নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেড়াই-পড়ি-লিখি.....

সজল জাহিদ

সজল জাহিদ › বিস্তারিত পোস্টঃ

একটি ঝড়ো সন্ধ্যা! (কথাগল্প)

০৩ রা জুন, ২০১৬ সকাল ১১:৫৮

বৃহস্পতিবার সন্ধ্যা, হাবলু অফিস থেকে ফিরে ফ্রেস হয়ে, ধোয়া ওঠা কফির মগ আর কানে হেডফন লাগিয়ে কেবল বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছে। এমন সময় হাবলুর বউ অফিস শেষ করে বাসায় ফিরলো। রুমে ঢুকে হাবলুকে দেখেই শুরু হয়ে গেল ঝড়, কথার ঝড়, রাগের আগুন আর ক্ষোভের দাবদাহ! হাবলুর উপরে.........

সংসারের প্রতি কি তোমার কোন দায় দায়িত্ব নেই নাকি?

এমনি-ই যদি করবে তাহলে আর এই সংসার সাজানোর কি দরকার ছিল?

নিজেকে তুমি কি ভাবো, কি বোঝাতে চাও নিজেকে দিয়ে?

আমার, বাচ্চার আর এই সংসারের প্রতি তোমার কি কোন দায়বদ্ধতা নেই, আর যদি নাই থাকবে তবে আর এই সংসারে কি যায় আসে! এসব বাদ দাও। দিয়ে নিজে নিজের মতই চল, আমরাও আমাদের মত থাকবো!

সারাদিন খোঁজ নিলেনা, দিলেনা, বাসার কোন খবর নিলেনা, নিয়েছিলে কি বল? নাওনি। আমি খোঁজ নিয়ে জেনেছি।

এভাবে কি হয় বল......?

বাস্তবতাকে কিভাবে অস্বীকার করবে, এই সমাজকে কিভাবে এড়িয়ে যাবে, সমাজ সংসারের চাহিদাকে কিভাবে দুরে সরিয়ে রাখবে, তাহলে আর এই সমাজে বাস করে কি হবে? দূরে গিয়ে একা একাই থাকো!

তুমি তোমার মত, নিজেই নিজের কাছে বিশেষ আর আলাদা হয়ে, আর আমরা আমাদের মত সমাজ আর সংসারের সাথে বাস্তবতার চাহিদা অনুযায়ী, নাকি বল?

সারাটাদিন না পেরেছি অফিসের কাছে মনোযোগ দিতে, না পেরেছি বাসার খোঁজ খবর ঠিক মত নিতে, না পেরেছি মাথা ঠাণ্ডা রেখে কোন একটা কাজ করতে, না পেরেছি তোমাকে তোমার অপরাধের জন্য ক্ষমা করতে!

উহ আর পারিনা.........

এতক্ষণ হাবলু একটি কথাও বলেনি, বলার প্রয়োজন মনে করেনি, দরকারও নেই! চুপচাপ কথগুলো শুনে গেছে আর কফিটা কোনমতে শেষ করেছে।
এরপর প্যান্ট পরে টি-শার্ট গায়ে চাপিয়ে, মাথায় ক্যাপ পরে, কানে হেডফোন লাগিয়ে ব্যাগ থেকে মানিব্যাগ, পাসপোর্ট আর এককপি ছবি নিয়ে বাইরে চলে গেল, কোন কথা না বলে!

বাইরে গিয়ে ৪০ মিনিট পরে বৌকে ফোন দিলো!

হাবলুর বৌ এর কণ্ঠে এবার আগের ঠিক উল্টো কথা......

এবার ভিন্ন সুর, অন্য অভিমান!

এই যদি করবে, তবে এতো গুলো কথা কেন শুনলে? আমাকে কেন গলা চড়াতে বাধ্য করলে, কেন আমাকে ভাবে টেনশন আর জ্বালাতনে রাখলে। আমাকে কে একটুও বুঝবেনা!

হ্যা বুঝলাম বলেই তো, ক্লান্ত শরীরেও নেমে এলাম আর তোমাকে ফোন করে কনফার্ম করলাম!

ঠিক আছে বাসায় এসো, তুমি এলে একসাথে ভাত খাবো!

আচ্ছা কোন সমস্যা হয়নি তোমার?

কিসের?

এই যে এতো তাড়াতাড়ি তোমার কাজটা হয়ে গেল!

আরে নাহ!

কিন্তু কিভাবে?

ঠিক তোমার মত করে!

মানে?

মানে তুমি ঠিক যেভাবে আমাকে ঝাড়লে আর বাধ্য করলে, আমি তার দিগুণ ভাবে ভাবে ওদেরকে ঝাড়লাম আর বাধ্য করলাম!

জিপিসি সেন্টার খুলে আমার সিম রেজিস্ট্রেশন করতে!

বাসার বায়োম্যাট্রিক বাস্তবতা......!!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.