নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেড়াই-পড়ি-লিখি.....

সজল জাহিদ

সজল জাহিদ › বিস্তারিত পোস্টঃ

বইমেলার আমন্ত্রণ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮


বইমেলায় আমন্ত্রণ, ৩রা ফেব্রুয়ারি ২০১৭ (শুক্রবার) বিকেল ৩:৩০ টায়। বাংলা একাডেমী প্রাঙ্গণ, নন্দিনী প্রকাশনী, স্টল-৪১ ভ্রমণ গল্পের বইয়ের ২য় প্রকাশনা “ভ্রমণ ভালোবেসের” সূচনায়। না বই কিনতে নয়, গল্প-আড্ডা আর ভ্রমণ অভিজ্ঞতা ভাগাভাগি করতে। অবশ্যই যদি সময় মেলে আর একান্ত ইচ্ছে হয়, তবেই।

কি আছে “ভ্রমণ ভালোবেসে” বইয়ে?

১) কক্সবাজার-সেন্ট-মারটিনের গল্প
২) দার্জিলিং-রিশপ-লাভার গল্প
৩) গাইডহীন তাজিংডং জয়ের রোমাঞ্চকর গল্প
৪) সান্দাকুফু অভিযানের সদ্য লেখা গল্প

আর সকল ভ্রমণের কিছু মজাদার ঘটনা থাকে, সেসব ঘটনা নিয়ে

৫) ৯ টি ভ্রমণ রম্য!

সবকিছু মিলে মোট ৪৫ টি ভ্রমণ গল্প আছে।

আর গত বইমেলার “অগোছালো শব্দ-কথা” অল্পকিছু আছে, সেটিও থাকবে।

যেখানে আছে, বান্দরবান, দার্জিলিং, নিঝুমদ্বীপ আর সিমলা-মানালি ভ্রমণের গল্প।

ভ্রমণ করুন আর লিখুন, সবার জন্য শুভকামনা

ধন্যবাদ।

সজল জাহিদ

একুশে বইমেলা ২০১৭

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

রাজীব হাসান শোলক বলেছেন: নতুন বই প্রকাশে অভিনন্দন, আপনাকে!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

সজল জাহিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইজান।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন:
ইস, যেতে পারলে খুব ভাল হতো!!!!
আপনার বইটা, আমার চাই আর অবশ্যই।

আপনার জন্য প্রাণঢালা অভিনন্দন আর শুভেচ্ছা রইল !!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭

সজল জাহিদ বলেছেন: চলে আসুন শুক্র এবং শনি দুইদিনই ৩ টার পর থেকে ৭ঃ৩০ পর্যন্ত থাকবো।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

সজল জাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.