নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেড়াই-পড়ি-লিখি.....

সজল জাহিদ

সজল জাহিদ › বিস্তারিত পোস্টঃ

সেঁকলে বাঁধা পাগলামি...!! (কথাগল্প)

২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৬


বাহ, কি সুন্দর!

কি?

তোমার টিপ!

যাহ, কি যে বলনা!

সত্যি তাই, তবে একটু অসঙ্গতি আছে কিন্তু!

কি রকম?

তোমার টিপটা কপালের ঠিক মাঝখানে পড়েনি!

কি রকম?

এই, একটু বামে সরে গেছে!

কই দেখি তো....?

কই, বামে নয়তো একটু ডানে।

হুম, ডানে, তবে তোমার আর আমার বামে।

কি রকম?

দেখ, তুমি আমার দিকে তাকিয়ে, ঠিক কিনা বল?

হ্যাঁ ঠিক।

আর আমি তোমার দিকে তাকিয়ে, ঠিক?

হ্যাঁ ঠিক।

তাহলে কি হল?

কি হল?

তোমার যেটা ডান, সেটা কি আমার ডান?

নাহ।

তবে?

হুম বুঝেছি, তোমার বাম আর আমার ডান।

আচ্ছা ঠিক করে দাও?

কি?

আমার টিপ।

কি বল?

হ্যাঁ, তুমিই তো বললে যে, আমার টিপ ঠিক কপালের মাঝখানে পড়েনি!

হুম, সেতো পড়েই-নি, একটু বামে সরে গেছে!

তাই তো বলছি, তবে ঠিক করে দাও?

পাগল তুমি!

কেন?

দেখুক, কি যায় আসে!

কি বলছ তুমি, কিছু যায় আসেনা তোমার?

নাহ, আসেনা!

সেকি? লোকে বাজে কথা বলবে যে তোমাকে, জড়িয়ে আমায়।

বলুক, কিচ্ছু এসে-যায়না তাতে আমার!

তোমাকে জড়িয়ে আমায় বলুক, যার যা খুশি, সে আমার পরম পাওয়া! একান্ত আনন্দ আর অনন্য সুখ!

আমাকে চোখে চোখে রাখা, দূর থেকে তোমার, সে যে কি উপভোগ্য আমার? তুমি জানোনা!

আমাকে আগলে রাখা, ঢেকে আবেগে তোমার, সে যে কি শিহরণ আমার? তুমি বুঝবেনা!

আমাকে উজাড় করে ভালোবাসা তোমার, পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া আমার, তুমি বোঝোনা!

তুমি জানোনা, জানবেওনা, জানতে হবেনা। শুধু ঠিক করে দাও টিপ!

উহু পারবোনা!

কেন পারবেনা?

কেন আবার...

তুমি জানো আর আমিও জানি!

কি?

শেকলে বাঁধা পাগলামি......!!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৭

ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেছেন: হা হাাহ হা

২| ২৩ শে জুন, ২০১৬ রাত ১২:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: সংলাপ বেশ তো!

২৩ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৯

সজল জাহিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.