নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু দেশের জন্য

জীবন অতি সংক্ষিপ্ত

গ. ম. ছাকলাইন

আমি একজন সাধারন খেটে খাওয়া মানুষ

গ. ম. ছাকলাইন › বিস্তারিত পোস্টঃ

ইসলাম কেন শান্তির ধর্ম?

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

ইসলাম শান্তরি ধর্ম। কিন্তু অনেক পথভ্রষ্ট মানুষ তার অপব্যাখ্যা করার চেষ্টা করছে । কয়েকটি হাদিস এখানে তুলে ধরব যা দেখলে ও পড়লে সহজেই বোঝা যাবে কেন ইসলাম শান্তির ধর্ম।









সহীহ বুখারী, অধ্যায়ঃ ০২, পর্বঃ ঈমান, হাদিস নাম্বারঃ ০৭
হযরত রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, আর তা হল-

১। আল্লাহ্‌ ছাড়া কোন মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহ্‌র রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করা ।

২। নামায প্রতিষ্ঠা করা ।

৩। যাকাত প্রদান করা ।

৪। হজ্জ আদায় করা ।

৫। রমযানের রোজা রাখা ।

সহীহ বুখারী, অধ্যায়ঃ ০২, পর্বঃ ঈমান, হাদিস নাম্বারঃ ০৮
হযরত রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, ঈমানের শাখা-প্রশাখা সমূহ ষাটের চেয়েও বেশী এবং লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা ।

সহীহ বুখারী, অধ্যায়ঃ ০২, পর্বঃ ঈমান, হাদিস নাম্বারঃ ০৯
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) নবী করীম (সাঃ) থেকে বর্ণনা করেন, প্রকৃত মুসলমান সে ব্যক্তি, যিনি অপর মুসলমানকে স্বীয় জবান এবং হাতের অন্যায় থেকে রক্ষা করেন । অর্থাৎ, কথা ও কাজে অন্যকে কষ্ট দেন না । প্রকৃত মুহাজির ঐ ব্যক্তি যিনি আল্লাহ্‌র নিষিদ্ধ বিষয়সমূহ পরিহার করেন । অর্থাৎ গুনাহের কাজ থেকে বিরত থাকেন ।

সহীহ বুখারী, অধ্যায়ঃ ০২, পর্বঃ ঈমান, হাদিস নাম্বারঃ ১০
হযরত আবূ মূসা আসআরী (রাঃ) বলেন, সাহাবায়ে কেরাম একদা হুজুর (সাঃ)-কে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ (সাঃ)! ইসলামের কোন চরিত্র সর্বাপেক্ষা উত্তম ? উত্তরে রাসূল (সাঃ) বলেন- অন্য মুসলমানকে স্বীয় কথা ও কাজ দ্বারা কষ্ট না দেয়া ।

সহীহ বুখারী, অধ্যায়ঃ ০২, পর্বঃ ঈমান, হাদিস নাম্বারঃ ১১
একদা রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, ইসলামের কোন চরিত্র উত্তম ? উত্তরে রাসূল (সাঃ) বল্লেনঃ পরিচিত-অপরিচিত নির্বিশেষে খানা খাওয়ানো ও সালাম প্রদান করা ।

সহীহ বুখারী, অধ্যায়ঃ ০২, পর্বঃ ঈমান, হাদিস নাম্বারঃ ১২
হযরত আনাস ইবনে মালেক (রাঃ) রাসূল (সাঃ) হতে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে, অপর মুসলমান ভাইয়ের জন্যও তা পছন্দ করে ।


আমরা যদি ইসলামকে মানতে পারি নিশ্চয় সমাজে কোন অশান্তি থাকবে না। আমাদের সমাজ যেভাবে অধ:পতিত হচ্ছে তাতে ইসলামের ছায়াতলে আসা ছাড়া কোন পথ আমাদের সামনে খোলা নেই।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

খেলাঘর বলেছেন:

এ যুগে এগুলোর কোন মুল্য নেই; মানুষ এগুলো থেকে ভালো কিছু করতে পেরেছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

গ. ম. ছাকলাইন বলেছেন: এগুলোর মুল্যায়ন নেই বলেই চারিদিকে অশান্তির শেষ নেই। কিন্তু যে মূল্যায়ন করছে তার মনে ঠিকি শান্তি আছে।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা যদি ইসলামকে মানতে পারি নিশ্চয় সমাজে কোন অশান্তি থাকবে না। আমাদের সমাজ যেভাবে অধ:পতিত হচ্ছে তাতে ইসলামের ছায়াতলে আসা ছাড়া কোন পথ আমাদের সামনে খোলা নেই।

++++++++++++++

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৯

নিলু বলেছেন: মানতে চায় না শুধু ধর্ম নিয়ে বাণিজ্য করন বাড়ছে

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

গ. ম. ছাকলাইন বলেছেন: ধর্ম আছে বলেই মানুষের মনে এখনও শান্তি আছে। অশান্তিতে তারাই ভোগে যারা ধর্ম চর্চা করে না।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০

শাশ্বত স্বপন বলেছেন: কেউ মানতে চায় না শুধু ধর্ম নিয়ে বাণিজ্য করন বাড়ছে । যার ফলে দেশে দেশে কি শান্তি বয়ে যাচ্ছে, ছাকলাইন ভাই টেরও পাচ্ছে না।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

গ. ম. ছাকলাইন বলেছেন: স্বপন ভাই সবখানেই দুটি পথ একটি ডান একটি বাম, একটি ভাল একটি খারাপ। আমরা এখন বাম দিকের খারাপ দুনিয়াই বসবাস করছি তাই খারাপ কাজকেই স্বাভাবকি মনে হয় আর ভাল কিছু দেখলে গা জ্বালা করে । সেজন্যই অনেকেরই ইসলাম ধর্মের কথা শুনলে বানিজ্যিকিকরন মনেহয়।

আর ভাই দেশে দেশে শান্তি আসবে সেজন্য আগে নিজেকে সঠিক আর সত্যের পথে নিয়ে আসতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.