানাচুর ওয়ালা হবো তাহলে ইচ্ছে মতো চানাচুর খেতে পারবো|| আহ!! কি অমৃত স্বাধ|| ধনিয়া পাতার সাথে খাটি সরিষার তৈল আর কৌটাতে নিয়ে বামহাতের তালুতে ঝাঁকানো চানাচুরওয়ালার তৈরি সেই চানাচুর||
~
ঠিক দু'দিন পরেই সেই ইচ্ছাটা বদলে যেত আইসক্রীম ওয়ালা কিংবা তিলের খাজা বিক্রি করা ছেলেটাকে দেখে|| কিন্তু সেই চানাচুর কিংবা আইসক্রিম ওয়ালাকে দেখে হৃদয়ের মাঝে পোষা ইচ্ছাগুলো এখন কোথায় কে জানে??
~
বাল্যকালে একজনকে খুব ভালোবাসতে চেয়েছিলাম|| তারুন্যে এসে প্রেম হয়েছিলো ও বটে||তাকে নিয়ে স্বপ্ন বুনে ছিলাম কত যত্নে|| অথচ হয়ে গেলো ঠিক উল্টোটা!! সে আজ ছয় সন্তানের জননী আর আমি আজো বাবা'র মুখে বাবু ডাক শুনি!!
~
তারপরে যুবক বয়সে এসে একজনকে ভালোবেসে বিয়ে করবো বলে কথা দিয়ে বিয়ে করতে পারলাম না|| প্রথম ভালোবাসার কাছে প্রতারিত হয়ে দ্বিতীয় ভালোবাসা হারিয়ে পেললাম||অপরাধী হলেও আপসোস হয়না কেন জানি!!
~
কিন্তু আজ একমুঠো অন্ন আর বস্ত্রের মতো মৌলিক প্রয়োজন গুলো ছাড়া কাউকে ভালোবাসতে ইচ্ছে করেনা|| কারো পাগলামীর গল্প শুনলে হাসি পায়„মনের অজান্তেই বলে ফেলি "বয়স কম„একদিন সব ঠিক হয়ে যাবে||"
~
নদীর স্রোত ভয়ে যায়„ঘড়ির কাটা টিক টিক করে চলে সময় কেটে যায়;;সব ঠিকও হয়ে যায় সময়ের মতো করে||আজকের দিনটাই রাত পোহালে গতকাল হয়ে যায়„হয়ে যায় অতীত|| হারিয়ে যায় নির্দিষ্ট সময় থেকে কিছু সময়||
~
ঠিক তখন কোন একদিন সেই অতীত খন্ডনে বসলে মনে হয় ওটা ভুল ছিলো||সেটা ছিলো মজার„ভাবা যায় কী পাগলটাই না ছিলাম||বড় বোকামী হয়ে গেছিলো সেদিন|| বড় ভুল করে পেলেছি সেদিন গুলোয়||
~
এভাবেই একদিন জীবনের সব লেনদেন চুকিয়ে যাবে||অতীতের কথা মনে করলে সেদিন আর কষ্ট হবে না||হাস্যকর মনে হবে না„পুরোনো আবেগ গুলো„পুরোনো স্বপ্ন গুলো„পুরোনো ভালোবাসা গুলো !!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুন্দর, আরও সুন্দর হবে
লিখতে থাকুন এবং
সকল লেখা পড়ুন এবং অভিমত দিন।
..................................................................................................

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

সাইফুল্যাহ আমিন বলেছেন: Thanks a lots..

২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলায় লিখুন,
আমি ও লিখতে পারতাম না
এখন একটু একটু পারছি

...........................................................................................

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

সাইফুল্যাহ আমিন বলেছেন: ধন্যবাদ।
চেষ্টা করবো সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.