নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু দেশের জন্য

জীবন অতি সংক্ষিপ্ত

গ. ম. ছাকলাইন

আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ

গ. ম. ছাকলাইন › বিস্তারিত পোস্টঃ

ঢাকার ঐতিহ্য: মসজিদে গাউসুল আজম

৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:১০





ঢাকা শহরের উত্তরে মহাখালী আমতলী সড়ক ও গুলশান-১ এর সংযোগ স্থলের মাঝামাঝি ব্র্যাক সেন্টারের বিপরীতে অবস্থিত মসজিদে গাউসুল আজম । গত ২৭শে মে, ২০১৪ইং তারিখে অফিসিয়াল কাজে গিয়েছিলাম ঐ এলাকায় । দুপুরে মধ্যাহ্ন বিরতির সময় নামাজ পড়ার জন্য কাছাকাছি মসজিদ খুজঁতে গিয়ে চোখে পড়ল অসম্ভব সুন্দর "মসজিদে গাউসুল আজম"।

মসজিদে ঢুকে প্রথমে দেখলাম লম্বা গাড়ির সারি বাম দিকে। আমার লক্ষ্য ছিল ওজুর জায়গা খুজে বের করা । তাই মসজিদের প্রধান ফটকে ফিরে এসে উপস্থিত নিরাপত্তা রক্ষী বা গেটম্যান কে বললাম ওযুর জায়গা কোন দিকে? তিনি বলার পর ওযুখানা থেকে ওযু করে যোহরের নামায আদায় করলাম। তারপর নামায শেষ করে মসজিদটা একটু ঘুরে দেখার ইচ্ছা হল, তবে এই সুযোগে কয়েকটা ছবি ও তুলে নিলাম ।







প্রথমে উপরের ছবিটি তুললাম এখানে প্রথমে লিখা ছিল পবিত্র কলেমা, এরপর যা লিখা ছিল তা হলো- 'আউলিয়া কুলশি রমনী গাউছুল আজম বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী (র:) এর মাযার শরীফের গেলাফ। আদব ও আকীদার সাথে ইচ্ছা করলে হাত দ্বারা চুম্বন করতে পারেন তবে সেজদা করা নিষেধ ।'







এরপর ভিতরের অংশের ছবি - এখানে বিশাল নামাযের স্থান যা ছবি দেখে সহজেই বোঝা যাচ্ছে । যা সুন্দর নীল গালিচা দ্বারা বেষ্টিত।







এই ছবিটি গুম্বুজের উপরের অংশ ।









এই ছবিটি মসজিদ কম্পাউন্ডের পূর্ব অংশের, উপরে খোলা আকাশ দেখা যায় এখান থেকে ।







এই ছবিটি মসজিদের বাহিরের অংশ ।







এই ছবিটি মসজিদের দ্বিতীয় প্রধান ফটক ।



এক কথায় অসাধারন একটি মসজিদ!





তবে বের হবার সময় গাড়ির সারি দেখে মনে হল এখানে গুলশানের অনেক ধনী ব্যাক্তিরা গাড়ি নিয়ে নামাজ পড়তে আসেন ।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.