নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেড়াই-পড়ি-লিখি.....

সজল জাহিদ

সজল জাহিদ › বিস্তারিত পোস্টঃ

আমি কেন দেশীয় চ্যানেল দেখবো ? কেন ভারতীয় চ্যানেল দেখবোনা....!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

এই বিষয়টা নিয়ে সেই ঈদের সময়ই ভেবে রেখেছিলাম কিছু লিখবো বলে, সময় আর অন্যান্য লেখার ব্যাস্ততায় এটা আর লেখা হয়ে ওঠেনি। তাই এবার আবার সেই একই পরিস্থিতির মুখোমুখি হয়ে লেখার ইচ্ছাটাকে আর বেঁধে রাখতে পারলামনা।

আমাদের যে চ্যানেলেই চোখ রাখিনা কেন শুধু সংবাদ আর সংবাদ, সারাদিন-ক্ষণে ক্ষণে শুধু সংবাদ, আরে বাবা সারাদিন, অফিস-সহকর্মী-পেপার-পত্রিকা-ইমেইল-অনলাইন নিউজ-ফেসবুক-বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজন-বাবা-মা, ভাই-বোন আরও কতশত মানুষের সাথে দেখা-কথা, তথ্যের আদান-প্রদান করি, সে সবই তো সংবাদ-ই, দেশ-সমাজ ও পুরো পৃথিবীর সংবাদ সর্বক্ষণ!

এরপর বাসায় ফিরে বা ছুটির দিনে বা অবসরে সাধারণত টিভির সামনে বসি একটু নিখাদ ও ভরপুর বিনোদনের আশায়, কোন সংবাদ-গবেষণা-শিক্ষা বা সমাআলোচনা! অনুষ্ঠান দেখার জন্য নয়। আদৌ নয়। কিন্তু যে চ্যানেলেই যাইনা কেন, হয় সংবাদ, নয় ফালতু আর অযথা গবেষণার ভাঁড়ামি, নয় সমালোচনা ও হাতাহাতি-মারামারির কুরুচিপূর্ণ প্রচার!

আর যদি কখনো দৈবাৎ শুরু হয় কোন অনুষ্ঠান সে, শুরু হবার আগেই বিজ্ঞাপন, শেষ হবার মাঝে আরও কয়েকবার বিজ্ঞাপন আর খবরতো আছেই মুহুর্মুহু! যার কোনটাতেই সমাজের সাধারণ মানুষ বা দেশের সত্যিকারের উন্নতির ফলপ্রসূতা থাকেনা, শুধুই লোক দেখানো আর বিজ্ঞাপন দিয়ে টাকা কামানো ছাড়া। যেখানে নেই কোন বিনোদন আর আত্মা তৃপ্ত হবার মত কোন সঠিক ও সার্থক অনুষ্ঠান!

আমাদের না আছে কোন নিখাদ খেলার চ্যানেল, না আছে কোন সিনেমার চ্যানেল, না আছে কোন নাটকের চ্যানেল, না আছে কোন গানের চ্যানেল, না আছে কোন ভ্রমণ চ্যানেল, না আছে কোন সত্যিকারের বিনোদন চ্যানেল?

তাহলে আমি সারাদিনের শত-সহস্র শারীরিক-মানসিক-আর্থিক-সামাজিক পরিশ্রম শেষে ঘরে ফিরে, প্রশান্তি বা বিনোদনের জন্য কি পেলাম? কিছুই না! তবে কেন দেখবো আমি আমাদের দেশী চ্যানেল?

তাই বাধ্য হয়েই ফিরে যাই ভারতীয় চ্যানেলে, কি নেই সেখানে?

আপনি খেলা দেখবেন? আছে, একাধিক চ্যানেল যেখানে শুধু খেলাই দেখাবে।

আপনি ট্র্যাভেল শো দেখবেন? আছে, যেখানে শুধুই ট্র্যাভেল শো দেখাবে।

আপনি পশু-পাখি বা জীব-বৈচিত্র দেখবেন? আছে, যেখানে শুধু ওটাই দেখাবে।

আপনি নাটক দেখবেন? আছে, যেখানে শুধুই নাটক দেখাবে।

আপনি সিনেমা দেখবেন? আছে, যেখানে শুধুই সিনেমা দেখাবে।

আপনি দিনভর শুধুই গান দেখবেন? আছে, যেখানে শুধুই গানই হবে দিন-রাত সব সময়।

আবার শুধু সংবাদ দেখবেন? আছে, যেখানে শুধুই সংবাদ হয়।

হ্যাঁ এর প্রতিটি চ্যানেলেই আছে অনেক-অনেক বিজ্ঞাপন, প্রতিটি অনুষ্ঠানের আগে-পরে-মাঝে কিন্তু ওই বিজ্ঞাপনের পরে কিন্তু আবার আপনার নির্ধারিত অনুষ্ঠানেই ফিরে যাচ্ছে, একটু ছন্দ পতন ঘটলেও খুব বেশী বিরক্ত হবার কিছু নেই। আদৌ নেই!

অথচ এমন নয় যে আমাদের শেষে চ্যানেলের সল্পতা বা অভাব রয়েছে! অসংখ চ্যানেল রয়েছে, একটু সদিচ্ছা আর আন্তরিকতা থাকলেই আমরাও পারি ওদের মত করে সাধারণ জনগনের চাহিদা ও সঠিক রুচির সমন্বয় করে অনুষ্ঠান প্রচার করে দেশীয় চ্যানেলের প্রতি দেশের মানুষকে প্রলুব্ধ করতে।

কিন্তু সেই চিন্তা বা ভাবনাই যে আমাদের নেই!

তবে আমি কেন দেখবোনা ভারতীয় চ্যানেল? আর কেন দেখবো আমাদের দেশীয় চ্যানেল?

আমি তো সারা রাত-দিন সংবাদ-সমালোচনা আর শিক্ষার! ভিতরে থাকতে চাইনা।

আমি অবসরের বা একান্ত সময়টুকু নিখাদ ও ভরপুর বিনোদন চাই।

বাংলাদেশী ও ভারতীয় চ্যানেলের অনুষ্ঠান ও প্রচারের কৌশল ও ভিন্নতা নিয়ে ব্যাক্তিগত ভাবনা মাত্র।

কেউ ভেবে দেখবেন কিনা সেটা তাদের ব্যাপার।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

বিজন রয় বলেছেন: সব দেখেন, যা সামনে অাসে।

ব্যাপার না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

সজল জাহিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০০

বিজন রয় বলেছেন: আমি ওসব দেখি না।

একটু খবর দেখি আর খেলা দেখি।

ওই নাটক-ফাটক দেখার সময় আমার নেই।
আমি ভাল আছি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

সজল জাহিদ বলেছেন: আমি কোণ খবর দেখিনা, আমি খেলা দেখি, পছন্দের সিনেমা পেলে সেটা দেখি, ভ্রমন বা এডভেঞ্চার দেখি আর কিছু না পেলে ছেলের সাথে বসে সঙ্গীত বাংলায় গান দেখি!

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি একসময় বলিউড গানের ফ্যান ছিলাম।এরপর আস্তে আস্তে বাংলা ব্যন্ড এর গান শুনা শুরু করি।এতটাই ভালো লাগলো যে, সারাদিন টিভির চ্যানেল পাল্টাতাম,বাংলার ভালো ভাল গান দেখার আশায়।কিন্তু ফইন্নি গুলা কি সব"টুনির মা"টাইপের গান প্রচার করে।এইগুলা শুনলে যেকোন মানুষের শুধু বাংলা গান নয় বাংলা চ্যানেলের প্রতিই বিতৃষ্ণা ধরে যাবে।
সেই অভিজ্ঞতা থেকে বলছি আমরা বাঙালী,সেই অনুযায়ী আমাদের দেশীয় চ্যানেল দেখা কর্তব্য।কিন্তু চ্যানেলগুলোর প্রতি আকুল আবেদন করছি,ভালো কিছু প্রচার করুন।এতে দেশের মানুষ দেশের চ্যানেল দেখার প্রতি আগ্রহী হবে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১

সজল জাহিদ বলেছেন: জি ঠিক এটাই বলতে চেয়েছি! আপনাকে অনেক ধন্যবাদ

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৯

জিএমফাহিম বলেছেন: নেপাল জুলাই মাসের দিকে বন্ধ করেছিল। এটা নিয়ে একটা পোস্টও দিয়েছিলাম। আমি এখন বলতে গেলে টিভিই দেখি না। তবে দেখলে দেশি চ্যানেলই দেখি। আর খেলা দেখতে হলে ল্যাপটপে ইন্টারনেটে দেখি, Adblocker দিয়ে। নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ। অপসংস্কৃতি ও কিছু কথা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

সজল জাহিদ বলেছেন: Hum, thanks

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

মো:সাব্বির হোসাইন বলেছেন: আমি টেলিভিশন এ কিছু দেখি না। বিনোদনের জন্য ইউটিউব থেকে নামিয়ে নাটক দেখি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

সজল জাহিদ বলেছেন: Thanks

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

রক্তিম দিগন্ত বলেছেন: টেলিভিশনে খবরের পরিমাণই বেশি। আর, বিজ্ঞাপনেরও কোন সুনির্দিষ্ট রীতি নেই। আমাদের দেশীয় অনুষ্ঠানগুলোরও মান কমে যাচ্ছে।

যেগুলো যাও বা ভাল লাগে - সেগুলোর প্রাচুর্যতায় পরবর্তীতে মানও কমে যায়।

সুস্পষ্ট চিন্তা ভাবনা না থাকলে যেমন হয় আর কী! একটা সময় ক্যাবল টিভি চ্যানেলের জন্য সংবাদ প্রচার করাটা অপরিহার্যই ছিল। কারণ, সরকারী চ্যানেলে খবরের গভীরতা অতটা থাকতো না।

পরবর্তীতে সব চ্যানেলই একই নীতিতে সম্প্রচার শুরু করে দিল।

যার জন্যই এখন ভারতীয় চ্যানেলের প্রতি আকর্ষণটা অনেক বেশি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

সজল জাহিদ বলেছেন: Right, thanks

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

আহা রুবন বলেছেন: আমি সংবাদ এবং আলোচনার অনুষ্ঠানগুলো দেখি। কিন্তু ঈদ এলে এগুলোর আবেদন কমে যায় বা আলোচনা-অনুষ্ঠান প্রচারিত হয় না, তাই কয়দিন টিভি দেখি না। আর নাটক-ফাটক দেখি না। এক সময় নাটক হতো সাহিত্য থেকে সেগুলো দেখতাম। এখনও হঠাৎ হঠাৎ বিটিভি-তে এমন নাটক চোখে পড়ে, সেটা দেখি। আমার দেশি চ্যানেল না দেখার আরও একটা কারণ কথ্য ভাষায় নাটক প্রচার।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

সজল জাহিদ বলেছেন: Hum

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

এস বাসার বলেছেন: আপনার বক্তব্য নিঃসন্দেহে যুক্তিসংগত। তবে যাদের শোনার কথা উনারা ব্লগ দূরের কথা , সাধারন পেপার পড়েন কিনা সেটা নিয়েই সন্দেহ আছে। সুতরাং এসব অরন্যে রোদন ছাড়া আর কিছু নয়।

চমৎকার লেখার জন্য ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

সজল জাহিদ বলেছেন: Thanks, u r right but yet written for self satisfaction

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

নিশি মানব বলেছেন: আমার ভাই কিছুই দেখা লাগেনা। পত্রিকাও পড়া লাগেনা।
চোখ কান খোলা রাখি, সব খবর জানা হয়ে যায়।
বাসে বসে আছি, মানুষজনের আলোচনা কানে চলে আসে। যেখানেই যাই, সব কানে চলে আসে।
দেখা আর পড়ার ক্ষেত্রে সময় আমার হয়না। তবে অবসর হলে পড়ি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

সজল জাহিদ বলেছেন: Good and thanks

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চ্যানেলগুলোর মালিকরা আবদার করে কেউ দেশী চ্যানেল দেখতে চায় না, অথচ দেশী চ্যানেলকে ওভাবে সাজায় না যেভাবে সবাই চায়। সব আসলে কালো টাকা সাদা করে চ্যানেল খুলেছে। দর্শকদের কথা মাথায়ই রাখে না...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

সজল জাহিদ বলেছেন: Absolutely correct and thanks a lot

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

আবু ইশমাম বলেছেন: বিকল্প কিছু না দিয়ে আমরা যতআ বলি এটা করো না এটা করা ঠিক নয় পরিবর্তন আসবে না। বরং মান উন্নয়ন ঘটাতে পারলে মানুষ নিজ থেকেই সেরাটা বেছে নিবে...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

সজল জাহিদ বলেছেন: ঠিক বলেছেন, অনেক ধন্যবাদ

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৩

প্রামানিক বলেছেন: দেশের প্রতি ভালোবাসা থেকেই দেশীয় চ্যানেল দেখা দরকার। তবে দেশীয় চ্যানেলের মান উ্ন্নয়ন করাও দরকার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

সজল জাহিদ বলেছেন: ঠিক বলেছেন, অনেক ধন্যবাদ

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

অদ্বিত বলেছেন: ঠিক বলেছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

সজল জাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.