নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“পাহাড়ের কান্না গুলা গড়িয়ে সমুদ্রে আঁছড়ে পড়ে ঢেউ তোলে, আর সেই ঢেউয়ে ভাসিয়ে তলিয়ে নিয়ে যায় জীবন তরী”

সৈকত মিত্র বড়ুয়া

❝পাহাড়ের কান্না গুলা গড়িয়ে সমুদ্রে আঁছড়ে পড়ে

সৈকত মিত্র বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

রাজাকারের বুক ছিড়ে দাঁড় করাব বাংলা মায়ের পতাকা

১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

আজকের এই দিনে নতুন সূর্য দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশ। জাগো বাংলাদেশ জাগো ‘‘বিজয়ের মাসে, বিজয়ের পতাকা, রাজাকারের বুক ছিড়ে দাঁড় করাব বাংলা মায়ের পতাকা’’



স্বাধীনতার এমন দিনে ধরেছি দুই কলম হাতের পানে লিখেছি ‘‘স্বাধীনতা’’ দুই লাইন করে শোনাব সবাইকে আকুল মনের ব্যথা-



‘‘অশ্রু ঝড়া স্বাধিনতা তুমি লাল রঙে রাঙানো,

স্বাধিনতা তুমি ছোট ছোট বুকে জড়ানো।

হাজার সুরে হাজার গানে, আমাদের এই দেশ!

এই দেশে আছি মোরা, মিলে মিশে অনেক বেশ।

স্বাধিনতার এমন দিনে শপথ নিলাম আমি,

মিলে মিশে গড়ব সবাই সোনার স্বদেশ ভুমি।

রইবে না কোন হিংসার দাবানল, থাকবে ভালবাসা,

সবাই মিলে গড়তে পারি সোনালী স্বাধিনতা।

বাংলাদেশ মোদের জন্মভূমি, বাংলা মোদের প্রাণ

এক সাথে মিলে মিশে বাড়াতে পারি বাংলাদেশের মান’’



বিজয়ের চেতনা প্রজ্বলিত থাকুক সারা বাংলাদেশ। কাছে এবং দূরের যে যেখানেই থাকুক না কেন সবাইকে মহান বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা। সাথে রইল যে সকল শহীদ/বীরঙ্গনাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, তাহাদের প্রতি রইল অন্তরের অন্তস্থল হতে গভীর শ্রদ্ধা ভালবাসা। এগিয়ে চল বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.