নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেড়াই-পড়ি-লিখি.....

সজল জাহিদ

সজল জাহিদ › বিস্তারিত পোস্টঃ

২০০০ টাকায় ভারত ভ্রমণ......!! (ঢাকা-শিলিগুড়ি-মিরিক-শিলিগুড়ি-ঢাকা)

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১১


অবাক হচ্ছেন উপরের শিরোনাম দেখে?

হ্যাঁ হবারই কথা, স্বাভাবিক ভাবেই। আসলে হয়েছে কি ভ্রমণে কে, কিভাবে কোন খাতে কত টাকা খরচ করবে সেটা কিন্তু একান্তই তার বা তাদের ব্যাক্তিগত ব্যাপার।

এই যে, এখন যে ভ্রমণের গল্পটি সংক্ষেপে বলবো সেই গল্পতেও খরচ ২০০০ টাকার পরিবর্তে ২০,০০০ টাকাও করা সম্ভব! হ্যাঁ আসলেই সম্ভব। শুধু দৃষ্টি ভঙ্গির পার্থক্য হলেই, সাথে একটু বেশী আরাম-আয়েশ আর এটা-সেটা করলে তো হবেই তাইনা?

যাই হোক ফালতু কথা না বলে এবার সরাসরি চলে যাই মূল গল্পে, কিভাবে মাত্র ২০০০ টাকায় ঘুরে এলাম ভারতের শিলিগুড়ি আর মিরিক? চলুন শুনি?

অনেকেই আমার ঘুরে আসার পরে ট্যুর প্ল্যান চেয়েছে, তাদের পাশাপাশি অন্য সকল অল্প খরচে ভ্রমণ পাগলদের জন্য এই লেখা।

এবার এই ভ্রমণের মূল উদেশ্যই ছিল, কত কম খরচে আর কম সময়ে ভারতের একটা নান্দনিক জায়গা উপভোগ করে আসা যায়? আর নতুন যে পোর্ট দিয়ে (বাংলাবান্ধা-ফুলবাড়ি) যাবো সেটার সুবিধা-অসুবিধা কি আর কেমন? তাই এই সংক্ষিপ্ত ভ্রমণের একান্ত আয়োজন।

শুরু হল যাত্রা, ঢাকা থেকে রাত ১০ টায় নাবিল পরিবহনে ৬৫০ টাকায় পঞ্চগড় পৌঁছলাম সকাল ৭ টায়। পঞ্চগড় থেকে ৫০ টাকা ভাড়া দিয়ে লোকাল বাসে বাংলাবান্ধা সকাল ৯:৩০। মাঝে ৩০-৪০ মিনিট লোকাল বাসের সিস্টেম লস।

ইমিগ্রেশন এবং কাস্টমস এর বৈতরণী পেরিয়ে ১১ টায় ফুলবাড়ি বাস স্ট্যান্ড। উল্লেখ্য দুই পারের দুই সীমান্তে কিছু টাকার সিস্টেমলস হয়েছে, সেটা চাইলেই এড়ানো যেত, কিন্তু যেহেতু প্রথমবার একা একা অন্য কোন দেশে ভ্রমণ করতে যাচ্ছি, আবার একা একাই ফিরতে হবে এই পোর্ট দিয়ে এবং আর তেমন কোন যাত্রী ছিলোনা, তাই কোন রকম ঝামেলায় না গিয়ে অল্প কিছু টাকার বিনিময় নির্ঝঞ্ঝাট থাকতে চেয়েছি। তাই সেই অযৌক্তিক খরচকে ভ্রমণের অন্তর্ভুক্ত করা হলনা। কারণ এই খরচ, ব্যাক্তি ভেদে ভিন্ন হয়ে থাকে।

এরপর ফুলবাড়ি থেকে লোকাল বাসে ১০ রুপী দিয়ে শিলিগুড়ি, সেখান থেকে শেয়ার জীপে করে ১০০ রুপীতে পাহাড়ি আঁকাবাঁকা, মেঘে ঢাকা, চা বাগানের নান্দনিকতায় ঘেরা, গভীর অরণ্য ভেদ করে ছুটে চলা মিরিক ১২:৩০ এ।

পরের চার ঘণ্টা, মানে ৪:৩০ পর্যন্ত মিরিকের লেক, নান্দনিক সুইস কটেজ, সবচেয়ে উঁচু চুড়া, হ্যালিপ্যাড, মেঘ-কুয়াশা-নীল আকাশ, একটু দূরেই পাহাড়ে পাহাড়ে নেপালি গ্রাম, কারশিয়াংদার্জিলিং এর পাহাড়, আকাশ পরিস্কার আর মেঘ মুক্ত থাকলে, সাথে যদি থাকে ভাগ্যের পরশ তো দূরে দাড়িয়ে থাকা বরফে মোড়া রঙিন কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া... সারাদিনের অল্প ভ্রমণে আর কি চাই?

এরপর বিকেল ৪:৩০ এর শেষ শেয়ার জীপের ছাদে উঠে (নিচে সিট না পাওয়ায়) ৭০ রুপীতে শিলিগুড়ি। শিলিগুড়ি ফিরে ৪০০ রুপীতে একটি রুম নিয়ে (যথেষ্ট ভালো) ফ্রি ওয়াই-ফাই সহ। ব্যাগ রেখে ফ্রেস হয়ে, ব্যাক্তিগত কাজে বেরিয়ে পরা। কাজকর্ম সেরে, ১২০ রুপীতে আচ্ছামত মাটন বিরিয়ানি খেয়ে, আর সেহেরীর জন্য ১০ রুপীর জিলাপি নিয়ে রুমে ফিরে, নেটে বুদ হয়ে যাওয়া।

ক্লান্তির কাঁছে পরাজিত হয়ে, ঘুমের কাছে নিজেকে বিসর্জন দিয়ে দেয়া। সকালের ঝুম বৃষ্টিতে এর একবার ঘুমে হারিয়ে, নেটে ডুবে থেকে বেলা ১২:৩০ টায় রুম ছেড়ে, ব্যাগ হোটেলের রিসেপসনে রেখে বেরিয়ে পরা। বিকেল তিনটা পর্যন্ত ঘুরে-ঘুরে ক্লান্ত হয়ে হোটেলে ফিরে একটু ফ্রেস হয়ে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে, হোটেলের সাথে লাগোয়া রাস্তা থেকেই ফুলবাড়ির অটোতে ওঠা! ভাড়া সেই ১০ রুপী আর সময় ১৫-২০ মিনিট!

আবারও ইমিগ্রেশন এন্ড কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করে ৪ টায় বাংলাবান্ধা। লোকাল বাস বা ভাগ্যক্রমে পেয়ে যাওয়া মাইক্রোতে করে ৬০ টাকায় পঞ্চগড়! আর ফেরার সময় ৬০০ টাকায় ঢাকায়! (অবশ্য ফেরার সময় ইফতারি আর রাতের খাবার এক ভ্রমনপ্রিয় বন্ধুর বাড়িতে আন্তরিক আতিথিয়তা!) সেই গল্প অন্য একদিন বলবো।

আর ঢাকায় ফিরে সকল বন্ধু ও সহকর্মীকে মাত্র ২০০০ টাকায় ভারত ঘুরে আসার অবিশ্বাস্য কীর্তির অহমিকা দেখানো...!!

এই হল আমার সম্প্রতি মাত্র ২০০০ টাকায় ভারত (ঢাকা-শিলিগুড়ি-মিরিক-শিলিগুড়ি-ঢাকা) ঘুরে আসার সংক্ষিপ্ত গল্প......

আর পুরো গল্প বিস্তারিত জানতে হলে চোখ রাখুন আমার টাইম লাইনে আর টিওবির ওয়ালে...... ধারাবাহিক “নো ম্যান্স ল্যান্ডে!”

সবার ভ্রমণ সুন্দর, সুখময়, স্বল্প খরচের আর উপভোগ্য হোক......

অনেক ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক......!

মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

সুলতানা সালমা বলেছেন: মাত্র ২০০০ টাকায়!!! B:-) অবিশ্বাস্য!

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১২

সজল জাহিদ বলেছেন: অবিশ্বাস্য কিন্তু সত্য! সব কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। ধন্যবাদ

২| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩০

কাঙ্গাল মুরশিদ বলেছেন: এত কম খরচে বিদেশ ভ্রমন!
কয়েকজন মিলে গেলেতো মনে হয় খরচ আরো কিছু কম হতে পারে - কি বলেন?

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৪

সজল জাহিদ বলেছেন: নাহ এরচেয়ে কম আর সম্ভব হবে বলে আমার মনে হয়না! ধন্যবাদ

৩| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩

ঢাকাবাসী বলেছেন: আপনার ভ্রমন সংক্রান্ত তথ্যগুলো খুবই দারুণ! উপরে যা হিসেব দিলেন তাতে মুগ্ধ হতেই হবে। এই টাকায় এদেশের সিলেট কক্সবাজার তো প্রায় অসম্ভব। আপনাকে ধন্যবাদ। এসব আইডিয়ার জন্য আবার ধন্যবাদ আর অভিনন্দন।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৮

সজল জাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও। আর এরপর আসবে ৫০ ডলারে দার্জিলিং (রিশপ-লাভা) ভ্রমণ!

৪| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮

নিলয় নীল বলেছেন: ভাই আপনি সেরা

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭

সজল জাহিদ বলেছেন: Ha ha ha, koto pgokotopagol k jane.।? But thanks

৫| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩

হাবিবুর রাহমান বাদল বলেছেন: অবিশ্বাস্য মাত্র ২০০০ টাকায় ভারত ভ্রমণ।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২০

সজল জাহিদ বলেছেন: Yes thanks

৬| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩

শামছুল ইসলাম বলেছেন: প্রিয়তে নিলাম।

প্রয়োজনের সময় কাজে লাগবে।

ভাল থাকুন। সবসময়।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৩

সজল জাহিদ বলেছেন: Sure thanks a lot and same to u..

৭| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩

বলবো না!! বলেছেন: ধরেন এক দৌড় দিয়ে সিমান্তের অইপারে গেলাম, আবার এক দৌড় দিয়ে ফিরে আসলাম,বিনা পয়সায়, ধর তক্তা মার পেরেক অতঃপর ##আমিও ইন্ডিয়া গেছিলাম..

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪

সজল জাহিদ বলেছেন: Yes that may be also

৮| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৬

গোফরান চ.বি বলেছেন: আমার বাংলাদেশ আরো সুন্দর। বাংলাদেশ সম্পূর্ণ আগে ভ্রমণ । একজন সাদা মনের মানুষের মতো দেশের সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরুন।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৬

সজল জাহিদ বলেছেন: Excuse me, I have ৬৩ districts firsdistricts written story on them, after that i started to visit india। chack my other writing on BD

৯| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৯

কাছের-মানুষ বলেছেন: এতো দেখি অল্প টাকায় অসাধারন ভ্রমন ! ভাল লাগল পড়ে।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৮

সজল জাহিদ বলেছেন: Yes many thanks

১০| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২০

গোফরান চ.বি বলেছেন: ও তাহলে ঠিক আছে :) ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৫

সজল জাহিদ বলেছেন: Thanks

১১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭

গোফরান চ.বি বলেছেন: আপনার বাড়ি কোথায় ? পারসোনাল প্রশ্নে আপত্তি থাকলে উত্তর না দিলেও চলবে :)
আপনার পোস্ট টি সত্যি সুন্দর হয়েছে।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৯

সজল জাহিদ বলেছেন: This is also my question to me..!! Where should i belongs to? Amar first story book e ami ei proshno koreci..?

১২| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

শুভ_ঢাকা বলেছেন: অবিশ্বাস্য। আপনার ইন্ডিয়ান ভিসাতে পোট হিসাবে ফুলবাড়ি উল্লেখ ছিল। আর কতদিনের ভিসা পেয়েছিলেন।

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

সজল জাহিদ বলেছেন: ৬ month visa, ৩ months gone, ৩ time visited, and ৩ times will visit in next ৩ months, Inshallah, thank you।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন:
পরের চার ঘণ্টা, মানে ৪:৩০ পর্যন্ত মিরিকের লেক, নান্দনিক সুইস কটেজ, সবচেয়ে উঁচু চুড়া, হ্যালিপ্যাড, মেঘ-কুয়াশা-নীল আকাশ, একটু দূরেই পাহাড়ে পাহাড়ে নেপালি গ্রাম, কারশিয়াংদার্জিলিং এর পাহাড়, আকাশ পরিস্কার আর মেঘ মুক্ত থাকলে, সাথে যদি থাকে ভাগ্যের পরশ তো দূরে দাড়িয়ে থাকা বরফে মোড়া রঙিন কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া... সারাদিনের অল্প ভ্রমণে আর কি চাই?

..........এটুকু কিভাবে দেখবো, কোন ট্রান্সপোর্ট কি লাগবে না?

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৩

সজল জাহিদ বলেছেন: No transport required, just walking distance...

১৪| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ এত কম টাকায়। অনেকেই আছে যেতে চাই কিন্তু টাকার কথা চিন্তা করে বাদ দেয়, তাদের অনেক কাজে লাগবে।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৪

সজল জাহিদ বলেছেন: Yes, thanks

১৫| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৭

মার্কো পোলো বলেছেন: দারুণ তো! এবার ভারত ঘুরে আসার প্ল্যান আরো পাকাপোক্ত হয়ে গেল।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৭

সজল জাহিদ বলেছেন: Ha ha ha, sure and thanks

১৬| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: আমার ভিসায় উল্লেখ আছে বেনাপোল-পেট্রাপোল, আমিতো আর এই পথে যেতে পারব না!!
আমার দার্জিলিং দেখা হয়নি এখনও। :( :(

ভাল লাগল আপনার ট্যুর প্ল্যান!! অনেক ধন্যবাদ!!

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৬

সজল জাহিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৭| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

আপনার যাওয়া আসার ৬৫০ + ৬০০ = ১২৫০ বাদ দিলে আমার লাগবো ২০০০-১২৫০ = ৭৫০ টাকা + যাওয়া আসা ১০০ করে ২০০ টাকা। তার মানে ৯৫০ টাকায় জিলিগুড়ি ভ্রমন। তাইলে তো এবার দেশে গেলে ট্রাই মারতেই হয় =p~ আর নেপালি বন্ধুর বাসায় ২/১ টা রাত থাকতে পারলে অতিরিক্ত ৫০০ টাকা খরচ করলে নেপাল ও ঘুইরা আসন যাইবো :P

তবে আপনার ভ্রমন কাহিনীটা ভালই লাগছে। অতিরিক্ত ২ দিন কাটাইলে বড় জোড় আর ১০০০-১৫০০ টাকা খারচ হইত। অর্থাৎ ৩৫০০ টাকায় ৩/৪ দিনের ভারত ভ্রমন, মন্দ না। বলা যায় চমৎকার।

আপনাকে ধন্যবাদ।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৭

সজল জাহিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ

১৮| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: উল্লেখ্য দুই পারের দুই সীমান্তে কিছু টাকার সিস্টেমলস হয়েছে, সেটা চাইলেই এড়ানো যেত,........এখানে বিস্তারিত বললে কিছুটা জ্ঞান অর্জিত হতো

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১২

সজল জাহিদ বলেছেন: এই বিষয়ের উপরে আলাদা গল্প আছে, যেটা পরে পোস্ট করবো। ধন্যবাদ অনেক অনেক।

১৯| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১

প্রামানিক বলেছেন: বিষয়টি শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৮

সজল জাহিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ

২০| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২২

মাদিহা মৌ বলেছেন: কী কী দেখলেন, তার ছবি চাই।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১০

সজল জাহিদ বলেছেন: আপু বেশ কিছু সবই কিন্তু আগের “নো ম্যান্স ল্যান্ড” সিরিজের গল্প গুলোতে দেখেছেন। আরও ছবি আসবে পরের গল্প গুলোতে। অনেক ধন্যবাদ।

২১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০

পথহারা মানব বলেছেন: ভাই আপনি জিনিয়াস!!!!

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৪

সজল জাহিদ বলেছেন: হা হা হা, অনেক ধন্যবাদ ভাই, আর আরও জিনিয়াস আছে কিন্তু হয়তো চোখে পড়েনি

২২| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৪

নামে বইয়ের পোকা বলেছেন: দারুন তো!
কাস্টম আর ইমিগ্রেসন এর প্রসেস টা কি ভাই? এখানে কি কোন কাগজপত্র লাগে?

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৭

সজল জাহিদ বলেছেন: এখানে ভিসা আর যদি চাকুরীজীবী হয় তাহলে অফিসের ছাড়পত্র-ছুটির অনুমোদন এসব দেখাতে হয়।

২৩| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৩

অদৃশ্য বলেছেন:



ইন্টারেস্টিং... আপনিতো দেখি 'র' ট্রাভেলার... যারা আর্থিক সংকটে থাকেন অথচ ভ্রমণ পিপাসু তাদের জন্য এইটা মারাত্বক সুন্দর একখানা পোষ্ট...

শুভকামনা...

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৯

সজল জাহিদ বলেছেন: ইয়েস, আমি ট্র্যাভেলার। এর পরে আরও একটি মজার এবং বাজেট বান্ধব গল্প আসবে...... “৫০ ডলারে দার্জিলিং (রিশপ-লাভা) ভ্রমণ!” অনেক ধন্যবাদ

২৪| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩

জে আর সিকদার বলেছেন: ভ্রমনে বেশ উৎসাহিত করার মতো পোষ্ট !

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৪

সজল জাহিদ বলেছেন: ধন্যবাদ

২৫| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩

ডট কম ০০৯ বলেছেন: ভাই আমি টাকা যোগাড় করতাছি দুই ভাই মিল্লা ১০০০০ টাকা নিয়া একটা ট্রিপ দিয়া আসুম। রেডি থাইকেন। আর আপনার ফেসবুক আইডি টা দিয়েন।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৮

সজল জাহিদ বলেছেন: হা হা হা, ঠিক আছে, দেখা যাক, আমি যাচ্ছি আবার ঈদের ছুটিতেই ইনশাল্লাহ, আমার ফেসবুক আইডি https://www.facebook.com/sajol.zahid

২৬| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৫

আহসানের ব্লগ বলেছেন: ২০ টাকায় :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.