নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“পাহাড়ের কান্না গুলা গড়িয়ে সমুদ্রে আঁছড়ে পড়ে ঢেউ তোলে, আর সেই ঢেউয়ে ভাসিয়ে তলিয়ে নিয়ে যায় জীবন তরী”

সৈকত মিত্র বড়ুয়া

❝পাহাড়ের কান্না গুলা গড়িয়ে সমুদ্রে আঁছড়ে পড়ে

সৈকত মিত্র বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

যেখানে একজন আই টি বিশেষজ্ঞ দরকার সেই জাইগাতে একজন অভিনেত্রী স্থান পায় কেমনে ?

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

আমাদের দেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। যেখানে একজন আই টি বিশেষজ্ঞ দরকার সেই জাইগাতে একজন অভিনেত্রী স্থান পায় কেমনে জাতি জানতে চাই মাননীয় স্পিকার।



যেখানে সারাটা জীবন কেটে গিয়েছে অভিনয় জগতে, তিনি অভিনয় ভাল বুঝতে পারেন। উনার দরকার সংস্কৃতি মন্ত্রনালয়ে, তা না করে উনাকে দিয়ে দিল আই টি বিভাগে। ঐ যে যেমন দেশ, তার শাসন ব্যবস্থা ঠিক সেই রকম। দেশটা এগিয়ে যাবে কোথা হতে। একজন অভিনয় জগতের মানুষ হয়ে কি এমন অবস্থান উন্নয়ন করবেন সেটা একমাত্র বাংলাদেশ সরকার জানে। উন্নত দেশ গুলা উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রন করে। আর অামাদের দেশে অপরাধ নিয়ন্ত্রন না করে নাটক করে ।

সিম নিবন্ধন দিয়ে কি করবেন ? Viber, What's app, Imo, Ring আরো হাজার হাজার অ্যাপ অাছে, যেগুলা একবার একটিভ করলে বছরের পর বছর কাজ করবে। তা উনি এইগুলা বন্ধ করবেন কিভাবে ? চুরি, ডাকাতি, চিনতায়, চাপাতির কোপ, খুন. ধর্ষণ মনে হয় মোবাইল দিয়ে করতেছেন ?

আজকের নিউজে দেখলাম ১ মে অনিবন্ধিত সিম তিন ঘণ্টা বন্ধ থাকবে। বুঝতে পারলাম না, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করে দেশের কি এমন প্রযু্ক্তির উন্নয়ন করবেন কে জানে। যার যে বিষয় অভিজ্ঞতা তারে সেই বিষয়ে মানায়। স্কুলের শিক্ষকরে পাঠ দান, নাচের মাষ্টারকে নাচ, গানের মাষ্টারকে গানে, আর মেকানিকরে দরকার মেকানিক্যাল কাজে। গানের মাষ্টারকে যদি নাচতে দেওয়া হয়, তাল বেতাল হয়, আর মেকানিকরে যদি ডাক্তারি চিকিৎসা করতে দেওয়া হয় রোগ নিরাময় তো দূরের কথা রোগী চলে যাবে না ফেরার দেশে। আজকাল আমাদের দেশে হাসপাতালেরর আয়া, বয় রোগীর শরীরে ইনজেকশন পুশ করে, হাসপাতালের আয়া বাচ্চার সিজার করে। এ রকম হাজার হাজার ঘটনা এই দেশে ঘটে থাকে। কই প্রতিকার কই ? কিছুই তো বদলাই না।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এর আগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু করেছিল পাকিস্তান, পৃথিবীর আর কোন দেশে এমনটা দেখা যায় না। ফল শ্রতিতে কি হল, বিশ্বের যে কোন জাইগাতে সন্ত্রাসী কর্মকান্ড সংঘঠিত হলে মাঝে মাঝে পাকিন্তানি নাগরিকের আঙ্গুলের ছাপ পাওয়া যায়। এবার একি পথ ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার মানে আবারো বার বার সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে বিশ্বের দরবারে প্রতিটা বছর, প্রতিটা দিন।

তাই বাংলাদেশ সরকারে কাছে বিনীত আবেদন থাকবে যে, উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তি নিয়োগ করুন। ঐ যে কথায় আছে না, 'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে' তাই যার জাইগা তারে মানায়। অনতিবিলম্বে এই সব ফালতু পক্রিয়া বন্ধ করে দেশটা কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে সন্ত্রাস সাথে জঙ্গি দমন করা যায় সে বিষয়ে নজর দেন।

মন্তব্য ৬১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



উনি 'আইটি স্পেশালিস্ট'এর অভিনয় করছেন

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: উনি 'আইটি স্পেশালিস্ট'এর অভিনয় করছেন, ভাল বলেছেন, তবে দেশটা তো অভিনয়ের জাইগা নয়।

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

সুমন কর বলেছেন: তাই বাংলাদেশ সরকারে কাছে বিনীত আবেদন থাকবে যে, উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তি নিয়োগ করুন। -- ভালো বলেছেন।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

গেম চেঞ্জার বলেছেন: উনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড + আইটি তে অভিজ্ঞতা জানতে চাই!!

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৩

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: আইটি সেক্টরে তো অভিজ্ঞতা নাই বললেই চলে, তবে অভিনয়ে দারুন অভিজ্ঞতা :p

৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

নতুন বলেছেন: মন্ত্রীর দরকার এডমিনেস্ট্রেসন দেখা। সেট তারানাকে দিয়ে হচ্ছে।

আর এই পদ্বতীতে সিম নিবন্ধন করতে সমস্যা কোথায়?

বিশ্বের অনেক দেশেই এটা হচ্ছে...আরব আমিরাতে হচ্ছে.... এখানে কেউই ফোনে অপকম` করতে সাহস পায় না।

আর আপনার আমার আঙ্গুলের ছাপের কোন দাম নেই। সেটা নিয়ে এতো চিন্তা করার দরকার নাই।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: বিশ্বের অনেক দেশেই এটা হচ্ছে, আরব আমিরাতে কথা বলতেছেন। কিন্তু আমি যে সমস্ত দেশ গুলাতে ভিজিট করেছি, উন্নত দেশ গুলা, একটাতেও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন পক্রিয়া নাই। তারা দেশ পরিচালনা করে মাথা দিয়ে, আর আমাদের সরকার গায়ের জোর দিয়ে। ফলাফর কিছুদিন অপেক্ষা করুন আশা করি পাবেন। ধন্যবাদ মতামতের জন্য।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

She is a lawyer?

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৭

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: উকিল কিনা জানি না, কিন্তু তিনি অভিনয় শিল্পী। ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্তত 'পাকিস্তানীরা' এটা শুরু করেছে - এটা জানলেও তো বন্ধ করা উচিত!

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: উন্নত দেশগুলা বিচার ব্যবস্থা পরিচালনা করে মাথা দিয়ে, আর আমাদের সরকার গায়ের জোর দিয়ে। ফলাফর কিছুদিন অপেক্ষা করুন আশা করি পাবেন। ধন্যবাদ মতামতের জন্য।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৭

ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের দেশে অনিয়মই নিয়ম।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: অনিয়ম বলেই তো, দেশটা উন্নত।ছাগল উৎপাদনে বর্তমানে বাংলাদেশ তিন নাম্বারে, আর কিছুদিন যাক, দেখবেন এক নাম্বারে চলে আসবে।

ধন্যবাদ মতামতের জন্য।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪৯

কালনী নদী বলেছেন: বেসরকারি প্রতিষ্ঠানের সাতে চুক্তিতে না গিয়ে সরকারিভাবে তা সংরক্ষন করা উচিত ছিল! ওই যে বললেন বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোরে! তারানা হালিম মেডাম অভিনয় থেকে রাজনীতিতে এসেছেন এটা আমার জানা ছিল না। চাদগাজী ভাই ঠিকই বলেছেন তিনি আইটি স্পেশালিস্ট'এর অভিনয় করছেন ।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: এই দেশে সব কিছুই সম্ভব। কারন আমাদের দেশের এক একটা মন্ত্রী আমাদের অনন্ত জলিলের মত হতে চাই, কিন্তু কয় জনে তার মত হতে পারে বলেন।

ধন্যবাদ মতামতের জন্য।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫২

পথে-ঘাটে বলেছেন: তাই বাংলাদেশ সরকারে কাছে বিনীত আবেদন থাকবে যে, উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তি নিয়োগ করুন। -----সহমত।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৯

নীল আকাশ ২০১৬ বলেছেন: আওয়ামী সরকারের মন্ত্রী হতে কোন বিশেষজ্ঞ হবার দরকার পড়েনা - হাসিনা বিবির নেক নজরে পড়লেই চলে। অভিনয় গুনে তিনি সে যোগ্যতা ভালোভাবেই অর্জন করতে পেরেছেন।

তাছাড়া কাজের কাজ কিছু করতে না পারলেও 'সেইরাম' একটা ভাব ধরতে পারেন। সেটাও একটা বিরাট গুণ!

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: এই দেশে গুণী জনের কদর নাই। আর যে দেশে গুণীর কদর নাই, সে দেশে গুণীজন জন্মাবেন কি করে ?

ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: 'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে' তাই যার জাইগা তারে মানায়। অনতিবিলম্বে এই সব ফালতু পক্রিয়া বন্ধ করে দেশটা কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে সন্ত্রাস সাথে জঙ্গি দমন করা যায় সে বিষয়ে নজর দেন।

সহমত।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১০

আচার্য বাঙালি বলেছেন: অ্যাডভোকেট তারানা হালিমের যোগ্যতা আপনার চেয়ে একটু হলেও বেশি আছে। আর সিম-নিবন্ধন করতে আপনার এতো ভয় কীসের?

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: ভাই আমি আমার যোগ্যতার কথা বলিনি, ভাল করে লিখাটা পড়ুন তারপর জানতে পারবেন।

আর সমস্যা এখন নয়, আরো কিছুদিন যাক জানতে পারবেন।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

রোষানল বলেছেন: বন্যেরা বনে সুন্দর আর তানানা নাটুকে

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

কায়েশ খান বলেছেন: এখানে মন্ত্রীর কাজ বিরোধীদল সামলানো, মন্ত্রনালয় নয় ফলে একজনকে দায়িত্ব দিলেই হলো। তাছাড়া জবাবদিহিতা কাউকেই করতে হয় না, যেহেতু যোগ্যতা বলতে প্রধানমন্ত্রীর সন্তুষ্টি ভরসা।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: তাছাড়া জবাবদিহিতা কাউকেই করতে হয় না, যেহেতু যোগ্যতা বলতে প্রধানমন্ত্রীর সন্তুষ্টি ভরসা। সুন্দর বলেছেন, তার সাথে আমিও কিছু যুক্ত করি বলি- যে দেশ এখনো পর্যন্ত বাপ-জামাই , অাই মিন শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আর অন্য দিকে খালেদা মেডাম জিয়াউর রহমান হইতে বার হইতে পারে নাই, আশা করি সে দেশে ভাল বিচার আশা করাটা ভূল।


ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪

নীল আকাশ বলেছেন: আওয়ামী সরকারের কন্‌ মন্ত্রী যোগ্য বলেন ত দেখি ??? আমার ছেলে সারাদিন কার্টুন নেটওয়ার্ক দেখে। ঔসব কার্টুন নেটওয়ার্কের কার্টুন ক্যারাক্টার গুলিও এইসব আবাল মন্ত্রীদের চেয়ে ভালো ।

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: কোথায় কি পান্তা ভাতে ঘিঁ, আমাদের দেশে আবাল কত প্রকার ও কি কি, সেটা মন্ত্রীদের দেখলে বুঝা যায়। কথার কোন ঠিক নাই, আর কাজের ঠিক থাকবে কোথা হইতে।


ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬

হাসান তারেক বলেছেন: ঠিক আছে। সীমাবন্ধ করে কথা থামিয়ে রাখা যায় কিনা।

আমি এমন দুই একজন মানুষ দেখেছি যারা প্রচন্ড ব্যাস্ত মানুষ কিন্তু মোবাইল ব্যাবহার করেনা। আমিও করলাম না। কিন্তু আমেরিকায় মুরগি চুরিতে আমার আঙ্গুলের ছাপ পাওয়া যাক তা আমি চাইনা।

লেখাটা দেখে নিয়ত পাকা করলাম।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: আসলে আইন দিয়ে কিছুই হয় না, যদি না দেশের মানুষের আইনের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস না থাকে। আমাদের দেশে তো পুরাই উল্টা। শ্রদ্ধা এবং বিশ্বাস কোনটায় নাই। তাই এই দেশে আইন করে কিছুই করা সম্ভব নয়।

ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫

আর্টিফিসিয়াল বলেছেন: """আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা,
তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা""
---------নচিকেতা

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: সুন্দর বলেছেন, সহমত

ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫

আর্টিফিসিয়াল বলেছেন: """আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা,
তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা""
---------নচিকেতা

২০| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

শূণ্য পুরাণ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
উনি 'আইটি স্পেশালিস্ট'এর অভিনয় করছেন, সহমত

২১| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: সহমত, ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

২২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এই বাল্পোষ্টও নির্বাচিত পাতায়.?

পৃথিবীর কোথায় দেখেছেন মন্ত্রীকে সেই মন্ত্রনালয়ের বিষয়ের সার্টিফাইড বিশেষজ্ঞ হতে হবে?
দেশের মালিক জনগন। জনগনের স্বার্থ দেখভাল করবে তাদের প্রতিনিধী।
এই প্রতিনিধী একজন মন্ত্রী। পৃথিবীর সব সভ্যদেশে সবক্ষেত্রেই মন্ত্রী একজন রাজনীতিবিদ।
উনি জনগনের স্বার্থে রাষ্ট্র ও জনগনের পক্ষে সিদ্ধান্ত দেন। কোন মন্ত্রী এক্সপার্ট হন না। মন্ত্রনালয়ে এক্সপার্ট নিয়োগ দেন।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: এক্সকিউজ মি..মাইন্ড ইউর লেঙ্গুয়েজ.. মন্ত্রনালয়ে এক্সপার্ট নিয়োগ দেন, কিন্তু অভিজ্ঞতাও থাকা অাবশ্যক। আমি বলেছি তিনি নাটক ভাল পারেন তাই উনার দরকার সংস্কৃতি মন্ত্রনালয়ে। আর তা না করে তিনি এই আসনে। ঐ যে বললাম বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে' তাই যার জাইগা তারে মানায়।

২৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

দ্যা লায়ন বলেছেন: হুম ঠিক বলেছেন, এই সরকার সব উল্টা কাজ করে, আমার মনে হয়না নৌ মন্ত্রী জীবনে কোনদিন নৌকা চালিয়েছে,সে কিভাবে নৌকার হাল ধরবে? এই যে আমাদের কৃষি মন্ত্রী সে জীবনের ধান ক্ষেতে নেমেছে? তাকে কিভাবে মন্ত্রী বানালো এই সরকার? এবার আসুন রেল মন্ত্রী,মজিব ভাই ড্রাইভ জানেনা,ওনার ছোট ভাই ওনাকে শিখাতে গেলো উনি ওনার বাড়ীর পাশে একটা দোকানের সাথে মেরে দিয়েছে, যে মানুষ এক ডাব্বার গাড়ী সামলাতে পারেনা তাকে দিছে চৌদ্দ ডাব্বা সামলাতে।

ঠিক একিভাবে প্রধানমন্ত্রী,দেশের সিংহ ভাগ মানুষের যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়া উচিৎ,যেমন খালেদা জিয়া হলো সেই যোগ্য নারী।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন:
ভাই আসলে আইন দিয়ে কিছুই হয় না, যদি না দেশের মানুষের আইনের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস না থাকে। আমাদের দেশে তো পুরাই উল্টা। শ্রদ্ধা এবং বিশ্বাস কোনটায় নাই। তাই এই দেশে আইন করে কিছুই করা সম্ভব নয়


আর যোগ্যতার কথা বলতেছেন তো, তাই বলব। জনগন যারে ভালবাসে তারেই দেশ পরিচালনায় দেখতে চাই। সে হাসিনা হোক কিংবা খালেদা।

ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

আফ্রোদিতে বলেছেন: হুম। একদম ঠিক কথা বলেছেন। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আগামী ৫ বছরে আরো একবার দূর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছে হয়ত।আর বেশি ভালো করতে যেয়ে যে বারবার খারাপটাই করে বসে।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: এই দেশে সব কিছুই সম্ভব। কারন আমাদের দেশের এক একটা মন্ত্রী আমাদের অনন্ত জলিলের মত হতে চাই, কিন্তু কয় জনে তার মত হতে পারে বলেন। হয়তো ভালটা করতে গিয়ে, বিপদ ডেকে আনবে সরকার।

ধন্যবাদ মতামতের জন্য।

২৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

অতঃপর হৃদয় বলেছেন: নাটকের অভিনেত্রী নাটক সম্পর্কিত বিষয় গুলো ভালো বুজবে অন্য গুলো নয়।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২১

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: সহমত :)

ধন্যবাদ মতামতের জন্য।

২৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৭

ইলি বিডি বলেছেন: কিতা কইতাম কন।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৫

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: কিছুই বলার নাই, আপাতত নাটক উপভোগ করেন।

২৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কোন বিষয়টা আরেকটা বিষয়ের চেয়ে অগ্রাধিকার পাওয়া দরকার তা বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা নেত্রীদের খাঁজা কাঠাল মাথায় অনেক সময় সহজে ঢুকে না ! বাংলাদেশে এখনো সকল নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র প্রনয়ন কাজ সুচারুভাবে সম্পন্ন হয় নি ! অনেকেরই পরিচয়পত্রে ভুল-ত্রূটি রয়ে গেছে ! এছাড়া এক বিশাল অংশ প্রবাসী বাংলাদেশীদের কোনো জাতীয় পরিচয়পত্রই নেই যারা দেশে সংক্ষিপ্ত সময়ের জন্য আসলে নানান লালফিতার কারণে জাতীয় পরিচয়পত্র তৈরী সম্পন্ন করে আবার প্রবাসে ফেরত যেতে পারেন না ! আবার জাতীয় পরিচয়পত্রের অভাবে এরা দেশে পদে পদে সমস্যায় পড়েন ! বাংলাদেশে সরকারের উচিত ছিল দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীদের জন্য নির্ভুল জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা করা ! এজন্য দেশে অবস্থিত সরকারী প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি বিদেশের দূতাবাসসমূহকেও কাজে লাগানো যেত ! কিন্তু দূর্ভাগ্যক্রমে কিছু সংখ্যক আঁতেল বুদ্ধিজীবী রাজনীতিবিদদের কারণে কিছু ফালতু বিষয়কে অগ্রাধিকার দিয়ে জনগনের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে !

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: যতেষ্ট বলেছেন, আমার আর বলার কিছুই নাই। জাতীয় পরিচয় পত্রে নিজেকে নিজে চিনতে পারি না, আবার বলে ডিজিটাল। দেশটা যেমন আছে, তেমনি থাকবে না, দিনকে দিন, বাংলাস্থানে পরিণত হচ্ছে। আশা করি সেই দিন আর বেশি দিন নাই। ছেলেরা কলমের জাইগাতে এ কে ৪৭ নিয়ে চলাফেরা করবে। স্কুল ব্যাগের বদলে চাপাতি নিয়ে চলবে। যেমনটা পাকিস্তানে হয়।

ধন্যবাদ সুন্দর মতামত প্রদানের জন্য।

২৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৯

কলাবাগান১ বলেছেন: আপনি যদি কোন ক্রাইম করার চিন্তা না থাকে, তাহলে আপনার এত ভয় কিসের। স্বরাস্ট্রমন্ত্রী ছিল এইট পাশ কেছিও ঘড়ি চোরাচালানী কারী বাবর...তখন কিন্তু কোন কথা তুলেন নাই কেননা সে ছিল যোগ্য মন্ত্রী!!!!!!!

বিড়াল কাল না সাদা সেটা চিন্তা না করে উদুর মারতে পারে কিনা তা দেখেন।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: ভাই, সৎ সাহস আছে বলেই নিজের অনজিনাল নাম দিয়ে ব্লক ব্যবহার করি। কলাবাগান, আমি অপরাধ করব না, আর সহ্য ও করব না। দেশটাতো অামাদের। তাই নিজের জন্য নয়, সবার জন্য কিছু করতে পারলে ভাল লাগে।

২৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩০

মহাফাঁকিবাজ বলেছেন: নতুন মিয়া অনেক দেশের মধ্যে খালি আরব আমিরাত পাইল। হি হি। তেলের দোকান মেলা রাত পর্যন্ত খোলা থাকে। শর্ট পরলে কিনে আনেন।

বিঃ দ্রঃ নতুন ভাই আপনার কমেন্ট দেখলে খালি তেলের কথা মনে হয়।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: হ্যাঁ পৃথিবীর এত এত উন্নত দেশ থাকতে উনি আমিরাতের কথা বলতেছেন। সৌদিরা এক সময় বোকা ছিল, তাদের বুদ্ধিমান বানিয়েছে এশিয়ার মানুষ গুলা। এখনো তাদের মন মানসিকতা খুব নোংরা। ওদের দেশে তেল উৎপাদন হয়, তাই ওদের রক্তেও মনে হয় তেল মিশ্রিত। তবে যে দিন তেল ফুরাবে, সেই দিন ঈ দেখার অপেক্ষায় আছি তাদের শরীরের তেল যায় কই।

ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

৩০| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৯

নীল আকাশ ২০১৬ বলেছেন: হ্যা, নতুন নিজের কমেন্টে লাইক মেরে মেরে তার খোড়া যুক্তি প্রতিষ্ঠিত করতে চায়!

৩১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৫

কলাবাগান১ বলেছেন: বিড়াল কালো না সাদা সেটা চিন্তা না করে ইদুর মারতে পারে কিনা তা দেখেন।

৩২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৪

পদ্মা_েমঘনা বলেছেন: "বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে"- ভাল বলেছেন। পোষ্টে প্লাস। দালালদের মন্তব্যে বিরক্ত হবেন না। দালালীই এদের কমিশনের রাস্তা! সুতরাং এরা দালালী করবেই!

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: এই দেশে মানুষের বাসস্থান, খাদ্যে এমনকি নিরাপত্তার কমতি থাকতে পারে, কিন্তু দালালের কমতি নাই। তাই দালালের কথায় কি বা আসে যায়। দালাল তো আর আমার প্রতিভা কিংবা কলম থামাতে পারবে না, যত দিন না মারা যায়।

ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

৩৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

দ্যা লায়ন বলেছেন:
আর যোগ্যতার কথা বলতেছেন তো, তাই বলব। জনগন যারে ভালবাসে তারেই দেশ পরিচালনায় দেখতে চাই। সে হাসিনা হোক কিংবা খালেদা।


আমার হিসেব মত এই দেশে খালেদা জিয়া ক্ষমতায় থাকা উচিৎ,কারণ ৭৫ ভাগ মানুষ মুর্খ বিবেক বুদ্ধিহীন,তাদের মধ্যে কিছু মানুষের যদিও সার্টিফিকেট আছে,তাদের জন্য খালেদা জিয়াই উপযোগী,তাদের কদর তিনিই বুঝবেন আমি মনে করি।

৩৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮

সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: আসলে এই দেশে সরকার প্রধান আর কাউকে ভাল লাগে না। এক তরকারি বছরের পর বছর খাইলে রূচি মরে যায়। আমাদের দেশের মানুষের ও অবস্থা তাই। যদি ভাল হয়, এরা দুইজনি দেশ ছেড়ে চলে যায়। নতুন কেউ আসে , এরশাদ কাকু বাদে।

৩৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

এম আর তালুকদার বলেছেন: পোস্টটি ভাল লাগলো। মন্তব্য এবং প্রতিউত্তর গুলো ছিল প্রাণবন্ত। কিছু মন্তব্য এবং প্রতিউত্তরের সাথে সহমত জ্ঞাপন করতেছি। ধন্যবাদ।

৩৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

এম আর তালুকদার বলেছেন: পোস্টটি ভাল লাগলো। মন্তব্য এবং প্রতিউত্তর গুলো ছিল প্রাণবন্ত। কিছু মন্তব্য এবং প্রতিউত্তরের সাথে সহমত জ্ঞাপন করতেছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.