নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু দেশের জন্য

জীবন অতি সংক্ষিপ্ত

গ. ম. ছাকলাইন

আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ

গ. ম. ছাকলাইন › বিস্তারিত পোস্টঃ

পবিত্র রমজানের পোষ্ট: সুরা ফাতিহার কিছু সুন্দর নাম ও তার ফযীলত

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:৩০

এ সুরা পবিত্র কোরআনের সর্ব প্রথম সুরা। একারনেই এসুরার নাম দেওয়া হয়েছে ফাতিহাতুল কোরআন। অর্থাত কোরআনের প্রারম্ভিক । এছাড়া আরোও বহু নাম আছে এ সুরার যেগুলো হলো-



ক. সুরা ফাতিহা

খ. উম্মুল কোরআন

গ. ফাতিহাতুল কিতাব

ঘ. শাফিয়াহ

ঙ. সার’ই মাছামী

চ. হামদ্

ছ. তা’লিমুল্ মাসআলাহ্

জ. মুনাজাত

ঝ. কোরআনে আযীম

ঞ. উম্মুল কিতাব



ফযীলত:



হাদীস শরীফে বর্নিত- সর্বাপেক্ষা উত্তম যিক্র্ হলো- ’লা-ইলা-হা ইল্লাল্লা-হ্’ এবং সর্বাপেক্ষা উত্তম দোয়া সুরা ফাতিহা।



হযরত আবু হোরায়রা (রা:) থেকে বর্নিত আছে- তিনি বলেন, রাসুলুল্লাহ (ছ:) বলেছেন, যার হাতে আমার জীবন তার কসম, সুরা ফাতিহার দৃষ্টান্ত, তাওরাত, ইঞ্জিল, যাবুর প্রভৃতি অন্য কোন আসমানী গ্রন্থে তা নেই-ই এমন কি পবিত্র কোরআনেও এর সমতুল্য অন্য কোন সুরা অবতীর্ন হয়নি-( মা’রিফুল কোরআন)



ক্স সুরা ফাতিহার শেষে আমীন বলা সুন্নত কিন্তু আমীন সুরার অংশ নয় ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:৫৫

মুহাম্মদ.অানোয়ার বলেছেন: সব ঠিক আছে ,কিন্তু রাঃ এবং ছ এর পর emo চিহ্ন কেন?

০৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৬

গ. ম. ছাকলাইন বলেছেন: ভাই ভুল বুঝবেননা। এটা ব্রাকেট দিয়ে রাঃ এবং ছ লিখলে এমনিতেই চলে আসে। এই চিহ্নগুলো আমার কাছেও খুব খারাপ লাগে।

২| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৩

মুহাম্মদ.অানোয়ার বলেছেন: তাহলে কষ্ট করে পুরা বানান লিখেন

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:১২

গ. ম. ছাকলাইন বলেছেন: চেষ্টা করব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.