নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেড়াই-পড়ি-লিখি.....

সজল জাহিদ

সজল জাহিদ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু আর বন্ধুত্ত...... আজ নাকি বন্ধু দিবস? (তাই এই কথাগল্প)

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৭


বন্ধু হল, ঘরের জানালার মত...

প্রতিটি ঘরে যেমন জানালা থাকে বা প্রয়োজন,

তেমনি প্রতিটি জীবনে জানালার মত বন্ধুও প্রয়োজন।

যে জানালা বা বন্ধু কখনো......

ছুঁয়ে দেবে, ভোরের কুয়াশা হয়ে;

কভু মন রাঙাবে, মিহি রোদের মৃদু উষ্ণতা হয়ে;

আবার কখনো হৃদয়ে দোলা দেবে, ঝিরঝিরে বাতাস হয়ে;

গোধূলি বেলায় বর্ণিল ছটা বিলোবে;

হাসি ছড়াব, চাঁদের আলোর ক্ষীণ জ্যোৎস্না হয়ে;

মনে-প্রানে আর হৃদয়ে;

ছুঁয়ে দিয়ে বন্ধুকে,

ধুয়ে দেবে বিবর্ণতা, ঘুচে যাবে অপ্রাপ্তি আর ঢেকে দেবে অপূর্ণতাকে।

বন্ধুর......

ছুঁয়ে যাওয়া কুয়াশায়,

রোদের আলোতে,

হিমেল হাওয়াতে,

গোধূলির রাঙা রঙে আর

রুপালী রাতের জ্যোৎস্নাতে।

তাই জানালা খুলে দাও......

দেখ বন্ধুত্ত আছে হাত বাড়িয়ে

হয়ে কুয়াশা,-রোদ-বৃষ্টি-ঝিরঝিরে বাতাস আর হয়ে জ্যোৎস্না.....

সুখে-দুঃখে, হাসি-কান্নায়, আশে-পাশে, কাছে বা দূরে......

আছে বন্ধু হয়ে, দেখ জানালা খুলে।

বন্ধু ও বন্ধুত্ত।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৫

সেলিম৮৩ বলেছেন: এক সময় দেখা যাবে, তিনে ১ ডর্জন দিবস পালন করতে হচ্ছে।
এবং শুধু দিবস সম্পর্কিত একটা বই পাঠ্যসূচীর অর্ন্তভূক্ত হলে অবাক হবাব কিছূ নেই।

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৩

সজল জাহিদ বলেছেন: হা হা হা, একদম ঠিক বলেছেন ভাই।

২| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগল বন্ধুত্ব নিয়ে আপনার লেখা!!! শুভেচ্ছা আপনাকে, আমার বাগানের গোলাপের!!!

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮

সজল জাহিদ বলেছেন: বাহ, এতো সুন্দর গোলাপ! আমি অভিভূত গোলাপ টা দেখে, এতো সুন্দর গোলাপের জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবোনা। সত্যি-ই দারুণ গোলাপটা!

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭

সভ্য বলেছেন: বন্ধু দিবসে আপনাকে বন্ধু হিসাবে কাছে পাওয়ার শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন।

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

সজল জাহিদ বলেছেন: জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.