নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার হৃদয়ে থাকিবো আমি, ভাসিবো চোখের পলকে।তোমাকে ভুলে যাইবো আমি, তবু আমাকে দেবোনা ভুলিতে !! \" -সাইফুল্যাহ আমিন

সাইফুল্যাহ আমিন

সাইফুল্যাহ আমিন › বিস্তারিত পোস্টঃ

একাকীত্ব ও নির্জনতা।

২৮ শে জুন, ২০২২ রাত ১২:১৩

যে-কোন জায়গায় থাকতে গিয়ে কম্পোর্টফিল না করলে দিনের পর দিন সেখানে থাকা যায়না, সেই জায়গার মায়া ত্যাগ করাটাই ভালো। একটু মানসিক প্রশান্তির জন্য কারো সাথে কিছু কথা শেয়ার করতে গিয়ে ১৮০° বিপরীতে দিনের পর দিন মানসিক টর্চার হওয়ার চাইতে একা থাকাটাই ব্যাটার..
শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও, ধীরে ধীরে সেটা অভ্যাস হয়ে যায়, মানিয়ে নেওয়া যায় সহজে। তখন শত মানুষের মাঝে নিজেকে কেমন জানি লাগে। একাকীত্ব আর নির্জনতা তখন সবচেয়ে আপন মনে হয়...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২২ রাত ১২:২৫

সোনাগাজী বলেছেন:



সমস্যাকে যখন সমাধান মনে হয়, তখন গভীরভাবে ভাবার দরকার আছে।

০৫ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৯

সাইফুল্যাহ আমিন বলেছেন: জি ভাইজান। ধন্যবা।।

২| ২৮ শে জুন, ২০২২ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: আপনি আসলে বিক্ষিপ্ত মেজাজে আছেন।

৩| ২৮ শে জুন, ২০২২ রাত ১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: একাকীত্ব আর নির্জনতা? ওয়াও জাস্ট অসাম এর চেয়ে শ্বান্তিপূর্ণ আর কিছুই হতে পারে না। নির্জনে একাকী আমি সারাদিন থাকলেও বোর ফিল করি না।

৪| ২৮ শে জুন, ২০২২ সকাল ৯:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দীর্ঘসময় একাকীত্ব আর নির্জনতা মানুষকে বিপথে চালিত করে।

৫| ২৮ শে জুন, ২০২২ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: একা থাকা যায় না আসলে। তবে লিখালিখি করলে একা থাকলে ভালো লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.