নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু দেশের জন্য

জীবন অতি সংক্ষিপ্ত

গ. ম. ছাকলাইন

আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ

গ. ম. ছাকলাইন › বিস্তারিত পোস্টঃ

ইমরান আনসারী : লতিফ সিদ্দিকীর ভিডিও'র পেছনের খবর

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

ইমরান আনসারী বলেছেন 'নিউ ইয়র্কে আওয়ামী লীগের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর উপর করা প্রতিবেদনের পেছনে যখন ছুটছিলাম তখন বিশ্বাসই হয়নি এটি বাংলাদেশে কোনো মিডিয়ায় প্রচারিত হবে। তারপরও পেশাদার সাংবাদিক হিসেবে সর্বোপুরি আল্লাহ ও তাঁর রাসুলে বিশ্বাসী একজন মানুষ হিসেবে এই প্রতিবেদনটির পেছনে কাজ করার অদম্য প্রচেষ্টা চালাই। ইমরান আনসারী আপনি যে অসাধ্য সাধন করেছেন তার জন্য ধন্যবাদ আপনাকে।







সে ঘটনা বলার সুযোগ হয়তো পরে আসবে। আমি স্যালুট জানাই ইটিভির চেয়ারম্যানকে যিনি প্রথমবারের মতো প্রতিবেদনটি প্রকাশ করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। তখনো আমি গভীর ঘুমে । প্রবাসী এক সাংবাদিক জানালেন তোমার সংবাদটিতে ফেইসবুকে ২০ লক্ষ লাইক পড়েছে। আমি হতবাক ও বিস্মিত সোস্যাল মিডিয়ার এই বিকাশ দেখে। প্রতিবেদনটি প্রচার উপযোগী করতে সহকর্মী হাসানুজ্জামান সাকী ভাই আমার সহযোদ্ধা ছিলেন। প্রতিবেদনটি করতে সাহস যুগিয়েছেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক সরকার কবির উদ্দিন ভাই ও ফকির সেলিম, সাংবাদিক কাজী সামসুল হকসহ আরো অনেকে। সকলের বক্তব্য ছিল রিপোর্টে যাতে কোনো ফেব্রিকেশন না থাকে। চেস্টা করেছি ।







এই প্র্রথম সব দলের লোকদের ধন্যবাদ পেলাম। বিশেষ করে আওয়ামী লীগের অনেক নেতা ধন্যবাদ জানিয়েছেন। আমি বাংলাদেশের মানুষের ভালবাসা নিয়ে গণমাধ্যম নিয়ে বেঁচে থাকতে চাই, সামাজিক সুবিচার, মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে কথা বলতে চাই।







বাংলাদেশে গনতন্ত্র আবার ফিরে আসুক একুশে টিভির হাত ধরে। কারন সত্য বলার মিডিয়ার বড় অভাব বর্তমান বাংলাদেশে!



লতিফের ৪৬ অনিয়ম





আপডেট খবর:

আজ ২৫ শে নভেম্বর ২০১৪ ইং তারিখে লতিফ গ্রেফতার হয়েছে ।











এডিটেড



তথ্যসূত্র: Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭

আমায় ডেকো না বলেছেন: আমাদের প্রানপ্রিয় নবী হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অবমাননার শাস্তি মৃত্যুদন্ডের আইন করা হউক এবং কুলাঙ্গার লতিফ সিদ্দিকীর সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়া হোউক।

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১

গ. ম. ছাকলাইন বলেছেন: মাঝে মাঝে মনে হয় আমরা আসলেই মুসলিম কি না? কাদের সাথে বসবাস করছি?

সহমত আপনার সাথে।

২| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৭

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ আপনাকে সাহসী সংবাদ প্রকাশের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.