নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেড়াই-পড়ি-লিখি.....

সজল জাহিদ

সজল জাহিদ › বিস্তারিত পোস্টঃ

এমন করেই, তোমাকে পাওয়া!!! (কথাগল্প)

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৮


কতদিন পরে তোমাকে পেলাম!

আমাকে! কিভাবে পেলে? আমি নিজেই তো জানিনা!

তুমি জানোনা, জানবেওনা, আমি জানি, কিভাবে পেয়েছি?

কিভাবে পেয়েছো! বলতো শুনি?

রাস্তায় নামতেই দেখি পশ্চিমের আকাশ গোধূলি হবার পরিবর্তে কালো হয়ে আসছে! আর তা দেখে আমার চোখে খুশির ঝিলিক, মনে আনন্দের আল্পনা আর প্রানে আবেগের ঢেউ! তুমি আসবে তাই!!


কি বলছো যা তা! কোথায় গোধূলির রঙিন আকাশ আর কোথায় কালো মেঘ! আর সেখানে তুমি আমায় খুঁজে পেলে কিভাবে?

তুমি তো জানোনা যখনই মেঘ কালো হয়, মনে হয় যেন তুমি এলে!

শীতল বাতায় বইলো, না যেন তুমি ছুঁয়ে গেলে!

আকাশের বিদ্যুৎ চমক না যেন, তোমার সেই দুর্লভ হাসি!

ঝড়ো হাওয়া না যেন, তোমার ছুটে ছুটে চলা!

দুই-এক ফোঁটা বৃষ্টি, যেন আমাকে স্পর্শ করে যাওয়া!

গাড়ির কাঁচে জমে থাকা বৃষ্টির ফোঁটা, না যেন তোমার আমার দিকে তাকিয়ে থাকা!

কোথাও জমে থাকা বৃষ্টির জল, যেন আমার জন্য তোমার অপেক্ষা!

গাছের পাতা থেকে টুপটাপ করে গাঁয়ে ঝরে পড়া এক পশলা বৃষ্টি না যেন,
আমার বুকে তোমার আছড়ে পরা!!

বৃষ্টির অঝোর ধারায় ঝরে যাওয়া, যেন তোমার-আমার এক সাথে পথ চলা!

বৃষ্টির শেষ হয়েও, না হতে চেয়ে ঝিরঝিরে ঝরা, যেন তোমার কণ্ঠের মাদকতা!

বৃষ্টি শেষে হিমেল হাওয়া, যেন আমাকে তোমার আঁকড়ে ধরা!


আর বলনা......, বলনা......, বলনা......!!!

এভাবেও যে কাছে থাকা যায়, পাওয়া যায় আর ভাবা যায়,
বুঝিনি কখনো, ভাবিনি কখনো, জানিনি কখনো!

কিভাবে পারো, এমন করে ভাবতে, কাছে টানতে, ভালোবাসতে আর মায়ায় জড়াতে?

পারি, আমি পারি এমন করেই ভালোবাসতে, ভালোবাসা সেখাতে আর ভালোবাসাতে!

আমি পারি উজাড় করে দিতে, সবটুকু নিঙড়ে নিতে! করে দিতে নিঃশেষ!

ভালোবেসে, কাছে টেনে আর অজানায় জড়িয়ে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭

ভ্রমরের ডানা বলেছেন: দারুন দারুন!!! বেশ লিখেছেন!

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮

সজল জাহিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.