নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু দেশের জন্য

জীবন অতি সংক্ষিপ্ত

গ. ম. ছাকলাইন

আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ

গ. ম. ছাকলাইন › বিস্তারিত পোস্টঃ

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে: কারো সন্দেহ আছে ?

০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫



মাত্র ৩ মিনিটের পোষ্ট কিন্তু কাজে লাগবে সারা জীবন !



আমরা আমাদের জীবনের শেষ সম্পর্কে কেউ জানিনা । কখন শেষ হয়ে যবে আমাদের এ মায়াভরা জীবন। তাই আমাদের জীবন নিয়ে গভীর চিন্তা করা দরকার । আমরা সঠিক পথেই আছিতো ?



●● প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ।

[সূরা আল ইমরান, আয়াত ১৮৫]



●● তোমরা যেখানে যে অবস্থায়ই থাকো না কেনো, মৃত্যু তোমাদের ধরবেই।

যতো মজবুত কিল্লার মধ্যেই তোমরা অবস্থান করো না কেনো।

[সূরা নিসা, আয়াত ৭৮]





●● যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার পালণকর্তা ! আমাকে পুনরায় (দুনিয়াতে ) প্রেরণ করুন।

[সূরা আল-মুমিনুন, আয়াত ৯৯]



●● কোনো প্রাণীই জানে না কোথায় এবং কিভাবে তার মৃত্যু হবে।

[সূরা লোকমান, আয়াত ৩৪]



মৃত্যু কোনো ব্যক্তির ইচ্ছানুযায়ী, তার সুবিধা মতো সময় এবং পছন্দনীয় স্থানে আসবে না। বরং তা আসবে আল্লাহর ইচ্ছানুযায়ী, তাঁরই নির্ধারিত সময় ও স্থানে,

ধনী-গরীব, রাজা-প্রজা সবারই একটি ঠিকানা, "মাটির কবর"।





আসুন একটু ভেবে দেখি যে সময়টি আমাদের সকলের জীবনে আসবেই তা কেমন হতে পারে----------



মনে করুন, আপনি এখন মারা গেছেন।



আপনার প্রিয়জন সবাই আপনার লাশের পাশে বসে কাঁদছে।কিছু লোক

গিয়েছে আপনার কবর তৈরি করতে। কিছু লোক গিয়েছে কাফনের কাপড় আনতে। কিছু লোক লাশকে ঘর থেকে বের করে আনছে।



কেউ গিয়েছে গরম পানি করতে। এবার আপনার লাশটাকে গোসল করাচ্ছে কিছু লোক।এবার লাশকে কাফনের কাপর পরাচ্ছে। এখন খাটিয়ার উপর

আপনার লাশটাকে রাখা হলো। চারজন লোক খাটিয়া উচু করলো এবং জানাযার মাঠে নিয়ে গেল।



জানাযা শেষে এবার কবরের দিকে নিয়ে গেল। এবার কিছু লোক কবরে নামলো এবং আপনার লাশ কবরে রাখল। এরপর বাঁশের চালি দিল। এবার মাটি দিয়ে সবাই চলে গেল।



চোখটা বন্ধ করে একটু চিন্তা করুন অন্ধকার ঐ কবরে আপনি একা। এটাই চিরন্তন সত্য।



ইয়া আল্লহ আমাদের সবাইকে মৃত্যুর কথা চিন্তা করে বেশি বেশি নেক

আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।



(আমীন)



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:৪৩

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমীন।

আসসালামু য়ালাইকুম। আমার একটা লেখা আছে,

"কোন সিস্টেমে মরতে চান?"

Click This Link

পড়বেন কী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.