নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেড়াই-পড়ি-লিখি.....

সজল জাহিদ

সজল জাহিদ › বিস্তারিত পোস্টঃ

তোমার-আমার ব্যাবচ্ছেদ......!

১৬ ই জুন, ২০১৫ সকাল ১১:১৪

আমি ঘনকালো মেঘ... তুমি নিশ্চিন্ত আশ্রয়......!
আমি কালবৈশাখী ঝড়...... তুমি এক পশলা বৃষ্টি......!
আমি ধুলো মাখা বিকেল...... তুমি বন্ধ জানালা......!
আমি ভিজে চুপচুপে...... তুমি উষ্ণ আঁচল......... !
আমি থকথকে কাঁদা...... তুমি স্বচ্ছ জল......... !
আমি কুয়াশা ঢাকা ভোঁর...... তুমি মিহি রোদ্দুর......!
আমি তপ্ত দুপুর...... তুমি গাছের ছায়া......!
আমি ঘেমে-নেয়ে কদাকার...... তুমি ঝিরঝিরে বাতাস......!
আমি ক্লান্ত বিকেল...... তুমি চনমনে কফি......!
আমি শরতের নদী...... তুমি কাশফুল.........!
আমি আঁধার আনা অন্ধকার...... তুমি বর্ণিল আকাশ......!
আমি ঘন অরন্য...... তুমি হরিণী সে অরণ্যে......!
আমি রাতের আঁধার...... তুমি জ্যোৎস্না রাত......!
তবে কিভাবে তুমি আমার......? আমি তো কিছুই না...! কিছুই তো নেই আমার......!
সবই তো তুমি...! তোমারই-ই সব...!
তবুও আমি-ই তোমার...... এই তোমাকেই আমি...... এই তোমাতেই আমি......!
কই কখনও বলনি-তো...! কখনই বুঝিনি-তো...!
সব কিছু বুঝতে নেই...! বোঝানোর ইচ্চেই-যে নেই...!
আমি জানি তুমি আমার... যখন...! যেভাবে...! যেথায়...! যতটুকু...!
তবে তো এটা বলতেই হয়......! কি?
বলছি... শোন... কান পেতে......
চোখে-চোখে এতো কথা...... মুখে কেন...... বলো-না............!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর লেখেছেন :)

২| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:২২

সজল জাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.