নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেড়াই-পড়ি-লিখি.....

সজল জাহিদ

সজল জাহিদ › বিস্তারিত পোস্টঃ

লেখা-লেখির জন্য...... মনস্তাত্ত্বিক উপলব্ধি!

১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:০৭

ভালোলাগা, ভালোবাসা বা মুগ্ধ হতে তেমন কোন কারণ লাগেনা, কারণ থাকলে থাকতে পারে কিন্তু কারণ ছাড়াই এসব হয়ে থাকে।

কিন্তু ঘৃণা জন্ম নিতে বা ঘৃণা করতে অবশ্যই-অবশ্যই কারণ লাগে, কারণ ছাড়া ঘৃণা হতে পারেনা, ঘৃণা করা যায়না।

আবার, ঘৃণা এক সময় আদর-মমতা ও উষ্ণতায় গলে-গলে ভালোবাসায় রূপ নিতে পারে, বা জন্ম নিতে পারে ভালোবাসা।

কিন্তু ভালোবাসা যদি কখনো ঘৃণায় রূপ নেয়, সেটা হয় সবচেয়ে ভয়ংকর, সবচেয়ে হতাশার আর সবচেয়ে কষ্টের।

ভালোবাসা একবার ঘৃণায় রূপ নিলে, ভালোবাসা ওখানেই শেষ, তা আর ভালোবাসায় ফিরিয়ে আনা যায়না, কিছুতেই না।

তাই ভালোবাসার আগে ভাবার দরকার নেই... ওটা মনের খেয়াল, আগে নাহয় ঘৃণাই হোক, পরে ভালোবাসা!

কিন্তু ভালোবেসে-বেসে পরে ঘৃণা করার আগে অবশ্যই ভেবে নিতে হবে......

কেন ঘৃণা? কতটা ঘৃণা, কিসের জন্য ঘৃণা?

মনস্তাত্ত্বিক উপলব্ধি, লেখা-লেখির জন্য......!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.