নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“পাহাড়ের কান্না গুলা গড়িয়ে সমুদ্রে আঁছড়ে পড়ে ঢেউ তোলে, আর সেই ঢেউয়ে ভাসিয়ে তলিয়ে নিয়ে যায় জীবন তরী”

সৈকত মিত্র বড়ুয়া

❝পাহাড়ের কান্না গুলা গড়িয়ে সমুদ্রে আঁছড়ে পড়ে

সৈকত মিত্র বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

মুক্ত আকাশে চলেফেরা তবুও কত ভয় না জানি মনের ভিতর

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:২০

সাধ্যের মধ্যে সব টুকু প্রচেষ্টায় নেমেছে আমাদের বিমান এবং নৌবাহিনী-



২৩৯ জন আরোহী নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আজ অনেক দিন হয়ে গেলেও মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটির সন্ধান বা ধ্বংসাবশেষ মেলেনি এখনো।





বিশ্বের ১০ টিরও বেশি দেশ নিখোঁজ বিমানটির উদ্ধারে একযোগে কাজ করতেছে। চিনের ১০ টি রাডার কাজ করে যাচ্ছে দিনের পর দিন। এ উদ্ধার কাজে আমরাও পিছনে নেই। আমাদের নেই কোন নিউক্লিয়ার সাবমেরিন কিংবা তার চাইতে ভাল রণতরী। তারপরেও বন্ধুত্বের প্রতিদানে আমরাও বাড়িয়ে দিলাম বন্ধুত্বের হাত। সাধ্যের মধ্যে সব টুকু প্রচেষ্টায় নেমেছে আমাদের বিমান এবং নৌবাহিনী। যতটুকু পারি ততটুকু করার চেষ্টা তো আমরাও করতে পারি।



বাংলাদেশে নিরাপত্তা রক্ষায় নজরদারির কাজে ব্যবহৃত দুটি বিমান ও দুটি ফ্রিগেইট যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরের উপকূলীয় জলসীমায় নিখোঁজ জেটলাইনারটি উদ্ধারে অনুসন্ধান পরিচালনা করবে।



আজকের এই অত্যাধুনিক প্রযুক্তির যুগেও কীভাবে একটি বিমান হারিয়ে যেতে পারে সেটা অনেকেই ভেবে পাচ্ছেন না৷ মালয়েশিয়া এয়ারলাইন্সের ক্ষেত্রে হয়েছে সেটি৷ মুক্ত আকাশে চলেফেরা তবুও কত ভয় কাজ করে। সত্যিই মর্মান্তিক।



ছবিতে কিছুদিন আগে সমুদ্র সৈকতে শিল্পী সুদর্শন পাটনায়েক নিখোঁজ বিমানযাত্রীদের শুভকামনায় বালির ভাস্কর্য গড়েন।



মালয়েশীয় নিখোঁজ বিমানের যাত্রীদের জন্য আসুন সকলে প্রার্থনা করি

Let us worship to those in MH370 in hope to find them

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.