নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেড়াই-পড়ি-লিখি.....

সজল জাহিদ

সজল জাহিদ › বিস্তারিত পোস্টঃ

শীতের কাঁচা বাজার ও সে...!!

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭


সময় নিয়ে, রসিয়ে রসিয়ে বাজার করাটা আমার খুব প্রিয়। একান্ত, নিজের সাথে নিজের কাটানো কিছু অন্যরকম আনন্দের মুহূর্ত। এই সময়টুকু আমার, শুধুই আমার। না, অফিসের, না বাসার না লেখার না অন্য কোন ভাবনার।

এই সময়টুকু, কাঁচা বাজার, বাজারের নানা রকমের, রঙের, ঢঙের, স্বাদের আর দামের সবজি, তরকারী আর মাছের বাহার দেখার। নিজের সাথে নিজের কথা বলার আর আনন্দ করার। দারুন সুখ পাই এই সময়টুকুতে। নানা রকম মানুষ আর তাদের নানা রকম কথাবার্তা আর আচরণ দেখে। একা একা দেখি, একা একাই হাসি আর একা একাই ভাবি। শেষে নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে বাজার করি।

কাঁচা বাজার আর তার সাথে লাগানো মাছের বাজারে গেলে সব সময় মানিক দা আমাকে তার সেই উক্তি শুনিয়ে যায়, যেটা আমার জন্য আর আমার সাথে শতভাগ মিলে যায়। কি সেটা?

“ক্ষুধার্ত কুকুর অন্যের খাওয়া দেখেও সুখ পায়!”

সত্যি কেন যেন বাজারে গেলেই আমার ঠিক এই উক্তি আমার দুই কান, মাথা আর সমস্ত ভাবনা জুড়ে উরে বেড়ায় আর আবৃতি হতে থাকে কবিতার মত করে।

ঠিক এই সময় আমি ক্ষুধার্ত কুকুরের মতই, অন্যের বাজার বাজার করা, দরদাম, তর্ক-বিতর্ক, হাসি-আনন্দ আর নানা রকমের অভিব্যাক্তির মুখ গুলো দেখে কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে, কখনো আনন্দ হয়, কখনো কষ্ট হয় আর কখনো কখনো মায়া লাগে বা হাসি পায়।


আর এই বাজারে গিয়ে নানা রকম সবজি বা তরকারীর মাঝে একটা জিনিষ খুজি মনে মনে, সব সময় আর যদি তার দেখা পাই, তো তাকিয়ে থাকি অনেক সময় নিয়ে, মুগ্ধ চোখে, অপলক দৃষ্টিতে। উপভোগ করি ওর দারুন ঝকঝকে রঙ আর রূপ। তাকিয়ে থেকে দেখি ওর গায়ে পানি ছিটিয়ে ভিজিয়ে দেয়া কোমল আর মসৃণ শরীর বেয়ে গড়িয়ে গড়িয়ে পরা বা জমে থাকা দুই একফোঁটা স্বচ্ছ জল। যা ওর মিহি শরীরে পরে আরও ঝিলমিল করে ওঠে, পরে রোদের আলো অথবা সন্ধ্যা রাতের বিজলী বাতি।

কি দারুন রঙে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে ওরা, কেউ একদম গারো সবুজ রঙে, কেউ টকটকে লাল, আর কেউ কেউ আবার দুর্লভ মনকাড়া, মোহনীয় আর কমনীয় হলুদ রঙে! কখনো কখনো দেখা যায় সবুজের মাঝেই ধীরে ধীরে তৈরি হচ্ছে হলুদাভ আভা আর সেই হলুদ থেকে টকটকে লাল রঙের মন পাগল করা রঙ আর রূপ।



মুগ্ধ হই, মুগ্ধ হই আর মুগ্ধ হই ওদের রঙ আর রূপের এই বাহার, আকর্ষণ আর জাদু দেখে। সম্মোহিত করে রাখে আমাকে অনন্ত সময় ধরে। ইস কিজে ভালো লাগে ওদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে বলে বোঝানো মুশকিল।

তাই যখনই কাঁচা বাজারে যাই। মনে মনে, চোখ দুটোকে বড় বড় করে ওদের খুঁজি আর পেয়ে গেলে কিছু সময় অপলক চেয়ে থেকে এক অন্য রকম আনন্দ পাই, সুখে ভেসে যাই। একা একাই আপ্লূত হই।

সে আমার খুব খুব আর খুব প্রিয়, ঝকঝকে, টকটকে, কোমল, মসৃণ আর মন কাড়া রঙের...

লাল-সবুজ আর হলুদ ক্যাপসিকাম।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল বাজারের অবস্থা খুবই গরম। অনেক সময় বেশি দামের কারনে অনেক কিছুই কেনা সম্ভব হয় না। তখন অন্যদের কেনা দেখেই সুখ পেতে হয়।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

সজল জাহিদ বলেছেন: হা হা হা, ঠিক। ধন্যবাদ আপনাকে

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

প্রামানিক বলেছেন: ক্যাপসিকামের ছবিগুলো খুব ভালো লাগল।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

সজল জাহিদ বলেছেন: ধন্যবাদ ভাইজান।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

একজন সত্যিকার হিমু বলেছেন: কেউ বাজার সম্পর্কে এমন করে লিখতে পারে ভাবতে পারিনি ।ভাল লাগলো ।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

সজল জাহিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। বাজার, মাছ আর শুক্রবারের বাজারের বিশেষ সমস্যা নিয়ে লেখা আছে এখানেই।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩

রাইসা আন্তা বলেছেন: ভালো লিখছেন।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

সজল জাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

নতুন নকিব বলেছেন:


আহ! ছোট্ট একটি মন্তব্যের ভেতর লুকিয়ে থাকা বুকফাটা একটা দীর্ঘশ্বাস কেমন যেন মনটাকে আনচান করে দেয়! "অনেক সময় বেশি দামের কারনে অনেক কিছুই কেনা সম্ভব হয় না। তখন অন্যদের কেনা দেখেই সুখ পেতে হয়।"

ভাই মোস্তফা সোহেল,
এখানের, মানে এই জনপদের, আমাদের অনেকেরই তো সুখ নামক জিনিষটার উপস্থিতি-অবস্থিতি এরকমই।

একজন সেদিন বললেন, কুরবানির পরে সারা বছরে তার আর গরুর গোস্ত খাওয়া হয়ে ওঠে না।

আহ! এসব কথা শুনলে অজান্তেই চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।

আল্লাহ পাক সকলের স্বাচ্ছন্দে চলার ব্যবস্থা করুন।

বাজার নিয়ে চমকপ্রদ লেখা নিয়ে আসায় অনেক অভিনন্দন।

ভাল থাকবেন।

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬

সজল জাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও। বাজার নিয়ে আরও লেখা আছে আমার ব্লগেই।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

মাজুবিবি বলেছেন: ক্রেতাদের মন জয়ের মোক্ষম হাতিয়ার হল ওদের গায়ের রং। কী রং!! লাল যে সে টকটকে লাল, সবুজ যে সে গাঢ় সবুজ, আর হলুদের কথা কী আর বলব! খুব ভাল লাগল।

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৭

সজল জাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো্

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

সজল জাহিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.