নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেড়াই-পড়ি-লিখি.....

সজল জাহিদ

সজল জাহিদ › বিস্তারিত পোস্টঃ

“মা দিবস” প্রোফাইল সাঁজানো ও কিছু কথা......

০৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫৩


গতকাল থেকে দেখছি “মা দিবস” উপলক্ষে অনেকের প্রোফাইল বিশেষ ভাবে সাঁজাচ্ছেন। অনেকে দেখলাম এটা নিয়ে আবার বিরক্ত! কারণ, তাদের ভাষ্য হচ্ছে... “মা দিবস” ভালো কথা, তো তা নিয়ে এতো এতো আদিখ্যতার কি আছে? আদিখ্যেতা বলতে তারা যেটা বোঝাতে চেয়েছেন, তা এমন......

শুধু প্রোফাইল ফটো সাঁজিয়ে বা পরিবর্তন করেই কি মায়ের প্রতি ভালোবাসা দেখানো যায়? বা যারা প্রোফাইল পরিবর্তন করেনি বা সাঁজায়নি তারা কি তার মাকে ভালোবাসেন না?

হ্যাঁ নিশ্চয়ই বাসে, কে না তার মাকে ভালোবাসে! আর ভালোবাসে বলেই তো মায়ের প্রতি মমত্ত বা আবেগ থেকে এই আয়োজন। তার মানে এই নয় যে যারা এমন করে প্রোফাইল সাঁজায়নি তারা তার মাকে ভালোবাসেনা! অবশ্যই ভালোবাসে কেউ কেউ অন্য অনেকের চেয়ে তার মাকে অনেক অনেক বেশী ভালোবাসে। হয়তো প্রকাশটা নেই বা করতে পারেনা বা এমন করে তার আসেনা। আবেগ বা ভালোবাসাটাকে একান্ত নিজের কাছে কাছেই রেখে দেয়, কারো কাছে বলতে বা জানাতে পারেনা।

আর তাছাড়া আমরা আমাদের মা-বাবা-বন্ধু-প্রিয়জন-শিক্ষক সবাইকে যদিও ভালোবাসি, কিন্তু ভেবে দেখেছি কি, আমরা তাদেরকে কখনো বলেছি কি

“মা তোমাকে ভালোবাসি?”

“বাবা তোমাকে ভালোবাসি?”

বা প্রিয়জনকে “আমি তোমাকে ভালোবাসি!”

বন্ধুকে? “আমি তোকে ভালোবাসি?”

অথবা প্রিয় কোন শিক্ষককে “স্যার আপনাকে ভালোবাসি!”

অথবা দেশকে নিয়ে নিজেরা নিজেদের মত কোন ভালোবাসা বা দেশ প্রেমের কোন আয়োজন? সরকারী কোন বিশেষ দিবস ছাড়া?
না, বলিনা, সাধারণত বলিনা বা এমন কোন আয়োজন কখনোই করিনা।

তাই থাকনা একটা দিন শুধু মায়ের জন্য, সবাই মিলে মাকে ভালোবাসা জানানোর জন্য।

একদিন সবাই মিলে বাবাকে ভালোবাসা জানানোর জন্য,

প্রিয়জনের জন্য একটা দিন “আমি তোমাকে ভালোবাসি!” বলার জন্য বা লেখার জন্য,

একটি দিন বন্ধুত্তের জন্য,

একটি দিন শিক্ষকদের জন্য,

একটি দিন ক্রিকেটের কারণে দেশকে সবাই মিলে একসাথে ভালোবাসার জন্য!

দোষ তো নেই এতে কোন! ক্ষতি তো নেই কারো, টান তো পড়ছেনা কোন আবেগে, কমে তো যাচ্ছেনা এতটুকু ভালোবাসা!

অথচ এভাবে একটি বিশেষ দিন করে, সবাই মিলে একসাথে তাদের মা-বাবা-প্রিয়জন-বন্ধু-শিক্ষক বা দেশকে ভালোবাসার কথা বলুক না, জানাক না, সাঁজাক না তাকে, তার পরিবারকে, তার প্রোফাইল কে।

দেখবেন যার জন্য এই আয়োজন তার কেমন লাগে! কি সুখ, কি আবেগ আর কতটা মর্মস্পর্শী অনুভূতি হবে তাদের। যদিও তারা জানে যে আপনি, আমি আমরা সবাই তাদেরকে সব সময়ই ভালোবাসি।

তারপরও একটি বিশেষ দিনের, বিশেষ আয়োজন আর বিশেষ ভাবে ভালোবাসি বলাতে তাকে-তাদেরকে যে সম্মান, যে ভালোবাসা, যে আবেগ স্পর্শ করবে, তা আর অন্যান্য সাধারণ দিনের মত তেমন ভাবে করবেনা বলেই বিশ্বাস।

তাই সবার জন্যই হোক একটি বিশেষ দিন, বিশেষ ভাবে স্নেহ-ভালোবাসা আর আবেগ প্রকাশের, হোক সে বাসায়, হোক সে কেক কেটে, হোক সে কোন বিশেষ উপহার দিয়ে বা অন্তত ফেসবুকে যার যার প্রোফাইল সাঁজিয়ে।

তাই এই মা দিবসে সকল মায়ের প্রতিই যথাযোগ্য সম্মান আর ভালোবাসা।

সকল মায়েরা ভালো থাকুক, আর সকলে ভালোবাসুক তার মা-বাবা-প্রিয়জন-বন্ধু-শিক্ষক বা দেশকে তার সাধ আর সাধ্য মত।

সবার জন্য ভালোবাসা।

ধারনাঃ ন্যাশ! লেখাঃ নিজের!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫৯

এন.আর মাহমুদ বলেছেন: আজ আমার কাছে এমন কিছু প্রশ্ন মাথায় ছিল যার উত্তর আপনার এই লেখনি তে পেয়েছি আমি।ধন্যবাদ।
ভাল লেগেছে।

০৮ ই মে, ২০১৬ সকাল ১০:০২

সজল জাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

২| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৫

সুমন কর বলেছেন: সকল মায়েরা ভালো থাকুক, আর সকলে ভালোবাসুক তার মা-বাবা-প্রিয়জন-বন্ধু-শিক্ষক বা দেশকে তার সাধ আর সাধ্য মত। +।

০৮ ই মে, ২০১৬ বিকাল ৩:২১

সজল জাহিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.